Abrar & Adnan

Abrar & Adnan Sobai like comment share kre pase thakben please

‼️শিশুর খাবার ব্লেন্ডার বা মিহি করা থেকে বিরত থাকুন!‼️➡শিশুর বয়স ছয় মাস পেরোলে তাকে বাড়িতে তৈরি খাবার দিন, দোকান থেকে কে...
18/11/2023

‼️শিশুর খাবার ব্লেন্ডার বা মিহি করা থেকে বিরত থাকুন!‼️

➡শিশুর বয়স ছয় মাস পেরোলে তাকে বাড়িতে তৈরি খাবার দিন, দোকান থেকে কেনা সিরিয়াল নয়। অতিরিক্ত চালের গুঁড়া, সুজি, বার্লি ইত্যাদি খাওয়াবেন না। সব ধরনের খাবারই দেবেন, কিন্তু ব্লেন্ডারে মিহি করার প্রয়োজন নেই। ভাত বা খিচুড়ি, সবজি, মাছ, ডাল, তেল মিশিয়ে নরম করে রান্না করতে হবে।

➡ব্লেন্ডারে তৈরি খাবার খেলে শিশুর স্বাদগ্রন্থির বিকাশ বাধা পায়। তাকে জোর করে খাওয়ানো ঠিক নয়। খাবার নিয়ে শিশুর পেছনে দৌড়ানো এবং টিভি দেখিয়ে, গেম খেলতে বসিয়ে মনোযোগ সরিয়ে খাওয়ানো ঠিক নয়। খিদে পেলে সে এমনিতেই খাবে।

➡একসঙ্গে অনেক পদের খাবার পরিবেশন করলে শিশু দ্বিধায় পড়ে যায়। আবার সব সময় শুধু তার পছন্দের খাবার দিতে হবে, তা-ও ঠিক নয়। এতে অন্য খাবারের প্রতি আগ্রহ জন্মাবে না।

©️ অধ্যাপক মো. আবিদ হোসেন মোল্লা, শিশু বিভাগ, বারডেম হাসপাতাল।


&Adnan

17/11/2023

উফফ আল্লাহ ২ জন এত মারামারি করে 🥴🥴😣
#

আমার ছেলেদের দুপুরের খাবার লাল শাক এবং মাছ ভুনা।🥰🥰   #
16/11/2023

আমার ছেলেদের দুপুরের খাবার লাল শাক এবং মাছ ভুনা।🥰🥰
#

15/11/2023

আমার ছেলেদের সকালের নাস্তা।
কে কি দিলেন বাবুকে ❓
এইভাবে রুটি দুধ ভিজিয়ে দিতে পারেন 😊😊
আশা করি বাবু অনেক মজা করে খাবে 😊😊

✍️ আসসালামু আলাইকুম।👉 এই শীতে শিশুর যত্ন নিবেন কিভাবে ❓🙄✍️৪৫ দিনের আগে নবজাতকের শরীরে‌ কোন প্রডাক্ট লাগাবেন না।✍️১১ বা ১...
14/11/2023

✍️ আসসালামু আলাইকুম।
👉 এই শীতে শিশুর যত্ন নিবেন কিভাবে ❓🙄
✍️৪৫ দিনের আগে নবজাতকের শরীরে‌ কোন প্রডাক্ট লাগাবেন না।
✍️১১ বা ১২ টার মধ্যে গোসল শেষ করাবেন।
✍️ গোসলের আগে শরীরে খাঁটি সরিষার তেল অথবা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করে দিবেন।
✍️ শিশুর শরীরে একগাদা প্রডাক্ট লাগানো থেকে বিরত থাকবেন।
✍️ আমার মতে শিশুর শরীরে লোশন না লাগানোই ভালো। তবে যাদের বাবুর ১ বছর হয়েছে তারা চাইলে হাতে পায়ে লাগাতে পারেন। এইটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। বাকিটা আপনার ইচ্ছা।
💚এই শীতে নিজের এবং শিশুদের যত্ন নিন । ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই 😊😊
আমার এবং আমার টুইনদের জন্য দোয়া করবেন 🤲🤲
আর হ্যা মাশআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু 🥰🥰
📝 Rejoana mishkat tisha

