Mukti FM Bogra

Mukti FM Bogra The First Community Radio Of Bogura. It's an official page.

01/12/2024





শিশু,কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এসবিসি কার্যক্রমের অংশ হিসেবে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়ক রেডিও ফোনো লাইভ টকশো
জনগণের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন আয়োজনে রেডিও মুক্তি, সহযোগিতায় জেলা তথ্য অফিস বগুড়া ও ইউনিসেফ।

আজকের পর্ব : বাল্যবিবাহ ( প্রতিরোধ)
আলোচক:

০১। তাঞ্জিমা আকতার, উপপরিচালক
মহিলা বিষয়ক কর্মকর্তা, বগুড়া।

০২। শিল্পী রাণী
সহকারী শিক্ষক, মালতিনগর উচ্চ বিদ্যালয়।

০৩। মো: জাহাঙ্গীর আলম, প্রিন্সিপাল
ওমর উম্মুল খাত্তাব মাদ্রাসা

জেলা তথ্য অফিস বগুড়া ও ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় রেডিও মুক্তির এই বিশেষ আয়োজন সরাসরি দেখতে পাচ্ছেন রেডিও মুক্তির ফেসবুক পেইজে।
অনুষ্ঠানে আজকের আলোচনার প্রেক্ষিতে যদি আপনার কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের জানিয়ে দিন ফেসবুক পেইজের পোস্টের নিচে কমেন্ট করে অথবা ফোন করুন ০১৮৫৭-৪৫২৮৭৭ এই নাম্বারে।

30/11/2024





শিশু,কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এসবিসি কার্যক্রমের অংশ হিসেবে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়ক রেডিও ফোনো লাইভ টকশো
জনগণের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন আয়োজনে রেডিও মুক্তি, সহযোগিতায় জেলা তথ্য অফিস বগুড়া ও ইউনিসেফ।

আজকের পর্ব :শিশু অধিকার
আলোচক:

০১। শাহ মো : ইসহাক আলী
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বগুড়া।

০২। মো: আশরাফ আলী প্রাং
প্রধান শিক্ষক, চক হবিবর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

০৩। জান্নাতি তাজরি
অভিভাবক

জেলা তথ্য অফিস বগুড়া ও ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় রেডিও মুক্তির এই বিশেষ আয়োজন সরাসরি দেখতে পাচ্ছেন রেডিও মুক্তির ফেসবুক পেইজে।
অনুষ্ঠানে আজকের আলোচনার প্রেক্ষিতে যদি আপনার কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের জানিয়ে দিন ফেসবুক পেইজের পোস্টের নিচে কমেন্ট করে অথবা ফোন করুন ০১৮৫৭-৪৫২৮৭৭ এই নাম্বারে।

28/11/2024

জনগণের অংশ গ্রহণে সামাজিক কুপ্রথা প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ফোন ইন ও ফেইসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান।
বিষয়ঃ কিশোর কিশোরীদের পুষ্টি সচেতনতা ও স্থূলতা প্রতিরোধে করণীয়।
স্টুডিওতে উপস্থিত আছেন :-
ডাঃ মুনিরা বেগম, এমবিবিএস.এমপি এইচ(বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ,রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
জাকিয়া আকবর, পুষ্টিবিদ কনসালটেন্ট ডায়েটেশিয়ান, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল।

বিদ্যালয়ে শিশু সুরক্ষার সম্পর্কিত প্রশিক্ষণ শিক্ষকদের পাশাপাশি অন্যান্য কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, শার...
28/11/2024

বিদ্যালয়ে শিশু সুরক্ষার সম্পর্কিত প্রশিক্ষণ শিক্ষকদের পাশাপাশি অন্যান্য কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও কর্মীদেরকে শিশুদের শারীরিক নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল শেখানো প্রয়োজন। এতে অগ্নি নির্বাপণ, ভূমিকম্প বা প্রাথমিক চিকিৎসার মতো বিষয়ে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত হতে পারে।

দ্বিতীয়ত, মানসিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য এবং কাউন্সেলিং সম্পর্কিত প্রশিক্ষণ অত্যাবশ্যক। এটি শিক্ষকদের শিশুদের মানসিক চাপ, নিপীড়ন বা হয়রানির বিষয়গুলো চিহ্নিত করতে এবং তাদের সহায়তা করতে সক্ষম করে।

তৃতীয়ত, অনলাইন নিরাপত্তা বর্তমান সময়ে একটি বড় বিষয়। শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদের সাইবার সুরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া উচিত।

