Ma betar Rajjo - মা বেটার রাজ্য

Ma betar Rajjo - মা বেটার রাজ্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ma betar Rajjo - মা বেটার রাজ্য, Digital creator, Bogura.

অনেক মায়েরা আত*ঙ্কে আছেন, কেমন করে নিজের ছোট্ট শিশুটিকে আতশবাজি নামক এ ভয়ং*কর শব্দ থেকে রক্ষা করবেন!▶️ বিশেষ করে ০-১৮ মা...
31/12/2024

অনেক মায়েরা আত*ঙ্কে আছেন, কেমন করে নিজের ছোট্ট শিশুটিকে আতশবাজি নামক এ ভয়ং*কর শব্দ থেকে রক্ষা করবেন!

▶️ বিশেষ করে ০-১৮ মাস বয়সী শিশুরা এমন শব্দে আত*ঙ্কিত হওয়ার শ*ঙ্কা বেশি। শব্দ শুরু হয় রাত ১১.৩০ থেকে। এরপর ১.৩০-২.০০টা পর্যন্ত চলে।

📌তাই এ সময়টুকুতে বাবুর মা হিসেবে আপনি যা করতে পারেন, তা হলো

♦️বাসার সব দরজা, জানালা ভালো করে বন্ধ রাখবেন।

♦️ঘরের যে রুমে সবচেয়ে কম শব্দ যায়, বাবুকে নিয়ে সে রুমে থাকবেন।

♦️যতটা সম্ভব বাবুকে পেট ভরে খাইয়ে রাত ১১টা থেকে ১১.৩০ এর মধ্যেই ঘুম পারিয়ে দিবেন। চেষ্টা করবেন যেন একটু গভীর ঘুম দেয়।

♦️ঘুমের বাবুকে একদম নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখবেন যেন সে মায়ের কোলে নিরাপদ অনুভব করে।

♦️ধীরে ধীরে কুরআন তিলওয়াত করবেন এবং পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকবেন।

♦️ঘুম পাড়ানোর আগেও, বাবুকে অনেক আদর করবেন, তার সাথে কথা বলবেন, অবশ্যই অনেক অনেক চুমু দিবেন। এতে করে তার শরীরে অক্সিটোসিন হরমোন প্রবাহিত হবে। এ হরমোন তার মাঝে নিরাপদ রাখার অনুভূতি তৈরি করবে, ইন শা আল্লাহ।

♦️এরপরও যদি সে জেগে ওঠে কান্না শুরু করে দেয়, তাহলে আদর দিয়ে হালকা শান্ত করে এরপর বুকের সাথে জড়িয়ে ধরে ব্রেস্ট ফিড করাবেন। কান্নারতো অবস্থায় খাওয়ানোর জোরাজুরি করবেন না। হালকা শান্ত করবেন, এরপর ব্রেস্ট ফিড করাবেন।

♦️আবার ঘুম পাড়ানোর চেষ্টা করবেন। না ঘুমালেও বুকের সাথে জড়িয়ে ধরেই কুরআন তিলওয়াত বা সূরা পাঠ করে শুনাতে থাকবেন।

♦️আল্লাহ তা'আলার কাছে বেশি বেশি দুয়া করতে থাকবেন।

♦️অনেক ক্ষেত্রে বড় শিশুরাও ভয় পেয়ে যায়। সেক্ষেত্রে তাদেরকে আগে থেকেই এ ব্যাপারে বুঝিয়ে রাখতে পারেন। মানসিকভাবে প্রস্তুত থাকলে কিছুটা হলেও ভয় কম পেতে পারে।

আল্লাহ সব বাবা-মা ও শিশুদের জন্য সহজ করুক, আর এ দেশের অবুঝ মানুষদের হেদায়েত দান করুক।

©ইসরাত জাহান তৃষা
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স এসোসিয়েট

☘️ খাওয়ার শুরুতে পড়বে ☘️بِسْمِ اللهِ وَبَرَكَةِ اللهِ🌷বিসমিল্লাহি ওয়াবারাকাতিল্লাহ্‌🌷আল্লাহ তা’আলার নামে শুরু করছি, এবং ...
10/12/2024

☘️ খাওয়ার শুরুতে পড়বে ☘️

بِسْمِ اللهِ وَبَرَكَةِ اللهِ

🌷বিসমিল্লাহি ওয়াবারাকাতিল্লাহ্‌🌷

আল্লাহ তা’আলার নামে শুরু করছি, এবং আল্লাহ তা’আলার বরকতের সাথে এ খাবার গ্রহণ করছি।

