সৌরভ এগ্রো-Sourav Agro

সৌরভ এগ্রো-Sourav Agro 🌱দেশি-বিদেশি ফল গাছের বিশ্বস্থ অনলাইন নার্সারি।শতভাগ গ্যারান্টি সহকারে গাছ নিতে ☎️০১৭২৯০৩০৫৩৭ If you order online.
(1)

Welcome to Sourav Agro
We are very careful to supply all kinds of fruit and flowering plants of different varieties of pens and seeds of different sizes in developed countries. And people living outside of Bogra will be able to take the golden opportunity to take cash-on-delivery in their own district by ordering Sundarbans courier in their own district. We have different varieties of local and fo

reign fruit trees and flowering plants. We send all these products to all district level and some upazila level all over Bangladesh. We run our agro activities off line as well as online agro.





ভালো ফল পেতে আমের মুকুলে স্প্রে করার নিয়ম ও বিশেষ যত্ন ( জৈবসহ): আজকে আপনাদের জানাব-১. কয়বার স্প্রে করতে হবে২. ফল ঝরা রো...
13/01/2025

ভালো ফল পেতে আমের মুকুলে স্প্রে করার নিয়ম ও বিশেষ যত্ন ( জৈবসহ):

আজকে আপনাদের জানাব-
১. কয়বার স্প্রে করতে হবে
২. ফল ঝরা রোধে করণীয়
৩. জৈব পদ্ধতিতে হপার পোকা ও ফল ছিদ্র কারী মাছি পোকা দমন
৪. কখন সেচ দিবেন

চলুন জেনে নেই-

✅প্রথমবার স্প্রেঃ ( জানুয়ারির মাঝামাঝি সময়ে মুকুল আসার ১৫-২০ দিন আগে)

✔️সাইপারমেথ্রিন অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক ১ মিলি / লিটার পানিতে

অথবা

✔ইমিডাক্লোপ্রিড গ্রুপের একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

✔ একদিন পর সালফার অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

>>তবে মুকুল আসার আগে স্প্রে করা জরুরি নয়। ঘন কুয়াশা অবস্থায় আগাম ব্যবস্থা হিসেবে এটি করলে ভালো ফল পাওয়া যায়।

⏹️মুকুল আসার পরে-

✅২য়বার স্প্রেঃ (মুকুল ৪-৬ ইঞ্চি হওয়ার পর কিন্তু ফুল ফোটার আগে)

✔️হপার পোকা দমনে ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

✔️একদিন পর অ্যানথ্রাকনোজ রোগ দমনে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন ইন্ডোফিল / ডায়থেন এম ৪৬/নেমিস্পোর /এগ্রিজেব ৮০ ডাব্লিউ পি যে কোন একটি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

🔰 #জৈব_পদ্ধতিঃ গাছে হপার পোকা দমনে মুকুল আসার পর পর #আঠালো হলুদ ও নীল ফাদ লাগিয়ে দিতে পারেন।

➡️ভালো ফলন পেতে
২য়বার স্প্রে করার ২-৩ দিন পরে সলুবর বোরন লিটারে ১.৫ গ্রাম হারে এবং চিলেটেড জিংক লিটারে ০.২৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

⛔সতর্কতাঃ ফুল ফোটার পর কোন স্প্রে করা যাবে না। স্প্রে করার সময় গাছের পাতা, মুকুল, ও ডালপালা ভালোভাবে ভিজিয়ে দিতে হবে।

✅তৃতীয়বার স্প্রেঃ(ফল মটরদানা আকৃতির হলে)

√√উপরের ২য়বার স্প্রে করার নিয়মে ইমিডাক্লোপ্রিড, ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন।

🍋 া রোধে

√√প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে ফল মটরদানা অবস্থায় একবার এবং মার্বেল আকৃতির হলে দ্বিতীয়বার বার স্প্রে করতে হবে।

🔰জৈব পদ্ধতিতে #মাছি_পোকা দমনেঃ

ফল ছিদ্রকারী পোকা দমনে ফল মার্বেল অবস্থা থেকে ম্যাজিক ফাদ #জোনাট্র্যাক অথবা ফেরোমন ফাদ ব্যবহার করতে পারেন। এছাড়া ফল ব্যাগিং করে দিলে ভালো ফল পাওয়া যায়।

💧💧 #সেচ_প্রদান
√√ফলন্ত গাছে মুকুল আসার ৩ মাস আগে থেকে সেচ প্রদান বন্ধ রাখতে হবে।
√√আমের মুকুল ফোটার শেষ পর্যায়ে কমপক্ষে একবার ও ফল মটর দানা হলে একবার সেচ দিতে হবে।
>তবে মুকুল অবস্থায় সেচ দেওয়া নিয়ে মতভেদ আছে। ফুল ফোটার আগে সেচ দেওয়া যাবে না।