চতুর্থত, নৈতিক আচরণ ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা শিশুদের প্রতি সহনশীল, সম্মানজনক ও নিরাপদ আচরণ করেন।

এই প্রশিক্ষণ বিদ্যালয়ে একটি নিরাপদ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলে, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।

28/11/2024

আপনারা দেখছেন জনগণের অংশ গ্রহণে সামাজিক কুপ্রথা প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ফোন ইন ও ফেইসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান।
বিষয়ঃ সহিংস আচরণ ও যৌন হয়রানি থেকে শিশুর সুরক্ষার উপায় ।
স্টুডিওতে উপস্থিত আছেন:- জিলুফা সুলতানা, বিভাগীয় পরিচালক সমাজসেবা কার্যালয়, রংপুর ও এ্যাড: মিন্নাত খানম মুক্তা, রংপুর জজ কোর্ট, রংপুর।
সঞ্চালনায়: মোবাশ্বেরা পারভীন ।
অনলাইন সম্পাদনা: মোঃ তরিকুল ইসলাম ।
অনুষ্ঠানটি উপভোগ করার আমন্ত্রণ রইলো।
অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন :
বাংলাদেশ বেতার রংপুর ফেসবুক পেজে, বাংলাদেশ বেতার, রংপুর - Bangladesh Betar, Rangpur
শুনবেন: এএম ১০৫৩ কি.হা. এবং এফএম ৮৮.৮ মে.হা.বেতার অ্যাপে।

28/11/2024

আইনের কথাঃ আইন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। বিষয়ঃ পলিথিন নিষিদ্ধ আইন। তারিখ :২৭/১১/২০২৪

24/11/2024

আপনারা দেখছেন কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান “ক্ষেতে খামারে”
বিষয়: কৃষি (মাঠ ফসল, উদ্যান ফসল, ফসলের সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, রোগ, বালাই দমন ব্যবস্থাপনা ইত্যাদি)

24/11/2024

ক্যারিয়ারলাইন :তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান । আজকের বিষয় :চ্যালেন্জিং পেশা হিসেবে সাংবাদিকতা (
২৪-১১-২০২৪)

23/11/2024





শিশু,কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এসবিসি কার্যক্রমের অংশ হিসেবে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়ক রেডিও ফোনো লাইভ টকশো
জনগণের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন আয়োজনে রেডিও মুক্তি, সহযোগিতায় জেলা তথ্য অফিস বগুড়া ও ইউনিসেফ।

আজকের পর্ব :শিশু শ্রম
আলোচক:

০১৷ অরুপ রতন
স্টাফ রিপোর্টার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ

০২. আল আমিন
পরিচালক, হান্নান এন্টারপ্রাইজ।

জেলা তথ্য অফিস বগুড়া ও ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় রেডিও মুক্তির এই বিশেষ আয়োজন সরাসরি দেখতে পাচ্ছেন রেডিও মুক্তির ফেসবুক পেইজে।
অনুষ্ঠানে আজকের আলোচনার প্রেক্ষিতে যদি আপনার কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের জানিয়ে দিন ফেসবুক পেইজের পোস্টের নিচে কমেন্ট করে অথবা ফোন করুন ০১৮৫৭-৪৫২৮৭৭ এই নাম্বারে।

শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের শরীরের প্রতি অধিকার সম্পর্কে সচ...
23/11/2024

শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের শরীরের প্রতি অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং তাদের মানসিক ও শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে।

গুড টাচ হলো এমন স্পর্শ যা ভালোবাসা ও সুরক্ষার অনুভূতি দেয়, যেমন বাবা-মায়ের আদর বা শিক্ষকের উৎসাহমূলক পিঠ চাপড়ানো। এটি শিশুদের আরামদায়ক ও নিরাপদ বোধ করায়।

অন্যদিকে, ব্যাড টাচ হলো এমন স্পর্শ যা অস্বস্তি, ভয় বা লজ্জা সৃষ্টি করে। এটি হতে পারে গোপনাঙ্গে অপ্রত্যাশিত স্পর্শ, জোরপূর্বক আলিঙ্গন বা অশোভন আচরণ। ব্যাড টাচ শিশুদের মানসিকভাবে ভেঙে দিতে পারে এবং দীর্ঘমেয়াদে তাদের আত্মবিশ্বাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