বাবুর আম্মুদের জন্য কিছু টিপস।অবশ্যই জানা দরকার।
13/11/2023

বাবুর আম্মুদের জন্য কিছু টিপস।
অবশ্যই জানা দরকার।

আমার ছেলেদের বিকালের নাস্তা। আপনারা কে কি দিলেন বাবুকে।এখানে আবার কেউ কেউ বলতে পারেন নিজের খাবার বাচ্চার নাম করে পোস্ট ক...
12/11/2023

আমার ছেলেদের বিকালের নাস্তা। আপনারা কে কি দিলেন বাবুকে।
এখানে আবার কেউ কেউ বলতে পারেন নিজের খাবার বাচ্চার নাম করে পোস্ট করেন।
না... আমারা যেরকম খাবার খাই আমার বাবুরা ও এইরকম ভাবে যেকোন খাবার খেতে পছন্দ করে।
আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন।

গ্যাস্ট্রিকসহ অনেক সমস্যা।
12/11/2023

গ্যাস্ট্রিকসহ অনেক সমস্যা।

11/11/2023

সাবুদানার খিচুড়ি রেসিপি।

সকালে আপনার বাবুকে কি দিলেন।আমার ছেলেদের সকালের নাস্তা।
31/10/2023

সকালে আপনার বাবুকে কি দিলেন।
আমার ছেলেদের সকালের নাস্তা।

30/10/2023

Homemade food for babies by Jafrin আপুর পেইজ থেকে নেওয়া পালং শাকের নুডলস্। আলহামদুলিল্লাহ ছেলেরা অনেক পছন্দ করেছে।

আসসালামু আলাইকুম❤️৬-৭ মাসের বাবুদের খাবার নিয়ে সকল কথা👍1️⃣কবে থেকে সলিড খাবার শুরু করবেন❓✅১৮১ তম দিন থেকে সলিড শুরু করবে...
29/10/2023

আসসালামু আলাইকুম❤️
৬-৭ মাসের বাবুদের খাবার নিয়ে সকল কথা👍
1️⃣কবে থেকে সলিড খাবার শুরু করবেন❓
✅১৮১ তম দিন থেকে সলিড শুরু করবেন।তবে বাবু যদি ফর্মুলা দুধ খায় এবং খাবারের প্রতি আগ্রহ দেখায় তাহলে সারে ৫মাস থেকে সলিড শুরু করতে পারেন।
2️⃣কি কি খাবার দিয়ে সলিড শুরু করবেন❓
✅জাউ ভাত,,কলা,,আপেল পিউরি,,নাশপাতি পিউরি,,মিষ্টিআলু পিউরি,,মিষ্টিকুমড়া পিউরি,,গাজর পিউরি,,মুগ ডাল,,মসুর ডাল।
3️⃣কতবার এবং কখন সলিড খাবার দিবেন❓
✅সারাদিনে ১বার সলিড খাবার দিবেন এবং সকাল ৯টা থেকে ১০টার মধ্যে দিবেন।
4️⃣কতটুকু পানি দিবেন?
✅প্রতিদিন ৬০-১০০ মিলি পর্যন্ত পানি দিতে পারবেন,,সকালে ৩০মিলি,,দুপুরে ৩০মিলি এবং রাতে ৩০-৪০মিলি।
👉কয়টা খাবার একসাথে মিশিয়ে দিতে পারবেন
👉একটি খাবারই দিবেন এবং পর পর ৩দিন দিবেন,,অবশ্যই লক্ষ্য রাখবেন বাচ্চার এলার্জি এর কোনো সমস্যা হচ্ছে কিনা।❓
আমার ছেলেদের মাশআল্লাহ না বলে কেউ যাবেন না।

নিজের বাচ্চার সাথে মিলিয়ে নিন।
28/10/2023

নিজের বাচ্চার সাথে মিলিয়ে নিন।

নতুন মা -দের জন্য অনেক উপকারী টিপস্ ‌।
24/10/2023

নতুন মা -দের জন্য অনেক উপকারী টিপস্ ‌।

বয়স অনুযায়ী বাচ্চাদের ঘুমের পরিমাণ 🥰🥰
22/10/2023

বয়স অনুযায়ী বাচ্চাদের ঘুমের পরিমাণ 🥰🥰

আমার ছেলেদের breakfast 🥞🥞
15/10/2023

আমার ছেলেদের breakfast 🥞🥞

৭ মাসের বাবুদের জন্য খাবার রুটিন।
14/10/2023

৭ মাসের বাবুদের জন্য খাবার রুটিন।

৮ + বাবুদের জন্য প্রতিদিন এর খাবার রুটিন।
12/10/2023

৮ + বাবুদের জন্য প্রতিদিন এর খাবার রুটিন।

এইরকম আরও তথ্য পেতে পেইজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই 😊😊
11/10/2023

