Jannati paygam

Jannati paygam ইসলামের কথা

03/11/2023

মুমিন মাত্রই জ্ঞানী, হোক সে নিরক্ষর।
ক|ফির মাত্রই মূর্খ, হোক সে বিভিন্ন বিষয়ে পিএইচডিধারী।
বিচার হবে‌ তাওহীদের ভিত্তিতে‌‌, পিএইচডির ভিত্তিতে নয়।

মাঝে মাঝে ভাবিযদি স্মৃতি প্রতারণা করতোআর পৃথিবী ফিরে যেতো আরো আদিম সময়ে—সাড়ে চৌদ্দ’শ বছর আগে।ধরা যাক একদিনএকটা পুরোনো মা...
23/09/2023

মাঝে মাঝে ভাবি
যদি স্মৃতি প্রতারণা করতো
আর পৃথিবী ফিরে যেতো আরো আদিম সময়ে—
সাড়ে চৌদ্দ’শ বছর আগে।

ধরা যাক একদিন
একটা পুরোনো মানুষ বিক্রির হাটে
একটা অগভীর কূপ আর হেলে পড়া
খেঁজুর গাছের পাশে
এক অনারব বণিক আমাকে নিলামে তুললো,
এবং এক আরব—
কিনে নিলো একেবারে সস্তা দামে।

যেহেতু যুগটা আদিম, এবং
আমাকে সে কিনে এনেছে
আদম বেচাকেনার হাট থেকে
সুতরাং সে আমার মনিব আর
আমি তার গোলাম৷
তার বেঁধে দেওয়া কাজ—
পানি টানা, বাগান দেখভাল আর মেষ চরাতে চরাতে
একদিন আমার কানে আসবে এমনকিছু
যা কখনো শুনিনি আগে।

পাশ দিয়ে হেঁটে যাওয়া
কতিপয় অপরিচিত পথচারী এসে বলবে,
‘শোনো ভাই! গোলামি করো শুধু আল্লাহর!
তিনি ছাড়া আর কোন প্রভু নেই,
নেই ইশ্বর;

বিস্ময় বিমূঢ়তায় আমি জানতে চাইবো, ‘আল্লাহ? তিনি কে?’
‘তিনি একক এবং অদ্বিতীয়৷ তাঁর কোন অংশীদার নেই’
‘তিনি কোথায় থাকেন?’
‘রাহমান! তিনি আরশের ওপরে সমাসীন’।
‘কে তাঁকে চিনিয়েছেন?’
‘মুহাম্মাদ! তিনি আল্লাহর রাসূল’।
‘তিনি কি রাজা?’
‘তা নয়, তাঁর জীবন বড় সাদামাটা!’
‘গরিবদের সাথে মেশেন?’
‘গরিবেরাই তাঁর অধিক অনুসারী’।
‘অভাবীকে খাওয়ান?’
‘নিজের পাত্রেরটুকও তুলে দেন’।
‘তাঁর প্রচারিত বাণী কী?’
‘আহাদ! আহাদ! আল্লাহ এক! আল্লাহ এক!’

তারপর—
আমি ভুলে যাবো দুনিয়ার সমস্ত কথা;
সমস্ত গান আর কবিতা বিস্মৃত হয়ে
সেই ‘আহাদ’ শব্দই হয়ে উঠবে আমার একমাত্র ভাষা;

এবং সেই আরব ব্যক্তি
যে একদিন আমাকে কিনেছিলো
হাট থেকে, একেবারে সস্তা দামে
এতোদিন যার গোলামির শেকল পরানো
ছিলো আমার পদযুগলে
তার প্রভুত্ব ধরে রাখতে
আমাকে সে শুইয়ে দিবে তপ্ত বালুকাময় প্রান্তরে।

মাথার ওপরে গনগনে সূর্য, আর
পিটের নিচে কয়লা-পোড়া বালি;
তৃষ্ণায় আমার বুক ফেঁটে যাবে
তপ্ত বালির বিছানাও ফুলে ফেঁপে উঠবে
আমার গায়ের ঘামে
তবু আমার ভাষা হারাবে না।
‘আহাদ আহাদ বলে কাঁদতে কাঁদতে
অথবা
চিৎকার করতে করতে
নতুবা
ফোঁপাতে ফোঁপাতে আমি
দুনিয়াকে জানিয়ে দেবো— তোমাদের কারো গোলামিই আমি মানি না আর!

