Md Rakibul Hasan Sofol

Md Rakibul Hasan Sofol E-commerce & Local SEO Specialist. [email protected]
WhatsApp: +8801405-545413

Check out the 10 Best Types of Backlinks to improve your website’s SEO! From editorial links to guest posts, these power...
17/10/2024

Check out the 10 Best Types of Backlinks to improve your website’s SEO! From editorial links to guest posts, these powerful backlinks can skyrocket your rankings and boost traffic. Get the right strategy for a stronger online presence!

Free Top 5 WordPress Speed Optimization Plugins.
06/09/2024

Free Top 5 WordPress Speed Optimization Plugins.

আমরা Semantic SEO শিখার সময় একটা প্রশ্ন নিয়ে বেশি ঝামেলায় পড়ি যে Semantic SEO এবং Traditional SEO এর Content  এর ভিতর আস...
05/09/2024

আমরা Semantic SEO শিখার সময় একটা প্রশ্ন নিয়ে বেশি ঝামেলায় পড়ি যে Semantic SEO এবং Traditional SEO এর Content এর ভিতর আসলে পার্থক্য কি? আমি একটা উদাহরণের মাধ্যমে সহজে বলার চেষ্টা করেছি।

ধরেন আমাদের Keyword এবং Search Term: "Best Places to Visit in Paris"

"Paris is a beautiful city with many best places to visit. The Eiffel Tower, Louvre Museum, and Notre-Dame Cathedral are some of the best places to visit in Paris. You can visit these places by booking a tour or travelling by public transport."

এখানে "Best Places to Visit in Paris" কীওয়ার্ডটি বারবার উল্লেখ করা হয়েছে, কিন্তু বিস্তারিত তথ্যের অভাব রয়েছে। পর্যটকদের জন্য তেমন কোন নির্দেশনা বা নতুন তথ্য নেই।

অপরদিকে যদি আমরা সেমান্টিক কনটেন্ট লিখি তাহলে সেইটা কেমন হবে তা এখন বলি,

সেমান্টিক কনটেন্ট:

"প্যারিসে ভ্রমণের পরিকল্পনা করছেন? আপনার তালিকায় অবশ্যই আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম, এবং নটর-ডেম ক্যাথেড্রাল থাকতে হবে। আইফেল টাওয়ার থেকে পুরো প্যারিস শহরকে এক নজরে দেখা যায়, যা রাতের বেলায় অসাধারণ লাগে। লুভর মিউজিয়ামে মোনালিসা সহ বিশ্বের শ্রেষ্ঠ কিছু শিল্পকর্ম রয়েছে। যদি ইতিহাস ও স্থাপত্য আপনার পছন্দ হয়, তাহলে নটর-ডেম ক্যাথেড্রাল একটি দুর্দান্ত স্থান। এসবের বাইরেও প্যারিসে অসংখ্য সুন্দর পার্ক এবং মিউজিয়াম রয়েছে, যেমন মিউজে দ'অর্সে। আপনি চাইলে একটি মিউজিয়াম পাস কিনে এই সমস্ত স্থাপনা একসাথে ঘুরে দেখতে পারেন। শহরটিকে ভালোভাবে ঘুরে দেখতে মেট্রো এবং বাসে চড়ার পাশাপাশি বাইক ভাড়া নিতে পারেন। আর প্যারিসে ভ্রমণের সেরা সময় হলো বসন্তকাল, যখন পুরো শহরটি ফুলে সেজে ওঠে।"

এই সেমান্টিক কনটেন্ট একজন ভ্রমণকারীর প্রয়োজনীয় সব তথ্য তুলে ধরেছে—কেবল কোথায় ঘুরতে যেতে হবে তা নয়, বরং কীভাবে যেতে হবে, কবে যেতে হবে এবং কীভাবে পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করা যায়। এটি ব্যবহারকারীর ইনটেন্ট পূরণ করছে, কারণ একজন পর্যটক কেবল স্থান জানতে চায় না, বরং কীভাবে সবচেয়ে ভালোভাবে ভ্রমণ করতে পারে সেটাও জানতে চায়।

আশা করি আপনাদের এখন সেমান্টিক এসইও বুঝতে আপনাদের সহজ হবে।

Here are some of the best and most free Chrome extensions for SEO beginners.🔥If you would like more information, please ...
27/08/2024

Here are some of the best and most free Chrome extensions for SEO beginners.🔥

If you would like more information, please follow me.