(মুস্তাদরাক হাঃ ৭০৮৪, সহীহ বুখারী, হাদীস নং-৪৯৮৪)

10/12/2024

☘️ খাওয়ার শুরুতে পড়বে ☘️

بِسْمِ اللهِ وَبَرَكَةِ اللهِ

🌷বিসমিল্লাহি ওয়াবারাকাতিল্লাহ্‌🌷

আল্লাহ তা’আলার নামে শুরু করছি, এবং আল্লাহ তা’আলার বরকতের সাথে এ খাবার গ্রহণ করছি।

(মুস্তাদরাক হাঃ ৭০৮৪, সহীহ বুখারী, হাদীস নং-৪৯৮৪)

আলী ইবন আব্দুল্লাহ (র) ...... উমর ইবন আবু সালামা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমি ছোট ছেলে হিসাবে রাসুলুল্লাহ (সা) -এর তত্বাবধানে ছিলাম । খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করতো । রাসুলুল্লাহ (সা) আমাকে বললেনঃ হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছে থেকে খাও । এরপর থেকে আমি সব সময় এ পদ্ধতিতেই আহার করতাম । যার যার কাছ থেকে আহার কতা । আনাস (রাঃ) বলেন, নবী (সা) বলেছেনঃ তোমরা বিসমিল্লাহ বলবে এবং প্রত্যেকে তার কাছ থেকে আহার করবে।

খানা খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ পড়ার কথা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত।

হাদীসে এসেছে-নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ‘তোমরা বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ বলে খাবার গ্রহণ কর।’ (মুসতাদরাকে হাকেম ৫/১৪৬, হাকেম ও হাফেয যাহাবী রাহ. হাদীসটিকে সহীহ বলেছেন।)

07/12/2024

☘️ সন্তানকে কোন কিছু দান করা। ☘️

২৪১৫। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তার পিতা তাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হাযির হলেন এবং বললেন, আমি আমার এই ছেলেকে একটি গোলাম দান করেছি। তখন (তিনি) নবী (ﷺ) জিজ্ঞাসা করলেন, তোমার সব ছেলেকেই কি তুমি এরূপ দান করেছ। তিনি বললেন, না (তা করিনি)? তিনি বললেন, তবে তুমি তা ফেরত নাও।

—সহীহ বুখারী, হাদীস নং ২৪১৫ (আন্তর্জাতিক নং ২৫৮৬)

তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন

হাদীসের বর্ননাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি. (মৃত্যু ৬৫ হিজরী)

25/11/2024

সন্তানকে আদব শিক্ষা দেওয়া।

১৯৫৭। কুতায়বা (রাহঃ) ......... জারির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সন্তানকে আদব শিক্ষা দেওয়া এক সা‘ পরিমাণ বস্তু সাদ্‌কা করা অপেক্ষা ভাল।

নোট:
এ হাদীসটি গারীব, নাসিহ আবুল-‘আলা কুফী (রাহঃ) হাদীস বিশেষজ্ঞগণের মতে শক্তিশালী নন। এ সূত্র ছাড়া উক্ত হাদিসটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই। নাসিহ নামে অপর একজন বাসরী শায়খ আছেন যিনি আম্মার ইবনে আবু ’আম্মার প্রমুখ অন্যান্যদের থেকে রিওয়ায়াত করে থাকেন। তিনি এ নাসিহ থেকে অধিক নির্ভরযোগ্য।

—জামে' তিরমিযী, হাদীস নং ১৯৫১ (আন্তর্জাতিক নং ১৯৫১)

তাহকীক: তাহকীক চলমান

হাদীসের বর্ননাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ) (মৃত্যু ৬৬ হিজরী)

22/11/2024

وَلَا تَقُوۡلَنَّ لِشَایۡءٍ اِنِّیۡ فَاعِلٌ ذٰلِکَ غَدًا ۙ


(হে নবী!) কোন কাজ সম্পর্কেই কখনও বলো না ‘আমি এ কাজ আগামীকাল করব’।
—আল কাহ্‌ফ - ২৩

اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ ۫ وَاذۡکُرۡ رَّبَّکَ اِذَا نَسِیۡتَ وَقُلۡ عَسٰۤی اَنۡ یَّہۡدِیَنِ رَبِّیۡ لِاَقۡرَبَ مِنۡ ہٰذَا رَشَدًا