এইরকম আরও তথ্য পেতে পেইজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই 😊😊

10/10/2023

খুব দুষ্টু হয়েছে🥰🥰

✍️কোন বয়সের শিশু কি খাবে❓ কতটুকু খাবে❓🔴জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন।🔴 ৬ মাস থেকে ...
08/10/2023

✍️কোন বয়সের শিশু কি খাবে❓ কতটুকু খাবে❓

🔴জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন।

🔴 ৬ মাস থেকে ১ বছর বয়স পর্যন্তঃ
মায়ের বুকের দুধ (বাচ্চা যতবার খেতে চাইবে ততবার)
পরিপূরক খাবারঃ ভাত, খিচুড়ি, সবুজ শাকসবজি, হালুয়া,মাছ, মুরগির মাংস, ডিম, পাকা আম, কলা, পেঁপে (দিনে ৩-৫ বার)

🔴 ১ বছর থেকে ২ বছর বয়স পর্যন্তঃ
মায়ের বুকের দুধ (বাচ্চা যতবার খেতে চাইবে ততবার)
পরিপূরক খাবারঃ ভাত, খিচুড়ি, সবুজ শাকসবজি, হালুয়া,মাছ, মুরগির মাংস, ডিম, পাকা আম, কলা, পেঁপে (দিনে ৫ বার)

🔴 বয়স ২ বছরের বেশি হলেঃ
স্বাভাবিক পারিবারিক খাবার (দিনে ৩ বার)
এছাড়াও কলা, পেঁপে, আম, কাঁঠাল এবং মৌসুমি ফলমূল।

✍️ বয়স অনুযায়ী শিশুর প্রতিদিনের পানির চাহিদাঃ

৭ -১২ মাসঃ ০.৫-০.৭৫ লিটার।

১-৩ বছরঃ ১-১.২৫ লিটার।

৪-৮ বছরঃ ১.৫-২ লিটার।

৯-১৬ বছরঃ ২-২.৫ লিটার।

✍️ কোন খাবারে কি ভিটামিন থাকে❓

ভিটামিন এঃ দুধ, ডিম,গাজর, মিষ্টিকুমড়া, পেঁপে, আম,কচু শাক,ছোট মাছ, ইত্যাদি।

ভিটামিন বি-১ঃ ফুলকপি, মটরশুঁটি, মাশরুম, মসুর ডাল ইত্যাদি।

ভিটামিন বি-২ঃ পুঁইশাক, দুধ, ডিম, মাংস, কলিজা, ইত্যাদি।

ভিটামিন বি-৩ঃ মাংস, ফল, বাদাম, মাছ, মাশরুম, লাল চাল ইত্যাদি।

ভিটামিন বি-৫ঃ গম,মাছ, মাংস, টমেটো, ডিম, দুধ, ফুলকপি ইত্যাদি।

ভিটামিন বি-৬ঃ মাছ, মাংস,কলা, ডিম ইত্যাদি।

ভিটামিন বি-৯ঃ টমেটো, বাদাম,কলা, শিম, পেঁপে, ঢেঁড়স,পালং শাক,মাছ ইত্যাদি।

ভিটামিন বি-১২ঃ কলিজা, মাছ, মাংস, ডিমের কুসুম ইত্যাদি।

ভিটামিন সিঃ লেবু, আমড়া, আমলকি, পেয়ারা, আনারস, কাঁচা মরিচ, বাঁধাকপি ইত্যাদি।

ভিটামিন ডিঃ ডিমের কুসুম,কলিজা, ছোট মাছ ইত্যাদি।

ভিটামিন ইঃ বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট, গম ইত্যাদি।

ভিটামিন কেঃ সবুজ শাকসবজি, ডিম,ফুলকপি, মিষ্টিকুমড়া ইত্যাদি।

জিংকঃ বরবটির বীজ, ডাল, সয়াবিন, মাংস,ডিম,দই ইত্যাদি।

আয়োডিনঃ সামুদ্রিক মাছ, আয়োডিনযুক্ত লবণ,ইত্যাদি।

Dr. Md. Mahfuzar Rahman Badhon
শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

আমার ছেলেদের দুপুরের খাবার।কে কি দিলেন বাবুকে?
07/10/2023

আমার ছেলেদের দুপুরের খাবার।
কে কি দিলেন বাবুকে?