12/07/2024

আপনি সারাদিন জুতা কিংবা কাপড় কেনার ব্যাপারে আলাপ আলোচনা করলেন, এবং একটু পর ফেসবুক এ্যাপ্সে ঢুকে দেখলেন যে আপনার সামনে সব জুতা আর কাপড়ের এ্যাডস দেখাচ্ছে!
ঘটনা কি?😵😵‍💫
এটা মূলত মেশিন লার্নিং এর মাধ্যমে হয়ে থাকে যেটা আপনার এ্যাপস পারমিশন এ "মাইক্রোফোন" এর পারমিশন দিয়ে দেওয়ায়, খুব সহজেই মেটা মেশিন সিস্টেম আপনার কথা শুনতে এবং সে অনুযায়ী আপনাকে এ্যাডস দেখাতে পারছে!
তাহলে, প্রশ্ন জাগেনা, আমাদের কথা যদি শুনেই ফেলে তবে আমরা কি নিরাপদ!!! 🤔
অনলাইন দুনিয়ায় নিজস্ব প্রাইভেসি রক্ষার্থে যেকোনো এ্যাপসের পারমিশন অপশনে " মাইক্রোফোন, ক্যামেরা,কন্টাক্ট, ফাইলস এবং লোকেশন" এর পারমিশন "Not Allowed" করে রাখুন।
যখন, এই অপশনগুলোর দরকার হবে ঠিক তখন-ই "Allow Once" দিন। যাতে কাজ শেষে আবার পারমিশন বন্ধ থাকে।🙌

Copy From: Abdullah Al Imran

06/07/2024

10 Best Free SEO Tools for Beginners. If you know about these free tools, you can complete the work faster and easily.

যাদের জন্য লোকাল এসইও খুব বেশি প্রয়োজন। ✅✅আমরা অনেকেই জানিনা লোকাল বিজনেসের জন্য লোকাল এসইও কতো যে বেশি গুরুত্বপূর্ণ।  ...
18/03/2024

যাদের জন্য লোকাল এসইও খুব বেশি প্রয়োজন। ✅✅

আমরা অনেকেই জানিনা লোকাল বিজনেসের জন্য লোকাল এসইও কতো যে বেশি গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো, "কেনো সকল লোকাল বিজনেসের জন্য লোকাল এসইও করা খুবই গুরুত্বপূর্ণ? "❓❓

প্রথমেই জেনে নেয় লোকাল এসইও বলতে আসলে কি বুঝায়? 💁‍♂️

👉লোকাল এসইও এর পূর্ণরূপ হল লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লোকাল এসইও হচ্ছে কোন নির্দিষ্ট যায়গাকে টার্গেট করে ঐ যায়গার লোকাল সার্চ রেজাল্টে উঠে আসার জন্য সাইটকে অপ্টিমাইজ করা। আমরা জানি এসইওর মাধ্যমে আপনার ওয়েবসাইট কে অনলাইনে সমগ্র বিশ্বের অডিয়েন্সকে টার্গেট করার সুযোগ সুবিধা দেয়। কিন্তু আপনার ব্যবসাপ্রতিষ্ঠান যদি অফলাইন বা লোকাল ভাবে সার্ভিস দিয়ে থাকে তাহলে অবশ্যই সব সময় সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি কাস্টমার বা অডিয়েন্স পাবেন না। এর জন্য আপনাকে করতে হবে লোকাল এসইও।

ব্যাপরটি আরও সহজভাবে বুঝার জন্য আমরা ছোট একটি উদাহরণ দিতে পারি যেমন : ধরুন,ঢাকায় আপনার একটি আইটি সেন্টার আছে, আপনি সেই আইটি সেন্টার এর জন্য একটি এসইও করবেন সেক্ষেত্রে কি সারা পৃথিবীর সকল মানুষেকে টার্গেট করে এসিইও করবেন? নাকি একটি নির্দিষ্ট সংখ্যক অডিয়্যান্সকে টার্গেট করবেন? 🤷‍♂️

আপনি অবশ্যই একটি নির্দিষ্ট সংখ্যক অডিয়্যান্সকে টার্গেট করবেন। কেননা,পৃথিবীর অন্য প্রান্তের মানুষেরা চাইলেই সহজে আপনার আইটি সেন্টারে যোগদান করতে পারবে না। এক্ষেত্রে আপনার অবশ্যই প্রয়োজন লোকাল অডিয়্যান্সের দৃষ্টি আকর্ষণ করা কারণ তারা চাইলেই খুব সহজে আপনার আইটি সেন্টারে যোগদান করতে পারবে।

