জেলা যদি হয় ভোলা

জেলা যদি হয় ভোলা Bhola is Our Frist Priority. ভোলার খবরের পেছনের খবর সঠিক ভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য

 #আমাগো_ভোলায় কোটা খালি হইছে। লঞ্চে চইড়া আইসা পড়লেই কুল্লে খালাস। জামাই রেডি হয়ে চেগাইয়া বইসা আছে। ক'টার লঞ্চে উঠবেন সেট...
14/01/2025

#আমাগো_ভোলায় কোটা খালি হইছে। লঞ্চে চইড়া আইসা পড়লেই কুল্লে খালাস। জামাই রেডি হয়ে চেগাইয়া বইসা আছে। ক'টার লঞ্চে উঠবেন সেটুকু জানিয়ে এফবিতে একটা ষ্টাটাস দেন। #হেইতে লঞ্চঘাট থেকে আপনারে কাউয়া আন্ধারে নিয়া আসবো #আফা। Sheikh Nijhum আপা,হেতিরে ভোলার লঞ্চে পাঠাইয়েন। বিয়া দিয়া দিমু।

24/12/2024

ভোলায় দিন ভর শহরের প্রধান সড়ক অবরোধ করে তাবলীগের যোবায়ের পন্থীদের সমাবেশ। রাস্তা আটকানোর প্রতিবাদ করায় সাংবাদিক কে পিটিয়ে আহত।।

03/12/2024

ভোলা আ'লীগের তথাকথিত দুই জুলুমবাঁজ ন্যাতা #ধোঁপা_শফি+ #নাপিত_আজিজ দুইজনের নামে নুতন মামলা রেকর্ড।
#ভোলা থানার নয়া #মামলা নং-০৬
তাং-০২.১২.২৪ইং।

ছোট ভাই মোঃ আলী জিন্নাহকে দেখে আসলাম ভোলা কারাগার থেকে। দোয়া করি তাড়াতাড়ি মুক্ত মানুষ হিসেবে ফিরে আসুক সকলের মাঝে। কারাব...
03/11/2024

ছোট ভাই মোঃ আলী জিন্নাহকে দেখে আসলাম ভোলা কারাগার থেকে। দোয়া করি তাড়াতাড়ি মুক্ত মানুষ হিসেবে ফিরে আসুক সকলের মাঝে। কারাবন্দী জিন্নাহর পরিবার বর্গের জন্য দোয়া।

 #ভোলা আওয়ামীলীগের বহুল সমালোচিত দেড়ফুটি আজিজের পারিবারিক উপাখ্যান।ভোলা পৌরসভার ৪র্থ শ্রেনীর কর্মচারী আজিজুল ইসলাম ওরপে ...
02/11/2024

#ভোলা আওয়ামীলীগের বহুল সমালোচিত দেড়ফুটি আজিজের
পারিবারিক উপাখ্যান।

ভোলা পৌরসভার ৪র্থ শ্রেনীর কর্মচারী আজিজুল ইসলাম ওরপে বাইট্টা আজিজের বাড়ি ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে। তার বাপের নাম গেদু বেপারী। বাইট্টা আজিজের বাবা গেদু বেপারী ছিলেন সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর মিয়াদের চাষা। মঞ্জু মিয়ার বাপ চাচাদের দান করা বালিয়া মিয়া বাড়ির পাশেই ওকরাইত থাকতো আজিজের বাবা গেদু বেপারী সহ পুরো পরিবার। গজারিয়া হাইস্কুল থেকে মেট্রিক পাস করে ভোলা কলেজে ভর্তি হয় দেড়ফুটি আজিজ৷ নিজ গ্রামের বাড়ি থেকে কলেজের দুরত্ব ও পারিবারিক আর্থিক অনটনের কারনে আজিজ ভোলায় মানুষের বাড়িতে লজিং থাকতো এবং টিউশনী করতো। লজিং মাষ্টার থাকাবস্থায় ভোলার কালিবাড়ী রোডের বাসিন্দা মরহুম আব্দুল মালেক মাষ্টারের মেয়ে (আজিজের ছাত্রী) কে ফুঁসলিয়ে বিয়ে করে আজিজ এবং শ্বশুড় মালেক মাষ্টার বাড়িতে ঘর জামাই থেকে টিউশনী করতো সাইকেলে ঘুরে ঘুরে।

