Radio Mukti News

Radio Mukti News Radio Mukti News

16/11/2023
প্রোটিয়াদের হতাশ করে ফাইনালে অস্ট্রেলিয়া!প্রোটিয়াদের হতাশ করে ফাইনালে অস্ট্রেলিয়া!অল্প পুঁজি দাঁড় করিয়ে ফাইনালে উঠার লড়া...
16/11/2023

প্রোটিয়াদের হতাশ করে ফাইনালে অস্ট্রেলিয়া!

প্রোটিয়াদের হতাশ করে ফাইনালে অস্ট্রেলিয়া!
অল্প পুঁজি দাঁড় করিয়ে ফাইনালে উঠার লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে রোমাঞ্চকর লড়াইয়ে খেলা বেশ জমিয়ে তুলেছিল প্রোটিয়ারা।

কিন্তু তাদের হতাশ করে ১৬ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিরা।

২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত করেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। মাত্র ৬ ওভারেই ৬০ রান তুলে ফেলেন তারা।

এরপরই ঘটে ছন্দপতন। ব্যক্তিগত ২৯ রানে ফেরেন ওয়ার্নার। ফিফটির দলীয় ১০৬ রানে ৯ চার ও ২ ছক্কায় ৬২ রানে ফেরেন ট্রাভিস হেড।

এরপর দলীয় ১৩৩ রানের মাথায় ১৮ রানে ফেরেন লাবুশানে। ৪ রান ব্যবধানে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও। এতে কিছুটা বিপাকে পড়ে যায় অজিরা।

এরপর ষষ্ঠ উইকেটে জশ ইংলিসকে নিয়ে দলকে টানেন স্মিথ। দলীয় সংগ্রহে ৩৭ রান যোগ করে এই জুটি। এরপরদলীয় ১৭৪ রানে ষষ্ঠ উইকেট হারায় অজিরা।

শেষ দিকে প্রোটিয়াদের থেকে ম্যাচ ছিনিয়ে নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। তাদের ২২ রানের জুটি ১৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে অজিরা।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় প্রোটিয়ারা। প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার এবং অধিনায়ক টেম্বা বাভুমা। ইনিংসের প্রথম ওভারেই ৪ বলে ০ রানে আউট দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। স্টার্কের করা ওভারের ষষ্ঠ বলটি অফ স্টাম্পের বাইরে দিয়ে অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছিল। সে বলে খোঁচা দিয়েছেন ফর্মহীনতায় ভোগা বাভুমা। এতে প্রথম ওভারেই উইকেটের দেখা পায় অস্ট্রেলিয়া।

ফর্মে থাকা আরেক ওপেনার কুইন্টন ডি ককও ফেরেন অল্প রানে। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটসম্যান ফেরেন ১৪ বলে ৩ রান করেই।

শুরুতেই দুই ওপেনারের বিদায়ের পর রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম চেষ্টা করেন দলকে টেনে তোলার। তবে অস্ট্রেলিয়ান পেসারদের বোলিং তোপের মুখে ব্যর্থ হয়েছেন তারাও। ডুসেন ৩১ বলে করেন মাত্র ৬ রান। আর মার্করাম ২০ বলে করেন ১০ রান। প্রথম ৪ উইকেট সমানভাবে ভাগাভাগি করেন স্টার্ক ও হ্যাজলউড।

১৪ ওভারের খেলা শেষে ম্যাচে হানা দেয় বৃষ্টি। এতে বন্ধ থাকে খেলা। বৃষ্টি বাগড়া শেষে দলের হাল ধরেন হেনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন দুজনে। এরপর থিতু হন ক্রিজে। তাদের সাবলীল ব্যাটিংয়ে বিপর্যয় কাটায় দক্ষিণ আফ্রিকা

পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন ৯৫ রান। তবে প্রথমবারের মতো আক্রমণে এসে ব্রেকথ্রু এনে দেন পার্ট-টাইম বোলার ট্রাভিস হেড। ওভার দ্য উইকেটে হেডের ফুললেংথের বলটি রক্ষণাত্মক ধাঁচে খেলতে চেয়েছিলেন ক্লাসেন। এতে ফাঁদে পড়েন এই মিডল-অর্ডার ব্যাটার। বড় শট খেলার পরিকল্পনা সটকে দিয়ে বিপদ ডেকে এনে বোল্ড হয়ে যান তিনি।

ঠিক পরের বলেই আবারও উইকেট হারায় প্রোটিয়ারা। এলবিডব্লু মার্কো ইয়ানসেন! পেছনের পায়ে খেলতে গিয়ে উল্টো মিস করেন তরুণ এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত রিভিউ নিলেও তাতে খুব একটা লাভ হয়নি।

শুরুর ধাক্কার পর মাঝের বিপর্যয় সামলে দলের পুঁজি বাড়ানোর চেষ্টা করে মিলার-কোয়েৎজির জুটি। মিলারকে বেশ ভালোই সঙ্গ দেন কোয়েৎজি। কিন্তু কামিন্সের বাউন্সার আলতো করে হুক করতে গিয়ে কাটা পড়েন তিনি। কট বিহাইন্ডের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত ১৯ রানে। এতে ভাঙে মিলারের সঙ্গে তার ৫৩ রানের গুরুত্বপূর্ণ জুটি।

এরপর প্যাট কামিন্সের বলে দুর্দান্ত এক ছক্কায় সেঞ্চুরি তুলে নেন ডেভিড মিলার। এবার মনে হচ্ছিল, রানের গতি বাড়বে প্রোটিয়াদের। তবে তা হয়নি, আবারও উইকেট হারায় দলটি। সেঞ্চুরির পরপরই ড্রেসিংরুমে ফেরেন মিলার। ২৪ রানে ৪ উইকেট হারানোর পর একাই লড়াই করেছিলেন এই ব্যাটার। খাদের কিনারা থেকে দলকে এনে তুলেনও। তবে ডিপ স্কয়ার লেগে ট্রাভিস হেডের তালুবন্দি হওয়ার আগে ১১৬ বলে খেলেন ১০১ রানের ইনিংস।

শেষ পর্যন্ত ২১২ রানের পুঁজি পেয়েছে প্রোটিয়ারা। ফাইনালে উঠতে অজিদের দরকার ২১৩ রান।

https://youtu.be/vQxFyZRKpyQ?si=iYHrXyRlhyZ1TZod
07/11/2023

https://youtu.be/vQxFyZRKpyQ?si=iYHrXyRlhyZ1TZod

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়ক রেডিও ফোনো লাইভ টক শো "জনগণের অংশগ্রহণে সামাজিক ও ....