মূলত এই পদ্ধতিতেই, আপনার নির্দিষ্ট এলাকা জুড়ে অডিয়েন্স গুলো টার্গেট করে আপনি আপনার ব্যবসায়িক বৃদ্ধির জন্য যে এসইও করবেন সেটাই মূলত Local SEO। Local SEO এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত গ্রাহক বা ভিজিটরকে খুজে পেতে পারবেন।

Local SEO এর ক্ষেত্রে আপনার ঠিকানা শহরের নাম এবং বিস্তারিত বিবরণ দিয়ে অপটিমাইজেশন করা হয়ে থাকে। যাতে করে সবাই আপনাকে খুব সহজে এবং অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই খুঁজে পেতে পারে।

তাহলে বুঝতে পারলাম যে লোকাল এসইও কাকে বলে।

এখন বলি লোকাল এসইও কেন এতো বেশি লোকাল বিজনেসের জন্য প্রয়োজন? ♻♻

প্রথমেই বলতে হয় Local SEO এর সঠিক ব্যাবহার আপনার সেল বাড়িয়ে দিতে পারে কয়েকগুন। ⚡⚡

SEO করার মূল উদ্দেশ্যই হচ্ছে, আপনি আসলে কোন টপিক নিয়ে ওয়েবসাইট তৈরি করছেন, সে সম্পর্কে সার্চ ইঞ্জিনকে স্পষ্ট ধারনা দেয়া। এজন্যই মূলত SEO করার প্রয়োজন হয়।

আপনি হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে গুগলে সার্চ দিন “Best restaurants in bogura ” সার্চ দেওয়ার সাথে সাথেই গুগল আপনাকে সাজেস্ট করবে। এখন কথা হচ্ছে গুগল তো একটা সার্চ ইঞ্জিন, গুগল কি করে জানলো এই রেস্টুরেন্টটা বেস্ট, উত্তরটা খুবই সহজ। Local SEO এর কল্যাণেই এমনটা সম্ভব হয়েছে।

Local SEO-তে এমন কিছু টিপস এবং ট্রিকস আছে। যেগুলোর মাধ্যমে খুব সহজেই সার্চ ইঞ্জিনকে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে অবগত করা সম্ভব।

👉👉এই পর্যায়ে বলি লোকাল এসইও কাদের জন্য প্রয়োজন:

🔰ছোট ব্যবসা( রেস্টুরেন্ট, হেয়ার সেলুন, ডাক্তার)
🔰রেস্তোরা এবং ক্যাফে
🔰 শিক্ষা প্রতিষ্ঠান
🔰চিকিৎসা ও রেস্তোরা

💥💥লোকাল এসইও করার উপকারিতা:

✨বিক্রয় বৃদ্ধি
✨স্থানীয় গ্রাহকদের প্রতি ভাল ব্র্যান্ড প্রতিষ্ঠান
✨লোকাল গ্রাহকের মাঝে প্রচার করা
✨অধিক পরিমাণে ট্রাফিক
✨স্থানীয় গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন
✨প্রতিযোগিতার থেকে এগিয়ে থাকা
✨খরচ কম

আশা করছি উপরের পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই Local SEO করতে পারবেন। যা আপনাকে আপনার লোকাল মার্কেট গ্রাব করতে সাহায্য করবে।আপনি যদি ঠিক মতো এলাকা ঠিক রেখে Local SEO করতে পারেন তবে, লোকাল মানুষজন গুগলে সার্চ দিলে সবার আগে আপনার প্রতিষ্ঠানটি আসবে এবং ক্রেতারাও র্্যাকিং এবং অন্যান্য বিষয় সমূহ দেখে খুব সহজেই ইন্টারেস্টেড হবে আপনার প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য। এভাবেই Local SEO এর সঠিক ব্যাবহার আপনার সেল বাড়িয়ে দিতে পারে কয়েকগুন।

05/03/2024

আজকে গুগল সার্চ কনসোল এর একটা প্রবলেম নিয়ে কথা বলবো যা বিগিনাররা খুবই ফেস করে, সেইটা হইলো discovered currently not inde...
22/02/2024

আজকে গুগল সার্চ কনসোল এর একটা প্রবলেম নিয়ে কথা বলবো যা বিগিনাররা খুবই ফেস করে, সেইটা হইলো discovered currently not indexed issues.