পরে ভোলা পৌরসভায় বাজারের ট্যাক্স কালেক্টরের পদে নিয়োগের সার্কুলার পেয়ে পরীক্ষায় উত্তীর্ন হয়ে চাকরি পান আজিজ। আজিজ পৌরসভায় চাকরি করাকালীনও তার ৪ জনের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। টাকার অভাবে আজিজের ছেলে মেয়েদের লেখা পড়া বন্ধ হবার উপক্রম হয়েছিল। এমতাবস্থায় ভোলা গার্লস স্কুলে পড়া কালীন আজিজের একমাত্র মেয়ে ভাবনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্কুলের পাশে শামছুদ্দিন আহাম্মদ সুপার মার্কেটের পেছনের বাসার ছেলে ছাত্রলীগের তৎকালীন পৌরশাখার নেতা রিয়াজ উদ্দিন বিপুর সাথে।

এক পর্যায়ে রিয়াজ উদ্দিন বিপু ইতালী চলে যায়। ইতালী থেকে বিপু আজিজের ছেলে মেয়ের লেখা পড়ার পাশাশি সংসার খরচ বাবদ বিপুল অংকের টাকা ব্যয় করতো আজিজের পরিবারের পেছনে। ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে ধুর্ত আজিজ সাবেক মন্ত্রীর কতিপয় দুর্নীতিবাজ আত্মীয়দের সাথে মিলে বিপুল পরিমান অর্থ সম্পদ কামায় এবং দলের থানা শাখায় সাংগঠনিক সম্পাদক পদ পায়। অর্থনৈতিক ভাবে স্বচ্ছল হবার পরেই আজিজসহ তার পুরো পরিবার সর্বাগ্রে পল্টি মারে বিপদের দিনে সাহায্যের হাত বাড়ানো মেয়ে ভাবনার হবু স্বামী রিয়াজ উদ্দীন বিপুর সাথে। আজিজ কন্যা ভাবনার প্রেমে দিওয়ানা বিপু বিদেশ ছেড়ে ভানার পেছনে ঘুরতে থাকলে আজিজ এক পর্যায়ে মামলা দিয়ে বিপুকে দেশ ছাড়া করে।

বিপু ইতালী ফিরে যায় পুনরায় কিন্তু ভাবনাকে সে ভুলতে পারেনা কিছুতেই। এদিকে ভাবনার সাথে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের সখ্যতার খবরে ইতালী প্রবাসী বিপু এ্যালকোহলিক হয়ে পড়ে এবং এক পর্যায়ে মারাত্মক অসুস্থ্য হয়ে যায়। বিপু দেশে আসে মায়ের টানে। ধুর্ত আজিজ অন্য কিছু চিন্তা করে মেয়ে ভাবনাকে সাবেক বানিজ্য মন্ত্রীর ক্ষমতায় সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদে চাকরিসহ বিয়ে দিয়ে দেয়। রিয়াজউদ্দিন বিপু ভাবনার বিয়ের খবরে আরো অসুস্থ্য হয়ে পড়ে। সবশেষে ২০২২ সালের শেষের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিপু।

আ'লীগের ক্ষমতার ১৬ বছরে সদর উপজেলার দুবারের ভাইস চেয়ারম্যান স্ত্রী ও নিজের রাজনৈতিক পদ পদবী ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হন। ভোলা ঢাকায় তার একাধিক বাড়ি ও ব্যবসা রয়েছে বলে সুত্রে জানা গেছে। ওই দিকে আজিজ ক্ষমতার শেষ এসে নিজের একমাত্র ছেলেকে বিয়ে করায় ভোলা জেলা জাতীয় পার্টির সেক্রেটারী নুরুন্নবী সুমনের মেয়েকে। মেয়ে ছেলে ঢাকায় পড়ালেখা করাকালীন দুজনের মধ্যে মন দেয়া নেয়ার এক পর্যায়ে পারিবারিক ভাবেই আজিজ পুত্রের বিয়ে হয়।

