Rabbi Hasan Molla

Rabbi Hasan Molla একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্থিত্বকে মর্যাদাসম্পন্ন রাখা যায়।
(1)

ল্যাও ঠেলা!এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের "শহিদ" আরবি শব্দ, "মিনার" ফারসি শব্দ। আর "পুষ্প"সংস্ক...
27/02/2024

ল্যাও ঠেলা!
এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের "শহিদ" আরবি শব্দ, "মিনার" ফারসি শব্দ। আর "পুষ্প"সংস্কৃত শব্দ।

এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান "বাংলা একাডেমি" সেই বাংলা একাডেমির "একাডেমি" আবার ইংরেজি শব্দ।

এই যে এতগুলো বিদেশী শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি, এটা কারও সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে জামার কলার ধরে বলে, আরে মিয়া ইংরেজি ঢুকাইও না। কমফোর্ট বলছ কেন? আরাম বলো।

এদিকে আরাম আবার ফারসি শব্দ। কী মুসিবতে আছি! এদিকে মুসিবত আবার আরবি শব্দ!এই পোস্ট পড়ে যে কেউ খুশি হবে তারও উপায় নেই , কারণ, পোস্ট ইংরেজি আর খুশি ফারসি শব্দ।

মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল।বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা।যদি জিজ্ঞেস করি কে সর্...
25/02/2024

মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল।

বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা।

যদি জিজ্ঞেস করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব রাখেন?

সেই ইতিহাস আমরা অনকেই মনে রাখি নি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেলেন। আসুন একটু জেনে নিই-

পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৪ই আগস্ট। মাত্র ছয় মাসের মাথায় করাচিতে ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রীষ্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন - “বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক”, সেই মানুষটির নাম ‘ধীরেন্দ্রনাথ দত্ত’।

ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ছিলেন।
ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে।

ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘পূর্ব পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা’’ তার এই বক্তব্যকে জিন্নাহর ‘‘উর্দু হবে রাষ্ট্রভাষা’’ ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায়। সুতরাং তাঁকে ‘ভাষা আন্দোলনের জনক’ বললেও অত্যুক্তি হবে না।

আজ আমরা উনাকে মনে রাখি না। অথচ পাকিস্তানের শাসকেরা তাঁকে মনে রেখেছিল।
ধীরেন্দ্রনাথ দত্তকে ১৯৭১ খ্রীষ্টাব্দের ২৯শে মার্চ পাক-আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হ'ত্যা করে। ৮৪ বছর বয়সী মানুষটিকে হাত-পা ভে'ঙ্গে প'ঙ্গু এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।
Copy Post

ফলো দিতে ভুলবেন না❤️

এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ'  আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ। ...
23/02/2024

এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ' আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ।

এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান 'বাংলা একাডেমি' সেই বাংলা একাডেমির 'একাডেমি' আবার ইংরেজি শব্দ।

এই যে এতগুলো বিদেশী শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি, এটা কারও সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে জামার কলার ধরে বলে, আরে মিয়া ইংরেজি ঢুকাইও না। কমফোর্ট বলছ কেন? আরাম বলো।

এদিকে আরাম আবার ফারসি শব্দ। কী মুসিবতে আছি! এদিকে মুসিবত আবার আরবি শব্দ!এই পোস্ট পড়ে যে কেউ খুশি হবে তারও উপায় নেই , কারণ, পোস্ট ইংরেজি আর খুশি ফারসি শব্দ!

সৌজন্য : অনিন্দ্য সেন

21/02/2024
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসমহান একুশে শ্রদ্ধাভরে স্মরণ করি ভাষা শহীদদের। একুশ বলে দেয়, বাংলা ভাষার মর্যাদা ও ঐতিহ্য হারিয়ে...
21/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মহান একুশে শ্রদ্ধাভরে স্মরণ করি ভাষা শহীদদের।

একুশ বলে দেয়, বাংলা ভাষার মর্যাদা ও ঐতিহ্য হারিয়ে যেতে দেয়া যাবে না। কোনভাবেই বাংলার প্রাণময়তা পরিত্যাগ করা যাবে না। বাংলা ভাষা হোক সকল ভাষাভাষির স্বাধীনতা রক্ষার চেতনার প্রতীক।

20/02/2024
19/02/2024
18/01/2024

পাকিস্তান শাসন আর বর্তমান শাসনের মধ্যে কোন তফাৎ নাই।
তখন ২২ এখন ২২শ

24/12/2023

 #গোলাপ_ফুল
23/12/2023

#গোলাপ_ফুল

23/12/2023

ঋণ জালিয়াতি, গেল ১৫ বছরে ব্যাংকিং খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লোপাট-সিপিডি।

22/12/2023

নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে।
-পিথাগোরাস

17/12/2023
17/12/2023
17/12/2023

সকল আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে জাকের পার্টি।

16/12/2023
জাতীয় ঐক্যের মহা নায়ক। মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী মহামান্য চেয়ারম্যান, জাকের পার্টি।
15/12/2023

জাতীয় ঐক্যের মহা নায়ক।
মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী
মহামান্য চেয়ারম্যান, জাকের পার্টি।

15/12/2023
সুখের সময় অনেকেই বন্ধু বটে,দুখের সময় হায় হায় কেউ কারো নয়।ড. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী সিনিয়র ভাইস চেয়ারম্যান, জাকের পার...
14/12/2023

সুখের সময় অনেকেই বন্ধু বটে,
দুখের সময় হায় হায় কেউ কারো নয়।

ড. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী
সিনিয়র ভাইস চেয়ারম্যান, জাকের পার্টি।

11/12/2023
দাড়ি রাখতে সময় লাগে না, সময় লাগে গুণ পরিবর্তন করতে।
10/12/2023

দাড়ি রাখতে সময় লাগে না, সময় লাগে গুণ পরিবর্তন করতে।

09/12/2023
02/12/2023
02/12/2023

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্ণ হলো আজ। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সম্পুর্ণ শান্তি ফিরে আসে নাই।

কল্যান রাষ্ট্র গঠনে গোলাপ ফুলে ভোট দিন।
30/11/2023

কল্যান রাষ্ট্র গঠনে গোলাপ ফুলে ভোট দিন।

21/11/2023

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে ১০,০০০ হাজার টাকার নোট ছাপাতে হবে। Dr. Saim Amir Faisal

Address

Barishal
Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when Rabbi Hasan Molla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabbi Hasan Molla:

Videos

Share