Hafej Shihab Uddin

Hafej Shihab Uddin "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" (সঃ)
"সুবহানাল্লাহ"
"আলহামদুলিল্লাহ"
"আল্লাহু আকবার"

14/09/2024
চৌবাড়ীয়া দারুল উলুম রহমানিয়া কবরস্থান হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা খানপুর শেরপুর বগুড়া২য় সাময়ীক পরীক্ষার ফলাফল ঘোশনা ও পূরস্...
12/09/2024

চৌবাড়ীয়া দারুল উলুম রহমানিয়া কবরস্থান হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা খানপুর শেরপুর বগুড়া
২য় সাময়ীক পরীক্ষার ফলাফল ঘোশনা ও পূরস্কার বিতরণ অনুষ্ঠান ১২/৯/২০২৮ সময় সকাল ১০ ঘটিকা

05/09/2024

এই ভিডিও থেকে অনেক কিছু শিখার আছে

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
29/08/2024

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

16/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Rana Mia, Anika Akther Rojayea, তামাক পাতা, Md Shahabur

14/07/2024

রাসুল (সাঃ) এরশাদ করেন যে ব্যক্তি ১০ মহররম আশুরার দিনে তার পরিবার-পরিজনের রিযিককে প্রশস্ত করবে আল্লাহ তাআলা সারা বংসর তার রিযিক প্রশস্ত করে দিবেন।হাদিসটি আমল যোগ্য পর্যায়ের তবে এ ক্ষেত্রে বাড়াবাড়ি করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের কে সব কিছু সহীহ্ ভাবে বোঝার এবং সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন

27/06/2024

ইমামতি হলো পৃথিবীর সব থেকে কঠিনতম চাকরি...

#প্রথমতঃ ঘড়ির সেকেন্ডের কাটা ধরে ডিউটি করতে হয়
এক মিনিট এদিক সেদিক হতে পারবেনা,যদি হ-য়েই যায় তো একশন শুরু।

#দ্বিতীয়তঃ ২৪ ঘন্টা ডিউটি করতে হয়, রাতে ঘুমাবেন তো ভিতরে টেনশন কাজ করবে ফজরে ঘুম ভাঙ্গলো কিনা, যতবার ঘুম ভাঙ্গবে ততবারই ঘড়ির দিকে তাকাবেন জামাতের টাইম হয়ে গেলো কিনা।
কোথাও যাবেন তো বার বার ঘড়ির দিকে তাকাবেন জামাতের টাইম হয়ে গেলো কিনা।

#তৃতীয়তঃ ইমাম সাহেব একটু ২/৩ মিনিট লেট করে আসলে কোন কারনে, তখন কিছু মুসল্লি আছে (সবাই একনা)
ইমামের বিরুদ্ধে বলাবলি শুরু হয়ে যায়

চতুর্থতঃ হাজার মতের মানুষকে নিয়ন্ত্রণ করে চলতে
হয়, কারোটা না মানলেই অপমান। সাথে হুমকির তো কোন শেষই নেই!

#পঞ্চমঃ সব চাকুরীজীবি'দের সাপ্তাহে ২ দিন ছুটি সহ বিভিন্ন ছুটির দিনে ছুটি থাকলেও, ইমামদের বছরে দুই ঈদের ছুটি নিতেই খবর হয়ে যায়। অন্য ছুটি তো দূরের কথা!

#ষষ্ঠঃ নামাজে সবার দায়িত্ব নিয়ে দাঁড়াতে হয়, সুরা কিরাত সহ বিভিন্ন নিয়ম-কানুন একটু এদিক সেদিক হলেই সবার নামাজ নষ্ট হয়ে যায়।

এছাড়াও আরও বিভিন্ন কারন তো আছেই,সবার মা বাবা বউ-বাচ্ছা অসুস্থ হলেও ইমামদের মা বাবা বউ বাচ্চা যেনো অসুস্থই হয়না! সাবার কোন না কোন প্রয়োজন থাকলেও ইমামের কোন প্রয়োজন'ই যেন থাকেই না!

