Md. Shafiul Islam

Md. Shafiul Islam "সময় কাটান এমন মানুষের সঙ্গে যারা আপনির মানসিক সুস্থতার জন্য উপকারী"

19/11/2022

বিনোদন এর জন্য।

বিনোদন স্বাস্থ্য এবং হার্টের জন্য উপকারী।
ভালো লাগলে শেয়ার করতে পরেন

19/11/2022

Emni....

12/11/2022

11/11/2022

ঐ দেখা যায় তাল গাছ কবিতা কিভাবে সুরে সুরে পড়বেন এখানে শিখে নিন...🤣😜

10/11/2022

একসময় জনপ্রিয় ছিল “ কটকটি ”😨আর এখন “ টিকটক ”😵সময় পাল্টায় আর বানান উল্টায় 🥲🤪
18/10/2022

একসময় জনপ্রিয় ছিল “ কটকটি ”😨
আর এখন “ টিকটক ”😵
সময় পাল্টায় আর বানান উল্টায় 🥲🤪

17/10/2022

সিদ্দিক 😜 ভাইয়ের ভাইরাল সব ডাইলগ

17/10/2022
আমি বোধ হয় তোমার প্রেমে পড়েছি।ভয়ংকর প্রেমে।না হলে আমার মনে মগজে সারাক্ষণ কেন তুমি থাকবে?অনেকে তো ঝড়ের বেগে এলো আবার হাওয়...
29/08/2022

আমি বোধ হয় তোমার প্রেমে পড়েছি।
ভয়ংকর প্রেমে।
না হলে আমার মনে মগজে সারাক্ষণ কেন তুমি থাকবে?
অনেকে তো ঝড়ের বেগে এলো আবার হাওয়ার বেগে চলে গেলো।
কই তুমি তো এখনো গেলে না?

আমি বোধ হয় সত্যি তোমার প্রেমে পড়েছি।
কী এক বিষন্ন বিকেল কাটিয়ে, সন্ধ্যা পেরিয়ে এখন রাত।
অথচ মনে হচ্ছে তুমি সেই সকাল থেকে আমার পাশে আছো।
বসছো, হাটছো, দাঁড়িয়ে আছো।
কথা বলছো আমার সাথে।
অথচ তুমি নেই।
প্রেমে না পড়লে কেউ কী এত গভীরভাবে কাউকে অনুভব করতে পারে?

আমি বোধ হয় এবার সত্যি প্রেমে পড়েছি।
ভয়ংকর প্রেম।
ডাইরির পাতায় লুকিয়ে রাখার মতো।
মনে ভয়ংকর তোলপাড় করার মতো গোপন প্রেম।
গভীর প্রেম।

17/08/2022

Ami namaz pori......

আত্মহত্যা করলেন ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকানাটোরের ছাত্র মামুন কে বিয়ে করে সুখের সংসার গড়া খুবজীপুর ডিগ্রী কলেজের সহ...
14/08/2022

আত্মহত্যা করলেন ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকা

নাটোরের ছাত্র মামুন কে বিয়ে করে সুখের সংসার গড়া খুবজীপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা খায়রুন নাহারের সংসার মাত্র ছয় মাসেই জীবনের বিনিময়ে পরিসমাপ্তি ঘটলো।
সহকারী অধ্যাপিকা খায়রুন নাহার আত্মহত্যা করেছেন।

ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা এখন কেবইল ইতিহাস ।

মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারেনা' মন্তব্য করা এই শিক্ষক-ছাত্রের অসম প্রেমের গন্তব্য ঠেকে গেল।

NoTention
07/08/2022

NoTention

04/08/2022

Please be prepared, and active to All about Yourself.






কতই না সুন্দর ছিল সেই ভালোবাসার দিনগুলো। যখন ডাকপিয়ন এর চিঠির মাঝে ভালোবাসা হতো নিবেদন। দিনের পর দিন প্রিয় মানুষটার একটি...
03/08/2022

কতই না সুন্দর ছিল সেই ভালোবাসার দিনগুলো। যখন ডাকপিয়ন এর চিঠির মাঝে ভালোবাসা হতো নিবেদন। দিনের পর দিন প্রিয় মানুষটার একটি চিঠির জন্য অপেক্ষা। তারপর হঠাৎ একদিন ছোট্ট চিরকুট পাওয়া। যার মাঝে লুকিয়ে থাকতো হাজারো আবেগ, অনুভূতি, ভালোবাসা আর কত শত স্মৃতির ভীড়।

আজ ডাকবাক্সে ঝং ধরেছে,, ভালোবাসাও হয়েছে মলিন। এখন তো রোজ হয় কথা তবে ভালোবাসা হয়েছে বিলীন। তাইতো আজ হয় না ভালোবাসা, মুঠোফোনের কৃত্রিম প্রেমে ভালোবাসি শব্দটা এখন সত্যি বড় সস্তা আর অনুভূতিহীন...

01/08/2022

সঠিক নিয়মে ইংরেজি উচ্চারণ শিখি....

ফেসবুকে প্রেম, শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজছাত্র!ভালোবাসা মানে না কোনো বাধা। তার বাস্তব উদাহরণ মামুন (২২) ও খাইরুন নাহার (...
31/07/2022

ফেসবুকে প্রেম, শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজছাত্র!

ভালোবাসা মানে না কোনো বাধা। তার বাস্তব উদাহরণ মামুন (২২) ও খাইরুন নাহার (৪০) দম্পতি। ৬ মাস প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। নাটোরের গুরুদাসপুরে তাদের বাড়ি। তবে বর্তমানে তারা নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।

#অসমপ্রেম #ভালোবাসা #প্রেমেরকাহিনী
#নাটোর #গুরুদাসপুর

প্রেম আমদানিতে শীর্ষ দেশ বাংলাদেশ!মনে হয় এবার সময় এসেছে দর্শক এর খাতা থেকে নাম মুছে ফেলে😜 'দুবাই কাপ' ঘরে উঠানোর!🤟কিন্...
28/07/2022

প্রেম আমদানিতে শীর্ষ দেশ বাংলাদেশ!

মনে হয় এবার সময় এসেছে দর্শক এর খাতা থেকে নাম মুছে ফেলে😜 'দুবাই কাপ' ঘরে উঠানোর!🤟

কিন্তু চিন্তা হচ্ছে এই ভেবে; আমাদের দেশের সম্মানিত মেয়েরা কি করবে‌, কোথায় যাবে..🤔😪

এবার অন্তত কোন বাঙালি মেয়ের সান্নিধ্যে আমার সিঙ্গেল লাইফটা দূর না হলে আমিও বাহির দেশ থেকে আমদানি করব। তখন তোমরা বিয়ের ...
27/07/2022

এবার অন্তত কোন বাঙালি মেয়ের সান্নিধ্যে আমার সিঙ্গেল লাইফটা দূর না হলে আমিও বাহির দেশ থেকে আমদানি করব। তখন তোমরা বিয়ের জন্য ছেলেই খুঁজে পাবানা। মজা টের পাবা। (C)

ছবিতে লেখা ইংরেজি শব্দটি খুঁজে পায়নি কেউ,আপনি কি পেলেন?
27/07/2022

ছবিতে লেখা ইংরেজি শব্দটি খুঁজে পায়নি কেউ,

আপনি কি পেলেন?