তারপর—
আমার চোখ ভেঙে ঘুম নামবে
পরীশ্রান্ত, ক্লান্ত আর ঘর্মাক্ত
ঘুমের আবেশে জড়ানো
স্বপ্নে ধরা দেবেন এক সুদর্শন মানব।
তিনি বলবেন— সুসংবাদ লও!
তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান।
‘আহাদ আহাদ’ বলে যে কন্ঠকে
উচ্চকিত করেছো আজ
বাতাসের রন্ধ্রে ভাসিয়ে দিয়েছো
যে তাওহিদের ব্যঞ্জনা
আজ হাত পেতে নাও তার পুরস্কার—
তোমার গলার সুরে প্রতিধ্বনিত হবে
গোটা দুনিয়া
তুমি হবে ইসলামের মুয়াজ্জিন।

তারপর এক ধনাঢ্য আরব লোক
আবু বাকার— ভারি ভালো মানুষ
আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দেবেন।
মানুষের গোলামির শেকল ছেড়ে
আমি গায়ে জড়াবো তাওহিদের শেকল
যে শেকলে আমি পেয়ে গেছি শ্বাশ্বত মুক্তি!

মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম—
যার কাছ থেকে একদিন
ধার করেছিলাম ‘আহাদ’ শব্দ
আমাকে দেখে তিনি ভারি উচ্ছ্বসিত হবেন!
তাঁর অবয়বজুড়ে থাকা বেহেস্তের প্রশান্তি
আমার দেহ আর মনে
বইয়ে দেবে খুশির কল্লোল।
তাঁর দুহাতে চুমু খেতে খেতে আমি বলবো—
ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলাল্লাহ!
আমার পিতা মাতা আপনার তরে কোরবানি হোক
হে আল্লাহর রাসূল!

আলগোছে
তিনি আমাকে বুকে টেনে নিবেন;
বুকে পাথর চাপার যে যন্ত্রণা এতোদিন
আমাকে তাড়িয়ে বেড়াতো
নবিজীর আলিঙ্গনে সে ব্যথা উধাও হয়ে যাবে।

মাঝে মাঝে ভাবি
যদি স্মৃতি প্রতারণা করতো
আর পৃথিবী ফিরে যেতো আরো আদিম সময়ে—
সাড়ে চৌদ্দ’শ বছর আগে;
নবিজীর দেখা পাওয়ার আশা পেলে
আমি নিঃসংকোচে
হাটে মাঠে বিক্রি হতে রাজি
আরব আর অনারব—
যতো খুশি আমার বুকের ওপর তুলে দিক
শক্ত পাথর
নবিজীর আলিঙ্গন পেলে
বুকে উহুদ পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই।

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
03/04/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

12/01/2023

আপনিও একদিন ''প্রচন্ড সুখী" একজন মানুষ হবেন!'শুধু ধৈর্য এবং অপেক্ষা করুন,আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ্।🖤

11/01/2023

"বিশেষ করে যুবকদের বলবো,হুজুরদের ঝগড়া আর রাজনীতিবিদদের ঝগড়া — এই দুই ঝগড়ায় তোমরা কেউ ঢুকবা না, তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে।"

- ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)

10/01/2023

"ঘর নির্মাণ করতে হয় হাত দ্বারা, আর সংসার গড়তে হয় হৃদয় দ্বারা। ইটের উপর ইট গাঁথলে হয় ঘর, আর হৃদয়ের সাথে হৃদয়ের জোড়া লাগলে হয় সংসার। এভাবে যে সংসার তৈরি হবে সে সংসারে মিলবে বিবাহের যাবতীয় কল্যাণ।"

- যুলফিকার আহমাদ নকশবন্দী (হাফি.)
[দাম্পত্য জীবনের আলোকিত পথ, পৃঃ ৭০]

08/01/2023

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা‍‌✓
১. লজ্জা স্থানের হেফাজত হয়।
২. বিবাহ চক্ষু নিচু করে।
৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪. ইমান পরিপূর্ণ হয়
৫. অসুস্থতা দূর হয়।
৬. ইবাদতে মজা পাওয়া যায়।
৭. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮. মানসিক তৃপ্তি পাওয়া যায়।
৯. মেজাজ ঠান্ডা থাকে।

১১, বিয়ে করার সবচাইতে বড় উপকার হচ্ছে খুব দ্রুত বিবাহিত মানুষগুলো দায়িত্ববোধ হয়।

১২, বিবাহিত মানুষ গুলো আকাশ কুসুম কল্পনা না করে বাস্তবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রাণ পন চেষ্টা করে এবং আল্লাহর পক্ষ থেকে তখন রহমত আসে।

আরো অংসখ্য উপকারিতা আছে।

এখন আপনি বলতে পারেন যে, বিয়ে করে বউকে খাওয়াব কি? আমার তো ইনকাম নাই, আমি তো এখনো ছাত্র, এমন হাজারো প্রশ্নের উত্তরঃ
আল্লাহ বলেছেন,
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