>>কলম করা গাছের বয়স ৪ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুকুল ভেঙ্গে দেওয়া ভালো। । এতে আম গাছের বৃদ্ধি ভালো হয় ও দীর্ঘ দিন ফল দেয়। তবে গাছের বৃদ্ধি খুব ভালো হলে ৩ বছরের পর থেকে মুকুল রাখতে কেউ কেউ পরামর্শ দেন।

>>গাছের গোড়া আগাছা মুক্ত ও পরিস্কার রাখতে হবে। মনে রাখবেন এসব আগাছায় পোকা বাসা বাঁধে

#মাছিপোকা #জোনাট্র্যাক #জৈব #বালাইনাশক #নিরাপদ #আমের #মুকুল #পরিচর্যা #হপার #পোকা #ফল #স্প্রে #কৌশল #নিয়ম #ফলঝরা #ঝরা #ঝরে #আম

মিয়াজাকি আম গাছ: সূর্যের ডিমমিয়াজাকি আম – এই নাম শুনলেই অনেকের মুখে জল আসে। জাপানের মিয়াজাকি অঞ্চলে উদ্ভূত এই আম বিশ্...
12/01/2025

মিয়াজাকি আম গাছ: সূর্যের ডিম
মিয়াজাকি আম – এই নাম শুনলেই অনেকের মুখে জল আসে। জাপানের মিয়াজাকি অঞ্চলে উদ্ভূত এই আম বিশ্বের সবচেয়ে দামি আম হিসেবে পরিচিত। এর সুস্বাদু, মিষ্টি আঁষ আর সুগন্ধি একে অনন্য করে তুলেছে।
কেন এত দামি?
* বিরলতা: মিয়াজাকি আম চাষ খুবই কঠিন এবং সময়সাপেক্ষ। প্রতিটি ফলের যত্ন নিতে হয় বিশেষভাবে।
* স্বাদ ও গুণমান: এর স্বাদ অতুলনীয়। মিষ্টি, রসালো আর সুগন্ধি এই আমের অন্যতম বৈশিষ্ট্য।
* আকার ও রং: মিয়াজাকি আম সাধারণত বড় আকারের হয় এবং এর রং গাঢ় লাল বা বেগুনি।
* চাহিদা: স্বাদের কারণে এর চাহিদা সারা বিশ্বে অনেক বেশি।
মিয়াজাকি আমের বৈশিষ্ট্য
* বিজ্ঞানসম্মত নাম: তাইয়ো নো টোমাগো (Taiyo-no-tomago) অর্থাৎ সূর্যের ডিম।
* আকার: সাধারণ আমের চেয়ে বড়।
* রং: গাঢ় লাল বা বেগুনি।
* স্বাদ: অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু।
* সুগন্ধি: অনন্য সুগন্ধি।
মিয়াজাকি আম চাষ
মিয়াজাকি আম চাষ খুবই কঠিন এবং সময়সাপেক্ষ। গাছের যত্ন, মাটির গুনাগুন, জলসেচন ইত্যাদি বিষয়গুলোতে বিশেষ নজর দিতে হয়।
মিয়াজাকি আম কেনার আগে
* আকার: আমটি বড় এবং গোলাকার হওয়া উচিত।
* রং: গাঢ় লাল বা বেগুনি রঙের হওয়া উচিত।
* সুগন্ধি: আমটি সুগন্ধি ছাড়বে।
* দাম: মিয়াজাকি আম অনেক দামি হওয়ায় নিশ্চিত হয়ে কিনুন যে আপনি আসল মিয়াজাকি আম কিনছেন।
মিয়াজাকি আম খাওয়ার উপায়
* সরাসরি: সবচেয়ে ভালো হবে তাজা মিয়াজাকি আম সরাসরি খাওয়া।
* শেক: মিল্ক শেক বা স্মুজি বানিয়ে খাওয়া যায়।
* আইসক্রিম: আইসক্রিম তৈরি করে খাওয়া যায়।
* ডেজার্ট: বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে খাওয়া যায়।
মিয়াজাকি আম একটি বিলাসবহুল ফল হলেও এর স্বাদ আপনাকে মুগ্ধ করবে।
আপনি কি কখনো মিয়াজাকি আম খেয়েছেন? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।
#মিয়াজাকিআম #ফল #খাদ্য #জাপান

মুকুল সহ আম গাছ #আম  #গাছ  #সহ
11/01/2025

মুকুল সহ আম গাছ

#আম #গাছ #সহ

11/01/2025

ফল, ফুল সহ থাইল্যান্ডের বিখ্যাত পিংক পেয়ারা গাছ ||জিও ব্যাগ সেট আপ কৃত গাছ। #পেয়ারা_গাছ #ফলসহ #গাছ