সবাই বিয়ে-শাদী সহ বিভিন্ন দাওয়াতে যেতে পারলেও ইমামদের বাড়িতে কোন অনুষ্ঠান বা বিয়ে-শাদি হলে এতে যাওয়ার সুযোগ হয়না,মাঝে মাঝে মনে হয় জেলখানা আর ইমামতি কাছাকাছিই।

আলহামদুলিল্লাহ্,
তারপরেও এই খেদমত দীর্ঘ দিন ধরে করতাছি তাই আমি মনে করি একজন ইমাম পৃথিবীর সব থেকে কঠিন চাকরিটাই করে।
কি কারনে করে জানেন, একজন ইমাম মসজিদের খেদমত টাকে নিজের জন্য বড় সৌভাগ্যের মনে করে, আল্লাহর ঘরটাকে আপন করে নিয়ে চলে।
তাই কখনো এটা ভাববেন না, যে তারা পেটের দায়ে ইমামতি করে।
ইমামদের সম্মান করতে শিখুন! একজন ইমামের জায়গায় নিজেকে নিয়ে চিন্তা করুন একটু ভাবুন।আল্লাহ যেন সহীহ্ সালামতে সুন্দর ভাবে এই খেদমত করার তাওফিক দান করেন। আমীন।

24/04/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Mejanur Besorkari Job, জহিরুল ইসলাম শেখ

17/04/2024

চৌবাড়ীয়া দারুল উলুম রহমানিয়া কবরস্থান হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা খানপুর শেরপুর বগুড়া

01/02/2024
17/01/2024

সৌদি প্রবাসী হারুনার রশিদ ও তার বস হাসান ওয়া মারওয়ান আল ক্বাদী ওয়া খালেদ আল উমরু১৭/০১/২০২৪ইং আগামীকাল সকাল ১০: ০০ ঘটিকায় চৌবাড়ীয়া মাদ্রাসা ময়দানে হেলিকপ্টার যোগে আগমন করবেন উক্ত শুভ আগমন অনুশষ্ঠানে সকল গ্রামবাসী এলাকাবাসী বন্ধুবান্দব আত্বীয় স্বজনদের কাছে দোয়া চাই।

13/01/2024

মাহফিলের প্রচার

Shout out to my newest followers! Excited to have you onboard!Sumaiya Akter, Md Kamrul, Nilay Hassan, Md Musa
13/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Sumaiya Akter, Md Kamrul, Nilay Hassan, Md Musa

আগের দিন কি ফিরে পাব আমরা?
08/12/2023

আগের দিন কি ফিরে পাব আমরা?

08/12/2023

I gained 64 followers, created 37 posts and received 302 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

দ্বিতীয় সাময়ীক পরীক্ষা ২৭/১১/২০২৩ ইং চৌবাড়ীয়া দারুল উলুম রহমানিয়া কবরস্থান হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা খানপুর শেরপুর বগুড়া।
27/11/2023

দ্বিতীয় সাময়ীক পরীক্ষা ২৭/১১/২০২৩ ইং চৌবাড়ীয়া দারুল উলুম রহমানিয়া কবরস্থান হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা খানপুর শেরপুর বগুড়া।

26/11/2023

বিরাট ইছালে ছওয়াব সভা স্থান চৌবাড়ীয়া মধ্য পাড়া জামে মসজিদ খানপুর শেরপুর বগুড়া।

Send a message to learn more

Shout out to my newest followers! Excited to have you onboard!Md Alamin Sorker, Md Korban Ali, Epi Shakil
15/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Md Alamin Sorker, Md Korban Ali, Epi Shakil

04/10/2023

💗 নবিজির বয়স যখন উনষাট 💗
(নবুওয়াতের ১৯তম বছর হিজরতের ৬ষ্ঠ বছর)