অর্থ: বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ

তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

১. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।
২. চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।
৩. ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি)

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায়। কেন এতো বিয়ে করতে দেরি করছেন,আল্লাহ তো অফার দিয়ে রাখছেন। আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন।

শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুন। যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল অফার টাকে গ্রহণ করুন।

বিয়েকে সহজ করুন,দেখবেন সমাজ থেকে যিনা ব্যভিচার কমে যাবে। ইনশাআল্লাহ

06/01/2023

হাদীসে পাকে আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আল্লাহ্ তাআলা যখন কোন বান্দার উপর আনন্দিত হন, তখন তিনি মালাকুল মউতকে বলেন, ‘হে মালাকুল মউত! অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে এসো। আমি তাকে আরাম ও শান্তি পৌঁছাবো। তার পরীক্ষা হয়ে গেছে। আমি যেমন চাইতাম তেমনই সে উত্তীর্ণ হয়েছে। সে আমার সকল বিধি-বিধান বাস্তবায়ন করে দেখিয়েছে। এই নির্দেশের পর মালাকুল মউত আল্লাহর সেই বান্দার নিকট হাজির হন। পাঁচশত ফেরেশতা থাকে তাঁর সঙ্গে। তাঁদের প্রত্যেকেই সে বান্দাকে এরূপ নতুন সংবাদ প্রদান করে যা এর পূর্বে কেউ শুনাননি। তাঁদের কাছে খোশবুদার রাইহানের ডাল এবং জাফরানের মূল থাকে। সেসব ফেরেশতা লাইন ধরে পাশে দণ্ডায়মান হয়ে যান।

লেখাটি মাওলানা তারিক জামিল এর বই মৃত্যুর ওপারে থেকে নেওয়া।

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ...
সম্পূর্ণ ঘটনাটি জানতে ভিডিওটি দেখুন https://youtu.be/XoZRAMCHmew

আমাদের চ্যানেল : https://www.youtube.com/channel/UC0hHBb1GkpBDvjAMYDkSOvQ

আমাদের আরো ভিডিও

https://youtu.be/GIni0UiPNRk
https://youtu.be/NskNY0Y4zQE
https://youtu.be/EogN9VLjj9s
https://youtu.be/KVXi_x60V6s
https://youtu.be/XoZRAMCHmew

04/01/2023
03/01/2023

وَعَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ: كَانَ أَكثَرُ دُعَاءِ النَّبِيّ صلى الله عليه وسلم: «اَللهم آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ» متفقٌ عَلَيْهِ .
زاد مسلم في روايتهِ قَالَ: وَكَانَ أَنَسٌ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ بِدَعْوَةٍ دَعَا بِهَا، فَإِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ بِدُعَاءٍ دَعَا بِهَا فِيهِ.

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অধিকাংশ দুআ এই হত, ‘আল্লাহুম্মা আ-তিনা ফিদ্দুন্য়্যা হাসানাহ, অফিল আ-খিরাতে হাসানাহ, অক্বিনা আযাবান্নার।’ অর্থাৎ, হে আল্লাহ! আমাদেরকে ইহকালে কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দাও। আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও।

01/01/2023

- মানুষ আমাকে🙂
- যতই কষ্ট দিক,আমি তাদের জন্য দোয়া করে দিই!😊

- ইসলাম আমাকে এটাই শিখায়!🌺

01/01/2023

প্লীজ, বন্ধু, একটু কলিজা দিয়ে শুনো।
একটি মোমবাতি জ্বালানোর পর যত সময় যায় ততোই সেটা ছোট হয়।

তোমার জন্মের পর থেকে তুমি যত সময় অতিবাহিত করছো হায়াতের দৃষ্টিকোণ থেকে তুমি ততই ছোট হচ্ছো। তুমি কি বুঝতে পারছো? গত একবছর পার করেছো মানে একবছর কবরের দিকে এগিয়ে গিয়েছো!

নতুন বছর পাওয়ার আনন্দে তুমি উন্মাদ হয়ে বিজাতীয় সংস্কৃতিতে গা ভাসিয়ে দিয়েছো। তুমি ভুলেই গিয়েছো যে তুমি একজন মুসলিম।

এতো অসংখ্য আলেম তোমাকে বোঝায় তবুও তুমি কেন বুঝোনা যে থার্টিফার্স্ট নাইটের এই হারাম সংস্কৃতি কোন মুসলিমের জন্য নয়। তোমার জন্য আফসোস!