বোবা ধরার সময়, বা চলে যাওয়ার মুহূর্তে কেউ কেউ উক্ত বোবা জ্বীনকে দেখে ফেলতে পারেন। এমন হয়েছে যে, জ্বীনের আকৃতি-প্রকৃতি...
30/09/2023

বোবা ধরার সময়, বা চলে যাওয়ার মুহূর্তে কেউ কেউ উক্ত বোবা জ্বীনকে দেখে ফেলতে পারেন। এমন হয়েছে যে, জ্বীনের আকৃতি-প্রকৃতি পরিষ্কার বুঝা যায় নি, শুধু কালো বিকট এক আকৃতির অস্তিত্ব উপলব্ধি করা গিয়েছে। আবার এমনও হয়েছে যে, জ্বীনটি তার আসল রূপ বা কোনো কুৎসিত চেহারা নিয়ে অভিজ্ঞতাপ্রাপ্ত ব্যক্তিকে দেখা দিয়েই উধাও হয়ে গিয়েছে। তবে জ্বীন দেখা দিয়েছে, এমন ঘটনা দুর্লভ।

► বোবায় ধরলে যা যা করা উচিত, তার মধ্যে কয়েকটি হচ্ছে

১) দরূদ শরীফ পড়তে থাকা।

২) আল্লাহর কালাম অর্থাৎ কুরআনুল কারীমের যে কোন সূরা থেকে আয়াতে পাক পাঠ করতে থাকা। সূরা বাকারা, ইখলাস অথবা ইয়াসীনের আয়াতসমূহ পাঠ করা যেতে পারে।

৩) আয়াতুল কুরসী পাঠ করতে থাকা। এটি অত্যন্ত কার্যকরী।

৪) হুযুরে পাক (সঃ) অথবা কোন নবী বা ওলীর উছিলায় ঐ পরিস্থিতি থেকে মুক্তি পাবার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।

এছাড়াও যাদের পক্ষে সম্ভব হয়, নিজে কোন বিজ্ঞ আলেম ব্যক্তির শরণাপন্ন হয়ে তাঁর থেকে এতদভিন্ন কোন নির্দিষ্ট আয়াতে পাক বা দোয়া জেনে নিতে পারেন।

► বোবায় ধরা থেকে সম্পূর্ণরূপে মুক্তি চাইলে করণীয়

১) ঘুমানোর আগে অযু করে শোয়া।

২) পুরোপুরি উপুড় হয়ে না শোয়া।

৩) ডান কাত হয়ে শোয়া।

৪) কারও উপুড় হয়ে শোয়ার অভ্যাস সহজে না গেলে, কাঁথা, চাদর বা কম্বল দ্বারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তারপর উপুড় হয়ে শোয়া। তবে ৩ নং আমলটিই অধিকতর শ্রেয় এবং সুন্নত সম্মত।

৫) ঘুমের দোয়াসমূহ পড়ে তারপর ঘুমানো। কি দোয়া পড়ছেন, তার অর্থ জানা থাকলে ভাল। ঘুমের একটি সহজ এবং অধিক পঠিতব্য দোয়া হচ্ছে,

“আল্লাহুম্মা বি-ইস্‌মিকা আমূওতু ওয়া আহ্‌ইয়া।”
অর্থঃ হে আল্লাহ ! তোমারই নামে মৃত্যুবরণ করি, আবার তোমারই নামে জীবন ধারন করি।

৬) দুঃস্বপ্ন দেখে আকস্মাৎ জেগে উঠলে বাম দিকে ফিরে তিনবার “আউযুবিল্লাহি মিনাশ্‌ শাইত্বনির্‌ রাজীম” বলে তিন বার থুথু দেয়া। থুথু দিলে পাশের জায়গা ভিজে যাবার আশংকা থাকলে থুথুর মত করে ফুঁ দেয়া।

৭) শোবার সময় দশ বার করে “লা- হাওলা ওয়ালা- কুয়াতা ইল্লা বিল্লাহ্‌” পাঠ করা।

৮) দুঃস্বপ্ন বা বোবায় ধরার কাহিনী কোনটাই কাউকে না বলা। আর প্রকাশ করলে এমন কারও কাছেই তা করা উচিত যিনি এর সঠিক ব্যাখ্যা দিতে পারেন এবং প্রতিকার বাতলে দিতে পারেন।

৯) ঘরে লেবু রাখা, কেননা যে ঘরে লেবু থাকে জ্বীন সেখানে প্রবেশ করে না।

সুত্রঃ কোরআন ও বিজ্ঞান

বয়স্ক, বিধবা, ও স্বামী নিগৃহীতা মহিলা, ভাতা এবং প্রতিবন্ধী ভাতা অনলাইনে আবেদন শুরু হয়েছে অদ্য ১৩/০৮/২০২৩থেক ১০/ সেপ্টেম্...
17/08/2023

বয়স্ক, বিধবা, ও স্বামী নিগৃহীতা মহিলা, ভাতা এবং প্রতিবন্ধী ভাতা অনলাইনে আবেদন শুরু হয়েছে অদ্য ১৩/০৮/২০২৩থেক ১০/ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

https://mis.bhata.gov.bd/onlineApplication?fbclid=IwAR34Zmbln-bOR9dSBKP9cSbYdqowVnvRCJ-3aGijnT3KZhZZdnpgBEUYjv4

প্রযোজ্য ক্ষেত্রে সক্রিয় নগদ/বিকাশ একাউন্ট থাকা আবশ্যক

আগামী ১৬ জুন শুক্রবার ভোর ৪ টা থেকে ১৮ জুন রবিবার ভোর ৪ টা পর্যন্ত বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ।
14/06/2023

আগামী ১৬ জুন শুক্রবার ভোর ৪ টা থেকে ১৮ জুন রবিবার ভোর ৪ টা পর্যন্ত বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ।

বগুড়া’য় ভূয়া ইউএনও পরিচয়ে অর্থ আদায়কারী চক্রের মূলহোতাসহ ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার।[১২ জুন ২০২৩ খ্রি.]ভূয়া ইউএনও পরিচয়...
12/06/2023

বগুড়া’য় ভূয়া ইউএনও পরিচয়ে অর্থ আদায়কারী চক্রের মূলহোতাসহ ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

[১২ জুন ২০২৩ খ্রি.]