এম্নিতেই অতি-জনসংখ্যার দেশ। তার উপর যদি এত মানুষ প্রেমের টানে চলে আসে, তাহলে তো বিপদ! (C)
26/07/2022

এম্নিতেই অতি-জনসংখ্যার দেশ। তার উপর যদি এত মানুষ প্রেমের টানে চলে আসে, তাহলে তো বিপদ!
(C)

নিজেই নিজের মানসিক শান্তি হওয়া ভালো, অন্য কারো উপর নির্ভর না করে বা ভরসা না রেখে।কারন আপনি নিজে ছাড়া আর কেউই আপনার মানসি...
24/07/2022

নিজেই নিজের মানসিক শান্তি হওয়া ভালো, অন্য কারো উপর নির্ভর না করে বা ভরসা না রেখে।
কারন আপনি নিজে ছাড়া আর কেউই আপনার মানসিক শান্তির কারন হতে পারবে না। 😊

চাওয়া বেশি হলে তুমি ঠকবে  ta ke Bujhte hobe.....
23/07/2022

চাওয়া বেশি হলে তুমি ঠকবে

ta ke Bujhte hobe.....

17/07/2022

”কঠিন পরিস্থিতিতেও যে হাসতে পারে সেই আসলে জয়ী হয়।“

"আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে।" - সূরা রাদ, ১৩: ১১'পদ্মা ...
25/06/2022

"আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে।"
- সূরা রাদ, ১৩: ১১

'পদ্মা সেতু' বাংলাদেশের একটি স্বপ্ন। আজ ২৫ জুন ২০২২ তারিখ
বাংলাদেশের স্বপ্ন পুরন হলো।

অফিসিয়াল তথ্য-
নাম : পদ্মা সেতু
দৈর্ঘ্য : ৬.১৫ কিলোমিটার
ভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য : ৯.৮৩ কিলোমিটার
প্রস্ত : ২১.৬৫ মিটার

মোট পিলারের সংখ্যা : ৪২টি
স্প্যানের সংখ্যা : ৪১টি
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মিটার
স্প্যানগুলোর মোট ওজন: ১,১৬,৩৮৮টন
প্রতিটি পিলারে নিচে পাইলের সংখ্যা: ৬টি (কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে)
পাইলের ব্যাস: ৩ মিটার
পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য: ১২৮ মিটার
মোট পাইলের সংখ্যা: ২৬৪টি ( ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর
ব্যবহৃত স্টিলের পরিমাণ : ১,৪৬,০০০ মেট্রিক টন

নির্মাণ কাজ শুরু : ৭ই ডিসেম্বর ২০১৪
মূল সেতুর নির্মাণ কাজ শুরু : মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে

সক্ষমতা : দৈনিক ৭৫ হাজার যানবাহন

পানির স্তর থেকে সেতুর উচ্চতা: ১৮ মিটার

পদ্মা সেতুর আকৃতি: ইংরেজি এস (S) অক্ষরের মতো

ভূমিকম্প সহনশীলতা : রিক্টার স্কেলে ৮ মাত্রার কম্পন

এপ্রোচ রোডের দৈর্ঘ্য: ১২ কিলোমিটার
নদীশাসন: ১৬.২১ কিলোমিটার
সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর
সেতুর মোট ব্যয়: ৩০,১৯৩.৩৯ কোটি

ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এমন জেলার সংখ্যা: ২১টি
সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা: দক্ষিণপশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ

যেসব দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কাজ করেছেন : চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অট্রেলিয়া, নিউজিল্যান্ড, ন্যাদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, থাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।

প্রকল্পের অঙ্গ(component) ভিত্তিক ব্যয় বিভাজন:
ক) মূল সেতুর ব্যয়: ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন টাওয়ার ও গ্যাস লাইনের ব্যয়সহ ১১,৯৩৮.৬৩ কোটি টাকা (বরাদ্দ ১২,১৩৩.৩৯ কোটি টাকার বিপরীতে)

খ) নদীশাসন কাজ: ৮,৭০৬.৯১ কোটি টাকা (৯,৪০০ কোটি টাকার বিপরীতে)

গ) অ্যাপ্রোচ রোড: ২টি টোল প্লাজা, ২টি থানা বিল্ডিং ও ৩টি সার্ভিস এরিয়াসহ ১৮৯৫.৫৫ কোটি টাকা (১৯০৭.৬৮ কোটি টাকার বিপরীতে )

ঘ) পুনর্বাসন ব্যয়: ১,১১৬.৭৬ কোটি টাকা (১,৫১৫ কোটি টাকার বিপরীতে)

ঙ) ভূমি অধিগ্রহণ: ২৬৯৮.৭৩ কোটি টাকা

চ) পরিবেশ: ২৬.৭২ কোটি (১২৯.০৩ কোটি টাকা)

ছ) অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি: ১৩৪৮.৭৮ কোটি (২৪০৯.৫৬ কোটি টাকার বিপরীতে)

প্রকল্পের মোট অনুমোদিত ব্যয়: ২৭,৭৩২.০৮ কোটি টাকা (৩০১৯৩.৩৯ কোটি টাকার বিপরীতে)

সেতু উদ্বোধন: ২৫ জুন ২০২২।

(তথ্যসূত্র: পদ্মা সেতু প্রকল্প অফিস, ক্যাবিনেট ডিভিশন)

হে আল্লাহ! তুমি 'পদ্মা সেতু'কে তোমার বান্দাদের কল্যানে হেফাজত করো। রহমত ও বরকত দিয়ে আবৃত করে রাখো।

আমাদের টিম।
21/01/2022

আমাদের টিম।

20/01/2022

আফসোসে ব্যর্থতা,
পরিবর্তনে সফলতা।

আমরা সবাই কম বেশি হতাশায় ভুগি এবং প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক চাহিদা অপূরণ থেকে যায় বলে আফসোস করি। মাঝে মাঝে কোনো সিদ্ধান্ত নিতে ভুল করি বলে তা নিয়ে আফসোস করে সেখানেই হার মেনে পিছিয়ে পড়ে যাই।

আমরা কী আফসোসের পরিবর্তে পরিবর্তন আনতে পারি না?