(১) এই বছর রমজান মাসে দুর্ভিক্ষ বা খরা দেখা দেয়। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মুষলধারে বৃষ্টি হয়।
(২) এই বছর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি থেকে ফিরে এসে বিশ্বের রাজা-বাদশাগনের উদ্দেশ্যে ইসলামের দাওয়াত সম্বলিত চিঠিপত্র প্রেরণ করেন এবং এই বছরই তিনি সিলমোহরের উদ্দেশ্যে একটি আংটি তৈরি করেন। যার নিচের লাইনটি ছিলো 'মুহাম্মদ'। তার উপরের লাইনে ছিলো 'রাসুল' এবং সর্ব উপরে ছিলো 'আল্লাহ'।
(৩) এই বছর জিলকদ মাসে মদিনাবাসি এবং কুরাইশ গোত্রের মধ্যে হুদায়বিয়া নামক স্থানে একটি ঐতিহাসিক সন্ধিচুক্তি সম্পাদিত হয়। এই সন্ধিচুক্তিকে বলা হয় হুদায়বিয়ার সন্ধিচুক্তি। সন্ধিচুক্তিটি ছিলো ১০ বছর মেয়াদী এবং এই হুদায়বিয়া নামক স্থানে বাই'য়াতুর-রিদওয়ান সংঘটিত হয় এবং এ প্রসঙ্গে সুরাতুল-ফাতহ নাজিল হয়।
(৪) বিশুদ্ধ মতে এই বছর হজ ফরজ হয়। ভিন্নমতে দশম হিজরিতে হজ ফরজ হয়।
(৫) এই বছর পালকপুত্রের প্রতি নিজেকে তার আসল পিতা হিসেবে পরিচয় দেওয়াকে হারাম ঘোষণা করা হয়।
(৬) এই বছরের শেষের দিকে আবিসিনিয়া তথা বর্তমান ইথিওপিয়ার বাদশা নাজ্জাশি ইসলাম গ্রহণ করেন। এই নাজ্জশির নাম ছিলো আসহামা।
(৭) এই বছর অথবা সপ্তম হিজরির প্রথম দিকে রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে রাজদরবারে ডেকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের ব্যাপারে বেশ কয়েকটি প্রশ্ন করে।
(৮) এই বছর 'যেহার' সংক্রান্ত এক আয়াত নাজিল হয় এবং যেহার যে তালাকের স্থলাভিষিক্ত নয় একথা জানিয়ে দেওয়া হয়।
(৯) এই বছর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহুর স্ত্রী হজরত উমে-রুমান রাদিয়াল্লাহু তা'আলা আনহার ইন্তিকাল হয়।
(১০) এই বছর ইয়াহুদি লাবিদ বিন আসিম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে। সেই প্রসঙ্গে সুরা-ফালাক ও সুরা-নাস নাজিল হয়।
(১১) এই বছর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু-লিহইয়ান এর যুদ্ধ থেকে ফেরার পথে স্বীয় আম্মাজান আমেনার কবর জিয়ারত করেন।
(১২) এই বছর যেসব যুদ্ধে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেন সেগুলো হলো, ১. বনু-লিহইয়ানের যুদ্ধ। ৩. যি-কারদের যুদ্ধ।
(১৩) এই বছর যেসব যুদ্ধে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেননি বরং বাহিনী প্রেরণ করেছেন, সেগুলো হলো: ১. মুহাম্মদ ইবনে মুসলিমার বাহিনী । ২. ওয়াকাশা ইবনে মিহসানের বাহিনী। ৩. মুহাম্মাদ ইবনে মুসলিমার ২য় বাহিনী। ৪. আবু উবায়দাহ ইবনুল জাররাহ- এর বাহিনী। ৫. জায়েদ ইবনে হারিসার বাহিনী। ৬. জায়েদ ইবনে হারিসার ২য় বাহিনী। ৭. জায়েদ ইবনে হারিসার ৩য় বাহিনী। ৮. হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাহিনী। ৯. জায়েদ ইবনে হারিসার ৪র্থ বাহিনী। ১০. আবদুর রহমান ইবনে আউফের বাহিনী। ১১. জায়েদ ইবনে হারিসার ৫ম বাহিনী। ১২. হজরত আলি ইবনে আবি তালিবের বাহিনী। ১৩. জায়েদ ইবনে হারিসার ৬ষ্ঠ বাহিনী। ১৪. আবদুল্লাহ ইবনে আতিক আল-আনসারির বাহিনী। ১৫. আবদুল্লাহ ইবনে রাওয়াহার বাহিনী। ১৬. কুরজ ইবনে জাবেরের বাহিনী। ১৭. আমর ইবনে উমাইয়্যার বাহিনী।

'এক নজরে নবিজির তেষট্টি বছর' গ্রন্থ থেকে।

Address

Bogura
5840

Alerts

Be the first to know and let us send you an email when Hafej Shihab Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafej Shihab Uddin:

Videos

Share


Other Digital creator in Bogura

Show All