সময় শেষ

সময় শেষ 📖 পড়তে থাকো, মন্তব্যে জানাও, আর চল একসাথে শব্দের যাত্রায়।
(36)

29/12/2025

কেউ কখনো আমাকে বুঝেনি, আমি কী খুব কঠিন, আমাকে আমার মতো করে একটু বুঝা যায় না..!! 😅
📩★★shorna,,
#সময়শেষ

28/12/2025

"সোনালী ক্যারিয়ার না থাকলে পুরুষের প্রেম ভালোবাসা মূল্যহীন"!
আজকের সমাজে এই উক্তিটি অনেকটা তিক্ত সত্যের মতো শোনায়। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের বাঙালি সমাজে, যেখানে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ক্যারিয়ারের সাফল্য পুরুষের পরিচয়ের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। "সোনালী ক্যারিয়ার" বলতে আমরা বুঝি একটি উজ্জ্বল, স্থিতিশীল এবং সম্মানজনক পেশা – যা শুধু আয় নয়, সমাজে মর্যাদা এবং নিরাপত্তাও এনে দেয়। এই উক্তির আলোকে বিস্তারিত আলোচনা করলে দেখা যায়, এটি শুধু একটি কথার কথা নয়, বরং সমাজের গভীর বাস্তবতা, লিঙ্গভিত্তিক প্রত্যাশা এবং অর্থনৈতিক চাপের প্রতিফলন।

✅ প্রথমত, সমাজের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই উক্তি অনেকাংশে সত্য। বাঙালি সমাজে (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে) পুরুষকে ঐতিহ্যগতভাবে পরিবারের "প্রোভাইডার" হিসেবে দেখা হয়। একজন পুরুষের ভালোবাসা বা প্রেম তখনই "মূল্যবান" বলে মনে হয় যখন তার পিছনে অর্থনৈতিক সক্ষমতা থাকে। টাকা না থাকলে প্রেম "জানালা দিয়ে পালায়" – এমন প্রবাদ প্রচলিত আছে। অনেক উক্তিতে দেখা যায়: "অর্থহীন পুরুষ সমাজের কাছে মূল্যহীন, যতই সে চরিত্রবান হোক" অথবা "টাকা না থাকলে প্রেমেও পুরুষকে ছোট করে দেখা হয়"। এটি hypergamy-র একটি রূপ – যেখানে নারীরা (সচেতন বা অসচেতনভাবে) এমন পুরুষকে পছন্দ করেন যার শিক্ষা, চাকরি বা আয় তাদের সমান বা তার চেয়ে বেশি। বাংলাদেশের বিয়ের বাজারে এটি স্পষ্ট: ভালো ক্যারিয়ারহীন পুরুষের জন্য যৌতুকের দাবি কম হয়, কিন্তু সম্মানও কম। ফলে, একজন পুরুষের প্রেম যদি সোনালী ক্যারিয়ারের ছায়ায় না থাকে, তা প্রায়শই "অসম্পূর্ণ" বা "অবাস্তব" বলে গণ্য হয়।

✅ দ্বিতীয়ত, বাস্তব জীবনের উদাহরণে এই উক্তি আরও স্পষ্ট হয়। আজকালকার সমাজে প্রেম বা বিয়ের সম্পর্কে অর্থের ভূমিকা অস্বীকার করা কঠিন। একটি সমীক্ষায় দেখা গেছে, অর্থনৈতিকভাবে স্বচ্ছল দম্পতিরা বেশি সুখী। টাকা না থাকলে পরিবারের চাহিদা পূরণ হয় না, ভবিষ্যতের নিরাপত্তা থাকে না – ফলে প্রেমের মধুরতা হারিয়ে যায়। পুরুষের ভালোবাসা প্রকাশ পায় তার কাজে, দায়িত্বে – কিন্তু যদি ক্যারিয়ার না থাকে, তাহলে সেই দায়িত্ব পালন করা কঠিন। অনেক নারী (এবং তাদের পরিবার) মনে করেন, ভালোবাসা থাকলেও অর্থ ছাড়া সম্পর্ক টিকবে না। এটি শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অনেক সমাজেই দেখা যায় – যেখানে পুরুষের আকর্ষণীয়তায় financial success একটি বড় ফ্যাক্টর।