আজিজের রাজনৈতিক প্রভাব বিপুল অর্থ বিত্তের মালিক এমনটা শুনে আজিজের ছেলের সাথে মেয়ে বিয়ে দেয়ার পর তারা জানতে পারে জামাই পুরাই বেকার। তারা জানতো আজিজ পুত্র মাল্টি ন্যাশনাল কোম্পানীর বিরাট অফিসার।
অপর দিকে জাতীয় পার্টি নেতা নুরুন্নবী সুমনকে বড় ব্যবসায়ী ও রাজনৈতিক হিসেবে জানতো আজিজুল ইসলাম। পরে জানা গেছে আজিজের বিয়াই নুরুন্নবী সুমনও দুই বিয়ে করেছেন। লালমোহন ও চরফ্যাসনে তার দুই স্ত্রী সন্তান রয়েছে। এদিকে গত ৫ আগষ্ট অপ্রত্যাশিত ভাবে আ'লীগ সরকার ক্ষমতা হারালে আজিজের নামে বেশ কটি মামলা হলে সে এখন ভোলা ছাড়া। রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সম্পাদক প্রভাশালী আ'লীগ নেতা আজিজুল ইসলাম আজিজের এখন পুরাই খারাপ সময় কাটছে।

৫ আগষ্টের পর ভোলা গাজিপুর রোডের বাসায় ও পরে বিয়াই জাতীয় পার্টি নেতা সুমনের লালমোহনের বাড়িতে পালিয়ে ছিল বলে বিশেষ সুত্র জানিয়েছে। তবে পরিস্থিতির কারনে সরকার যৌথ বাহিনী নামানোর পর গ্রেপতার এড়াতে বোরগা পড়ে ভোলা থেকে পালিয়ে যায় এক সময়ে জেলা আওয়ামীলীগের সেক্রেটারী বিপ্লবের ডানহস্ত পরিচয় দেয়া প্রতাপশালী আ'লীগ নেতা আজিজুল ইসলাম ওরপে দেড়ফুটি আইজ্জা। সাবেক এমপি হাফিজ ইব্রাহীমের উপর হামলা ও তাকে হত্যা চেষ্টার অভিযোগ সহ কুখ্যাত আজিজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

We Never Forget inshaallah
31/10/2024

We Never Forget inshaallah

 #দিন_যায়_কথা_থাকেভোলা আওয়ামীলীগের এক সময়ের কিচেন কেবিনেটের দাপুটে এইসব নেতাদের কথা মনে পড়লে আমার হাউত কইরা কান্দোন আহে।...
28/10/2024

#দিন_যায়_কথা_থাকে

ভোলা আওয়ামীলীগের এক সময়ের কিচেন কেবিনেটের দাপুটে এইসব নেতাদের কথা মনে পড়লে আমার হাউত কইরা কান্দোন আহে। মেয়র মনির ভাইর দুই পাশে আমার দুই আলহাজ্ব বড় ভাই। (অজু না থাকায় আমি ওনাদের নাম নিলাম না মুখে) হাইটা গেলে মাটি সহ আশে পাশের বিল্ডিং কেঁপে উঠতো থরথর করে। আজ ওনারা বেঁচে থাকলে কইতাম ভাইয়া লন শহরে একটা মিছিল করি আপনাগো নেতৃত্বে। আল্লাহ ওনাদেরকে বেহেশত নসীব করুন।।

My Loving Brother Dr. শরীফ আহমেদ. An unyielding warrior. He is a servant of the oppressed people of our Bhola. Love u fo...
13/10/2024

My Loving Brother Dr. শরীফ আহমেদ. An unyielding warrior. He is a servant of the oppressed people of our Bhola. Love u forever bhai.