★ঐ ছেলে /মেয়েটা অনেক বড় পজিশনে আছে ওর কপাল কত ভালো, আমার কপালে এসব নাই।
হ্যাঁ, ওর কপাল ভালো কারণ সে ঘাম ঝড়া কপালে ফ্যানের নিচে আরামের ঘুম না দিয়ে পড়াশুনা করেছে নিজের পজিশনে যাওয়ার জন্য যা যা করেছে তুমি কি তা করেছো?
চেষ্টা করো, চেষ্টা করও,চেষ্টা করও ;তুমিও পারবে।

★পাবলিকে চান্স পেলাম না ন্যাশনালে পড়ে কি হবে?না পাব ভালো জব, তার থেকে না পড়াই ভালো।
বাহ্ কত সুন্দর করে অবহেলা করা হয়!
একটা প্রশ্ন আপনি নিজে নিজেকে কতটা যোগ্য মনে করেন?কখনো দেখেছেন জব এক্সাম দেওয়ার আগে জিগ্যেস করে তুমি কোন ভার্সিটির?
নিজেকে যোগ্য তৈরি করতে নিজের চেষ্টা করতে হয়। হ্যাঁ ন্যাশনাল ভার্সিটি পিছিয়ে আছে, তাতে কি! পথ যতটা হেঁটে অতিক্রম করা যায় ততটা পথ সম্পর্কে ভালো ধারণা অর্জন করা যায়।
"বিমানে চড়ে দেশ দেখা ও হেঁটে দেখা দুটোর সৌন্দর্য দুই রকম "

★নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগা।
অনেকেই নিজের চেহেরা, গঠন প্রভৃতি নিয়ে নিজেকে সবার থেকে ছোট মনে করে। লজ্জাহীনতা ও হতাশায় ভোগে।
আচ্ছা মানুষ কী চেহেরায় বিশ্বাসী নাকি ব্যবহারে?
আগে নিজে নিজেকে ভালোবাসতে শিখুন, অন্যের সামনে নিজেকে নিজের মতো করে প্রকাশ করুন।
আপনি হয়ে যাবেন অন্যের জন্য অনুপ্রেরণা, নিজের জন্য আত্মবিশ্বাসী।
ব্যবহার ও মন মানসিকতা সুন্দর করেন। ব্যবহারেই পরিচয়।

নিজেকে পরিবর্তন করুন আফসোস করা মানে সেটা নিয়ে আরও বসে থাকা, তাই আফসোস করা বাদ দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যান। বিশ্বাস রাখুন পারবেন।

ধন্যবাদ।

@ফারজানা ইয়াসমিন নুসাইবা

15/01/2022

#ফিরে_দেখা
শুভ সকাল
صباح الخير
Good Morning
আজ শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ; ১০ জমাঃ সানি: ১৪৪৩ হিজরী; ১ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ ;

এক নজিরে দেখে নিন আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু খবর।

♦️১৮৭৩ সালের এই দিনে, বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।

♦️১৮৭৮ সালের এই দিনে, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।

♦️১৯৭২ সালের এই দিনে, বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা কর হয়।

♦️২০০১ সালের এই দিনে, অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

🔹১৮৩২ সালে জন্মগ্রহণ করেন, আইফেল টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল জন্মগ্রহণ করেন।

🔹১৯০৫ সালে জন্মগ্রহণ করেন, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় বাঙালি শিশুসাহিত্যিক,লেখক ও বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম ব্যক্তিত্ব।(মৃ.২৩/০৭/১৯৬৩)

🔹১৯২৯ সালে জন্মগ্রহণ করেন, নোবেল বিজয়ী কৃষাঙ্গ নেতা মার্টিন লুথার কিং এর জন্মগ্রহণ করেন।(মৃ.০৪/০৪/১৯৬৮)

🔸৬৫৭ সালে বিশিষ্ট সাহাবী হযরত হুযাইফা (রা.) মৃত্যুবরণ করেন।

🔸২০০৯ সালে মৃত্যুবরণ করেন তপন সিংহ, দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক।

আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন সবাইকে পেজের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

সতর্ক থাকুন, নিরাপদে থাকুন এবংআরো বিস্তারিত জানতে House of NUBDians'এর সাথে থাকুন।

 #পত্রিকায়_সারাদিন আজকের পত্রিকা থেকে বাছাই করা শিরোনাম সমূহ একসাথে।👉  #সারাদেশ♦️প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেল...
15/01/2022

#পত্রিকায়_সারাদিন
আজকের পত্রিকা থেকে বাছাই করা শিরোনাম সমূহ একসাথে।

👉 #সারাদেশ

♦️প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ

করোনা মহামারির প্রভাবে কমেছে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণের ফলে আগামী দিনে বৈশ্বিক প্রবৃদ্ধি ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২৩ সালের মধ্যে প্রবৃদ্ধি আরও কমবে। তবে এ সময়ে প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ হবে বিশ্বসেরা।-ভোরের কাগজ

♦️দেশে পৌঁছেছে ফাইজারের ২৩ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ২৩ লাখ ডোজ করোনা টিকা।
শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসব টিকা পৌঁছে।-ভোরের কাগজ

♦️মসুর ডাল ও খোলা তেলের দাম বেড়েছে

মসুর ডালের দাম কেজিতে আরও পাঁচ টাকা বেড়েছে। এ তালিকায় যুক্ত হয়েছে খোলা সয়াবিন ও পাম সুপার তেল। লিটারপ্রতি বেড়েছে ৩ থেকে ৫ টাকা। লেয়ার মুরগির ডিম, ব্রয়লার মুরগি ও কাঁচা মরিচের দামও বেড়ে গেছে।-প্রথম আলো

♦️করোনায় এক দিনে শনাক্ত ৪৩৭৮, মৃত্যু ৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে চার হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা হলো ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪.৬৬ শতাংশে।-কালের কণ্ঠ

♦️বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী নোয়াখালীতে বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে সরকারের।-যায়যায়দিন

♦️মির্জা ফখরুলের বাসার সবাই করোনায় আক্রান্ত।-দৈনিক ইত্তেফাক

♦️হাকালুকি হাওড়ে পর্যটন কেন্দ্র নির্মিত হচ্ছে: এমপি হাবিব।-যুগান্তর

👉 #আন্তর্জাতিক

♦আন্তর্জাতিক আদালতের শুনানিতে মিয়ানমারের প্রতিনিধি থাকছেন না সু চি

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার ওপর আগামী মাসের শুনানিতে মিয়ানমারের শীর্ষ প্রতিনিধি হিসেবে থাকছেন না দেশটির কারাবন্দী নেত্রী অং সান সু চি। মামলার বাদী রাষ্ট্র গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল আজ শুক্রবার এসব তথ্য জানান। খবর রয়টার্সের।-প্রথম আলো

♦নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে সেরা ১০ দেশের অন্যতম তুরস্ক : এরদোগান। -নয়া দিগন্ত

♦করোনাক্রান্ত সুইডেনের প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। শুক্রবার তার মুখপাত্র এই তথ্য জানিয়েছে।-দৈনিক ইত্তেফাক