✅ তবে, এই উক্তির অন্ধকার দিকও আছে। এটি পুরুষদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে – যেন তাদের মূল্য শুধু ক্যারিয়ারে নির্ধারিত। চরিত্র, সততা, ভালোবাসার গভীরতা – এগুলো কি সত্যিই মূল্যহীন? না, অবশ্যই না। অনেকে বলেন, সত্যিকারের প্রেম টাকা-পয়সা বা চেহারা দিয়ে হয় না, মন থেকে হয়। পুরুষের ভালোবাসা নীরব, গভীর – যা কাজে প্রকাশ পায়, না কথায়। যদি ক্যারিয়ার না থাকে, তবু যে পুরুষ নিজের সাধ্যমতো চেষ্টা করে, সে-ই প্রকৃত প্রেমিক। সমাজের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনশীল – আজকের যুগে অনেক নারী নিজেরা ক্যারিয়ার গড়ছেন, ফলে প্রেমের মানদণ্ডও বদলাচ্ছে।

✅ উপসংহারে বলা যায়, এই উক্তি সমাজের একটি কঠোর বাস্তবতাকে তুলে ধরে, কিন্তু এটি পুরো সত্য নয়। সোনালী ক্যারিয়ার প্রেমকে সহজ করে, নিরাপদ করে – কিন্তু প্রেমের মূল্য নির্ধারণ করে না। সত্যিকারের ভালোবাসা অর্থের ঊর্ধ্বে, যা চরিত্র, বিশ্বাস এবং সমর্থনে টিকে থাকে। তবু, বর্তমান সমাজে পুরুষদের জন্য সোনালী ক্যারিয়ার গড়া শুধু সাফল্য নয়, প্রেমকে মূল্যবান রাখার একটি উপায়। এই উক্তি আমাদের ভাবতে বাধ্য করে: প্রেম কি শুধু হৃদয়ের, নাকি সমাজের নিয়মে বাঁধা?
📩
#সময়শেষ

নিজের কাছে নিজেই আমি প্রশ্নবোধক রেখা....😅❤️‍🩹       #সময়শেষ  📩অচেনা কবি
27/12/2025

নিজের কাছে নিজেই আমি প্রশ্নবোধক রেখা....😅❤️‍🩹
#সময়শেষ

📩অচেনা কবি

25/12/2025

দেশের ইতিহাসে এই প্রথম ভোটার হবেন,৬০ বছরের যুবক।😑

25/12/2025

নেতা আমার জন্য IPhone আনছে না,, তাই নেতা,কে ভোট দিয়ে খুশি করতে পারলাম নাহ... 😔
দুঃখিত লিডার... 🙏

22/12/2025

যদি আমার জন্য আসো তবে, একান্তই আমার জন্যই এসো, তার ভিতরে যেন অন্য কেউ না থাকে..!❤️‍

21/12/2025

নিজেকে এমন ভাবে
সবার থেকে সরিয়ে নিবো,
যেনো আমার অভিমানও
কাউকে স্পর্শ না করে,
সবাই আমাকে এমন ভাবে ভুলে যাক
জেনো আমি তাদের জীবনে কখনোই ছিলাম না..!🙂❤️।
📩 পূর্ণতাহীন কবি

20/12/2025

:আমি লিখে বোঝাতে পারি না, কেঁদে বোঝাতে পারি না, বলেও বোঝাতে পারি না 😅
আচ্ছা তুমি ঠিক বুঝবে কিসে,বলো?আর কোন ভাষায়,কোন ইঙ্গিতে,কি করলে বুঝবে?
আমার শুধু তোমাকেই প্রয়োজন পরে আর কাউকে না 😭😭
📩 অতৃপ্ত আত্মা 💔

