Anowar Hossain- আনোয়ার হোসাইন

Anowar Hossain- আনোয়ার হোসাইন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত নিজের বিবেক।
(3)

18/02/2025
বিএনপির রাজনৈতিক চিন্তাধারা হইলো ক্ষমতার লোভ, ক্ষমতার অপব্যবহার, মির্জা ফখরুল নিজেই বলেছে আমরা ক্ষমতার জন্যই রাজনীতি করি...
18/02/2025

বিএনপির রাজনৈতিক চিন্তাধারা হইলো ক্ষমতার লোভ, ক্ষমতার অপব্যবহার, মির্জা ফখরুল নিজেই বলেছে আমরা ক্ষমতার জন্যই রাজনীতি করি।

আপনি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখলে অবশ্যই আওয়ামিলীগের সাথে বিএনপিকেও বাদ দিতে হবে। কারণ আওয়ামিলীগের স্বভাব, বিএনপির স্বভাব সেই আগেরটাই। মানুষের স্বভাব কখনো বদলায় না।

ক্ষমতার লোভের কারণেই তারেক রহমান থেকে ফখরুল, রেজভী সবাই দিনরাত চব্বিষ ঘন্টা শুধু নির্বাচন নির্বাচন করতেছে। এই দুইটা দলের মূল লক্ষ হলো দেশের সম্পদ লুট করা, জনগণের সম্পদ অত্যাচার করে খাওয়া।

এরাই পরবর্তীতে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে পরে।তাই সন্ত্রাসী রুখতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
18/02/2025

এরাই পরবর্তীতে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে পরে।তাই সন্ত্রাসী রুখতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

Asif Mahmud Shojib Bhuyain তাহলে আপনাদের এই প্ল্যান?
18/02/2025

Asif Mahmud Shojib Bhuyain তাহলে আপনাদের এই প্ল্যান?

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা। খুবই দুঃখজনক 😭😭😭😭😭😭😭
17/02/2025

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা। খুবই দুঃখজনক 😭😭😭😭😭😭😭

16/02/2025

নিশ্চয় যারা কুফরি করে, তাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি আল্লাহর সামনে কখনো কাজে আসবে না। আর তারা হচ্ছে দোযখের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে। (সূরা আলে ইমরান)

মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👍👍মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👍👍একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছা...
15/02/2025

মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👍👍
মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👍👍
একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পীড়াপীড়ি করলেন, কিন্তু গাধা অনড়।
অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধঘণ্টা, এক ঘণ্টা—এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছে না। উপরন্তু, ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো, গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে।
বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরোনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল—ছাদ ভেঙে গেলে ঝড়-বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য। কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না। বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল।
শেষমেশ, মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন। কিন্তু ফল হলো উল্টো। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে।
আর ছাদ? গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধাসহ ছাদ থেকে ইট-পাথর মেঝেতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না।
মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়।
কারণ:
যে জায়গায় তাকে তোলা হবে,
সেই জায়গার ক্ষতি করবে।😟
যিনি তাকে তোলেন, তারও ক্ষতি করবে।😟
শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে।😟

📌 গল্পের শিক্ষা: অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চপদে বসালে, সে নিজের, আপনার, এবং আশপাশের সবকিছুর ক্ষতি করবে।

আপনারা অনেক কিছু ভাবতে শুরু করেছেন তো??

15/02/2025

প্রতিশোধ নেওয়ার কোন প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা কর, যারা তোমাকে আঘাত করছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তোমার নিজের চোখে দেখতে পারবে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন।
14/02/2025

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন।

13/02/2025

উপরে উঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার কর।কারণ নিচে নামতে হবে সেই পথে।

কোরআন এর আলোয় আলোকিত হোক জীবন সৌদি আরবে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে বা...
12/02/2025

কোরআন এর আলোয় আলোকিত হোক জীবন

সৌদি আরবে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনীর দল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গ্রুপ ভিত্তিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর ৫ সদস্য অংশগ্রহণ করে। পবিত্র কোরআন এর '১০ পারা' গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর গোলাম রব্বানী এবং '৩ পারা' গ্রুপে মোঃ সাব্বির আহমেদ রৌপ্য পদক অর্জন করে। পরবর্তীতে, মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নিজ নিজ ধর্মীয় অনুশাসনকে আত্মস্থ করে দেশের জন্য কাজ করতে প্রতিটি নৌ সদস্য বদ্ধপরিকর।

Bangladesh Navy

দাদারা ভুল বুঝতে পারছে
09/02/2025

দাদারা ভুল বুঝতে পারছে

08/02/2025

হয়তো শৈশবের বইয়ের ব্যাগটা ভারী ছিল, তবে আজকের মত মাথা ভর্তি হাজার টেনশন ছিল না।

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ছয় মাস পরে ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িটি ভেঙে ফেলার প্রয়োজন কি ছিল?
05/02/2025

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ছয় মাস পরে ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িটি ভেঙে ফেলার প্রয়োজন কি ছিল?

04/02/2025

কর্ম কখনো ছোট হয় না, সব কর্মই সমান।হোক সেট ডক্টর, ইঞ্জিনিয়ার, দিনমজুর বা মেথর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্য পরিশ্রম করে যাচ্ছি।

মুরুব্বির মাথা গেছে
30/01/2025

মুরুব্বির মাথা গেছে

প্রকাশ্যে কুরআনে আগুন
30/01/2025

প্রকাশ্যে কুরআনে আগুন

Address

Alom Chowdhury Bazar
Bhola
8320

Alerts

Be the first to know and let us send you an email when Anowar Hossain- আনোয়ার হোসাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anowar Hossain- আনোয়ার হোসাইন:

Share