ভূয়া ইউএনও পরিচয়ে অর্থ আদায় সংক্রান্তে অজ্ঞাতনামা আসামী করে ১১/০৬/২০২৩ খ্রি. তারিখ বগুড়া জেলার সদর থানার মামলা নং-৩৫, তারিখ-১১ জুন,২০২৩ ধারা-১৭০/৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ রুজু হলে তাৎক্ষণিক বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ স্নিগ্ধ আখতার পিপিএম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ, এর নেতৃত্বে নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিম ডিবি বগুড়া’র একটি চৌকস টিম ১২/০৬/২০২৩ খ্রি. তারিখ বিভিন্ন সময়ে বগুড়া জেলার সদর, শিবগঞ্জ থানা ও গাইবান্ধা জেলার সাঘাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে একই তারিখ ভোর ০৪:০০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন গাছাবাড়ী পশ্চিমপাড়াস্থ আসামী মোঃ তুহিন এর বসত বাড়ি হতে তদন্তে প্রাপ্ত ভূয়া ইউএনও পরিচয়ে অর্থ আদায়কারী চক্রের মূলহোতাসহ ০২ জন সক্রিয় সদস্য মোঃ তুহিন মিয়া (৩৫) ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু (১৬) দেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ০৩(তিন) টি বাটন ও ০১(এক) টি স্মার্ট মোবাইল ফোন সীম কার্ডসহ (যাহা অপরাধ কর্মে ব্যবহৃত হয়েছে) আলামত হিসেবে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তে প্রাপ্ত ধৃত আসামী ও অভিযুক্ত জানায় যে, তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে ইউএনও, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ইউনিয়ন পরিষদের সচিবসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও পদবী ব্যবহার করে অসৎ উপায়ে অর্থ হাতিয়ে নিয়ে আসিতেছিল। তারই ধারাবাহিকতায় গত ০৭/০৬/২০২৩ খ্রি. তারিখ অনুমান সকাল ০৯.০০ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে তাদের নিকট হতে বগুড়া জেলার সদর থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর সংগ্রহ করে। পরবর্তীতে ধৃত আসামী মোঃ তুহিন মিয়া তার ব্যবহৃত মোবাইল নম্বর হতে বগুড়া সদর থানার ডিউটি অফিসার এর ব্যবহৃত সরকারী মোবাইল নাম্বারে কল করে নিজেকে বগুড়া সদর উপজেলার ইউএনও পরিচয় দিয়ে জানায় বগুড়া সদর থানাধীন নামাজগড় এলাকায় একটি সমস্যা হয়েছে জরুরী ডিউটি পার্টিকে তার সাথে কথা বলতে বলে। ডিউটি অফিসার সরল বিশ্বাসে উক্ত নম্বরটি উপশহর পুলিশ ফাড়িঁ এলাকায় ডিউটিরত টহল টিমের কর্তব্যরত অফিসারকে দিয়ে ইউএনও পরিচয় প্রদানকারী ব্যক্তির উল্লেখিত নম্বরে ফোন দিতে বলে। টহল টিমের কর্তব্যরত অফিসার সরল বিশ্বাসে ইউএনও পরিচয় প্রদানকারী ব্যক্তিকে ফোন দিলে তিনি তাকে জানান যে, উপশহরে অবস্থিত খাবারের হোটেলে গিয়ে মালিককে তার সাথে কথা বলিয়ে দিতে। টহল টিমের কর্তব্যরত অফিসার বগুড়া সদর থানাধীন উপশহর বাজারস্থ শাহিন হোটেলে গিয়ে হোটেল মালিককের সহিত কথা বলিয়ে দিলে ভূয়া ইউএনও পরিচয়দানকারী মোঃ তুহিন মিয়া কৌশলে হোটেল মালিকের মোবাইল নম্বর নিয়ে নেয় এবং টহল টিমের কর্তব্যরত অফিসারকে সেখান থেকে চলে যেতে বলে। তার কিছুক্ষণ পরে ভূয়া ইউএনও পরিচয়দানকারী মোঃ তুহিন মিয়া উল্লেখিত মোবাইল নম্বর হতে হোটেল মালিক মোঃ শাহিনকে ফোন করে জানায়, উপশহর এলাকায় ০৪ টি হোটেলের মধ্যে ০৩ হোটেল বন্ধ করে দিবে এবং ০১ টি হোটেল খোলা থাকবে। তাই তার হোটেল খোলা রাখতে চাইলে ২০,০০০/-(বিশ হাজার) টাকা দিতে হবে। ভূয়া ইউএনও পরিচয়দানকারীর কথায় ভীত হয়ে হোটেল মালিক মোবাইল নম্বর ০১৮৭৮-৯৩৫৫৭৬ এর নগদ একাউন্টে ১০,০০০/-(দশ হাজার) টাকা প্রেরণ করে। পরবর্তীতে একই উপায়ে উপশহর বাজারস্থ রবিউল ইসলাম এর খাবারের হোটেলের মালিককে ভয় ভীতি দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল নম্বর এর নগদ একাউন্টে ৬,০০০/-(ছয় হাজার) টাকা হাতিয়ে নেয়। তদন্তে প্রাপ্ত ধৃত আসামী ও অভিযুক্ত পেশাদার প্রতারক তারা পরস্পর দীর্যদিন যাবত দেশের ময়মনসিংহ, শরিয়তপুর, জামালপুর, লক্ষীপুর, টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা হতে এভাবেই প্রতারণার মাধ্যমে বিভিন্ন অংকের অর্থ হাতিয়ে নিয়ে আসিতেছিল। এছাড়া তারা মোবাইল ফোনে ইউএনও, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ইউনিয়ন পরিষদের সচিবসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও পদবী ব্যবহার করায় তাদের প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কাজটাও সহজ হয়ে যায় বলেও স্বীকার করে।

প্রকাশ থাকে যে, তদন্তে প্রাপ্ত ধৃত আসামী ও অভিযুক্তকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, তদন্তে প্রাপ্ত ধৃত আসামী মোঃ তুহিন মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০১ টি মামলা রয়েছে।

দেশে সয়াবিন তেলের দাম লিটারে কমল ১০ টাকাদ্রব্যমূল্যসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়...
11/06/2023

দেশে সয়াবিন তেলের দাম লিটারে কমল ১০ টাকা

দ্রব্যমূল্যসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বক্তব্য দেন
দ্রব্যমূল্যসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বক্তব্য দেন।

