Émøtíõñß

Émøtíõñß Watch More

11/02/2025

-Promises are fake😊💔

27/10/2023

ভালোবাসা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমান করতেই হবে.
ভালোবাসা রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো.

যেটা উপলব্ধি করতে হয়.❤️‍🩹

26/10/2023

সুযোগ পেলে তোমার প্রেমের রাজনীতিতে আমি বিরোধী দল হবো।
যাকে তুমি ভুলতে পারবে না এক মুহুর্তের জন্যও।
যার প্রতিটি পদক্ষেপ তোমার দৃষ্টিকোণে লেগে রবে সহসাই।
মাঝেমাঝে গোপন সূত্রে আমার মনের খবর নেবে,
অন্তত একবার হলেও এই মনের খবর তো নেবে তুমি।
আর সুযোগ পেলেই চালাবে আক্রমণ আমার মনের দারে।
আমি শুধু পথের ধারে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বজ্রকণ্ঠে বলবো— বিচার চাই! বিচার চাই!

চ্যানেলগুলোর ব্রেকিং নিউজে আমাদের নিয়ে প্রতিবেদন হবে,
কিছু রসালো প্রতিবেদন।
সাংবাদিক মহাশয় তার সকল শব্দচয়ণের আদলে আমাদের সাজিয়ে তুলবে মহাকাব্যের মত।
তুমি-আমি ফের মহাকাব্য হয়ে যাবো।

পত্রিকার প্রথম পাতায় আমার আঙুল উঁচানো বিদ্রোহী মুখ ছাপিয়ে রসদ বিস্তারিত লিখবে সম্পাদক ভাইয়েরা।
আর জনগনের মুখে মুখে আমাদের নিয়ে লেখা খবরের বুলি ফুটবে।
ওরা আমার বাইরের বিদ্রোহ দেখে শিউরে উঠবে, অগ্নিশর্মা হয়ে মিছিলে জড়াবে আমার পক্ষের লোকেরা।
কিন্তু, কেউ ভিতর দেখবে না।
দেখবেই বা কেন? দায়িত্ব তো তোমার ছিলো!

হঠাৎ করেই একদিন ঘুম কাতুরে রাতে প্রশাসন আমার দরজায় কড়া নেড়ে ডাকবে।
আমি দরজা খুলতেই ওরা আইনী গলায় বলবে, “আপনাকে আমাদের সাথে যেতে হবে, উপরি মহলের অর্ডার।”
আমি ভাঙা মন, খাঁক হয়ে পড়া ঘুম নিয়ে পাড়ি জমাবো চৌদ্দ শিকের দুনিয়ায়।
অপরাধ জানতে চাইতেই হাজারটা কেস ঠুকে দিবে আমার হৃদয়ে।

অথচ, আমার কোনো অপরাধ ছিলো না কোনকালেই!
আমার শুধু ভুল ছিলো কিছু—
আমি ভালোবাসা নামক বামপন্থী দলের সদস্য হয়েছি,
তোমার জন্য, তোমার ছলনায়!
আমি লাখো জনতার মিছিলে হেঁটেছি, তোমায় মায়ায়।
আমি কবিতার কালিতে বিদ্রোহ প্রেম লেপেছি, লিখেছি তোমার নাম
আমি বুঝিনি প্রেম রাজনীতি হয়ে বাড়াবে সংগ্রাম।

অতঃপর,
আমি একাই বেঁচে রবো ভালোবাসার জেলখানায়,
একটা একটা করে কয়েকটা সাল কেটে যাবে এভাবেই।
একদিন জনতার আন্দোলনের বেগে ছাড়া পেয়ে আমি নতুন করে শুরু করবো,
পুরোনো আর্তনাদ মেখে।
আর ফের তোমার প্রেমের রাজনীতিতে আমি বিরোধী দল হয়েই বেঁচে রবো...

তোমার আর আমার প্রেমের রাজনীতি

Less perfection, more authenticity
25/10/2023

Less perfection, more authenticity

17/07/2023

Sad Status💔💔

Aapke pyar mein... hum💔

15/07/2023

jacline are impressed by him

Address

Bogura
5800

Telephone

+8801717743449

Website

Alerts

Be the first to know and let us send you an email when Émøtíõñß posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share