Mr. TomaToo

Mr. TomaToo I Wanna got yours smile.

12/01/2025
আল্লাহ
10/01/2025

আল্লাহ

04/01/2025

আমার দাদীমা মৃত পথের যাত্রী।
তিনি অনেক অসুস্থ।
সবাই তার জন্য দোয়া করবেন।

আল্লাহ যেনো আমাদের পরিবারের সবাইকে
ধৈর্য ধারণ করার তৌফিক দেয়।

আমিন।

31/12/2024

2025: A blank page. Time to write the history.

in sha Allah to Alhamdulillah

31/12/2024

আগামিকাল অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যেসব শিশু জন্ম নেবে, তারাই জেনারেশন বিটা।
এই পর্যায় চলবে ২০৩৯ পর্যন্ত।
আজকে যারা জন্মগ্রহণ করবে তারাই "জেনারেশন আলফা" এর শেষ মানুষ।

উল্লেখযোগ্য কয়েকটি জেনারেশনের নাম ও সময়কালঃ-
1. Generation X ( 1965-1980)
2. Generation Y / Millennial (1981-1996)
3. Generation Z / GenZ (1997-2012)
4. Generation Alpha ( 2012-2024)
5. Generation Beta (2025-2039)

26/12/2024

সবশেষে যে তোমারে পাইলো
সে পাইলো পাহারা দিয়ে রাখা একটা ফুল! 🤍🌸

মসজিদের মাইকে আমার মৃত্যুর এলান এর সাথে সাথেইআমার বাড়ি থেকে আমার চিরস্থায়ী বাসস্থানের জন্য আমাকে প্রস্তুত করা হবে।
25/12/2024

মসজিদের মাইকে আমার মৃত্যুর এলান এর সাথে সাথেই
আমার বাড়ি থেকে আমার চিরস্থায়ী বাসস্থানের জন্য আমাকে প্রস্তুত করা হবে।

12.12.2024😇Last day of 3rd semester practical xm.Wlc new year and new dream 🖤One goal one mission. Dream abroad 2027.In ...
12/12/2024

12.12.2024😇

Last day of 3rd semester practical xm.

Wlc new year and new dream 🖤

One goal one mission.

Dream abroad 2027.
In sha Allah.

Germany, usa or Canada.

Waiting for in sha Allah to Alhamdulillah

02/12/2024

ইগো দিয়ে কখনো সম্পর্ক হয় না!
সম্পর্কে বে'হা'য়া হতে হয়, ছ্যাঁ'চ'ড়ামি করতে হয়।
ই'গো দেখিয়ে কথা বলা বন্ধ করে দিলে সে সম্পর্ক বেশি দিন টেকে না।
টিকিয়ে রাখতে চাইলেও টিকিয়ে রাখা যায় না।
কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়। সম্পর্কে রা'গ, অ'ভিমান হবে আবার ঠিক ও হবে, কিন্তু কথা বলা বন্ধ করবেন না।
প্র'চন্ড রাগ, অ'ভিমানের পর ও "ছ্যাঁচড়ার" মতো গিয়ে বলতে হবে, "ভালোবাসি"!✨❤️‍🩹

26/11/2024

আমি মানসিক শান্তি বলতে তোমাকেই বুঝি..!🌸🤍

25/11/2024

তুমি আমি দুজনে আছি বাংলাদেশে এ

তুমি আছো আমার শশুর বাড়ি

আমি আছি তোমার শশুর বাড়ি

18/11/2024

বিদায় নিচ্ছি তবে নিচ্ছি না.
মানুষের জীবনে খারাপ সময় থাকে,
আবার চলেও যায়।

কিন্তু খারাপ সময়ে মানুষ গুলো চেনা যায়।
সে চাইলে পারতো সব কিছু গুছিয়ে নিতে
সে চায় নি। বরং শিখিয়ে দিয়েছে

সব কিছুর উর্ধে নিজের মন, ভালবাসা না।

অতীত থাকা খারাপ কিছু নয়।
অতীত থেকে শেখা যায়.

মানুষ তার প্রিয় মানুষ এর সাত খুন ও মাফ করে।
কিন্তু আআমার প্রিয় মানুষ টা আমাকে মাফ করে নাই।

সে আমার থেকে ৪০০ কিমি দূরে থাকতে চেয়েছে
in sha Allah সময় আসুক ৪০০০ কিমি দূরে গিয়ে দেখাবো।

সবাই যোগ্য হয় না।
তবে ভালোবাসা যোগ্যতায় হয় না।

যাই হোক অনেক কঠিন কথা বলে ফেললাম।
নতুন রুপে ফিরে আসবো in sha Allah.

কবর শব্দ টা যখন এতটাই প্রিয়
তবে আমি সেই প্রিয় শব্দ টাকে
আমি মন থেকে মেনে নিলাম।

Welcome 2025.
i am Again comeback
Never give up.

11/11/2024

ভালোবাসাও এক ধরনের রিজিক! যার কাছ থেকে যতোটুকু তোমার রিজিকে থাকবে, তুমি ততোটুকুই পাবা! 🤍

04/11/2024

_ মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আমার। আমি কেমন অসহায়ের মতো কেঁদেছিলাম তার জন্য। কিন্তু সে আমার চোখের এত জল দেখেও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেনি, কথা দিয়েও কথা রাখেনি, শতবার ভালবাসি বলেছি,, অনেক বুঝিয়াছি,, আমি ব্যর্থ হয়েছি..! তার বুকে একটুও ভালোবাসা জন্ম দিতে পারিনি...!!

_ শেষের আঘাতটা আমাকে বুঝতে শিখিয়েছে। মানুষকে পৃথিবীর সমান ভালোবাসলেও মানুষ কখনো আপন হয় না...!!☺️💔☺️

End of emotion.
Have e new journey.
01-11-2024

31/10/2024

স্টুডেন্টকে পড়াতে গেলে প্রতিদিন আমাকে নাস্তা দেয়। বিস্কুট চা,আঙ্গুর, কমলা এটা ওটা। প্রতিদিনের মতো সেদিন ও নাস্তা দিছে।
যেই নাস্তা তুলে খেতে যাবো, ওমনি স্টুডেন্ট এর ছোট ভাই এসে বললো দাঁড়ান। নাস্তা খেলে সব খাবেন, আর যদি অল্প খান তাহলে খাবার সব জোড়া জোড়া রেখে যাবেন। না হলে আপনি যাওয়ার পর ওগুলো আপুর সাথে ভাগ করতে সমস্যা হয়!

HAPPY BIRTH DAY ADMIN
29/10/2024

HAPPY BIRTH DAY ADMIN

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Mr. TomaToo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category