♦বিশ্বে এক দিনে ৩৪ লাখ করোনা রোগী শনাক্ত।-প্রথম আলো

♦রানির কাছে ক্ষমা চাইলো বরিস সরকার

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছে বরিস জনসনের সরকার। রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় বরিসের সরকারি বাসভবনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করায় দেশটির সরকার এ ক্ষমা চাইলো।-দৈনিক ইত্তেফাক

♦কোভ্যাক্সের ১০ কোটি ডোজ ‘বাতিল করেছে’ দরিদ্র দেশগুলো

মেয়াদ দ্রুত ফুরিয়ে আসায় গত ডিসেম্বরে দরিদ্র দেশগুলো টিকা বিতরণের বৈশ্বিক জোট কোভ্যাক্সের ১০ কোটির ডোজেরও বেশি টিকা বাতিল করেছে বলে জানিয়েছে ইউনিসেফ।-সমকাল

♦UN chief pleads with US, World Bank to unlock Afghanistan funds

UN Secretary-General Antonio Guterres on Thursday urged the United States and the World Bank to unfreeze Afghan funds, locked since the Taliban's return to power, to prevent "the nightmare unfolding in Afghanistan" from getting worse. -daily sun

👉 #খেলাধুলা

♦️বিপিএলে থাকছে না ডিআরএস প্রযুক্তি ।-সমকাল

♦️কোহলি-স্মিথদের সঙ্গে মিরাজ

অনূর্ধ্ব-১৯ পর্যায় মাতিয়ে অনেকেই জায়গা করে নেন জাতীয় দলে। তাদের কেউ কেউ চলে যান সেরাদের কাতারে। এমন ১১ ক্রিকেটারকে নিয়ে আইসিসি সাজিয়েছে একটি একাদশ। সে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে কোহলি, স্মিথ, উইলিয়ামসনদের সঙ্গে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।-সমকাল

♦️ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা।-দৈনিক ইত্তেফাক

♦️কোহলিকে নিষিদ্ধ করা হোক: মাইকেল ভন

আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ডিন এলগারের এক রিভিউ নিয়ে ক্ষোভে ফুঁসছেন তিনি। যেখানে বিরাট কোহলির আচরণ বিতর্কের আগুন জ্বেলে দিয়েছে। ভারত অধিনায়কের এমন আচরণের পর তাকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন মাইকেল ভন।-সমকাল

♦️অবসর ভেঙে ফিরলেন ভানুকা রাজাপাকশে

অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন শ্রীলঙ্কা ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশে।-সমকাল

♦️ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় ফিরলো আয়ারল্যান্ড

সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে আয়ারল্যান্ড। এটি ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে তাদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় জয়।-দৈনিক ইত্তেফাক

♦ ৪২ বছর পর্যন্ত খেলতে চান রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো তাই খেলা চালিয়ে যেতে চান আরও বহু দিন। নির্দিষ্ট করে বললে ৪২ বছর বয়স পর্যন্ত ক্যারিয়ার টানতে চান সর্বকালের সেরাদের একজন।-প্রথম আলো

♦️করোনা এতটা ভোগাবে বোঝেননি মেসি

বছরের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। করোনা মুক্ত হতে সময় লাগেনি মেসির। কিন্তু এখনো মাঠে দেখা যাচ্ছে না তাঁকে। কারণ, করোনার ধকল এখনো সামাল দিয়ে উঠতে পারেননি পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড।-প্রথম আলো

♦️অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বিলবাও

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গী হলো অ্যাটলেটিকো বিলবাও। দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে বিলবাও।-সমকাল

♦️ভিসা বাতিল, খেলা হচ্ছে না জকোভিচের

কোভিড টিকা না নেওয়ার কারণে ফের নোভাক জকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার।-সমকাল

👉 #বিনোদন

♦️সাকরাইন উৎসবে মেতেছে পুরান ঢাকা

প্রতিবারের ন্যায় এবারও চলছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। সারাদিন তরুণ-তরুণীদের ঘুড়ি ওড়ানো, ঢাকাইয়াদের বাড়ি বাড়ি পিঠা উৎসব, বাড়িতে আর ছাদে জমকালো আলোকসজ্জা, আগুন নিয় খেলা, সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও ফানুসে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ। ঐতিহ্যবাহী এই উৎসব ঘুড়ি উৎসব নামে পরিচিত হলেও বর্তমানে এতে যোগ হয়েছে আতশবাজি, মুখে কেরোসিন নিয়ে মুখের সামনে আগুনের মশাল ধরে আগুন খেলা, ডিজে নাচ, প্রজেক্টর আর উচ্চশব্দে গানসহ আধুনিক নানা অনুষঙ্গ।-যায়যায়দিন

♦️আফজাল হোসেনের চলচ্চিত্রে গান ও অভিনয়ে তানভীর তারেক।-দৈনিক ইনকিলাব

♦️অভিনেতা শিমুল এবার চলচ্চিত্র পরিচালক।-সারা বাংলা

♦️সিনেমা মুক্তি পেলে ধারণা পাল্টে যাবে : আরিফিন শুভ

‘নূর’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা; প্রশংসা যেমন পাচ্ছেন, তেমনি লুক নিয়ে সিনেমার গল্প সম্পর্কে ধারণা নিচ্ছেন।
তবে আরিফিন শুভ বলছেন- দর্শকের এসব ধারণা বদলে যাবে সিনেমা মুক্তি পেলেই। আরিফিন শুভ বলেন, ‘অনেকেই পোস্টার দেখে নানা ধরনের মন্তব্য করছেন। গল্প সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন ধারণা করছেন। তবে এটুকুই বলতে পারি, সিনেমা মুক্তি পেলে সব ধারণা পাল্টে যাবে।-কালের কণ্ঠ

♦১৯ দিন পর বাসায় ফিরলেন সোহেল রানা।-সমকাল

♦️ভয়ংকর শুটিং করেছেন সঞ্জয় দত্ত

কেজিএফ-২' এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল কন্নড় সিনেমা হতে যাচ্ছে। চ্যাপ্টার ওয়ানে বলিউডের তেমন কেউ না থাকলেও টু-তে দেখা যাবে 'মুন্না ভাই এমবিবিএস'খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকে। অধীর নামে একজন সুপারভিলেনের চরিত্রে অভিনয় করবেন তিনি।-যুগান্তর