06/10/2023

🌹বাচ্চাদের হিমোগ্লবিন কম, এটা একটা কমন প্রবলেম। জন্মের সময় বাচ্চাদের হিমোগ্লবিন থাকে ১৮-২০। কিন্তু ৬ মাস কালে সঠিক উইনিং না হবার কারণে ধীরে ধীরে হিমোগ্লবিন কমতে থাকে যার কারণে হয় এনিমিয়া এবং অরুচি। তাই প্রথম থেকেই বাচ্চার খাবারে সঠিক পরিমানে আয়রণ জাতীয় খাবার রাখতে হবে।🌹

✅শিংমাছ: শিং মাছ রক্ত বাড়ায় তাই এটা খুব সাধারণ ভাবেই সকল রোগীকে রেকমেন্ড করা হয়। তাই বাচ্চাদের এনিমিয়াতেও এটি আদর্শ পথ্য।

✅ বেদানা,ড্রাগন, বিটরুট, কাচা ও পাকা কলা, লালশাক

✅ওটস, এতে আছে প্রচুর ফাইবার ও আয়রন এবং মিনারেল

✅ডিম : ডিমের কুসুম এনিমিয়া রোধে সাহায্য করে

✅যে কোন ডাল: যদিও ২ বছরের নিচের বাচ্চাদের জন্য মুগ ও মসুর ডাল উপযুক্ত। তাই প্রায়ই বাচ্চাদের ডাল দেয়া উচিত কারণ এতে অনেক আয়রন আছে।

✅ খেজুর, কিসমিস, বাদাম

✅সেদ্ধ আলু

💞সব শেষে সবুজ শাক সবজি এবং প্রতিদিন খাবারের তালিকায় ভিটামিন সি রাখতে হবে। কারণ ভিটামিন সি ছাড়া আয়রণ শরীরে শোষিত হয়না। ১ থেকে ৩ বছর বয়সী বাচ্চাদের জন্য প্রতিদিন ৭ মিলিগ্রাম আয়রণ প্রয়োজন। তাই সেভাবেই তার বাড়ন্ত বয়সে খাবারের চার্ট সাজাতে হবে।💞

06/10/2023

7+ বাচ্চাদের জন্য সুস্বাদু খিচুড়ি রান্না রেসিপি।

04/10/2023

শিশুদের দাঁত ওঠার স্বাভাবিক বয়সঃ🙄
✅ অনেক মায়েরা অনেক টেনশন এ থাকেন।

👉নিচের পাটির দাঁতঃ
৬-১০মাসঃ সামনের পাটির প্রথম দাঁত।
১২-১৫ মাসঃ সামনের পাটির দ্বিতীয় দাঁত।
১২-১৫ মাসঃ গজের দাঁত।
২০-৩০ মাসঃ মাড়ির দ্বিতীয় দাঁত।

👉উপরের পাটির দাঁতঃ
৮-১০ মাসঃ সামনের পাটির প্রথম দাঁত।
১২-১৫ মাসঃ মাড়ির প্রথম দাঁত।
১৮-২৪ মাসঃ গজের দাঁত।
২০-৩০ মাসঃ মাড়ির দ্বিতীয় দাঁত।
আমার বাবুদের ৯ মাস শেষে দাঁত উঠেছে 💞

 #শিশুর_বয়স_যখন_৯-১২ মাস 🩸🩸৯ -১২মাস বয়সী বাচ্চাদের খাবার তালিকা (নমুনা মাত্র)✅এই বয়সে বাচ্চা কে অল্প অল্প করে সব ধরনের খ...
04/10/2023

#শিশুর_বয়স_যখন_৯-১২ মাস 🩸🩸
৯ -১২মাস বয়সী বাচ্চাদের খাবার তালিকা (নমুনা মাত্র)
✅এই বয়সে বাচ্চা কে অল্প অল্প করে সব ধরনের খাবার ই অভ্যস্ত করতে পারেন বিশেষ করে ঘরের বানানো খাবার।
❌এক বছরের আগে গরুর দুধ বা দুধের বানানো কোনো খাবার দেওয়া যাবে না।
✅গরুর দুধের অল্টারনেটিভ ঘি,বাটার,দই পনির,চিজ দিতে পারেন।
✅অল্প করে বাদাম খেজুর কিসমিস শুরু করতে পারেন।
❌কোনো খাবার এ এলারজি রিয়েকশন হলে বা পেট খারাপ হলে ওই খাবার টি বন্ধ রাখুন।