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দ্রব্যমূল্যসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

বাণিজ্যসচিব বলেন, কোরবানি ঈদ সামনে রেখে তেলের দাম লিটারে ১০ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমানো হয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। ১০ টাকা কমিয়ে সেটি ১৮৯ টাকা করা হয়েছে। খোলা তেলের দামও কমে ১৬৭ টাকা করা হয়েছে। পাম তেলের লিটার ১৩৫ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

"প্রেস রিলিজ"বগুড়া জেলার ধুনট থানাধীন চাঞ্চ্যল্যকর শিশু মোছাঃ মায়দা আক্তার রজনী (৮) হত্যার ১৪ ঘন্টার মধ্যে মূল রহস্য উদ...
08/05/2023

"প্রেস রিলিজ"

বগুড়া জেলার ধুনট থানাধীন চাঞ্চ্যল্যকর শিশু মোছাঃ মায়দা আক্তার রজনী (৮) হত্যার ১৪ ঘন্টার মধ্যে মূল রহস্য উদঘাটন এবং সরাসরি জড়িত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু(১৭) গ্রেফতার।

[৬ মে ২০২৩ খ্রি.]

গত ০৫/০৫/২০২৩ খ্রি. ‍তারিখ ১১.৩০ ঘটিকার সময় বগুড়া ধুনট থানায় একটি সংবাদ আসে যে, ৮ বছর বয়সী একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সংক্রান্তে ধুনট থানায় একটি নিখোঁজ জিডি করা হয় যাহার জিডি নং-৩০১, তাং-০৫/০৫/২০২৩ খ্রি.। তাৎক্ষনিকভাবে এ সংক্রান্তে অফিসার ইনচার্জ ধুনট থানাসহ অন্যান্য অফিসার ফোর্সরা নিখোঁজ মেয়েটিকে খোজাখুঁজির এক পর্যায়ে ধুনট থানাধীন এলাঙ্গী বাজারস্থ এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পেছনে শিশু মোছাঃ মায়দা আক্তার রজনী (৮) এর মৃতদেহ পাওয়া যায়। এ সংক্রান্তে তাৎক্ষণিক বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে অতিরিক্ত ‍পুলিশ সুপার সজীব শাহরীন, শেরপুর সার্কেল, বগুড়া এবং ধুনট থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ধুনট থানা পুলিশ ০৫/০৪/২০২৩ খ্রি. তারিখ ধুনট থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ১৪ ঘন্টার মধ্যে খুন ও ধর্ষনের ঘটনার সহিত সরাসরি জড়িত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (১৭) কে আটক করেন।

আটককৃত এর নাম ও ঠিকানাঃ
১। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু যাহার বয়স ১৭ বছর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (১৭) জানায় যে, ঘটনার আনুমানিক ১০ দিন পূর্বে সে এবং তার অন্য দুইজন সহযোগীসহ ডিসিস্ড মোছাঃ মায়দা আক্তার রজনী (০৮) কে ধর্ষনের পরিকল্পনা করে। ০৪/০৫/২০২৩ খ্রি. তারিখ অনুমান সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় ডিসিস্ড (০৮) ঘটনাস্থল সংলগ্ন শহীদ মিনারের পাশের একটি বড় আম গাছের নিচে আম কুড়াতে গেলে গ্রেফতারকৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (১৭) এর সহযোগীদ্বয় সেখানে তাকে আম কুড়ানো দেখতে পেয়ে তাকে অপহরণ করে স্কুলের দক্ষিণ পাশের গলিতে নিয়ে যায় ও মুখ চেপে ধরে রেখে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের মধ্যে হতে ০১ জন যেয়ে অন্য একজনকে ডেকে নিয়ে আসে। তখন গ্রেফতারকৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু(১৭) ও অন্য একজন সহ উক্ত গলিতে উপস্থিত হয়ে তারা ৩জন পালাক্রমে ডিসিস্ড (০৮) কে সেখানে ধর্ষন করে।

আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (১৭) ও তার সহযোগীরা ডিসিস্ড(০৮) এর প্রতিবেশী হওয়ায় ডিসিস্ড তাদেরকে চিনতে পারে যে কারণে তারা ডিসিস্ড (০৮) কে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথার বাম পাশে আঘাত করে রক্তাক্ত জখম করে। ডিসিস্ড(০৮) এর মৃত্যু না হলে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু(১৭) ও তার সহযোগীরা ডিসিস্ড(০৮) এর গলা টিপে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু(১৭) ও তার সহযোগীরা ডিসিস্ড (০৮) এর লাশ গলির পাশে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দেওয়াল সংলগ্ন জনৈক মোঃ আঃ রাজ্জাক(৫৫), পিতা-মৃত আঃ রশিদ এর পরিত্যক্ত জায়গায় ঝোঁপের মধ্যে ফেলে পালিয়ে যায়।

প্রকাশ থাকে যে, ঘটনার সহিত জড়িত গ্রেফতারকৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (১৭) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে, এক সংক্রান্তে বগুড়া ধুনট থানায় একটি হত্যা ও ধর্ষন মামলা রুজু করা হয়েছে যাহার মামলা নং-০৪ তারিখ-০৬/০৫/২০২৩ খ্রি. ধারাঃ ৭/৯(২) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩)।
পলাতক সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

উক্ত ঘটনা সংক্রান্তে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ স্নিগ্ধ আখতার পিপিএম বগুড়া'র বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে প্রেস ব্রিফিং করেন। এ সময় জনাব মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব সজীব শাহরিন, অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর সার্কেল, বগুড়া সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা পুলিশের অভিযানে বগুড়া'র প্রধান ডাকঘরে চাঞ্চল্যকর ডাকাতি ও প্রশান্ত কুমার আচার্য্য নামে এক অফিস সহায়ক খুনের...
04/05/2023

বগুড়া জেলা পুলিশের অভিযানে বগুড়া'র প্রধান ডাকঘরে চাঞ্চল্যকর ডাকাতি ও প্রশান্ত কুমার আচার্য্য নামে এক অফিস সহায়ক খুনের ঘটনায় সরাসরি জড়িত একমাত্র আসামী গ্রেফতার ও ঘটনার মূল রহস্য উদ্ঘাটন।

[০৪ মে ২০২৩ খ্রি.]