 #সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ভোলা জেলার নব-নির্বাচিত সভাপতি জনাব  #মোবাশ্বির_উল্লাহ_চৌধুরী ভাই, সম্পাদক  #মুহাম্মদ_শ...
12/10/2024

#সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ভোলা জেলার নব-নির্বাচিত সভাপতি জনাব #মোবাশ্বির_উল্লাহ_চৌধুরী ভাই, সম্পাদক #মুহাম্মদ_শওকাত_হোসেন ভাইসহ ওনাদের নেতৃত্বাধীন কমিটির সম্মানীত সদস্যগণদের #অভিনন্দন ও #ফুলেল_শুভেচ্ছা জানালাম।

সাবেক উপমন্ত্রী ভোলা-৪ আসন থেকে একাধিক বার বিজয়ী সাবেক এমপি আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব কে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর গুল...
01/10/2024

সাবেক উপমন্ত্রী ভোলা-৪ আসন থেকে একাধিক বার বিজয়ী সাবেক এমপি আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব কে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর গুলশান থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি টিম। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

সাবেক এমপি জ্যাকবের মুক্তি দাবী করে ফেইসবুকে ষ্টাটাস দিয়েছেন ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহিন সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগন। ভোলা জেলা আওয়ামী যুবলীগ তাদের ফেইসবুক পেইজে জ্যাকব সাহেবের মুক্তির দাবী করে ষ্টাটাস দিয়েছেন।

যুবলীগ নেতা  #মেহেদী_ফয়সাল_বাবু'র মমতাময়ী মা এর প্রথম মৃত্যু বার্ষিকীআগামীকাল ১ অক্টোবর'২০২৪, মঙ্গলবার  #ভোলা সদর উপজেলা...
30/09/2024

যুবলীগ নেতা #মেহেদী_ফয়সাল_বাবু'র মমতাময়ী মা এর প্রথম মৃত্যু বার্ষিকী

আগামীকাল ১ অক্টোবর'২০২৪, মঙ্গলবার #ভোলা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.মাকসুদুর রহমান সাহেবের স্ত্রী, যুবলীগ নেতা #মেহেদী_ফয়সাল_বাবুর মরহুমা মা এর প্রথম মৃত্যু বার্ষিকী!

পরম করুনাময় আল্লাহ মরহুমা খালাম্মাকে জান্নাতবাসী করুন। আমিন।

 #ঢাবি'তে শিবির ঢুকে ছাত্রলীগের লেবাস ধরে রইছে তো কোন বা*ল অইছে? ওইডা নিয়া ছাত্রলীগের দোষ চো*দাতে আসছেন আর সারা দেশে আ'ল...
23/09/2024

#ঢাবি'তে শিবির ঢুকে ছাত্রলীগের লেবাস ধরে রইছে তো কোন বা*ল অইছে? ওইডা নিয়া ছাত্রলীগের দোষ চো*দাতে আসছেন আর সারা দেশে আ'লীগের মন্ত্রী,এমপি নেতারা যে দলের দুঃসময়ের কর্মীদের পুঁ*টকি মাইরা প্রকাশ্যে অন্য দলের লোক (যারা ২০০১ সালের পর আমাদের রক্ত চুষছে) আইনা দল ভারী করছে সেইটা দেখন চো*দান নাই?

#শিবির জীবন বাঁচানোর জন্য ছাত্রলীগ হয়ে রইছে। অহন সুযোগ পাইছে তারা তাদের পরিচয় উম্মোচন করেছে। তো সমস্যা কি? সেটা নিয়া অহন #ছাত্রলীগের দোষ হয়ে গেছে? আর তৃনমুলে অন্য দল ভাড়াটিয়া ক্যাডারদের আ'লীগ বানাইয়া আমাদের পেছনে লেলাইয়া দিছে ১৬ বছরে কোন চু*দির ভাই টু শব্দ চোঁ*দাইছেন? এইযে সাবেক ছাত্রলীগ নেতাদের ও.এস.ডি বানিয়ে #কাউয়া_কাদিরা ক্ষনিকের পুতে মাল খাইয়া যারে তারে পদ বানিজ্য করছে ওইটা দেখেন নাই? আ'লীগের নেতারা সুপারিশ চো*দাইয়া ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে খবর আছে?