✅৯-১২মাস বয়সী বাচ্চা খাবার তালিকা

সকাল ৮-৯:ওটস কলার পরিজ/খেজুর সুজির হালুয়া /আলুসেদ্ধ ডিমের কুসুম মাখা/বারলি পরিজ/আপেল সুজির হালুয়া/ভেজানো রুটি কলা খেজুর।

দুপুর ১২-১টা:সব্জি খিচুড়ি/ডালে ভেজানো রুটি /চিকেন খিচুড়ি /মিষ্টি কুমড়া খিচুড়ি /ঝাউভাত সেদ্ধ ডিম।

বিকেল ৪-৫ :প্যানকেক/ফলের পিউরি/ফলের স্মুদি/দই /চিকেন স্যুপ/ভেজিটেবল স্যুপ

রাত ৮ -৯:চিড়া খেজুর /সব্জি নরম ভাত/খিচুড়ি /সব্জি নুডলস সেদ্ধ/সুজির উপমা/রুটি সব্জি

নোট:বাড়তি খাবার বার বার দেওয়ার কারনে অনেক বাচ্চা বুকের দুধ খাওয়া কমিয়ে দিতে পারে,১ বছর বয়স হবার আগ পযন্ত বুকের দুধ শিশু কে বেশি বেশি খাওয়াতে হবে পাশাপাশি বাড়তি খাবার ।
Cp

03/10/2023

অনেকেই অনেক টেনশন এ থাকেন বুঝতে পারেন না বাচ্চার সলিড খাবার কি দিয়ে শুরু করবো।
প্রথম খাবার হিসেবে ভাতের মাড় হতে পারে একটা সুন্দর খাবার।
কলা চটকে দিতে পারেন।
আলু সিদ্ধ করে একটু মাখা মাখা পানি থাকা অবস্থায় দিতে পারেন।
ব্রকলি সিদ্ধ করে মাখা মাখা করে দিতে পারেন।
ফুলকপি দিতে পারেন।
সিম্ বা বরবটি সিদ্ধ করে দিতে পারেন।
গাজর, মিষ্টি কুমড়া সপ্তাহে দুই দিন দিবেন।
শিং মাছ পাতলা করে রান্না করে দিতে পারেন।
চেষ্টা করবেন প্রতিদিনকার রান্নাতে এক চামচ মত যেন তেল থাকে।
খিচুড়ির মধ্যে মাছ দেয়ার অভ্যাসটা পরিত্যাগ করুন।
ইন্ডিভিজুয়াল খাবার চেনাতে পারলে আপনি খুব তাড়াতাড়ি বাচ্চাকে খাবার শিখাতে পারবেন।
সব মিশিয়ে খাবার খাওয়ালে প্রথম দিকে আপনার জন্য খুব সহজ হলেও পরবর্তীতে আপনার জার্নি খুব কঠিন হবে।
বাচ্চাকে শুয়ে খাবার খাওয়াবেন না।
সিং,পাবদা, মাগুর, শোল, টেংরা ৮ মাস পর্যন্ত দিতে পারবেন।
ইলিশ মাছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকে ইলিশ মাছ দিতে পারবেন ৮ মাসের পর থেকে।
৮ মাসের পর থেকে ডিমের কুসুম দিতে পারেন...
১১ মাস থেকে পুরো ডিম দেয়া যায়....
নদীর ভেটকি বা কোরাল দিতে পারবেন।
বড় সামুদ্রিক মাছ গুলো এক বছর পর থেকে দিতে পারবেন।
রুই কাতলে একটু এলার্জির প্রবলেম বেড়ে যায় তাই আপনার বাচ্চার এসব খাবারে এলার্জি আছে কিনা আপ্নি নিজেই ভালো বুঝবেন।
কবুতরের কলিজা কোয়েল পাখির কলিজা দেশি মুরগির কলিজা হতে পারে খুব ভাল অপশন।
গরুর বা খাসির কলিজাও আপনি দিতে পারবেন ৮ মাসের পর থেকে।
যেসব বাচ্চাদের মুখের রুচি একেবারে চলে যায় তাদেরকে একটু আমলকি থেঁতো করে রস খাওয়ালে আপনি ভালো উপকার পাবেন।
এক বছর থেকে ১৬ মাস পর্যন্ত বাচ্চাদের কৃমির উপদ্রব দেখা গেলে আপনি লেবুর বিচি ৩/৪ টা একদম পাটায় পিষে একটা মধু দিয়ে খাইয়ে দেবেন। মাসে একবার এটা আপনি খাওয়াতে পারবেন। এতে কৃমির উপদ্রব অনেকটাই কমবে।
২ বছর আগে কৃমির ওষুধ দেয়া যায়না কিন্তু আপনার বাচ্চার পেট টা যদি অসম্ভব ফোলা লাগে বা বাচ্চা রুচি একদমই চলে যায় বাচ্চা পায়ুপথে বারবার হাত দেয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলুন।
৭ মাস থেকে বাচ্চাকে টক দই খাওয়ানোর অভ্যাস করুন।
যদি একেবারে টক দই খেতে না পারে তাহলে একটু গুড় মিশিয়ে দিতে পারেন।
ঘরে পাতা টক দই এ আপনি প্রচুর পরিমাণে প্রোবায়োটিক এজেন্ট পাবেন যেটা হজমের জন্য অনেক বেশি সহায়ক।
এক বছর পর থেকে আপনি মধু শুরু করতে পারেন।