20/12/2025

আমি তোমাকে জোর করে রাখবো না,
তবে তুমি যদি থাকতে চাও,তাহলে বুঝবো
আমার বুকের ব্যাথা তুমি বুঝো..!!🥺❤️‍🩹😅

📩 ♥︎╣[মন মাঝি কবি]╠

দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধারেকাছের বিল্ডিং থেকে শুরু করে। প্রতিটা দোকান চেনা হয়ে যায়।মুখস্থ হয়ে যায় ক...
19/12/2025

দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধারেকাছের বিল্ডিং থেকে শুরু করে। প্রতিটা দোকান চেনা হয়ে যায়।
মুখস্থ হয়ে যায় কোথায় কি আছে।
দীর্ঘদিন একই জুতা পড়ার পর হুবহু আরেকটা জুতো ভুলবশত পায়ে দিলেও দেখার আগেই টের পাওয়া যায়, অনুভব করা যায় জুতা জোড়া অন্য কারো।
কিন্তু বহুবছর ধরে একটা মানুষকে জানাশোনার পরেও মানুষ চেনা যায়না।
মানুষ চেনা অসম্ভব; একেবারেই অসম্ভব, অসম্ভব রকম অসম্ভব।..
Inbox 📜মোঃ ছাদিকুল ইসলাম ✍️💔😥

.

আমার নিঃশব্দ ভালোবাসা তোমাকে কখনো বলিনি হয়তো কোনোদিন বলতেও পারতাম না বন্ধু ছিলে তুমি আর আমি ভেবেছিলাম যদি বলি তুমি দূরে ...
19/12/2025

আমার নিঃশব্দ ভালোবাসা তোমাকে কখনো বলিনি হয়তো কোনোদিন বলতেও পারতাম না বন্ধু ছিলে তুমি আর আমি ভেবেছিলাম যদি বলি তুমি দূরে সরে যাবে তোমাকে হারানোর ভয়েই ৮ বছর ধরে চুপচাপ ভালোবেসে গেছি প্রতিদিন তোমার সঙ্গে কথা বলেছি এক বন্ধু হয়ে, আর নিজের বুকের ভেতর লুকিয়ে রেখেছি হাজারটা না বলা কথা তুমি কখনো জানতে চাওনি, আমি কখনো সাহস করিনি কিন্তু মনে মনে তোমার জন্যই দোয়া করেছি তুমি সুখী হও আর আজতুমি অন্য কারো স্ত্রী এক সন্তানের মা তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আর আমার অধ্যায়টা সেখানেই শেষ হয়ে গেছে যেখানে আমি তোমায় শুধু দূর থেকে ভালোবেসেছি হয়তো আমি ভালোবাসার যোগ্য ছিলাম না হয়তো আল্লাহ্ আমার কপালে তোমায় লেখেননি তবু তুমি আমার জীবনের সবচেয়ে পবিত্র অনুভব তোমাকে ভালোবেসে আমি কোনোদিন পাপ করিনি তোমাকে না বলেও আমি কোনোদিন মিথ্যে বলিনি আজ বিদায় নিচ্ছি হৃদয়ে রক্তক্ষরণ নিয়েও তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো ভালো থেকো সুখে থেকো আর আমি আমি আল্লাহর উপর ভরসা রাখি যিনি জানেন আমি কাউকে কতটা নিঃস্বার্থে ভালোবেসেছিলাম... 💔😥



🖋️ইনবক্সে পাঠিয়েছেন একজন৷. 😊

18/12/2025

আমার সাথে থাকতে হলে অবশ্যই তোমাকে বেহায়া হতে হবে..!! 😩🙂
আমি চাই কেউ আমার জন্য পাগল হোক.! 🙂
আমাকে তার সবটা দিয়ে ভালোবাসুক..!!🫶😊
আমাকে হারানোর ভয় করুক.!! 🙂🤷‍♂️কারন আমার আবার কম ভালোবাসা সহ্য হয় না.!!😑😩

Address

Bijoynagar
3462

Telephone

+8801604340605

Website

Alerts

Be the first to know and let us send you an email when সময় শেষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সময় শেষ:

Share