Discovered currently not indexed issues জানার আগে আমরা একটা বিষয়ে জেনে নেই যে গুগলের সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে. গুগলের সার্চ ইঞ্জিন মূলত একটা প্রসেস ফলো করে.
✨Discovery
✨Crawling
✨Indexing
✨Ranking

এখন বলি discovered currently not indexed বলতে আসলে কি বুঝায়?

Discovered currently not indexed বলতে বুঝায় যে গুগলের স্পাইডার আপনার ওয়েবপেজ সম্পর্কে জেনে গেছে কিন্তু সেইটা crawl করতে পারে নি অথবা crawl করার এবং Index করার প্রয়োজন মনে করে নি। সহজ কথায় বলতে গেলে গুগল আপনার ওয়েবপেজ সম্পর্কে জানে ঠিকই। গুগল জানে যে আপনার একটা অথবা কিছু ওয়েবপেজ রয়েছে কিন্তু গুগলের ক্রলার সেইটা ক্রল করতেছে না বা পারতেছে না এইটাকেই Discovered currently not indexed বলে। অনেক উপায়ে গুগল আপনার ওয়েবপেজ সম্পর্কে জানতে পারে কিন্তু Crawl করে না বা করতে পারে না এবং যার জন্য ইনডেক্স করতে পারে না অথবা করে না।

যেই যেই উপায়ে গুগল আপনার ওয়েবপেজ সম্পর্কে জানতে পারে তার কিছু উপায় জানাইতেছি।

✅আপনার ওয়েবসাইটের Sitemap থেকে জানতে পারে।
✅আপনার ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে যদি internal link থাকে তাহলেও গুগল বোট আপনার not indexed ওয়েবপেজ সম্পর্কে জানতে পারে।
✅আবার আপনার ওয়েবপেজের লিংক যদি অন্য ডোমেইন এ external link হিসেবে থাকে তাহলেও গুগল আপনার ওয়েবপেজ সম্পর্কে জেনে যায়।

এখন আলোচনা করি যে গুগল কেন আপনার ওয়েবপেজ crawl করতে পারে না। অনেক কারণে গুগল ক্রল করতে পারে না। যেমনঃ

১. গুগলের ক্রলার যখন ওয়েবসাইটে আসে তখন একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে। যদি সেই সময়ের থেকে বেশি সময় লেগে যায় তখন গুগলের ক্রলার সেই ওয়েবপেজ কে ক্রল করে না। যেইটা কে আমরা ক্রল বাজেট ইস্যুস বলি।

২. যদি ওয়েবসাইটে 5XX error থাকে তাহলে ওয়েবপেজ ক্রল করতে না এবং ইনডেক্স করতে পারে না।

৩. গুগলের বোট ব্যস্ত থাকলেও ক্রল করে না।

৪. ওয়েব পেজের কনটেন্ট যদি লো কোয়ালিটি হয় তাহলে ক্রলার ওয়েবপেজ ক্রল করে না।

৫. ওয়েব পেজের কনটেন্ট যদি লো কোয়ালিটি হয় তাহলে ক্রলার ওয়েবপেজ ক্রল করে না।

৬. AI দ্বারা লিখা কনটেন্ট হলো গুগল সেই ওয়েব পেজ গুলো ক্রল করে না।

৭. Poor Technical SEO অপ্টিমাইজেশন এর ফলেও এই সমস্যটা হতে পারে।

সমস্যা যেহেতু জানা হলো এখন বলি কিভাবে এটি সমাধান করা যাবে:

🔰 প্রথমত যে ওয়েবপেজে এই প্রবলেম হয়েছে সেই ওয়েবপেজে কন্টেটন কোয়ালিটি ভালো করতে হবে এবং কোনো রকম AI দ্বারা লিখা কনটেন্ট থাকা যাবে না.

🔰 সঠিকভাবে টেকনিক্যাল এসইও অপ্টিমাইজ করতে হবে।

🔰সার্ভার জনিত কোনো সমস্যা থাকলে সেইটা ঠিক করতে হবে।

🔰১০০০০+ ওয়েব পেজ থাকলে সঠিকভাবে করলে বাজেট সেট করতে হবে।

আশা করা যায় উপরে উল্লেখিত কাজগুলো করলে Discovered currently not indexed সমস্যা সমাধান হয়ে যাবে।

Crawled- Currently not indexed সমস্যা কি? কেনো হয়? এবং কিভাবে আমরা এইটা সমাধান করতে পারি? আমরা গুগল সার্চ কনসোলে মাঝে ম...
03/02/2024

Crawled- Currently not indexed সমস্যা কি? কেনো হয়? এবং কিভাবে আমরা এইটা সমাধান করতে পারি?