কখন আপনার শিশুর হাঁটা উচিত?
01/10/2023

কখন আপনার শিশুর হাঁটা উচিত?

27/09/2023

ম্যাডাম বাচ্চাকে শুধু দেশী মুরগীর ডিমই খাওয়াই আমরা!
কেনো? কারন : এতে বেশি পুষ্টি !
যত পুষ্টি তত বাচ্চার ব্রেইন ভালো হবে! তত পড়ালেখা শিখবে!
আচ্ছা!

বাচ্চা কে ওমেগা থ্রি যুক্ত ডিম এনে খাওয়াই!
কেনো? ওই যে ব্রেইন এর বিকাশ ভালো হবে! পড়া শিখবে!

আমার বাচ্চা কে খাটি গরুর দুধ দেই! একদম গ্রাম থেকে নিজে দাঁড়িয়ে থেকে আনা!.
আচ্ছা!

তাজা হাওড়ের মাছ আনাই, ফ্রেশ ভেজাল নাই! অনেক দাম দিয়ে আনাই!
আচ্ছা

ব্রয়লার না না, এতে বিষ! খালি দেশি মুরগী! বাড়ির পালা মুরগী! এটাই খায় আমার বাচ্চা!
আচ্ছা!

এভাবে সব কিছুতেই আমরা শতভাগ নিশ্চিত করি আমার সন্তানের জন্য ভেজালমুক্ত পুষ্টিযুক্ত খাবার!

খুব ই ভালো। একজন বাবা মা হিসেবে বাচ্চাকে নিরাপদ খাবার তুলে দেয়া আমাদের সবার ই দায়িত্ব! কিন্ত এতেই কি শেষ? সেই সাথে আমরা কি খেয়াল রাখছি আমাদের বাচ্চারা খাবারের যে ভালো অভ্যাস গুলো শিখছে কিনা?
কয়জন শিখাচ্ছেন এসব? মিলিয়ে নিন তো

ভালো অভ্যাস গুলো আছে কিনা আপনার সন্তানের দেখুন ত....
১. নিজে খাবার খেতে পারে?
২. খাবার সঠিক ভাবে চিবাতে পারে?
৩. সব খাবার চিনে?
৪. খাবারের স্বাদ, গন্ধ বুঝে?
৫. খাবার গুছিয়ে নিয়ে খেতে পারে?
৬. খাবার শেষ করতে পারে?
৭. সবজি, মাছ, ফল খায়?
৮. টেবিল ম্যানারস কি জানে?
৯. খাবার সবার সাথে শেয়ার করতে পারে?
১০. নিজে কমপক্ষে সহজ ৩ টি রান্না জানে?

