ɴᴀᴇᴇᴍ ɪꜱʟᴀᴍ彡

ɴᴀᴇᴇᴍ ɪꜱʟᴀᴍ彡 ইসলামিক লেকচার
রাসুলুল্লাহ ( সাঃ) এর হাদিস

মক্কা যেমন আমাদের পশ্চিম দিকে, ইউরোপ-আমেরিকাও আমাদের পশ্চিম দিকে। বর্তমান সময়ে আমরা নামাজ পড়া ছাড়া বাকি সব ক্ষেত্রে বলতে...
03/04/2024

মক্কা যেমন আমাদের পশ্চিম দিকে, ইউরোপ-আমেরিকাও আমাদের পশ্চিম দিকে। বর্তমান সময়ে আমরা নামাজ পড়া ছাড়া বাকি সব ক্ষেত্রে বলতে গেলে ইউরোপ-আমেরিকার অনুসরণ করি।

এ যেন, নামাজের কিবলা মক্কা, বাকি সবকিছুতে ইউরোপ-আমেরিকা!
পাশ্চাত্য একটি ধর্ম বানিয়েছে; যদিও এটাকে তারা ‘ধর্ম’ বলছে না। কিন্তু, নিজেদের অজান্তে আমরা সেই ধর্মের অনুসরণ করছি।

ইসলাম আমাদেরকে শেখায় আত্মসমর্পণ। আল্লাহ ও রাসূলের ﷺ আনুগত্য করা।

আর পাশ্চাত্য আমাদেরকে শেখাচ্ছে- ব্যক্তি স্বাধীনতা। যার মূল কথা হলো- My life, my rules।

আমাদের পোশাক, খাবার, কথাবার্তা, চিন্তাভাবনা, দিবস উদযাপন সবকিছুতেই আমরা পাশ্চাত্যের অনুকরণ করছি। বিনোদনের ক্ষেত্রেও মুভি, খেলাধুলা সবকিছুতে তাদেরগুলো দেখে আনন্দ পাচ্ছি।

আমাদের জীবনযাপনে পাশাচত্যকেই কিবলা বানিয়ে ফেলেছি! আমরা বুঝতেই পারছি না।

এমনকি আমাদের ক্যারিয়ার চিন্তায়ও। ‘পড়ালেখা করে চাকরি করতে হবে’ এটা আমাদেরকে শিখিয়েছে পশ্চিমারা। যার কারণে, একজন যুবক ২৫-২৮ বছরে চাকরিও পায় না, বিয়েও করতে পারে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না।

পাশ্চাত্য নারীর অধিকারের নামে শিখিয়েছে নারীকে চাকরি করতে হবে, ঘর থেকে বের হতে হবে, নারীর ক্যারিয়ার গড়তে হবে।

নিজেদের ক্যারিয়ার ভাবনার ক্ষেত্রেও আমরা পাশ্চাত্যের শেখানো মনোভাব লালন করছি! তাদের মতো করে চিন্তা করছি।

রমাদান মোবারক 🌙
11/03/2024

রমাদান মোবারক 🌙

আলহামদুলিল্লাহ! বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরির পবিত্র রমাদান মাসের চাঁদ দেখা গিয়েছে। রোজা শুরু হবে আগামীকাল ১২ মার্চ ২০২৪ ...
11/03/2024

আলহামদুলিল্লাহ! বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরির পবিত্র রমাদান মাসের চাঁদ দেখা গিয়েছে। রোজা শুরু হবে আগামীকাল ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার থেকে। আজ রাত থেকেই তারাবীহ সালাত আদায় শুরু হবে ইনশাআল্লাহ।

যদি বলা হয় আজ মধ্য রাত্তিরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন ফুটবল বিশ্বের খ্যাতিমান তারকা লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোল...
29/01/2024

যদি বলা হয় আজ মধ্য রাত্তিরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন ফুটবল বিশ্বের খ্যাতিমান তারকা লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোলানদো এবং ভক্তকুলের সাথে তারা কাটাবেন সুন্দর কিছু মুহূর্ত, ছবি আর অটোগ্রাফে ধন্য করবেন বাঙালি দর্শককে, বিমানবন্দর এলাকাতে কেমন উপচে পড়া ভিড় হবে বলে আপনার ধারণা?