09/01/2025

অর্ডার কৃত গাছ প্যাকেটিং করা হচ্ছে।

মুকুল সহ আম গাছ নিতে মেসেজ দিন
08/01/2025

মুকুল সহ আম গাছ নিতে মেসেজ দিন

বনশাই ফুল গাছ
08/01/2025

বনশাই ফুল গাছ

ফুল সহ লকাট গাছ
06/01/2025

ফুল সহ লকাট গাছ

জিও ব্যাক সেটিংকৃত হরেক রকমের ফলের গাছ পেতে এখুনি  যোগাযোগ করুন ☎️০১৭২৯০৩০৫৩৭
05/01/2025

জিও ব্যাক সেটিংকৃত হরেক রকমের ফলের গাছ পেতে এখুনি যোগাযোগ করুন ☎️০১৭২৯০৩০৫৩৭

With চাঁদপুরের আল আমিন ভাই – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
05/01/2025

With চাঁদপুরের আল আমিন ভাই – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

লাগবে নাকি। নতুন জাতের চেরি গাছ  #সাভানা_চেরি  #শাভানা_চেরি
05/01/2025

লাগবে নাকি। নতুন জাতের চেরি গাছ

#সাভানা_চেরি #শাভানা_চেরি

রেডি হাজারি গোলাপ ফুল গাছ নিতে মেসে দিন। অথবা সরাসরি কথা বলতে ☎️০১৭২৯০৩০৫৩৭
05/01/2025

রেডি হাজারি গোলাপ ফুল গাছ নিতে মেসে দিন। অথবা সরাসরি কথা বলতে ☎️০১৭২৯০৩০৫৩৭

04/01/2025

এক নজরে দেখে নিন আমাদের কাছে ফল সহ গাছের কিছু কালেকশন

03/01/2025

বাড়ির আঙিনায় এই সবুজ সৌন্দর্যটা কত সুন্দর দেখতে! পেয়ারা গাছের এই মিষ্টি ফলগুলো শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর।
#পেয়ারা #বাগান #প্রকৃতি #স্বাস্থ্য #ফল

02/01/2025

কলমের রামভুটান গাছ

আপনার বাগানে আনুন রঙিন স্ট্রবেরির ছোঁয়া! * কেন স্ট্রবেরি চাষ করবেন?   * স্বাদে মিষ্টি, গন্ধে মনোরম এই ফল শুধু সুস্বাদুই...
02/01/2025

আপনার বাগানে আনুন রঙিন স্ট্রবেরির ছোঁয়া!
* কেন স্ট্রবেরি চাষ করবেন?
* স্বাদে মিষ্টি, গন্ধে মনোরম এই ফল শুধু সুস্বাদুই নয়, ভিটামিন ও খনিজে ভরপুর।
* নিজের হাতে চাষ করা স্ট্রবেরি খেতেই আলাদা মজা!
* বাগানে সবুজের সাথে মিশে লাল রঙের স্ট্রবেরি দেখতে কেমন সুন্দর!
* স্ট্রবেরি চাষের সুবিধা:
* বাংলাদেশের আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য উপযোগী।
* বেশি জায়গা লাগে না, ছোট জায়গাতেও চাষ করা যায়।
* সারা বছর ফলন পাওয়া যায়।
* আমাদের কাছ থেকে পান:
* সুস্বাদু ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন স্ট্রবেরির চারা।
* চাষাবাদের সঠিক নির্দেশনা।
* সার ও কীটনাশক সম্পর্কিত পরামর্শ।
* কেন আমাদের কাছ থেকে কিনবেন?
* দীর্ঘদিনের অভিজ্ঞতা।
* গ্যারান্টিযুক্ত চারা।
* সারা দেশে ডেলিভারি।
আজই অর্ডার করুন এবং বাগানকে আরও সুন্দর করে তুলুন!
যোগাযোগ:
* ফোন: [আপনার ফোন নাম্বার]
* ইমেইল: [আপনার ইমেইল]
* ফেসবুক পেজ: [আপনার ফেসবুক পেজের লিঙ্ক]
#স্ট্রবেরি #চাষ #বাগান #স্বাস্থ্য #ফল

মুচি সহ কাঠাল গাছ
02/01/2025

মুচি সহ কাঠাল গাছ

01/01/2025

ফল সহ গাছ আমরা যে ভাবে প্যাকিং করলাম। যা কুরিয়ারের মাধ্যমে পাঠানো হচ্ছে সন্মানিত কাস্টমারের কাছে। আেনারা চাইলেও আমাদের থেকে এমন বিভিন্ন ফলের গাছ সংগ্রহ করতে পারেন ☎️০১৭২৯০৩০৫৩৭

Address

W8WX+G2 Mahasthan
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when সৌরভ এগ্রো-Sourav Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সৌরভ এগ্রো-Sourav Agro:

Share