#শিবির হেতেগো পো*ন মারছে। নিজেরা যে নিজেগো পো*ন মাইরা তাল গাছে উঠাইছে সেটা দেখেনা। শা*লাগো চা*কর ছিলাম আমরা? #হাদারীর বেপারীর নাতি পুঁতিরা পোঙ্গা মাইরা আমাগোরে টঙ্গে তুলছে সে খবর আছে কারো কাছে?

#শেখ_হাসিনা খারাপ ছিল সে পলাইছে। তোরা লতা লেঙ্গুর সব নিয়া পলাইছোস কেন গোলামের পুঁতেরা? তোরা তো সাধু সন্নাসী। তোগো রক্ত দিয়া আমরা আগে গোসল করে পবিত্র হমু। তারপরে আবার আ'লীগ করমু।

ভোলা জেলা ডি.বি পুলিশের ওসি  #এনায়েত_হোসেনের বদলীর মধ্য দিয়ে সাবেক মন্ত্রী  #তোফায়েল_আহমেদ এর সর্বশেষ উইকেটের পতন হলো।আ'...
19/09/2024

ভোলা জেলা ডি.বি পুলিশের ওসি #এনায়েত_হোসেনের বদলীর মধ্য দিয়ে সাবেক মন্ত্রী #তোফায়েল_আহমেদ এর সর্বশেষ উইকেটের পতন হলো।

আ'লীগ সরকারের ক্ষমতার প্রায় পুরোটা সময় সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের নেক নজরে ভোলা সদর মডেল থানার ওসি সহ জেলার অন্যান্য থানার ওসি সর্বশেষ ডিবি'র ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে বদলী হলেন #এনায়েত_হোসেন। তার বদলীর মধ্য দিয়ে ভোলা পুলিশে সাবেক বানিজ্য মন্ত্রীর বিশ্বস্ত পুলিশ উইকেটের পতন ঘটলো। ভোলায় দীর্ঘ বছর চাকরির সুবাধে অনেক ঘটন অঘটনের নায়ক ছিলেন ওসি এনায়েত। মাল ও কামিয়েছেন অনেক মাশাআল্লাহ।

We Mourn
30/07/2024

We Mourn

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ম  #শেখ_হাসিনা কর্তৃক চলমান দুর্ন...
02/07/2024

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ম #শেখ_হাসিনা কর্তৃক চলমান দুর্নীতি বিরোধী অভিযান সফল হোক।

11/06/2024

#উগান্ডা চলচ্চিত্রের বক্স অফিস হিট ম্যুভি #লায়লা ও #লায়লা'র
কু*খ্যাত হিরো
#পিরিন্স_মামুন গ্রেপ্তার।

ভিডিও ক্রেডিট:- কালবেলা অনলাইন

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ১১জুন'২০২৪ তারিখ সস্ত্রীক পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে শুভযাত্রা করবেন ভোলার পীড়িত মানুষের ...
07/06/2024

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ১১জুন'২০২৪ তারিখ সস্ত্রীক পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে শুভযাত্রা করবেন ভোলার পীড়িত মানুষের ভরসাস্থল আমার ভাই ডা.শরীফ আহমেদ পিন্টু। মহান রাব্বুল আলামীন আমার ভাই+ভাবীকে কবুল করুন। পবিত্র হজ্বব্রত পালন শেষে সহী সালামতে আমাদের মাঝে পুনরায় ফিরিয়ে আনুন এই কামনা করছি। সকলের কাছে শরীফ ভাই ও ভাবীর জন্য দোয়ার দরখাস্ত রইলো। ফিআমানিল্লাহ সুপ্রিয় পিন্টু ভাই।

(Copy To Mostak Ahmed Shahin)

Address

Bholahat
8300

Alerts

Be the first to know and let us send you an email when জেলা যদি হয় ভোলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share