আমি জানি ভিড়ের সেই দৃশ্যটা আপনি কল্পনাতেও আনতে পারছেন না। সারাদেশ থেকে ছুটে আসা তাদের ভক্তকুলে কানায় কানায় পূর্ণ হবে বিমানবন্দর এলাকা। তাদের প্রায় সকলের গায়ে থাকবে খেলোয়াড়দের জার্সি, কারও হাতে ফুটবল এবং অনেকের গায়ে লেপ্টে থাকবে উক্ত খেলোয়াড়দের দেশ অথবা ক্লাবের পতাকা। প্রিয় মানুষটাকে মুগ্ধ করতে আয়োজনের কোনো কমতি কোথাও পরিলক্ষিত হবে না।

যাকে একটা পলক দেখার জন্য রাতের ঘুমকে বিসর্জন দিয়ে আপনি ছুটে এসেছেন বিমানবন্দরে, যার একটা অটোগ্রাফের জন্য আপনি অন্ধকারে মশার কামড়কেও পাত্তা দিচ্ছেন না, ঝড়-বৃষ্টি-বাদলও যেখান থেকে আপনাকে এতটুকুও নড়াতে পারছে না, সেই তারকা খেলোয়াড়েরা আপনার সাথে কাটানো প্রতিটা মিনিটের বিপরীতে গুনে নেবে কোটি কোটি টাকা।

প্রিয় খেলোয়াড়ের সাথে সাক্ষাতের বিষয়টা আপনার কাছে আনন্দ আর গৌরবের হলেও, তাদের কাছে সেটা উপার্জনের একটা উসিলা বৈ আর কিছু নয়। দিনশেষে তারা না আপনাকে চিনেছে আর না কোনোদিন আপনাকে মনে রাখবে। এমনকি আপনার দেশের নামটা পর্যন্ত তারা ভুলে যাবে।

যারা আপনাকে কোনোদিন চিনেনি, কোনোদিন চিনবে না এবং যাদের কাছে আপনি নিতান্তই অর্থোপার্জনের একটা উসিলা শুধু, তাদেরকে একপলক দেখার জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয়ে আপনার মাঝে কোনো দুঃখবোধ নেই। তাদের একটা অটোগ্রাফের জন্য আপনি অনায়াসে মেনে নিতে পারেন যাবতীয় ধকল।

কিন্তু, যে মহান রব আপনাকে আপনার মাতৃগর্ভে বড় করে তুলেছেন, আলো-হাওয়া আর পানির মতো অবিশ্বাস্য উপাদান দিয়ে যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন দুনিয়ায়। যিনি আপনাকে জড়িয়ে রেখেছেন পিতা-মাতা, ভাই-বোনের আদরে, যিনি আপনার চোখকে শীতল করেছেন স্ত্রী-সন্তানের ভালোবাসায়, সেই রবের জন্য কতখানি ত্যাগ, কতখানি সময় আপনি ব্যয় করতে রাজি দুনিয়ায়?

মধ্যরাতে আপনার প্রিয় খেলোয়াড়ের আগমনের সংবাদ পেয়ে আপনি বিমানবন্দরে ফুল, জার্সি আর পতাকা নিয়ে ছুটে যেতে দ্বিধা করেন না একটুও, কিন্তু প্রতিটা রাতের শেষ প্রহরে যখন আপনার রব দুনিয়ার নিকটতম আসমানে এসে আপনাকে ডাকেন, তাঁর আহ্বানে সাড়া দিতে আপনি কি কখনো আগ্রহ দেখিয়েছেন? কখনো কি মনে হয়েছে—আজ রাত্তিরে আমার যাবতীয় সংলাপ শুধু রবের সাথেই হওয়া চাই?
আরিফ আজাদ

সম্পদ যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়, তারচেয়ে তো ভিখেরি জীবনই শ্রেয়।আরিফ আজাদ
23/01/2024

সম্পদ যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়, তারচেয়ে তো ভিখেরি জীবনই শ্রেয়।

আরিফ আজাদ

রমাদানের আগমনী বার্তা নিয়ে চলে এসেছে রজব মাস!হে আল্লাহ! আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজ...
16/01/2024

রমাদানের আগমনী বার্তা নিয়ে চলে এসেছে রজব মাস!

হে আল্লাহ! আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন। [তাবারানি : ৩৯৩৯]

বান্দার মর্যাদা বৃদ্ধির আয়োজনে শুধু পরীক্ষা নয়, ধৈর্য ধারণের সামর্থ্যও তিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ!
22/12/2023

বান্দার মর্যাদা বৃদ্ধির আয়োজনে শুধু পরীক্ষা নয়, ধৈর্য ধারণের সামর্থ্যও তিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ!

Address

Rajshahi
Bogura
5800

Telephone

+8801716618880

Website

Alerts

Be the first to know and let us send you an email when ɴᴀᴇᴇᴍ ɪꜱʟᴀᴍ彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Bogura

Show All