কমপক্ষে ১০ টির ভেতর ৭ টি যদি পারে তবে বুঝবেন শিশু শিখে নিয়েছে বাকিটাও শিখে যাবে।

যদি ৫ টার উত্তর হা হয় তাহলে সে শিখছে। শিখতে সাহায্য করুন।

৫/৭ বছর হয়ে গেছে চিবাতে পারে না। নিজে হাতে খেতে পারে না। তাহলে ত সে নিজের পরিচর্যামূলক দক্ষতা তে অনেক পিছিয়ে আছে। সেই শিশু কে আপনি যত ই ওমেগা থ্রি ওয়ালা ডিম খাওয়ান ব্রেইন এর কোন অংশে ডেভেলপ হবে বুঝান?
যাদের বাচ্চা এখনো ছোট তারা ব্রেইন কে এক্টিভ করতে একবেলা হলেও হাতে ধরে খাবার দিন! এক সাথে অনেক কাজ হয় এই একটা মাত্র এক্টিভিটি থেকে।
কেবল পুষ্টিকর খাবার নিশ্চিতকরন ই শেষ কথা নয়, শিশুর ভেতর খাবারের ভালো অভ্যাস গড়ে তুলে একজন আত্বনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত।

©নিউট্রিশনিস্ট নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী

25/09/2023

এই প্রথম ছেলেদের নিয়ে কিই গেলাম 🙄🙄

24/09/2023

এত ভোরে ঘুম থেকে উঠে 🙄🙄🙄?

23/09/2023

এইভাবে সাবু দানা‌ রান্না করলে বাচ্চারা অনেক মজা করে খাবে।🥰🥰

22/09/2023

আমার সোনাদের যেভাবে নুডলস্ রান্না করে খাওয়াই 🥰🥰

#ছোট বাবুদের কে ইনসটেন্ট নুডলস্ দেওয়া উচিৎ নয়।
দিলে অবশ্যই স্টিক নুডলস্ দিবেন।

21/09/2023

নুডলস্ রান্না করতে গিয়ে একি হয়ে গেল 🤔
মাশআল্লাহ আমার ছেলেরা অনেক মজা করে খেয়েছে।
আমি তো ভেবেছিলাম নষ্ট করবে খাবে না।

20/09/2023

😥শিশুদের জ্বর ও মায়েদের করনীয়💞

শিশুরা খুব সহজেই রোগ আক্রান্ত হয়ে পরে। সিজন কিংবা আবহাওয়া চেঞ্জের সময় যেনো আরো বেশি অসুস্থ হয়ে পরে। অল্পতেই জ্বর-সর্দি লেগেই থাকে।
আর শিশুর অসুস্থা মানেই মায়েদের অতিরিক্ত টেনশন।

এসময় কি খাওয়াবে, কিভাবে যত্ন নিবে সেটা নিয়ে সব মায়েরা বিপাকে পরে যায়।
কেননা, ছোট খাটো রোগেই শিশুরা খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়।
তাই এসময় শিশুদের সঠিক ঘরোয়া চিকিৎসার প্রয়োজন হয়ে পরে। আজ আমরা সাধারণ জ্বরের ঘরোয়া চিকিৎসা নিয়েই আলোচনা করব।

জ্বরঃ
বেশিরভাগ জ্বর ই হয় জীবাণু বা ভাইরাসের আক্রমণের ফলে। তাই এসময় শিশুদের সঠিক খাবারের দরকার। সেই সাথে দরকার পর্যাপ্ত বিশ্রামের।

✅জ্বর ৩ দিনের বেশি থাকলে বা জ্বরের সাথে বড়ধরনের কোন উপসর্গ যেমনঃ
টানা ৮ ঘন্টা প্রসাব না করা, জ্বরের সাথে বমি, পাতলা পায়খানা হলে, টযলেটের সাথে রক্ত গেলে, মুখ থেকে লালা ঝড়লে, শিশু নিস্তেজ হযে পড়লে ইত্যাদি উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিয়ে শিশুদের ঔষধ দিতে হবে।

★কখনই ফার্মেসী থেকে ঔষধ এনে শিশুদের দেওয়া ঠিক নয়। কেননা একমাত্র ডাক্তাররাই রোগী দেখে বলতে পারে যে জ্বর টা কি কারনে হয়েছে, জ্বরের ধরন, বাচ্চার বয়স, ওজন এসব অনুযায়ী ডাক্তাররা ঔষধ দিয়ে থাকেন।
★তাছাড়া এখন ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি তাই কোনভাবেই জ্বরকে অবহেলা করা ঠিক হবে না।
★তাই যে কোন অসুখ-বিসুখে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়ানো উচিত।

💞চলুন এবার সাধারণ জ্বরে মায়েদের কিছু করনীয় সম্পর্কে জেনে নেই।

🔹এসময় বাচ্চার শরীর ও মাথা কুসুম গরম পানি দিয়ে বারবার মুছে দিতে হবে।

🔹জ্বর ১০২ বা তার উপরে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে সাপোসিটার দিতে হবে।