♦️ওটিটিতে শীর্ষে আয়ুষ্মান-বাণীর সিনেমা!-দৈনিক ইওেফাক

👉 #সংবাদ_বিচিত্রা

♦️সাড়ে ৯১ হাজার পয়সা দিয়ে কর্মীকে বেতন দিলেন মালিক

এক গাড়ি মেকানিককে তার সাবেক মালিক পাওনা ৯১৫ মার্কিন ডলার পরিশোধ করেছেন ঠিকই। কিন্তু তা করেছেন ৯১ হাজার ৫০০টি পয়সা দিয়ে। মালিকের এমন আচরণে চলছে মামলা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ঘটেছে এই ঘটনা। গাড়ি মেকানিক অ্যান্ড্রিয়াজ ফ্লেটেনকে বেতন দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু ৯১ হাজার ৫০০টি পয়সা দিয়ে। যার ওজন ২২৭ কেজি। এমন ঘটনায় চটেছেন অ্যান্ড্রিয়াজ
অ্যান্ড্রিয়াজ অভিযোগ করে বলেন, বস্তায় ভরে সেই টাকা দেওয়া হয় অ্যান্ড্রিয়াজকে। সেই টাকা গুনতে তার ৭ ঘণ্টা সময় লেগেছে। এমনকি তার বেতনের পুরো টাকাটাও দেননি মালিক।বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অ্যান্ড্রিয়াজ। যা এখন যুক্তরাষ্ট্রের শ্রম দফতরের কাছে পৌঁছায়। শ্রম দফতর বিষয়টি নিয়ে আদালতে যায়।এরপর মাইলস ওয়াকার নামে ওই মালিকের বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কর্মীকে হেনস্তা, শ্রম আইন ভঙ্গসহ একাধিক মামলা রুজু করা হয়েছে।-দৈনিক ইত্তেফাক

আজ এ পর্যন্তই।
আবারও হাজির হবো একই সময়ে, নতুন কোনো তথ্য নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নি এবং আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ

 #পত্রিকায়_সারাদিনআজকের পত্রিকার পাতা থেকে বাছাইকরা শিরোনামসমূহ একসাথে। 👉  #সারাদেশ ♦️শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত...
14/01/2022

#পত্রিকায়_সারাদিন
আজকের পত্রিকার পাতা থেকে বাছাইকরা শিরোনামসমূহ একসাথে।

👉 #সারাদেশ

♦️শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন

বাংলাদেশ ও ডেনমার্ক পারস্পরিক সুবিধার জন্য জলবায়ু পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলে উভয় দেশই এ বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে।-দৈনিক ইত্তেফাক

♦️এ যাবত্কালের সবচেয়ে তীব্র গ্যাস-সংকট

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি গ্যাসের সংকট শুরু হয়েছে। চাহিদার চেয়ে সরবরাহের পরিমাণ প্রায় ৪৩ শতাংশ কমে গেছে। আগামী দুই সপ্তাহ ঘাটতি আরও বাড়বে। এরপর ঘাটতি কিছুটা কমতে শুরু করার পূর্বাভাস থাকলেও চাহিদার এক-চতুর্থাংশের জোগান দেওয়া শিগ্গির সম্ভব হবে না।- দৈনিক ইত্তেফাক

♦️শেষ হলো সেনাবাহিনীর শীতকালীন বহিরঙ্গন অনুশীলন ‘নবদিগন্ত’

ময়মনসিংহ জেলার মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চার সপ্তাহব্যাপী পরিচালিত শীতকালীন প্রশিক্ষণ ২০২১-২০২২ অনুশীলন’।-কালের কণ্ঠ

♦️'জনগণের সমস্যা সমাধানে সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে'

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণ বিভিন্ন সমস্যায় সরকারি দফতরে আসেন। জনগণের সেই সব সমস্যা সমাধানে সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে।-বাংলাদেশ প্রতিদিন

♦️ওমিক্রন শনাক্ত নিয়ে অন্ধকারে সরকার

ব্যাপকভিত্তিক জিনোম সিকোয়েনিসং না হওয়ায় ওমিক্রন নিয়ে সরকার অন্ধকারে আছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।-যুগান্তর

♦️শাহজালাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের সামনে শতাধিক ছাত্রীর অবস্থান

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একটি আবাসিক হলের ছাত্রীদের সঙ্গে প্রাধ্যক্ষের অসদাচরণের অভিযোগ এনে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন কয়েক শ ছাত্রী।-প্রথম আলো

👉 #আন্তর্জাতিক

♦️জাতিসংঘে ইরানসহ আট দেশের ভোটাধিকার স্থগিত ।- কালের কণ্ঠ

♦️পার্লামেন্টে চীনা গুপ্তচরের অনুপ্রবেশ ঘটেছে: এমআইফাইভ

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ দেশটির এমপিদের সতর্ক করে বলেছে, যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের জন্য চীনের একজন গুপ্তচর পার্লামেন্টে অনুপ্রবেশ করেছে। গোয়েন্দা সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, ক্রিস্টিন চিং কুই লি বর্তমান ও ভবিষ্যৎ এমপিদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির যোগাযোগ স্থাপন করেছেন।- বাংলা ট্রিভিউন

♦️পুতিনের ওপর মার্কিন নিষেধাজ্ঞার অর্থ ‘সম্পর্ক ছিন্ন করা’: ক্রেমলিন

ইউক্রেন ইস্যুতে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের যেকোনও নিষেধাজ্ঞা আরোপের অর্থ হচ্ছে সীমা অতিক্রম এবং ‘সম্পর্ক ছিন্ন’ করা। বুধবার মার্কিন সিনেটরা পুতিন এবং রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞার হুমকির জবাবে এমন কথা জানালো মস্কো।- বাংলা ট্রিবিউন

♦️ছিনিয়ে নেওয়া হলো প্রিন্স অ্যান্ড্রুর সামরিক খেতাব।- দৈনিক ইত্তেফাক

♦️লস অ্যাঞ্জেলসে পাকিস্তান কনস্যুলেটের সামনে বিক্ষোভ ।-দৈনিক ইত্তেফাক

♦️যে কোনো সময় যুদ্ধ বেধে যেতে পারে রাশিয়া-ন্যাটোর মধ্যে

রাশিয়া ও বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেধে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জিগনিও রাও। তার মতে গত ৩০ বছরের মধ্যে যুদ্ধ বাধার সবচেয়ে বড় সম্ভাবনা তৈরি হয়েছে।- যুগান্তর

♦️ভারতে ট্রেন দুর্ঘটনা : বহু হতাহতের আশঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।- নয়া দিগন্ত

♦️'AstraZeneca booster generates higher antibodies against Omicron'

AstraZeneca said on Jan that preliminary data from a trial showed that its Covid-19 shot, Vaxzevria, generated an increase in antibodies against the Omicron and other variants when given as a third booster dose, reports Reuters.- The Daily Observer

👉 #খেলাধুলা

♦️যুব বিশ্বকাপ শুরু আজ

৩৪ বছর আগে অস্ট্রেলিয়ায় সদ্য কৈশোর পেরোনো এক তরুণের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ খেলতে নেমেছিল ইতিহাসের প্রথম যুব বিশ্বকাপ। - কালের কন্ঠ