তবে (বলো) আল্লাহ যদি চান (তবে করব)। আর কখনও ভুলে গেলে নিজ প্রতিপালককে স্মরণ কর এবং বল, আমি আশা করি আমার প্রতিপালক এমন কোনও বিষয়ের প্রতি আমাকে পথনির্দেশ করবেন, যা এর চেয়েও হিদায়াতের বেশি নিকটবর্তী হবে।
—আল কাহ্‌ফ - ২৪

ব্যাখ্যাঃ
আগামীতে কোন কাজ করার ইচ্ছা প্রকাশ করলে ‘ইনশাআল্লাহ’ বলা মুস্তাহাব । ইন্‌শাআল্লাহ বলতে ভুলে গেলে, যখন স্মরণ হবে তখনই বলে নিবে । অবশ্য কেবল বরকত লাভ ও গোলামীর স্বীকারোক্তির জন্যই এ বাক্য বলা উদ্দেশ্য কোন শর্তারোপ করা উদ্দেশ্য নয় । (মাঃ কোঃ)

21/11/2024

- বগুড়া বগুড়া ব্রাদার্স সিরামিক বগুড়া - বাংলাদেশ

সকল ধরনের দেশি-বিদেশি টাইলস ও স্যানেটারী সরবরাহকারী প্রতিষ্ঠান।

21/11/2024

تَبٰرَکَ اسۡمُ رَبِّکَ ذِی الۡجَلٰلِ وَالۡاِکۡرَامِ ٪


কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিমময় ও মহানুভব!

—আর রহমান - ৫৫:৭৮

বগুড়া ব্রাদার্স সিরামিক  সকল ধরনের দেশি-বিদেশি টাইলস ও সেনেটারী সরবরাহকারী প্রতিষ্ঠান।
21/11/2024

বগুড়া ব্রাদার্স সিরামিক সকল ধরনের দেশি-বিদেশি টাইলস ও সেনেটারী সরবরাহকারী প্রতিষ্ঠান।

শুভ সকাল। 🥥
18/05/2024

শুভ সকাল। 🥥

এক গ্লাস কাঁচা আমপোড়া শরবত। 🥭 #আমপান্না
14/05/2024

এক গ্লাস কাঁচা আমপোড়া শরবত। 🥭
#আমপান্না

এই সিজনের প্রথম লিচু। 🍓আপনারা কে কে খেয়েছেন?কার কার লিচু খুব পছন্দ কমেন্ট করে জানিয়ে দিন।
11/05/2024

এই সিজনের প্রথম লিচু। 🍓
আপনারা কে কে খেয়েছেন?
কার কার লিচু খুব পছন্দ কমেন্ট করে জানিয়ে দিন।

04/05/2024
11/04/2024

আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে।
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ❤️

06/04/2024

কদরের রাতে শুধু ইবাদতের সংখ্যা নয়, পরিধি বাড়ানোর চেষ্টা করুন। নফল সালাত, কুরআন তেলাওয়াত ও দান তো করছেনই, সাথে আরও কিছু কাজ অল্প করে হলেও করতে পারেন।

▪️এক পৃষ্ঠা হলেও কুরআনের অনুবাদ পড়ুন,
▪️ছোট হলেও একটা সূরার ব্যাখা / তাফসির পড়ুন,
▪️ছোট হলেও একটা সূরার তেলাওয়াত শুনুন, একে অপরকে শোনান,
▪️একটা হলেও হাদিস পড়ুন,
▪️ছোট কোন সূরা মুখস্থ করার চেষ্টা করুন। মুখস্থ না করতে পারলেও শুধু চেষ্টাটাই আমল নামায় নিম্নে ১০০০ মাসের জন্য লেখা হবে।
▪️বাবা মা কাছে থাকলে সেবা করুন, একটু আদর করে দুয়া চান।দূরে থাকলে ফোন করুন, বেঁচে না থাকলে দু'আ করুন।
▪️সন্তানকে একটা হলেও ভাল উপদেশ দেন।
▪️খুব অপছন্দ করেন এমন কাউকে মাফ করে দেন।
▪️কুকুর, বিড়াল রাস্তার বা পোষ্য প্রানীকে একটু খাবার দিন।
▪️ইবাদাতের নিয়্যাতে সাহরি করুন।এটিও হাজার মাসের চেয়ে উত্তম আমল হিসেবে লিখা হয়ে যেতে পারে।

🔘চলতে ফিরতে যে কাজেই থাকুন- আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া, ফা'য়ফু আন্নি- দুয়াটি করতেই থাকুন।

🔘অন্য যে কোন ভাল কাজ, অল্প হলেও করুন।

হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং লাইলাতুল ক্বদর নসীব করুন।

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ma betar Rajjo - মা বেটার রাজ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share