আমাদের চলনবিল

আমাদের চলনবিল Anybody who love Challanbill may be the member without criminal or who are involved antisocial

Address

19, Malshin Lan
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের চলনবিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

চলনবিল নিউজ এন্ড ভিউজ

হদয়ে চলন, মননে চলন। বাংলাদেশের সবচেয়ে বড় বিল হলো চলনবিল। এটি সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও বগুড়া জেলাকে একই সূতার বন্ধনে আবদ্ধ করেছে। বিলে শত শত প্রজাতির মাছ এখনো পাওয়া যায়। বর্ষাকালে গোটা চলনবিল পানিতে ভরে যায়। মনে হয় যেন বাংলার দ্বিতীয় কক্সবাজার। এসময় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পর্যটক আসেন। নৌকা, স্পীড বোট এমনকি ছোট খাটো লঞ্চও পাওয়া যায় ভ্রমনের জন্য। চারিদিকে পানির মিস্টি হাওয়া এসময় আপনাকে দিবে নৈসর্গিক অনূভূতি। তাই বর্ষাকালে চলনবিল ভ্রমণ একবার হলেও করুন। শীতকালের শেষে বিলে পানি কমে যায়। কোথাও কোথাও শুকিয়ে যায়। তখন প্রচুর সরিষা জম্নে। সরিষার হলুদ পোশাক পড়ে তখন প্রকৃতি। এসময় আসে ঝঁকে ঝাঁকে মৌমাছি। আসে মধুচাষী। প্রচুর মধু সংগ্রহ করে তারা। আর অগ্রায়নে শুরু হয় বোরো ধানের চাষ। মাঘ মাসে সবুজ ধানের দোল দোলানী মনেও দোলা দেয়। বৈশাখে ধান পাকে। তখন আরেক দৃশ্য। চারিদিকে শষ্য তোলার ধুম। প্রচুর ধান হয় চলনবিলে। ধান কাটার পর বর্ষা আসতে শুরু করে।

চলনবিল। মা জননি। তোমাকে ভালবাসি আমরা সবাই। তুমি গোটা বাংলার বৈচিত্রের আধার। তোমার উদার গগণ, বুকভরা ফসলের মাঠ, জলাশয়ের মাছ, হিমেল পবন এগুলো তো কোথাও পাওয়া যাবে না। আমি তোমার ভালবাসা পেতে চাই সবসময়। তোমার সন্তানদের কাছেও হতে চাই প্রিয়জন।