♦️বিশ্বকাপে ভারতকে হারিয়ে পুরস্কার পাচ্ছে পাকিস্তান দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পাকিস্তান ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে বাবর আজমরা। - যুগান্তর

♦️টিকা না নেওয়ায় জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচ বাতিল

আগামী ২৪ ও ২৭ জানুয়ারি বালিতে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের। কিন্তু ম্যাচ দুটো এখন বাতিল করে দেওয়া হয়েছে। জাতীয় দলের সব ফুটবলার করোনার দুই ডোজ টিকা নেননি বলে এমন সিদ্ধান্ত। - দৈনিক ইত্তেফাক

♦️অবসর ভেঙে ফিরলেন ভানুকা রাজাপাকশে

গত ৫ জানুয়ারি হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩০ বছর বয়সী ব্যাটার ভানুকা তবে আজ ভানুকা তার অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। - সমকাল

♦️বিসিবির চাকরি ছেড়ে পিএসএলে বোলিং কোচ হলেন গিবসন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন ওটিস গিবসন। - দৈনিক ইত্তেফাক

♦️শুরু হলো শহীদ শেখ ফজলুল হক মণি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট

কক্সবাজার শহীদ শেখ কামাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সার্বিক তত্ত্বাবধানে শুরু হলো শহীদ শেখ ফজলুল হক মণি টি-১০ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট। - কালের কন্ঠ

👉 #বিনোদন

♦️নতুন চমক নিয়ে হাজির আরিফিন শুভ

পরনে হাসপাতালের পোশাক, ছোট চুল, ছোট দাড়ি। চোখের নিচে কালি, হাতে ধরা কোনো মেয়ের রং ওঠা ছবি। দেখা যাচ্ছে পাগলের মতো। পেছনের দেয়ালে এলোমেলো আঁকিবুঁকি। উস্কো-খুস্কোভাবে হাজির হলেন আরিফিন শুভ।এবারের চমকের উৎস তার নতুন সিনেমা ‘নূর’। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমায় তার লুক। পোস্টার দেখে ধারণা করা যায়, ভালোবাসার অপ্রাপ্তি তাকে এ অবস্থায় নিয়ে এসেছে।-দৈনিক ইত্তেফাক

♦️ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ১৫ জানুয়ারি।-ভোরের কাগজ

♦️খুনের আসামিকে নিয়ে গানের ভিডিও, ব্যাখ্যা দিলেন পলাশ

বগুড়ার একাধিক হত্যা মামলার আসামি হেলাল হোসেন।অথচ গত ২০ বছর ধরে কিনা সেলিম ফকির ওরফে বাউল সেলিম নাম নিয়ে দেশের ভেতরেই ছদ্মবেশে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন এই সিরিয়াল কিলার। অবশেষে সেই খুনি ধরা পড়েছে র‌্যাবের জালে।আরও একটি চমকপ্রদ খবর হলো, এই সিরিয়াল কিলারই ছয় বছর আগে গায়ক কিশোর পলাশের ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ নামের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। গায়ক বলেন,"ভাবতেই কষ্ট হচ্ছে যে আমার একটা জনপ্রিয় গানের মডেল একজন খুনি।’-ঢাকা টাইমস

♦️তৃতীয়বারের মতো মা হচ্ছেন সংগীতশিল্পী ন্যানসি।-দৈনিক ইনকিলাব

♦️‘আমি শিল্পীদের সঙ্গে আছি, কিন্তু নির্বাচনে নেই’

অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে নির্বাচন নিয়ে লিখেছেন,"শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি, থাকব। তবে কোনো ধরনের নির্বাচনের সঙ্গে আমি জড়িত থাকব না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন।"-দৈনিক ইত্তেফাক

♦️কোক স্টুডিও বাংলা: গোপনেই শুটিং চলছে ঢাকায়

কোক স্টুডিও- ভারত ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে লাইভ গানের এ অনুষ্ঠান ইতোমধ্যে বিনোদনে যোগ করেছে বাড়তি মাত্রা। এবার সেই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ।এখানে বিশাল আয়োজনে থাকবে দেশের খ্যাতনামা শিল্পীদের গান।-বাংলা ট্রিবিউন

♦️এই শীতে অসহায় মানুষদের ৫০০ জ্যাকেট উপহার দিলেন প্রিসিলা

প্রবাসী তরুণী প্রিসিলা নাজনীন ফাতেমা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ।
বিভিন্ন সময় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে এরইমধ্যে বেশ নাম কুড়িয়েছেন তিনি। তার উপস্থাপনারও প্রশংসা করে থাকেন সবাই। এবার শীতের মধ্যে দেশের গরিব, অসহায় ও নিম্নআয়ের মানুষদের পাঁচশর বেশি জ্যাকেট ও গরম কাপড় উপহার দিয়েছেন প্রিসিলা।-দৈনিক ইনকিলাব

♦️এবারের অস্কারে থাকছে উপস্থাপক।-দৈনিক ইত্তেফাক

👉 #সংবাদ_বিচিত্রা

♦️মানবদেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন, সুস্থ হয়ে উঠছেন রোগী !

মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিশ্বে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো। চিকিৎসকরা এটিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। খবর প্রকাশ করেছে বিবিসি, আলজাজিরা, এনডিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (৭ জানুয়ারি) ডেভিড বেনেট নামে ওই ব্যক্তির শরীরে সফলভাবে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। সার্জারিতে ৭ ঘণ্টা সময় নেন চিকিৎসকরা। ইতিহাসের অংশ হয়ে যাওয়া পরীক্ষামূলক এই পদক্ষেপের তিনদিন পরও ৫৭ বছর বয়সী বেনেট বেশ ভালো আছেন।স্থানীয় সময় সোমবার বাল্টিমোরের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল স্কুল এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে জিনগত দিক দিয়ে শূকরের হৃদপিণ্ডটিতে পরিবর্তন আনা হয়। এর পরই ডেভিড বেনেটের শরীরে তা প্রতিস্থাপন করা হয়েছে। আপাতত চিকিৎসকরা তার দিকে সার্বক্ষণিক নজর রাখছেন।-দৈনিক ইত্তেফাক

আজ এ পর্যন্তই।
আবারও হাজির হবো একই সময়ে, নতুন কোন তথ্য নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ

 #ফিরেদেখাশুভ সকাল صباح الخير Good Morning আজ শুক্রবার, ১৪ জানুয়ারি , ২০২২ খ্রিষ্টাব্দ; ০৯ জমাদিউল সানি:, ১৪৪৩ হিজরী; ৩০...
14/01/2022

#ফিরেদেখা
শুভ সকাল
صباح الخير
Good Morning
আজ শুক্রবার, ১৪ জানুয়ারি , ২০২২ খ্রিষ্টাব্দ; ০৯ জমাদিউল সানি:, ১৪৪৩ হিজরী; ৩০ পৌষ , ১৪২৮ বঙ্গাব্দ;