আমরা গুগল সার্চ কনসোলে মাঝে মধ্যেই একটা সমস্যার সম্মুখীন হই, সেইটা হইল Crawled currently not indexed সমস্যা। অনেক সময় আমরা বুঝি না এই সমস্যা কেনো হয়। আজকে এই সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব।

Crawled currently not indexed বলতে বোঝায় গুগলের রোবট বা স্পাইডার আপনার ওয়েবসাইটের পেজে Crawling করেছে, কিন্তু সেই পেজ Index করে নি। ব্যাপারটা এমন যে গুগলের Crawler আপনার ওয়েব পেজে গিয়েছে ঠিকই কিন্তু সেইটা তার ওয়েব সার্ভারে সংরক্ষণ করে নি বা সেভ করে নি বা Index করে নি। এই Index না করার পিছনে অনেক গুলো কারণ রয়েছে।

কিছু কারণ জেনে রাখি:

✔যেই ওয়েব পেজ Index হয়নি, হয়তো সেই ওয়েব পেজের কন্টেন্ট ভালো নয় অথবা কন্টেন্টের ভিতর কোনো Information নেই সেই জন্য গুগল সেই পেজ কে Index করার প্রয়োজন বোধ করে নাই।

✔আবার আরও একটা কারণ হতে পারে যে আপনার ওয়েবপেজের হইত ইরিলিভেন্ট কন্টেন্ট আছে। ইরিলিভেন্ট কন্টেন্ট বলতে আসলে বুঝায় যে আপনার ওয়েবসাইট হইত ফুড নিশে কিন্তু আপনার ওয়েব পেজে কন্টেন্ট আছে হইত ফুটবল নিয়ে অথবা এমন ও হতে পারে যে আপনি অবেধ কিছু বিক্রি করতেছেন অথবা অ্যাড দিতেছেন। আবার এমনও হতে পারে আপনি এমন কিছু নিয়ে বলতেছেন যা মানুষের ক্ষতি হতে পারে। এই সমস্যা থাকলে কিন্তু গুগল আপানর পেজ Index করবে না, যদিও সে সেইটা পরতে পেরেছে।

✔আপনার ওয়েবপেজে যদি এমন কোন কন্টেন্ট থাকে যেইটা গুগল পরতে পারতেছে না তাহলেও গুগল সেইটা Index করবে না । যেইটা কে আমরা মিছ রিডিং বলে থাকি।

✔ওয়েব পেজের যদি কাঠামো ঠিক না থাকে তাহলেও গুগল সেই পেজ কে Index করে না।

✔ওয়েবপেজে যদি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে তাহলেও এই সমস্যা হতে পারে। ডুপ্লিকেট কন্টেন্ট বলতে হইত অন্য কোন একটা ওয়েবসাইট এর

✔কন্টেন্ট আপনি কপি করে এনে আপনার ওয়েব পেজে পোস্ট করেছেন।

✔ UI/UX সঠিক বা ভালো না থাকার ফলেও Indexing Issues হতে পারে।

✔ট্যাগ/ ফিড পেজ গুলা গুগল Index করে না।

✔ওয়েবপেজে থিন কন্টেন্ট ইস্যু থাকলে গুগল সেই পেজ Index করে না। থিন কন্টেন্ট বলতে বুঝায় যে আপনার ওয়েবপেজে হইত খুবই অল্প কিছু কন্টেন্ট আছে।

সমাধান:

১। সর্বপ্রথম আপনার ওয়েব পেজের কন্টেন্ট ঠিক করতে হবে। কন্টেন্টের ভিতর প্রচুর ইনফরমেশন রাখেন এবং যতটা পারেন ইউনিক করার চেষ্টা করেন।
২। ওয়েবপেজে ভালো ভাবে On Page SEO করেন।
৩। আপনার ওয়েবপেজের সাথে অন্য ভালো কোন ওয়েবসাইটের লিংক করেন।
৪।ওয়েবপেজ কে Error ফ্রী রাখেন।
৫। ভালো ছবি ব্যাবহার করেন।
৬। সঠিক Internal Link ব্যাবহার করতে হবে।

