Food Queen Anuva

Food Queen Anuva Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Food Queen Anuva, Digital creator, Birampur.

10/04/2024
16/03/2024

কারো মেসেজ সিন করে ফেলে রেখে,অফলাইন চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা!'🖤

আপনি বারবার তার মেসেজ বক্স চেক করেই যাবেন সে রিপ্লাই দিলো কিনা

একসময় হুট করে দেখবেন সে ৫ মিনিট আগে এসেছিলো। কিন্তু আপনার মেসেজের উত্তর না দিয়েই সে অফলাইনে চলে গেছে।

'এর চেয়ে সুন্দরতম অবহেলা আর কিছুই নেই!'🌸

যারা এসব সহ্য করে এখনো কারো জন্য অপেক্ষা করছে, তার চেয়ে বেশি ভালোবাসতে তোমাকে আর কেউ পারবেনা,তারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে মা রাত্মক ধৈর্য্য নিয়ে জন্মায়।

তবে বুঝার মানুষের অভাব!'🖤

waiting for 🥰
25/02/2024

waiting for 🥰

15/02/2024

যে পু'রুষের কাছে না'রী ভালোবাসা শিখে,যার জন্য চোখের অ'শ্রু ফেলে,রাত জাগে, যার কথা ভেবে রোজ বউ সাজতে ইচ্ছে করে ,যাকে পৃথিবীর সব থেকে সুন্দর পু'রুষ মনে হয়,নারী সেই পু'রুষকে পায় না!

04/02/2024

-আমি 😬🥴😩
-রুপে পে!ত্নীবতী, গুণে অলসবতী, পড়ালেখায় পারিনাবতী, কাজকর্মে করবোনা'বতী!😐

04/02/2024

Makeup না করে real face নিয়ে বাইরে যাওয়ার talent আছে আমার! 🙂🥱🥱🥱

28/01/2024

তেঁতুল খেতে খুব ইচ্ছে করছে, তাও আবার গাছের মগডালে বসে দু পা ঝুলিয়ে দিয়ে সাদা শাড়ি পরে চুল খুলে জোরে হাহা করে হেসে!🧟‍♀️

27/01/2024

ক্ষ'ত শুকিয়ে যায়,দা'গ থেকে যায়,
রাগ শেষ হয়ে যায়।
তবে রাগের মাথায় দেওয়া আ'ঘা'ত;
চিরদিন রয়ে যায়।

লেখা: মাহবুব সরদার সবুজ

25/01/2024

আবারও দুঃখ চাই
কিন্তু,, তোমাকে চাই না!

সুমা বর্মন 🌸

25/01/2024

চাইলেই যন্ত্রণা দায়ক স্মৃতি মুছা যায় না!

- সুমা 🌸

25/01/2024

আমি বুঝি!
যারা আপন হয়, তারা কখনও আমাদের ছেড়ে যায় না।
যারা ছেড়ে যায়, তারা কেউ আমাদের আপন ছিলো না।

ব্যাস!🌸

25/01/2024

দুঃখ ভুলা গেলেও
দুঃখের সময় যারা আঘাত করে তাদের ভুলা যায় না!

- সুমা 🌸

21/01/2024

Every girls Mood :
শুধু বি'য়ে টা হোক, শ্বশুর বাড়ি গেলে আর এই বাড়িতে আসবোই না!🙂

21/01/2024

পড়াশোনা নিয়ে‌ প্যারা। 'ফিউচার' নিয়ে প্যারা! প্রেম করবো কি,করবো না তা নিয়ে প্যারা! প্রেমে পড়ে গেল প্যারা! সিঙ্গেল থাকলে অন্যদের রিলেশন দেখলেই প্যারা লাগে! যেখানে যাব ঐখানেই প্যারা! জীবন মানেই প্যারা!🙂

😊😊😊
15/01/2024

😊😊😊

15/01/2024

. পড়লেই পারি🙂
পারবই যখন তাই পড়ি না😑
আর পড়ি না বলেই পারিও না🥹

11/01/2024

“ছেলেরা হুটহাট করে সিরিয়াস ধরনের কথা বলে ফেলতে পারে। মেয়েরা পারেনা। তাদের সিরিয়াস কথা বলার জন্য সামান্য হলেও আয়োজন লাগে।” -----🙂💔
—হুমায়ূন আহমেদ

07/01/2024

মেয়েরা সম্ভবত তরল পদার্থ।
এদের কোনো আকার নেই বললেই চলে।
যে কোনো পাত্রেই এরা নিজ আকার হুট করেই ধারণ করে ফ্যালে।
সেটা তার জন্য হোক যোগ্যই বা অযোগ্য!