এক নজরে দেখে নিন আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু খবর।

♦️১৮৫৮ সালের এইদিনে, নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়।

♦️১৯৬৯ সালের এইদিনে, পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচী গৃহীত হয়।

♦️১৯৬৯ সালের এইদিনে, ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু।

🔹️১৫৫১ সালের এইদিনে, মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক আবুল ফজল জন্মগ্রহণ করেন।

🔹১৯০৩ সালের এইদিনে, ইতিহাসবিদ ড. নীহাররঞ্জন রায় জন্মগ্রহণ করেন।

🔹এবং ১৯২৯ সালের এইদিনে, সঙ্গীতশিল্পী ও সুরকার শ্যামল মিত্র জন্মগ্রহণ করেন।

🔸১৯৫৪ সালের এইদিনে, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী বিপিন বিহারী গাঙ্গুলি মৃত্যুবরণ করেন।

🔸১৯৭১ সালের এইদিনে, প্রগতিবাদী সাহিত্যিক ও সংগঠক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

🔸২০০৮ সালের এইদিনে, প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক সেলিম আল দীন মৃত্যুবরণ করেন।

আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন সবাইকে Md. Shafiul Islam এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

সতর্ক থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথে থাকুন।

13/01/2022

#পত্রিকায়_সারাদিন
আজকের পত্রিকার পাতা থেকে বাছাই করা শিরোনামসমূহ একসাথে।

👉 #সারাদেশ

♦️ লকডাউন আর না দেওয়ার আহ্বান

লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতি এ আহ্বান জানালেন।-বাংলাদেশ প্রতিদিন

♦️বাড়তি ভাড়া গুনতে হচ্ছে না, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস

করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বিধিনিষেধের অংশ হিসেবে আগামী শনিবার থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন শুরু হবে। তবে বাড়তি ভাড়া গুনতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।-বাংলাদেশ প্রতিদিন

♦️ মাস্ক না পরলে জরিমানা : স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার থেকে ঘরের বাইরে মাস্ক না পরলে জরিমানা এবং প্রয়োজনে জেল দেয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।-নয়া দিগন্ত

♦️ মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে নৌবাহিনীর সমুদ্র মহড়া সমাপ্ত।-কালের কন্ঠ

♦️ দেশে আরও ১৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি।-বাংলাদেশ প্রতিদিন

♦️ এখন আক্রান্তদের ১৫ থেকে ২০ শতাংশই ওমিক্রনের: স্বাস্থ্যমন্ত্রী।-সমকাল

♦️সব আসনে যাত্রী চায় বাস মালিকরা।-যুগান্তর

👉 #আন্তর্জাতিক

♦️যুক্তরাষ্ট্রকে গুয়ানতানামো বে কারাগার বন্ধ করতে বললেন জাতিসংঘের বিশেষজ্ঞরা

গুয়ানতানামো বে, কিউবায় অবস্থিত হলেও এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘাঁটি ও কুখ্যাত সামরিক কারাগার হিসেবে পরিচিত। এখানকার বন্দীদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘনের নানা রোমহর্ষক কাহিনি বিশ্বজুড়ে আলোচিত-সমালোচিত। কারাগারটি চালুর দুই দশক পূর্তিতে জাতিসংঘের একদল বিশেষজ্ঞ এই কারাগার চূড়ান্তভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন।-প্রথম আলো

♦️বুস্টার ডোজে কাজ হবে না, সবাই ওমিক্রনে আক্রান্ত হবে: শীর্ষ চিকিৎসা বিশেষজ্ঞ

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ‘প্রায় অপ্রতিরোধ্য’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারত সরকারের অন্যতম শীর্ষ একজন চিকিৎসা বিশেষজ্ঞ। তিনি এটাও জানিয়েছেন যে, করোনা টিকার বুস্টার ডোজও ধরনটির সংক্রমণ রোধ করতে পারবে না।-দৈনিক ইত্তেফাক

♦️রাশিয়া-ন্যাটো আলোচনার মধ্যে ইউক্রেনের সেনা নিহত

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনা সমাবেশ করা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আলোচনা শুরু করেছেন রাশিয়া ও সামরিক জোট ন্যাটোর প্রতিনিধিরা। এ আলোচনার মধ্যে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ইউক্রেনের এক সেনা নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।-প্রথম আলো

♦️উইঘুর তুর্কি ও মুসলিম গোষ্ঠী নিয়ে চীনকে যা বলল তুরস্ক

চীন উইঘুর তুর্কি ও অন্যান্য মুসলিম গোষ্ঠীগুলোর ধর্মীয় স্বাধীনতাসহ সার্বজনীন মানবাধিকারকে সম্মান জানাবে বলে আশাবাদ পুনর্ব্যক্ত করেছে তুরস্ক। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে।-যুগান্তর

♦️সুসম্পর্ক থাকা সত্ত্বেও প্রযুক্তি দ্বন্দ্বে চীন-ইসরায়েল।-দৈনিক ইত্তেফাক

♦️লকডাউনে পার্টি, ক্ষমা প্রার্থনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরিস জনসন।-ভোরের কাগজ

♦️ভারতের সঙ্গে ‘শান্তি’ চায় পাকিস্তান।- দৈনিক ইনকিলাব

♦Omicron quickly overtaking Delta globally in terms of circulation: WHO

Omicron is quickly overtaking the Delta variant of COVID-19 and becoming dominant around the world, a senior WHO official has warned, with the global health agency cautioning that there is "increasing evidence" Omicron is able to evade immunity but has less disease severity as compared to other variants.- The Daily Observer.

👉 #খেলাধুলা

♦️প্রথম ম্যাচেই মুখোমুখি সাকিব-সাব্বির

২১ জানুয়ারি এবারের বিপিএলের প্রথম ম্যাচে সাকিব আল হাসানদের ফরচুন বরিশালের মুখোমুখি হবে সাব্বির রহমান রুম্মনদেনর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।-যুগান্তর

♦️বিশ্বকাপ প্রস্তুতিতে যুবা টাইগারদের ১৫৫ রানের বিশাল জয়।-দৈনিক ইত্তেফাক

♦️বিপিএলের প্রথম দিনেই মাঠে নামবেন 'পঞ্চপাণ্ডব

মিনিস্টার গ্রুপ ঢাকাতেই খেলছেন পঞ্চপাণ্ডবের তিন জন -মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। আর ফরচুন বরিশালে সাকিব আল হাসান ও খুলনা টাইগার্সে খেলবেন মুশফিকুর রহিম। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনেই দুটি ভিন্ন ম্যাচে মাঠে নামছেন এই পাঁচ তারকা।-দ্য ডেইলি স্টার

♦️দুই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি স্টার্ক ফের আইপিএলে

২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি মিচেল স্টার্ক।-কালের কন্ঠ

♦️এল ক্লাসিকো আজ

স্পেনে নয়, স্প্যানিশ সুপার কাপের এবারের আসর বসেছে সৌদি আরবে। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ মুখোমুখি সেমিফাইনালেই।-কালের কন্ঠ

♦️পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে সুপার সিরিজের প্রস্তাব

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে একটি চার জাতির টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রমিজ রাজা। দেশ চারটি হল- পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। রমিজ রাজা টুইটে এই প্রস্তাবিত সিরিজকে `সুপার সিরিজ' বলে উল্লেখ করেছেন।-নয়া দিগন্ত

👉 #বিনোদন

♦️তারকাদের দিক থেকে এগিয়ে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।-দৈনিক ইনকিলাব

♦️তিশার পারিশ্রমিক মাত্র এক টাকা!

ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল এর জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ সিনেমাতে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব রেনুর বড় বেলার চরিত্রে দেখা যাবে তিশাকে। এই ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্যই তিনি মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন। তিশার কথায়, ‘পারিশ্রমিক নেওয়ার ব্যাপারটা একেবারে আমার ব্যক্তিগত ইস্যু ছিল। এখানে ভালোবাসা ও আবেগটা বেশি কাজ করেছে।-ঢাকা টাইমস

♦️শহীদ শিল্পীগোষ্ঠীর গুণীজন সম্মাননা ২০২১ প্রদান

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে শহীদ শিল্পীগোষ্ঠীর উদ্যেগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবছর ৭ বিভাগে সমাজের গুণীজনকে সম্মাননা ২০২১ প্রদান করা হয়।-দৈনিক জনকণ্ঠ

♦️নেইমার–ভক্তদের জন্য সুখবর

নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’ প্রামাণ্যচিত্রের ট্রেলার প্রকাশিত হলো সম্প্রতি।নেটফ্লিক্সে এটি দেখা যাবে ২৫ জানুয়ারি থেকে। -প্রথম আলো

♦️এবার করোনায় আক্রান্ত প্রসেনজিৎ।-যুগান্তর

♦️হারিয়ে যাওয়া অস্কার আবার পেলেন ৬১ বছর পর

হলিউডসহ বিশ্বের তারকাদের স্বপ্ন সম্মানজনক একাডেমি পুরস্কার অস্কার জয় করা।১৪ বছরের খুদে অভিনেত্রী হেইলি মিলস এর যত্নে রাখা অস্কার পুরস্কার হারিয়ে যায়। ৬১ বছর পর সেই অস্কার পুরস্কারের পরিবর্তে নতুন আরেকটি পুরস্কার পেলেন মিলস। এ তথ্য নিশ্চিত করেছে একাডেমি কর্তৃপক্ষ।-প্রথম আলো

👉 #সংবাদ_বিচিত্রা

♦️টানা ৬৭ বছর গোসল করেননি এই ব্যক্তি!

একটানা কত দিন স্নান না করে থাকতে পারবেন? এক-দু’দিন বা নিদেন পক্ষে তিন-চার দিন! উত্তরটা ‘হ্যাঁ’ হলে ইরানের এক বৃদ্ধের কাছে একদমই হেরে গেলেন আপনি। ইরানের এই বৃদ্ধ নাকি টানা ৬৭ বছর ধরে গোসল করেননি। দেশটির সংবাদমাধ্যমে তার এই খবর প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠেছে, তবে কি এই বৃদ্ধই দুনিয়ার সবচেয়ে ‘নোংরা, অপরিষ্কার’ ব্যক্তি?
‘তেহরান টাইমস’ নামে ইরানের একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কেরমানশাহ প্রদেশের দেজগাহ গ্রামের বাসিন্দা আমো হাজি প্রায় সাত দশক ধরে গোসল করেননি। দিব্যি বেশ ভালো রয়েছেন বৃদ্ধ! তবে গায়েমাথায় নিয়মিত সাবান-শ্যাম্পুর ঘষামাজা না হওয়ায় একটু অন্য রকমের ‘রূপ’ হয়েছে তার।
তার ‘রূপ’ দেখে অনেকেই বলছেন, বৃদ্ধ যেন বাইবেলের পাতা থেকে উঠে আসা চরিত্রের মতো দেখতে হয়ে গিয়েছেন। ঠিক যেন রান্নাঘরের চিমনি বেয়ে নেমে আসা মোজেস। তেমনই গোঁফদাড়িতে ঢাকা গোটা মুখ। অর্ধেক টাকমাথায় উস্কোখুস্কো চুল। গায়েমাথায় ছাইমাখা, নোংরা!
কেন গোসল করেন না এমন প্রশ্নের জবাবে ৮৭ বছরের আমো হাজি বলেন, ‘‘পানি দেখলে ভয় হয়। মনে হয় গোসল করলেই অসুস্থ হয়ে পড়ব!’’ তিনি জানান, গোঁফদাড়ি বড় হলে নাপিতের কাছে দৌড়ন না । বরং আগুন জ্বালিয়ে তাতে মুখটা এগিয়ে দেন। গোঁফদাড়ি আপনা থেকেই ‘ট্রিম’ হয়ে যায়।
গোসল না করা বা অপরিচ্ছন্ন থাকা ছাড়াও তার খাদ্যাভ্যাসও বেশ ‘উদ্ভট’। তার খাবারদাবারে হামেশাই মৃত পশুপ্রাণীর পচা মাংস থাকে। বিশেষ করে সজারুর মাংস বেশ জমিয়ে খান তিনি। মরচেধরা টিনের ক্যান থেকে প্রতি দিন পাঁচ লিটার জল ঢক ঢক করে গিলে ফেলেন তিনি।সাজপোশাকেও সতন্ত্র হাজি। যেন যুদ্ধে যাচ্ছেন, এমন হেলমেট মাথায়। তবে যুদ্ধে নয়, ঠান্ডার হাত থেকে বাঁচতেই এমন সাজ। সাজপোশাক বা খাবারদাবারের মতোই হাজির থাকার জায়গাও কম অভিনব নয়। যেন কবরখানায় ঢুকছেন, এমন গর্তে থাকেন তিনি। বসবাসের আরও একটা জায়গা রয়েছে তাঁর। বৃদ্ধের থাকার জন্য ইটের সারি দিয়ে খোলা ছাউনি গড়ে দিয়েছেন গ্রামবাসীরা।

গ্রামবাসীর দাবি, যৌবনে মনে ব্যথা পাওয়ার পর থেকেই জনশূন্য জায়গায় বসবাস শুরু করেন তিনি। নিজের যাপনও বদলে ফেলেন বৃদ্ধ!

আজ এ পর্যন্তই।
আবারও হাজির হবো একই সময়ে, নতুন কোন তথ্য নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমার সাথেই থাকুন।
ধন্যবাদ

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Md. Shafiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Shafiul Islam:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bogura

Show All