গত ২৪/০৪/২০২৩ খ্রি. তারিখ রাত্রী অনুমান ০৩.০০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন সামমাথা এলাকায় অবস্থিত প্রধান ডাকঘরের ভল্ট কেটে ডাকাতি ও ডাকঘরে পাহাড়ারত অফিস সহায়ক শ্রী প্রশান্ত কুমার আচার্য্য (৪৩), পিতা-প্রাণকৃষ্ণ আচার্য্য, মাতা- মীরা রানী আচার্য্য, সাং-বেজোড়া হিন্দুপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে হত্যা করা হয়।

উক্ত বিষয়ে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের হলে সদর থানা পুলিশের তদন্তের পাশাপাশি পুলিশ সুপার বগুড়া মহোদয়ের মৌখিক নির্দেশে বগুড়া ডিবির একটি টিম তাৎক্ষণিক ছায়া তদন্তে নামে। তারই ধারাবাহিকতায় বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব স্নিগ্ধ আক্তার পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ শরাফত ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া'র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া ও সদর থানার একটি যৌথ টিম নিখুঁত গোয়েন্দা তথ্য এবং ডিজিটাল ফুট প্রিন্টের ভিত্তিতে ০৩/০৪/২০২৩ খ্রি. তারিখ বিভিন্ন সময়ে নওগাঁ জেলার সদর ও সাপাহার থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া'র প্রধান ডাকঘরে চাঞ্চল্যকর ডাকাতি ও ডাকঘরে পাহারারত অফিস সহায়ক শ্রী প্রশান্ত কুমার আচার্য্যকে খুনের ঘটনার সহিত সরাসরি জড়িত একমাত্র আসামীকে গ্রেফতার পূর্বক ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
১। মোঃ শফিকুল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুস সালাম, মাতা-কেতামন, সাং-পশ্চিম করমডাঙ্গা, থানা-সাপাহার, জেলা-নওগাঁ।