এই ধরুন, বড্ড অগোছালো এক টা মেয়ে,
বড্ড জেদি, রাগী, খুব অভিমানী, যে কিনা আহ্লাদে কখনো চুলটাও বাঁধতে শেখেনি।
কথায় কথায় মুখ গুমরে বসে থাকে।
এমনকি নিজের ওড়না টাও ঠিক মতো গুছিয়ে রাখতে পারতো না,
অথচ দেখুন,
সেই অগছালো মেয়েটিই কিভাবে দুহাত দিয়ে,
পুরো এক টা সংসার গুছিয়ে রাখছে!

আচ্ছা মেয়েরা কি সত্যিই তরল!
না হলে, জানালার গ্রিল ধরে যে মেয়েটি,
অনবরত চোখের পানি ফেলতো।
যার একটি ফোনকলের অপেক্ষাই সে সারাটা রাত না ঘুমিয়ে পাড় করে দিত।
অথচ আজ,
আজ সে মেয়েটিই অন্য কারো বুকে মাথা রেখে কি নিশ্চিন্তেই না ঘুমোচ্ছে!

যে মেয়েটির গলার আওয়াজে,
পুরো পাড়ার বখাটে চুপসে থাকতো।
এমনি প্রচণ্ড শীতেও যে মেয়েটি কখনো কাঁপেনি,
ওমা কি অবাক কান্ড,
আজ সেই মেয়েটিই নাকি স্বামী আর সংসার এর ভয়ে প্রতি মুহুর্তে কাঁপে!

তরল ছাড়া আবার কি এরা!
কি নামে ডাকে এদের?

মেঘের ডাক শুনলেই,
যেই মেয়েটি অবাধ্যের মতো বৃষ্টিতে ভিজতে দৌড়ে ছাদে চলে যেতো।
মায়ের হাজার বারণ স্বত্তেও জানালা খুলে,
দু হাত জলে ভিজিয়ে রাখতো।
আচ্ছা এই মেয়েটিই কি সেই মেয়ে যে কিনা এখন অর্ধ পোড়া মুখ নিয়ে,
ভুরু কুঁচকে খটাস করে জানলাটা আটকে দেয়!

শুনেছিলাম মেয়েটির বড় ইচ্ছে ছিল
ভালো ডাক্তার হবার,
তবে বড় ডাক্তার না হলেও,
মেয়েটি আজ বড় রাঁধুনি হয়েছে বটে।
নিয়ম করে তিন বেলা রাঁধে,
কাপড়চোপড় কাঁচে আরও কত কি।
শুনেছি আজকাল শ্বশুর বাড়িতে নাকি সে ভালোই সেবা দিয়ে যাচ্ছে!

একবার মেয়েটি কাকে যেন জড়িয়ে ধরে বলেছিল,
তোমাকে ছাড়া আমি বাঁচবোনা,
বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি মরে যাবো!
তুৃমি একটা কিছু করো তোমার দোহাই।
আজ সেই মেয়েটিই অন্য কারো বুকে,
অন্য কোনো সুখে!

এই মেয়ে গুলোই যেন কেমন,
কেমন বেঈমান,
কেমন স্বার্থপর,
কেমন লোভী।
আচ্ছা এরা তরল ছাড়া আবার কি!

কখনো বা পরিবারের জন্য,
আবার কখনো খুব কাছের একজন মানুষের খুশির জন্য,
নিজের সব চাওয়া পাওয়া গুলোকে এক মুহুর্তেই দুমড়ে মুচড়ে দেয় এরা।

এদের তরল ছাড়া আবার কিছু বলা যায়!
সুখ টা কে কি কখনো এরা ছুঁয়ে দেখতে পারে!
নাকি ছোঁয়ার আগেই সবটা ধুসর রঙে তা পাল্টে যায়!
এদের সুখ কি শুধুই কল্পনার জগত পর্যন্ত?
অনেক গুলো স্বপ্ন এক সাথে দেখে,
আবার হাওয়াই ভাসিয়ে দেয়।

কেবল অন্যের সু্খের জন্য নিজেকে গুছিয়ে তোলা মানেই কি, তুমি মেয়ে, তুমি নারী, তুমি তরল??


__ মেয়ে_মানেই_কি_মানিয়ে_নেওয়া

সংগৃহীত

Ghotona ki sotti naki 😆
25/12/2023

Ghotona ki sotti naki 😆

😀
25/12/2023

😀

👀
25/12/2023

👀

🙃🙃🙃
25/12/2023

🙃🙃🙃

🙂🙂🙂
25/12/2023

🙂🙂🙂

Address

Birampur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Food Queen Anuva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like