🔹৬ মাসের ছোট বাবুদেরকে ঘন ঘন বুকের দুধ দিতে হবে। ৬ মাসের বড় শিশুদেরকে বুকের দুধের পাশাপাশি তরল খাবার, প্রোটিন ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার দিতে হবে।

🔹জ্বর হলেই অনেক বাবা-মা বাচ্চাদেরকে ভাড়ি জামা কাপড় পড়িয়ে রাখে কিংবা কাঁথা দিয়ে মুরে রাখে। এটা একেবারেই করা যাবে না।

🔹নবজাতক শিশুকে খালিগায়ে মায়ের শরীরের সাথে লাগিয়ে রাখা যেতে পারে। তাহলে তার তাপমাত্রা মায়ের শরীরের তাপমাত্রার সাথে কন্টাক্ট হবে। তাপমাত্রা কমানো এবং শিশু ও মায়ের সম্পর্ক তৈরিতে এটি বেশ ভালো একটি মাধ্যম।

ছবিঃ নেট কালেক্ট
#জ্বর

সাবু দানার উপকারিতা 🥰🥰
20/09/2023

সাবু দানার উপকারিতা 🥰🥰

 #শিশুর_বয়স_যখন_৮-১০_মাস‼️‼️শিশুর বয়স ৮ মাস হলে তাকে পুরো  ডিম খাওয়ানো শুরু করুন। ডিমের সাদা অংশসহ পুরো একটি ডিম। আর ২ ...
18/09/2023

#শিশুর_বয়স_যখন_৮-১০_মাস‼️‼️

শিশুর বয়স ৮ মাস হলে তাকে পুরো ডিম খাওয়ানো শুরু করুন। ডিমের সাদা অংশসহ পুরো একটি ডিম। আর ২ বছরের আগে গরুর দুধ বাচ্চাদের খাওয়াবেন না। ৯-১০
মাস পর দুধের তৈরি খাবার দিতে পারেন। অনেক বাবুর দুধ হজমে সমস্যা হয়।

✅ ঘুম থেকে উঠে ( Early morning) : বুকের দুধ / ফর্মুলা

✅ জল খাবার (Breakfast) :

ওটস, কলা/আপেল/ডিম, খেজুর / আপেল, সুজি/কলা ও সুজি(মাঝে মধ্যে) / চিকেন স্যুপ/ সবজি স্যুপ/ একটি ডিমের কুসুম আলু দিয়ে চটকে / সবজি ও চিকেন স্টক দিয়ে স্যুপ/ ওটস পরিজ/ সাবু,খেজুর, কলা।

✅ দুপুরের খাবার (Lunch):

ভাত, মুসুরি /মুগ ডাল, আলু ও ডিমের কুসুম চটকে মাখা / শাক বা অন্য সবুজ তরকারি চাল ডাল দিয়ে খিচুড়ি / আধ পিস মাছ সিদ্ধ করে ভাত, ডাল ও আলুর সাথে চটকে মাখা / সমস্ত সবজি সিদ্ধ করে ভর্তা/ সবজি দিয়ে খিচুড়ি / মাখন /চিজ দিয়ে ভাত, আলু, ডালের পানি চটকে মাখা / মাছের পাতলা ঝোল দিয়ে ভাত/ ডিম খিচুড়ি /চিকেন স্টক খিচুড়ি। সাথে ২/৩ ফোটা লেবুর রস।

✅ বিকেলের টিফিন (Evening snacks)

সুজির হালুয়া / কলার প্যানকেক/ মিষ্টি আলুর সেদ্ধ / সুজির পায়েস/ ফিরনি /আপেল পিউরি/চিকেন বল/বাসায় বানানো বিস্কুট /নুডলস / ফলের স্মুদি/ দধি কলা/ মৌসুমি ফল/ পেঁপের পিউরি/ ড্রাই ফুডস গুড়ো করে ফর্মুলা বা মায়ের দুধে মিশিয়ে।

✅ রাতের খাবার (Dinner):

চিকেন স্টু / ডাল - সবজির স্যুপ/ ভাত আর ডাল চটকে মাখা/ সাবুর খিচুড়ি / ওটস পরিজ / বেকড আলু।

©sanhagani

17/09/2023

Ki kosto 🥲🥲

16/09/2023

আমার সোনাদের যেভাবে সাবু দানা‌ রান্না করে খাওয়াই🥰।
#

Address

Bogra
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abrar & Adnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abrar & Adnan:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bogura

Show All