বিগত বছরে তোমার আমালনামায় কি পরিমাণ গুণাহ যুক্ত হয়েছে, কত লক্ষ আমল থেকে বঞ্চিত হয়েছো এসব চিন্তা করলে তো তোমার আনন্দে উন্মাদ হওয়ার কথা নয় বরং সিজদায় পড়ে চোখের পানি ফেলে তাওবা ও আফসোস করা উচিত।

সময় থাকতে ফিরে এসো তোমার রবের পথে।

31/12/2022

ছেলেঃ আমার গার্লফ্রেন্ড হিজাব করে। আমাকে অনেক ইসলামি উপদেশও দেয়। আমি ছাড়া পরপুরুষের দিকে কথা বলা তো দূরের কথা, তাকিয়েও দেখে না। মাশা আল্লাহ্‌।

মেয়েঃ আমার বয়ফ্রেন্ড ৫ ওয়াক্ত নামাজ পরে। খুব ভালো একটা ছেলে। জীবনে কোন মেয়ের সাথেই তার সম্পর্ক ছিল না, হাত ধরা তো বহু দূরের ব্যাপার। আলহামদুলিল্লাহ্‌ আমি অনেক হ্যাপি।

শয়তানঃ দুই জনই আমার বেস্ট ফ্রেন্ড! দুইজনকেই আমি জিনায় লিপ্ত রেখেছি।

আমিঃ যখন কোন বন্ধু বলে আমরা প্রেম করি কিন্তু আমাদের মন সবসময় পবিত্র থাকে, আমরা অন্যদের মতো না, তখন বলি হয় তুমি মিথ্যুক, নাহয় খাসি, নাহয় বুদ্ধিপ্রতিবন্ধী।
squint emoticon

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

"চোখের জিনা হলো তাকানো, মুখের জিনা হলো বলা, কু-প্রবৃত্তি কামনা ও খায়েশ তৈরি করে এবং যৌনাঙ্গ তা সত্য মিথ্যা প্রমাণ করে।"
[সহিহ বুখারী হাদীস নং ৫৮০৯]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন-

“কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয়জন হয় শয়তান। (অর্থাৎ তখন শয়তান তাদের মনে কুমন্ত্রণা দেয়)।”
-জামে তিরমিযী, হাদীস : ১১৭১

মহান আল্লাহ্‌ আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের এই ধরণের জাহিলিয়াত থেকে হিফাজত করুন।

31/12/2022

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “লা ইলাহা ইল্লাল্লা-হু অহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু অলাহুল হামদু অহুয়া আলা কুলি শাইয়িন ক্বাদীর।’
অর্থাৎ, এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কোনো সত্য উপাস্য নেই। তাঁর কোনো শরীক নেই। (বিশাল) রাজ্যের তিনিই সার্বভৌম অধিপতি। তাঁরই যাবতীয় স্তুতিমালা এবং সমস্ত বস্তুর উপর তিনি ক্ষমতাবান।
যে ব্যক্তি এই দু'আটি দিনে একশবার পড়বে, তার দশটি গোলাম আজাদ করার সমান নেকী অর্জিত হবে, একশ’টি নেকী লিপিবদ্ধ করা হবে, তার একশ’টি গুনাহ মোচন করা হবে, উক্ত দিনের সন্ধ্যা অবধি তা তার জন্য শয়তান থেকে বাঁচার রক্ষামন্ত্র হবে এবং তার চেয়ে সেদিন কেউ উত্তম কাজ করতে পারবে না। কিন্তু যদি কেউ তার চেয়ে বেশী আমল করে তবে।”

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৪১৮
হাদিসের মান: সহিহ হাদিস

30/12/2022

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “দু’টি কলেমা (বাক্য) রয়েছে, যে দু’টি দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, জবানে (উচ্চারণে) খুবই সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী। তা হচ্ছে, ‘সুবহানাল্লাহি অবিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম।’ অর্থাৎ, , আমরা আল্লাহ তা‘আলার প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ঘোষণা করেছি, মহান আল্লাহ অতীব পবিত্র।”

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৪১৬
হাদিসের মান: সহিহ হাদিস

29/12/2022

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

- তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেনঃ তিনি বলেছেন যে, মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহ্‌র সন্তোষ লাভের উপায়।


সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৫
হাদিসের মান: সহিহ হাদিস

28/12/2022

“বিয়ে” পরিস্থিতি সাপেক্ষে—

—কারো জন্য ফরজ
—কারো জন্য সুন্নাহ্
—কারো জন্য মুস্তাহাব
—কারও জন্য মুবাহ্
—এমনকি কারও জন্য হারাম!

(এটা নির্ণিত হয় ব্যক্তির অবস্থা সাপেক্ষে)

27/12/2022

ইসলামিক কুইজঃ

কোন কাজ হালাল হওয়া সত্ত্বেও
আল্লাহ সুবহানাহু তায়ালা তা পছন্দ করেন না🌸

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Jannati paygam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share