10/10/2024
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ্
প্রিয়, হুফ্ফাজুল কেরাম—ভোলা উত্তর।
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আজ ১০ই অক্টোবর/২৪ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় ভোলা সদর খলিফা পট্টি জামে মসজিদে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলা উত্তর জোনের এক জরুরী পরামর্শ সভার আয়োজন করা হয়।
উক্ত পরামর্শ সভায় কমিটির 'উপস্থিত' সদস্যবৃন্দের একাত্মতা প্রকাশে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলা উত্তর কর্তৃক আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতার তারিখ ও স্থান নির্ধারণ করা হয়।
____________________________________________
✪ ভোলা জেলা উত্তর হিফজ প্রতিযোগিতা ✪
আগামী ০৮ ই ডিসেম্বর/২৪ইং রোজ রবিবার সকাল ০৮ ঘটিকায় আনাস বিন মালেক (রাঃ) ইসলামিক কমপ্লেক্স, চরনোয়াবাদ। ভোলা সদর এ অনুষ্ঠিত হবে। (ইনশাআল্লাহ্) সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা গেলো।
বিশেষ দ্রষ্টব্য;
বিশেষ কোন প্রয়োজনে যদি— প্রতিযোগিতার স্থান ও তারিখ পরিবর্তন হয়, পরামর্শের ভিত্তিতে জানানো হবে।
_____________________________________________
✪ হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী ✪
• প্রতিযোগীকে অবশ্যই কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। একই মাদ্রাসার একই গ্রুপে ০৭ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেনা।
• ইতিপূর্বে যারা যে গ্রুপে অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেছে, তারা সে গ্রুপে অথবা তার নিচের গ্রুপে অংশগ্রহণ করতে পারবে না।
• প্রতিযোগীকে অবশ্যই নির্দিষ্ট সময়ের পূর্বে, নাম ঠিকানা ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবিসহ ফাউন্ডেশনের নির্ধারিত ফরমে আবেদন করে জমা দিতে হবে।
• জেলা পর্যায়ে বাছাইকৃত প্রতি গ্রুপের ০৭ জন বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
• বিভাগীয় প্রতিযোগিতায় নির্বাচিত প্রতি গুরুপে ০৭ জন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
• জেলা প্রতিযোগিতায় নির্বাচিত প্রতি গ্রুপের ০৭ জনকে পুরস্কার প্রদান করা হবে, এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হবে।
> বিচারকমণ্ডলীর রায়-ই চূড়ান্ত বলে বিবেচিত হবে <
বিশেষ দ্রষ্টব্য ;
৫ই ডিসেম্বর এর পরে কোন ফরম জমা নেওয়া হবে না, অতএব ; ঘোষণা অনুযায়ী ৫ই ডিসেম্বরের মধ্যেই ফরম জমা দিতে হবে। ৫ই ডিসেম্বরের পরে কোন অজুহাত গ্রহণযোগ্য হবে না।
_____________________________________________
☞ প্রতিযোগিতার গ্রুপসমূহ :
☞ ০৫ পাড়া গ্রুপঃ (যেকোনো) অনূর্ধ্ব ১০ বছর
☞ যে কোন ১০ পারা (ধারাবাহিক) অনূর্ধ্ব ১২ বছর।
☞ যে কোন ২০ পারা (ধারাবাহিক) অনূর্ধ্ব ১৫ বছর।
☞ পূর্ণ ৩০ পারা গ্রুপঃ (অনূর্ধ্ব ১৮ বছর)
_____________________________________________
✪ ফরম প্রাপ্তি ও জমার স্থান ✪
• সকল প্রতিযোগীকে আগামী ০৫ই ডিসেম্বর/২৪ ইং এর মধ্যে স্ব-স্ব স্থানের দায়িত্বশীলদের কাছ থেকে ফাউন্ডেশনের নির্ধারিত ফরম ১০০/- টাকার বিনিময়ে সংগ্রহ করে, ফরমে নাম ঠিকানা ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবিসহ আবেদন করে ৫ই ডিসেম্বর/২৪ ইং এর মধ্যে জমা দিতে হবে।
➤ ভোলা সদর থানাধীন :
সকল প্রতিযোগীকে জনাব হাফেজ আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা গেলো। যোগাযোগ : ✆ +88 01767-199198
➤ দৌলতখান থানাধীন :
সকল প্রতিযোগীকে জনাব হাফেজ সানাউল্লাহ সাহেবের কাছ থেকে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা গেলো। যোগাযোগ : ✆ +88 01716- 537574
➤ বোরহানউদ্দিন থানাধীন :
সকল প্রতিযোগীকে জনাব হাফেজ জাকির হোসেন সাহেবের কাছ থেকে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা গেলো। যোগাযোগ : ✆ +88 01716- 883102
_____________________________________________
জেলা প্রতিযোগিতা বাস্তবায়নের সুবিধার্থে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে আহবায়ক কমিটির সাথে যোগাযোগ ও পরামর্শ করার অনুরোধ রইলো।
আপনাদের দেওয়া মতামত/পরামর্শের ভিত্তিতে, আহ্বায়ক কমিটি— জেলা কমিটির উপরস্থ সদস্যবৃন্দের সাথে পরামর্শ করবেন।
➤ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দরা হলেন ↓↓
❑ জনাব হাফেজ মাওঃ আব্দুর রাজ্জাক (দাঃবাঃ)
❑ জনাব হাফেজ মাওঃ মুহাঃ মাইনুদ্দিন (দাঃবাঃ)
❑ জনাব হাফেজ মাওঃ মুহাঃ মাসুম বিল্লাহ্ (দাঃবাঃ)
❑ জনাব হাফেজ মাওঃ মাহমুদ হাসান (দাঃ বাঃ)
❑ জনাব হাফেজ মুহাঃ মাহবুবুর রহমান (দাঃ বাঃ)
❑ জনাব হাফেজ মুহাম্মদ সানাউল্লাহ (দাঃ বাঃ)
_____________________________________________
❑ অনুরোধক্রমেঃ
আলহাজ্ব হাফেজ মুহাঃ আফজাল হুসাইন (দাঃবাঃ)
সভাপতিঃ- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন
বাংলাদেশ: ভোলা জেলা- উত্তর জোন।
❑ আলহাজ্ব হাফেজ মাওঃ ইসমাঈল হোসেন (দাঃবাঃ)
সিনিয়র সহ-সভাপতিঃ- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন
বাংলাদেশ: ভোলা জেলা- উত্তর জোন।
❑ আলহাজ্ব হাফেজ মাওঃ মিজানুর রহমান (দাঃবাঃ)
সাধারণ সম্পাদকঃ- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ: ভোলা জেলা- উত্তর জোন।
❑ জনাব হাফেজ মাওঃ আব্দুর রাজ্জাক (দাঃবাঃ)
সাংগঠনিক সম্পাদকঃ- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ: ভোলা জেলা- উত্তর জোন।
বার্তা প্রেরক ;
হাফেজ ফয়সাল বিন শাহজাহান
প্রচার সম্পাদকঃ- হুফ্ফাজুল কোরআন
ফাউন্ডশন বাংলাদেশ: ভোলা জেলা, উত্তর।