শিশুকে শেখানো জরুরি যে তাদের শরীরের উপর তাদের পূর্ণ অধিকার রয়েছে। তারা যদি কোনো স্পর্শে অস্বস্তি বোধ করে, তবে "না" বলতে পারে এবং এ বিষয়ে বাবা-মা, শিক্ষক বা কোনো প্রাপ্তবয়স্কের সঙ্গে কথা বলতে পারে।

শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে গুড টাচ ও ব্যাড টাচ নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত। এটি শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের বিপজ্জনক পরিস্থিতি এড়িয়ে চলার সক্ষমতা দেয়। সচেতনতা ও সময়মতো শিক্ষা শিশুর নিরাপত্তার প্রথম ধাপ।

সিভি লেখার সহজ কৌশলচাকরিদাতার কাছে চাকরিপ্রার্থীর প্রথম পরিচয় ঘটে সিভি বা জীবনবৃত্তান্তের মাধ্যমে। সঠিকভাবে লেখা সিভি এক...
23/11/2024

সিভি লেখার সহজ কৌশল

চাকরিদাতার কাছে চাকরিপ্রার্থীর প্রথম পরিচয় ঘটে সিভি বা জীবনবৃত্তান্তের মাধ্যমে। সঠিকভাবে লেখা সিভি একজন প্রার্থীকে চাকরির দৌড়ে এগিয়ে রাখে। প্রাসঙ্গিক সিভি প্রস্তুত করতে নিচের কৌশলগুলো অনুসরণ করতে পারেন। লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।

ছবি হোক প্রফেশনাল:

সিভি কোনো ইনফরমাল বিষয় নয়। সিভিতে ফরমাল গেটআপে তোলা পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করতে হবে। ব্যাকগ্রাউন্ড নীল বা সাদা হলে ভালো। সেলফি বা ভ্রমণের সময় তোলা ছবি সিভিতে দেওয়া একেবারে বেমানান।

যোগাযোগের বিস্তারিত দেওয়া:

সিভির শীর্ষে নিজের পুরো নাম বড় ফন্টে বোল্ড করে লিখুন। এরপর যথাক্রমে প্রফেশনাল টাইটেল, ই-মেইল, মোবাইল নম্বর, লিংকডইন প্রোফাইল লিংক এবং ঠিকানা উল্লেখ করুন।

গোছানো অবজেকটিভ:

ক্যারিয়ার অবজেকটিভ বা সামারি সিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আবেদন করা পদের সঙ্গে সম্পর্কিতভাবে এটি সংক্ষেপে লিখুন। একবার সিভি তৈরি করে সব প্রতিষ্ঠানে সেটি পাঠানো উচিত নয়। অবজেকটিভ লেখার সময় আপনার ক্যারিয়ারের লক্ষ্য ও অভিজ্ঞতা স্পষ্টভাবে তুলে ধরুন। তবে এটি ১০০ শব্দের মধ্যে রাখুন।

পেশাগত অভিজ্ঞতা তুলে ধরুন:

আবেদন করা পদের সঙ্গে প্রাসঙ্গিক আগের কাজের অভিজ্ঞতা উল্লেখ করুন। প্রতিষ্ঠানের নাম, কাজের মেয়াদকাল এবং পদের নাম পরিষ্কারভাবে লিখুন। সর্বশেষ কাজ করা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রথম কাজ করা প্রতিষ্ঠানের নাম পর্যায়ক্রমে দিন।

শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা:

শিক্ষাগত যোগ্যতা পদের সঙ্গে প্রাসঙ্গিকভাবে তুলে ধরুন। সর্বশেষ ডিগ্রি থেকে শুরু করে পর্যায়ক্রমে আগের ডিগ্রিগুলোর নাম, সাল, প্রতিষ্ঠান ও ফলাফল উল্লেখ করুন। ফলাফল প্রকাশিত না হলে ‘Appeared’ এবং চলমান থাকলে ‘Pursuing’ লিখতে পারেন।

প্রশিক্ষণ ও কর্মশালা:

ছাত্রজীবনে অর্জিত প্রশিক্ষণ ও কর্মশালার অভিজ্ঞতা চাকরির ক্ষেত্রে কাজে লাগে। পদের সঙ্গে সম্পর্কিত প্রশিক্ষণ বা কর্মশালার নাম, বিষয়, সময়কাল এবং আয়োজক প্রতিষ্ঠানের নাম লিখুন।

যোগ্যতা ও দক্ষতা তুলে ধরা:

শিক্ষাগত যোগ্যতার বাইরে পদের জন্য প্রাসঙ্গিক অন্য কোনো যোগ্যতা বা দক্ষতা থাকলে তা উল্লেখ করুন। মাতৃভাষার বাইরে ভিন্ন ভাষা জানলে তা লিখুন এবং ভাষার দক্ষতার কোনো সার্টিফিকেট থাকলে সেটি যোগ করুন। এ ছাড়া কম্পিউটারে নির্দিষ্ট সফটওয়্যারে দক্ষতা থাকলে তা উল্লেখ করা যেতে পারে।

রেফারেন্স দেওয়া:

সিভিতে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির রেফারেন্স দিন। একজন একাডেমিক ও একজন পেশাজীবী হতে পারেন। তাঁরা যেন আপনার পরিচিত হন এবং ইতিবাচক ফিডব্যাক দিতে পারেন, তা নিশ্চিত করুন।

অঙ্গীকারনামা যুক্ত করা:

সিভির সব তথ্য সঠিক, তা নিশ্চিত করতে অঙ্গীকারনামা দিন। সবশেষে নিজের স্বাক্ষর যুক্ত করুন। এসব কৌশল অনুসরণ করে একটি নিখুঁত সিভি তৈরি করুন।

/

অত্র এলাকায় বিদ্যুৎ বন্ধের নোটিশ ( সকাল ৮ টা - বিকাল ৪ টা)
23/11/2024

অত্র এলাকায় বিদ্যুৎ বন্ধের নোটিশ ( সকাল ৮ টা - বিকাল ৪ টা)

22/11/2024

শিশুরা যখন ভবিষ্যতের কথা চিন্তা করে, তারা অনেক আশা নিয়ে স্বপ্ন দেখে।

এবার আমাদের, বড়দের, একসাথে হতে হবে, তাদের স্বপ্নগুলো জানতে হবে এবং সেই পৃথিবী তৈরি করতে তাদেরকে সাহায্য করতে হবে।

এটাই সময় শিশুদের থেকে ভবিষ্যতের ব্যাপারে জানার।

22/11/2024





শিশু,কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এসবিসি কার্যক্রমের অংশ হিসেবে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়ক রেডিও ফোনো লাইভ টকশো
জনগণের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন আয়োজনে রেডিও মুক্তি, সহযোগিতায় জেলা তথ্য অফিস বগুড়া ও ইউনিসেফ।

আজকের পর্ব :শিশু সহিংসতা
আলোচক:

০১৷ ডাক্তার নাফিউজ জামান চৌধুরী
শিশু বিশেষজ্ঞ, গুড হেলথ হাসপাতাল

০২. শামীমা নাসরিন
সহকারি শিক্ষক, নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৩. রবিউল আলম অশ্রু,
অভিভাবক

জেলা তথ্য অফিস বগুড়া ও ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় রেডিও মুক্তির এই বিশেষ আয়োজন সরাসরি দেখতে পাচ্ছেন রেডিও মুক্তির ফেসবুক পেইজে।
অনুষ্ঠানে আজকের আলোচনার প্রেক্ষিতে যদি আপনার কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের জানিয়ে দিন ফেসবুক পেইজের পোস্টের নিচে কমেন্ট করে অথবা ফোন করুন ০১৮৫৭-৪৫২৮৭৭ এই নাম্বারে।

21/11/2024





শিশু,কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এসবিসি কার্যক্রমের অংশ হিসেবে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়ক রেডিও ফোনো লাইভ টকশো
জনগণের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন আয়োজনে রেডিও মুক্তি, সহযোগিতায় জেলা তথ্য অফিস বগুড়া ও ইউনিসেফ।

আজকের পর্ব : নারী সহিংসতা
আলোচক:

০১৷ বাবলি সুরাইয়া
ব্র‍্যাক জেলা সমন্বয়ক, বগুড়া

০২. নূরে আক্তার বাঁধন
এডভোকেট, জজ কোর্ট,বগুড়া

০৩. তামান্না আকতার
যুব নারী

জেলা তথ্য অফিস বগুড়া ও ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় রেডিও মুক্তির এই বিশেষ আয়োজন সরাসরি দেখতে পাচ্ছেন রেডিও মুক্তির ফেসবুক পেইজে।
অনুষ্ঠানে আজকের আলোচনার প্রেক্ষিতে যদি আপনার কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের জানিয়ে দিন ফেসবুক পেইজের পোস্টের নিচে কমেন্ট করে অথবা ফোন করুন ০১৮৫৭-৪৫২৮৭৭ এই নাম্বারে।

21/11/2024

Address

Seujgari
Bogura
5800

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Telephone

+8801878373919

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukti FM Bogra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mukti FM Bogra:

Videos

Share

Category