উদ্ধারকৃত আলামতঃ
১। ধুসর ও সাদা রংয়ের কেডস জুতা ০১ জোড়া।
২। গোলাপী রংয়ের হাফহাতা শার্ট ০১ টি।
৩। কালো রংয়ের ব্রেসলেট ০১ টি
(উপরোক্ত আলামতগুলি গত ১৫/০৩/২০২৩ খ্রি. তারিখে ডাকাতির মালামাল ক্রয়ের সময় আসামী পরিহিত অবস্থায় ছিল যা সিসি টিভি ফুটেজ হতে সনাক্তকৃত। পরবর্তীতে আসামী গ্রেফতারের সময় তার হেফাজত হতে উদ্ধার করা হয়)।
৪। কালো রংয়ের ফুল প্যান্ট ০১ টি।
৫। কালো রংয়ের অস্বাভাবিক বড় বেল্ট ০১ টি।
(উপরোক্ত আলামতগুলি গত ২১/০৪/২০২৩ খ্রি. তারিখে ডাকাতির সময় আসামী পরিহিত অবস্থায় ছিল যা সিসি টিভি ফুটেজ হতে সনাক্তকৃত। পরবর্তীতে আসামী গ্রেফতারের সময় তার হেফাজত হতে উদ্ধার করা হয়)
৬। Lenovo সোনালী ও সাদা রংয়ের স্মার্ট ফোন ০১ টি।
৭। SAMSUNG সোনালী রংয়ের স্মার্ট ফোন ০১ টি।
৮। Huawei কালো রংয়ের স্মার্ট ফোন ০১ টি।
৯। Nokia কালো রংয়ের ফোল্ডিং ফোন ০১ টি।
১০। Nokia সবুজ রংয়ের বাটন ফোন ০১ টি।
১১। Lava কালো রংয়ের বাটন ফোন ০১ টি।
(উপরোক্ত আলামতগুলি আসামী গ্রেফতারের সময় তার হেফাজত হতে উদ্ধার করা হয়)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবত দেশে ও বিদেশে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, দোকনপাটে চুরি, ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত অনুমান ১২/০৩/২০২৩ খ্রি. তারিখ সে শার্ট বানানোর জন্য নওগাঁ থেকে তার ব্যবহৃত লাল রংয়ের ফেজার মোটরসাইকেল যোগে বগুড়া’য় আসে এবং সেন্ট্রাল পোষ্ট অফিসের সামনে মোটর সাইকেল পার্কিং করে রাখার সময় সে দেখতে পায় লোকজন পোষ্ট অফিস থেকে টাকা তুলে বের হচ্ছে, তখন তার মাথায় পোস্ট অফিসের ভল্ট কেটে টাকা লুন্ঠন করার পরিকল্পনা আসে। সে পোষ্ট অফিসের ভেতরে যায় এবং ভোল্ট রুম ও সিসি ক্যামেরার অবস্থানসহ সমস্ত জায়গায় রেকি করে প্রাথমিক ধারণা নিয়ে নেয়। এরপর গত ১৫/০৩/২০২৩ খ্রি. তারিখ পুনরায় বগুড়া এসে বগুড়া নিউমার্কেট এলাকা হতে হ্যান্ড গ্লাভস, সাতমাথা ফুটপাত থেকে ট্রাউজার, গেঞ্জি, থানার পেছনের বাবু মেশিনারিজ নামক হার্ডওয়্যারের দোকান থেকে গ্রিল/ভোল্ট কাটার বিভিন্ন যন্ত্রপাতি এবং ভাংরিপট্টির একটি দোকান থেকে এসএস পাইপের একটি খন্ড ক্রয় করে। উক্ত যন্ত্রপাতি কেনার সময় তার কাছে টাকা কম থাকায় সে ক্রয়কৃত মালামাল দোকানে প্যাকেট করে রেখে সে তিনমাথা ইসলামি ব্যাংক বুথ থেকে ১৫,০০০/-(পনেরো হাজার) টাকা উত্তোলন করে নিয়ে এসে তার ক্রয়কৃত মালামালসহ নওগাঁ জেলার সাপাহার থানাধীন নিজ গ্রামের বাড়িতে চলে যায়। এরপর তার পূর্ব পরিকল্পনা অনুসারে সে ২০/০৪/২০২৩ খ্রি. তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় বগুড়ায় আসে। সারারাত ঘোরাফেরা করে ২১/০৪/২০২৩ খ্রি. তারিখ রাত্রী ২/৩ টার দিকে উত্তর পূর্ব কোনার চায়ের দোকানের পাশ দিয়ে পোষ্ট অফিসের ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে পোষ্ট অফিসের মসজিদ ও গ্যারেজের পিছনে এক কোণায় অপেক্ষা করতে থাকে। পরে সকাল অনুমান ৬/৭ টার দিকে পোস্ট অফিসের গার্ড প্রসাব করতে গেলে সে যন্ত্রপাতির ব্যাগসহ চুপি সারে কেঁচিগেট দিয়ে ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে ছাদের গেটের কোনায় সিঁড়ি ঘরে লুকিয়ে থাকে। সেখানে বসে কয়েকটি লাল ব্যানসন সিগারেট খায়। এরপর দুপুর অনুমান ০১.০০ ঘটিকার দিকে সুযোগ বুঝে নিচে নামার চেষ্টা করে। কিন্তু কর্তব্যরত গার্ড পোস্ট অফিসের ভিতরে থাকার কারণে নিচে নামতে না পেরে সে পুনরায় উপরে উঠে লুকিয়ে থাকে। পরবর্তীতে কর্তব্যরত গার্ড পোস্ট অফিসের মসজিদের অজু খানায় হাতমুখ ধুতে গেলে সে সেই সুযোগে দুপুর অনুমান ০১.১৫ ঘটিকার দিকে ভোল্ট রুমের দিকে যায় এবং জানালার গ্রিল ভেঙ্গে ভোল্ট রুমে প্রবেশ করে। ভোল্ট রুমে প্রবেশ করে ভোল্ট রুমের সিসি টিভি ক্যামেরার লাইন কেটে দেয় এবং ভোল্ট কাটে কিন্তু টাকার বাক্স দুরে থাকায় টাকা নিতে পারে না। পরে সবকিছু ওইখানে রেখে সন্ধ্যা ৬/৭ টার দিকে মূলগেট টপকে বাইরে বের হয়ে তার নওগাঁর ভাড়া বাসায় চলে যায়। একদিন নওগাঁর ভাড়া বাসায় অবস্থান করে রাতে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। পরের দিন ঈদের নামাজ পড়ে বাড়িতেই অবস্থান করে। ঈদের পরের দিন বিকালে সে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি থেকে নওগাঁর ভাড়া বাসায় আসে সেখানে মোটরসাইকেল গ্যারেজে রেখে বাস যোগে রাত্রী ৯/৯.৩০ এর দিকে বগুড়ার উদ্দেশ্যে রওনা করে এসে চারমাথায় বাস হতে নামে। চারমাথা থেকে সিএনজি নিয়ে সাতমাথা আসে। সাতমাথা নেমে রাত্রী অনুমান ০২.০০ টা পর্যন্ত পোস্ট অফিসের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। রাত্রী দুইটার দিকে চায়ের দোকানের পাশ দিয়ে ওয়াল টপকে পোষ্ট অফিসের ভেতরে প্রবেশ করে। কিন্তু ঐদিন কেঁচিগেট লাগানো থাকায় পোস্ট অফিসের বারান্দার গ্রিলের দুইটা পাতি রেঞ্জ দিয়ে ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। সেখানে কর্তব্যরত গার্ড জেগে থাকায় সে কার্টুন ও বস্তার আড়ালে ঘন্টাখানিক অপেক্ষা করে। এক সময় সতর্কতার সাথে সিসি টিভি ক্যামেরা ঘুরিয়ে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে সুযোগ বুঝে সোজা ভোল্ট রুমে চলে যায়। ভোল্ট রুমের টাকার বাক্স কাছে নিয়ে আসার কিছু না থাকায় সে অন্য ২/৩ টা রুমের তালা কেটে ভেতর থেকে একটি লম্বা রড নিয়ে আসে। রুমের তালা কাটার শব্দে কর্তব্যরত গার্ড জেগে যায় এবং গার্ডের সাথে তার ধস্তাধস্তি হয়। পরবর্তীতে তার কাছে থাকা এসএস পাইপ দিয়ে গার্ডের মাথায় আঘাত করে ও গলা চেপে ধরে থাকে এতে ঘটনাস্থলেই গার্ড মারা যায়। সে পুনরায় ভোল্ট রুমে গিয়ে ওই রড দিয়ে ভল্ট রুমে থাকা র‍্যাকটি কাছে নিয়ে এসে র‍্যাকে রক্ষিত ১০০(একশত) টাকার ৭০(সত্তর) টি বান্ডিল ও ৫০ (পঞ্চাশ) টাকার ২০ (বিশ) টি বান্ডিল যাতে সর্বমোট ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা ছিলো উক্ত টাকাগুলো তার সঙ্গে থাকা ব্যাগে নিয়ে সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় সে মৃত গার্ডের পকেটে থাকা কেঁচিগেটের চাবি বের করে নিয়ে ভিতরের গেট এবং মূল গেটের তালা খুলে বাহিরে বের হয়ে বাহির থেকে মূল গেট তালা দিয়ে দেয়। পরবর্তীতে সে সাতমাথা জিরো পয়েন্ট থেকে অটোরিক্সা ধরে চারমাথা যায়। পরে চারমাথা হতে বাস যোগে নওগাঁ চলে যায়। নওগাঁ গিয়ে নওগাঁ সদরে অবস্থিত জলিল মার্কেটের মার্কেন্টাইল ব্যাংকে তার একাউন্টে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা এবং ডাচ্ বাংলা ব্যাংকে তার একাউন্টে ৩,৭৬,০০০/-(তিন লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা জমা রেখে সে তার নওগাঁর ভাড়া বাসায় যায়। সেখানকার গ্যারেজ থেকে তার মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি সাপাহারে চলে যায়। ধৃত আসামী একজন পেশাদার চোর, ডাকাত, ছিনতাইকারী সে আরো জানায় যে, সে ইতিপূর্বে ২০১৯ সালে ডিএমপি বনানী থানা এলাকায় জনতা ব্যাংকের ভল্ট কেটে টাকা লুন্ঠন করার সময় ধৃত হয়। তাছাড়া সে বাংলাদেশের বিভিন্ন থানা এলাকায় দোকানঘরে চুরি, বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাইসহ পার্শ্ববর্তীদেশ ভারতেও ডাকাতি ও ছিনতাই কার্যক্রম চালিয়ে কারাভোগ করেছে বলে স্বীকার করে।

উপরোক্ত ঘটনা সংক্রান্তে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়ায় ছয় টি কোচিং সেন্টার কে  সাময়িক সিলগালা ও তিনটিতে জরিমানাসরকারি নির্দেশ অমান্য করে পাঠদান পরিচালনা করায় ছয় প্রতিষ্...
03/05/2023