আশা করা যায় এইসব সঠিক ভাবে করতে পারলে ওয়েবপেজের Crawled- Currently not indexed issues ঠিক হয়ে যাবে।

ওয়েবসাইটের জন্য অনপেজ এসইও(On page SEO) কেনো করা হয়? শুরুতেই বলতে হয়, আমরা মূলত চাই আমাদের ওয়েবসাইট যেন গুগলের প্রথম...
01/02/2024

ওয়েবসাইটের জন্য অনপেজ এসইও(On page SEO) কেনো করা হয়?

শুরুতেই বলতে হয়, আমরা মূলত চাই আমাদের ওয়েবসাইট যেন গুগলের প্রথম পেজে র‌্যাঙ্ক করে। আমরা যখন গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি তখন গুগল আমাদের সামনে কিছু অর্গানিক ওয়েবসাইট দেখায়। যেই ওয়েবসাইট গুলো দেখায় সেইটা মূলত দুইটা ব্যাপারের উপর নির্ভর করে।

“রেলিভেন্সি এবং অথরিটি” ( Google always loves Relevancy and Authority )

গুগল রেলিভেন্সি এবং অথরিটি এই দুইটা বিষয়ের উপর লক্ষ্য রেখে আমাদের সামনে রেজাল্ট দেখায়। অথরিটি আমরা ব্যাকলিঙ্ক এর মাদ্ধমে পেতে পারি।

কিন্তু রেলেভেন্সি পেতে পারি আমরা অনপেজ এসইও করার ফলে। যেকোন ওয়েবসাইটের জন্য পরিপূর্ণ ভাবে অনপেজ এসইও করা হলে রেলেভেন্সি ঠিক থাকে। এই জন্যই মূলত অনপেজ এসইও করা হয়।

✨অনপেজ এসইও ফ্যাক্টর গুলোঃ

🔰 মেটা টাইটেল অপটিমাইজেশন
🔰 মেটা ডেসক্রিপসন অপটিমাইজেশন
🔰 কন্টেন্ট অপটিমাইজেশন
🔰 ইমেজ অপটিমাইজেশন
🔰 হেডিং ট্যাগ অপটিমাইজেশন
🔰 লিংকস উইথ অপটিমাইজড এঙ্কর টেক্সট
🔰 স্কিমা মার্কআপ
🔰 E-A-T সিগনালস

Hello Everyone, 🖐This is Rakibul Hasan Sofol a certified SEO Expert. I've been in this field for 5 years, and I'm passio...
31/01/2024

Hello Everyone, 🖐

This is Rakibul Hasan Sofol a certified SEO Expert. I've been in this field for 5 years, and I'm passionate about improving organic search visibility.

If you want to grow your business for free then you have come to the right place. I can increase your business by 3 times without running any kind of advertisement.

You know, Every Day, Google users conduct billions of searches for information and products. It's no surprise that search engines are usually one of the biggest traffic sources to websites. To harness this traffic source's potential, you need to appear in the top search results for your target keywords. SEO is crucial because it makes your website more visible, and that means more traffic and more opportunities to convert prospects into customers.
✨My skills:

✔ Keyword Analysis & Competitor Keyword Analysis
✔ Most profitable Keyword Research
✔ Content Analysis
✔ Competitor Analysis
✔ On-Page SEO
✔ Image Optimization
✔ Technical SEO
✔ Page Speed Optimization
✔ Redirection
✔ Canonical URL
✔ Off-Page SEO
✔ Guest Posting
✔ Link Building
✔ Social Bookmarking
✔ Web 2.0
✔ Social Share
✔WordPress SEO
✔ Local SEO
✔ Shopify SEO
✔ Wix SEO
✔ Squarespace SEO
✔ Webflow
✔ Blogger
✔ Full Website Audit
✔ SEO Audit
✔ Google Analytics
✔ Google Search Console Setup
✔ Rank Math SEO
✔ Yoast SEO
✔ Plugging Install
✔ Weekly Report
✔ Monthly Report

Please feel free to contact me, if you have any questions about this.

Your Satisfaction is my achievement✌

Thank you so much❤

During meetings with clients 😊❤😍
29/01/2024

During meetings with clients 😊❤😍

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Md Rakibul Hasan Sofol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rakibul Hasan Sofol:

Videos

Share