বগুড়ায় ছয় টি কোচিং সেন্টার কে সাময়িক সিলগালা ও তিনটিতে জরিমানা

সরকারি নির্দেশ অমান্য করে পাঠদান পরিচালনা করায় ছয় প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা, সেউজগাড়ী এবং উপশহর এলাকায় অভিযানে এসব সিলগালা করা হয়। একই সাথে আরও তিন শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেন আদালত। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এসময় আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা।

তিনি জানান, এসএসসি পরীক্ষা উপলক্ষে সারাদেশে সব ধরণের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে। তারপরেও কিছু কোচিং সেন্টার সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করে আসছিল। পরে শহরের জলেশ্বরীতলা, সেউজগাড়ী এবং উপশহর এলাকায় অভিযান চালিয়ে ছয় প্রতিষ্ঠান সাময়িক সিলগালা এবং আরও তিন প্রতিষ্ঠানে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, কিছু কোচিং সেন্টার অফিস খোলা রাখায় সেটিও বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

"প্রেস রিলিজ"বগুড়া’য় মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়কারী চক্রের মূলহোতাসহ ০৪ জন সক্রিয় সদস্য গ...
01/05/2023

"প্রেস রিলিজ"

বগুড়া’য় মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়কারী চক্রের মূলহোতাসহ ০৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

[০১ মে ২০২৩ খ্রি.]

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ স্নিগ্ধ আখতার পিপিএম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিম ডিবি বগুড়া’র একটি চৌকস টিম ৩০/০৪/২০২৩ খ্রিঃ তারিখ অনুমান ১৬.২০ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন জোড়খালি হাফেজখানা নামক স্থান হইতে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়কারী চক্রের মূলহোতা সহ ০৪(চার) সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ সালমান (২০), পিতা-মোঃ যুবাইর আহম্মেদ
২। মোঃ রাইসুল ইসলাম (২০), পিতা-মোঃ রাইমেন সরকার
৩। মোঃ আহসান হাবীব (২০), পিতা-মোঃ কাওছার আলী
৪। মোঃ আঃ মমিন (২০), পিতা-মোঃ রুহুল আমীন, সর্ব সাং-জোড়খালি, থানা-ধুনট, জেলা-বগুড়া

উদ্ধারকৃত আলমতের বর্ণনাঃ
১। ০১(এক)টি সিলভার রংয়ের xiaomi, Mi NoteBook Pro; (ল্যাপটপ)
২। ০১ (এক)টি নীল রংয়ের icon বাটন মোবাইল ফোন।
৩। ০১(এক)টি সোনালী রংয়ের SYMPHONY বাটন মোবাইল ফোন।
৪। ০১(এক) টি নীল রংয়ের VIVO স্মার্ট মোবাইল ফোন।
৫। ০১(এক)টি আকাশী রংয়ের VIVO স্মার্ট মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ জানায় যে, তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে ফেসবুকে “JSC/ssc All Questions out” নামে পেজ খুলে উক্ত পেজে পূর্বের এসএসসি পরীক্ষার প্রশ্নের ছবির উপরের কাটা অংশ পোষ্ট করে। এছাড়া যারা প্রশ্নপত্র ও উত্তরপত্র নিতে ইচ্ছুক তাদের উল্লেখিত পেজে ম্যাসেজ করে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে আগ্রহীদের Whatsapp-এ যুক্ত করে কথাবার্তা বলে তাদেরকে দুইটি ভিন্ন বিকাশ নম্বর প্রেরণ করে উক্ত নম্বরের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে বলে। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় যে, তারা পরস্পরে যোগসাজসে জালিয়াতি করে পূর্বের বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে তা ল্যাপটপের মাধ্যমে এডিট করে বর্তমান সময়ের পরীক্ষার প্রশ্ন বলে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে বিভিন্নজনের নিকট হতে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে আসছিল।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার ধুনট থানার মামলা নং-০১, তারিখ-০১ মে ২০২৩, জিআর নং-৭১/২৩, ধারা- ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২২(২)/২৩(২) তৎসহ পেনাল কোড ১৮৬০ এর ৪০৬ রুজু করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

এ সংক্রান্তে আজ সোমবার (০১ মে) পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে পুলিশ সুপার, বগুড়া জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ...
29/04/2023

দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০
কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।।

রেডিও মুক্তির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
22/04/2023

রেডিও মুক্তির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

অবৈধ জুস কারখানায় অভিযান২০,০০০/- অর্থদণ্ডপ্রতিষ্ঠান সিলগালাসদর, বগুড়াবাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংর...
17/04/2023

অবৈধ জুস কারখানায় অভিযান
২০,০০০/- অর্থদণ্ড
প্রতিষ্ঠান সিলগালা
সদর, বগুড়া

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান

অদ্য ১৭ এপ্রিল , ২০২৩ তারিখ বিকাল ৪.৩০ ঘটিকায়

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া এর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মো: রাসেল কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

জেলার সদর উপজেলার কৈগাড়ি এলাকায় জারিন এগ্রো ফুডে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জারিন এগ্রো ফুডকে অবৈধ প্রকৃয়ায় শিশুখাদ্য জুস প্রস্তুতের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ২০,০০০/- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জরিমানা আরোপ ও আদায় করা হয়।

RAB ১২ এর একটি চৌকশ দল সহযোগীতা করেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠান মালিকের নাম
মো সাইফুল ইসলাম

এই দৃশ্য বিশ্বস্ততার, আবেগের এবং দায়িত্বের।
15/04/2023

এই দৃশ্য বিশ্বস্ততার, আবেগের এবং দায়িত্বের।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই।
11/04/2023

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই।

সাবধান
11/04/2023

সাবধান

মঙ্গলবার বগুড়ার রাজাবাজারে দোকান দখল নিয়ে ককটেল বিস্ফোরণ একজন ছুরিকাঘাত বগুড়ার রাজাবাজারে দোকান ঘরের মালিকানা নিয়ে দুই গ...
04/04/2023

মঙ্গলবার বগুড়ার রাজাবাজারে দোকান দখল নিয়ে ককটেল বিস্ফোরণ একজন ছুরিকাঘাত

বগুড়ার রাজাবাজারে দোকান ঘরের মালিকানা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে ভোগা নামে এক ব্যক্তি ছুরিকাহত হয়েছে। এছাড়াও মারপিটের এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের আওয়াজে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, রাজাবাজারে দশ শতক জায়গার উপর একটি দোকান রয়েছে। সেই দোকানের জায়গা ২০০৯ সালে দয়াল ভান্ডার নামে আব্দুর রহমান রুনু বাংলাদেশ জুট করপোরেশন থেকে ইজারা নেন। ইজারা নেয়ার পর থেকেই এখলাছুর রহমান দিং নামে এক ব্যক্তি ওই জায়গাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করেন। পরে এই জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে মামলা মোকদ্দমা চলতে থাকে। এমনকি এ জায়গার মালিকানা নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন(পিবিআই) আদালতের নির্দেশে তদন্তও করে। তদন্তে আব্দুর রহমান রুনু ওই জায়গা বাংলাদেশ জুট মিল থেকে ইজারা নিয়েছেন বলে ২০২১ সালে পিবিআই জানায়। তারপরেও ২০২১ সালের ১৪ নভেম্বর ওই দোকান ঘর এখলাছুর রহমান নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করে দখল করে। এর মধ্যে রুনু ২০২২ সালের ১৬ জুন ইজারার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত নবায়ন করেন। তবুও দুই পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি মামলা চলতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুরে ওই দোকান ঘরে যান রুনু। খবর পেয়ে এখলাছুর রহমান ও তার সমর্থকেরা বাজারে পৌছালে দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় দুইটি ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এছাড়াও চেলোপাড়া এলাকার বাসিন্দা ভোগা নামে এক ব্যক্তি ছুরিকাহত হন। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আব্দুর রহমান রুনু বলেন, 'আমি ২০০৯ সালে সরকারের কাছ থেকে ওই জায়গা লিজ নিয়ে দয়াল ভান্ডার নামে ব্যবসা করে আসছি। কিন্তু এখলাছুর রহমান ভুয়া দলিল করে তারা ওই দোকান ঘরের জায়গা নিজেদের সম্পত্তি বলে দাবি করে। আজ আমার লিজ নেয়া জায়গায় আমি দোকান চালু করতে গেলে এখলাছুর রহমানের লোকজন আমাদের উপর মারপিট করেছে।'
এখলাছুর রহমানের ছেলে মুন বলেন, 'ওই দোকানের জায়গা আমাদের বাপ-দাদার ক্রয়কৃত পৈত্রিক সম্পত্তি। আমাদের জায়গা রুনু অন্যায়ভাবে দখল করতে এসেছিল। আমরা বাধা দিলে তারা আমাদের উপর হামলা চালায়।'
বগুড়া রাজাবাজার আড়ৎদার ও ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, 'একটা দোকান ঘরের জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছে। আজ সেই জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারপিট এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই জায়গা নিয়ে প্রায়ই বাজারে ঝামেলার সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতা ভুগছে।'
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন,' একটা জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় অভিযোপ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁদের নিচে শুক্র গ্রহ
24/03/2023

চাঁদের নিচে শুক্র গ্রহ

ব্রয়লার মুরগি সর্বোচ্চ ১৯৫ টাকায় বিক্রি করবে ৪ বড় কোম্পানি      রমজানে ফার্ম থেকে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি দ...
23/03/2023

ব্রয়লার মুরগি সর্বোচ্চ ১৯৫ টাকায় বিক্রি করবে ৪ বড় কোম্পানি

রমজানে ফার্ম থেকে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হবে বলে জানিয়েছেন ফার্ম মালিকরা। খুচরা বাজারে কত বিক্রি হবে তা প্রশাসন তদারকি করবে বলেও জানান তারা। বৃহস্পতিবার (২৩ মার্চ) কারওয়ান বাজরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মুরগির দাম নিয়ে শুনানি শেষে এসব কথা জানান ফার্ম মালিকরা।

নিত্যপণ্যের সাথে হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ব্রয়লার মুরগির দাম। বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই ধারাবাহিকতায় গত ৯ মার্চ এ নিয়ে ফার্ম মালিকদের সাথে বৈঠক করে সংস্থাটি। এরপরও দাম না কমায় বৃহস্পতিবার অধিদপ্তরে আবারও ডাকা হয় কাজী র্ফামস, আফতাব ফার্মস, সিপি বাংলাদেশ এবং প্যারাগন পোল্ট্রি লিমিটেডকে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সামনে আবারও যুক্তি তুলে ধরেন ফার্ম মালিকেরা। দেড় ঘণ্টা বৈঠক শেষে রমজান উপলক্ষে ব্রয়লার মুরগির দাম কমাতে রাজি হয় ফার্ম মালিকরা।

কাজী ফার্মের চেয়ারম্যান কাজী জাহিদুল হাসান বলেন, অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে। এজন্য ফার্মসে দাম নির্ধারণ করে দেব। এরপর বাইরে অনেক হাতবদল হয়। তারপর দাম কত হচ্ছে, সেটা ভোক্তা অধিদপ্তর দেখবে।

তিনি বলেন, সারাদেশে মুরগি উৎপাদনে ঘাড়তি হয়েছে। ৩০ বছরের ব্যবসায় এমন অবস্থা দেখিনি। সরবরাহ কম থাকার কারণে মুরগির দাম বাড়ছে। আমরা যে চার কোম্পানি আছি, সে নির্ধারিত দামে বিক্রি করবো। খাবারের দাম ও খরচ কমতে পারে, তখন সেটা আরও কমাবো।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান দাবি করেন, প্রতি কেজি মুরগি উৎপাদনে ১৬০- ১৬৫ টাকা খরচ হলেও অযৌক্তিক ভাবে এতো দিন দাম বেশি নিতো ফার্ম মালিকরা।

তিনি বলেন, কোম্পানিগুলো আজ ২৩০ টাকায় খামার পর্যায়ে ব্রয়লার বিক্রি করেছে। কাল থেকে ১৯০-১৯৫ টাকায় বিক্রি করবে। আশা করছি ভোক্তা পর্যায়ে এখন দাম ৩০-৪০ টাকা কমবে।

মুরগির দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নিলেও ডিমের দাম নিয়ন্ত্রণে এখনো কার্যকর কোন উদ্যোগ নেয়নি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে অল্প লাভে পন্য বিক্রি করতে ব্যবসায়ীদের আহ্বান জানায় সংস্থাটি।

সুত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

Address

Zulfikar Lodge(ground Floor), Malotinagar
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Radio Mukti News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Mukti News:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Bogura

Show All

You may also like