Md Hasnain S-p

Md Hasnain S-p সামাজিক ও ইসলামিক ধর্মীয় এবং সময় উপযো? page ar sathe thakar jonno donnobad

16/10/2022

How amazing 😱

30/09/2022

Beautiful vedio 😱

30/09/2022
23/09/2022

How funny 😂😂

03/04/2022

আলহামদুলিল্লাহ, আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন।
আল্লাহপাক যেন সারা মাস তার ইবাদতে সময় ব্যায় করার তাওফিক দান করেন। আমিন। আমরা রমজানে মোবাইলে থেকে নিজেকে কিছুটা হলেও দুরে রাখার চেষ্টা করবো এবং পবিত্র রমজানের পবিত্রতা বজায় রাখিবার জন্য সর্বদা চেষ্টা করিব, ইনশাআল্লাহ ! এতে আমলের মধ্যে বরকত হবে।

01/03/2022
থামিয়ে দাও ,মেয়েদের প্রতি তোমার অসৎ লোভের থাবা।ভেবে দেখো, তুমিও একদিন হতে পারো।একটি মেয়ের বাবা। Am I right ?
03/04/2021

থামিয়ে দাও ,মেয়েদের প্রতি তোমার অসৎ লোভের থাবা।
ভেবে দেখো, তুমিও একদিন হতে পারো।
একটি মেয়ের বাবা। Am I right ?

তোমরা পরস্পরে হিংসা পোষণ করো না, পরস্পর ধোঁকাবাজী করো না, পরস্পর বিদেষ পোষন করো না। একে অপরের (ক্ষতি করার উদ্দেশ্যে) ...
04/09/2020

তোমরা পরস্পরে হিংসা পোষণ করো না, পরস্পর ধোঁকাবাজী করো না, পরস্পর বিদেষ পোষন করো না। একে অপরের (ক্ষতি করার উদ্দেশ্যে) পশ্চাতে শক্রতা করো না, তোমরা আল্লাহর বান্দা রূপে ভাই ভাই হয়ে থাক।
এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে তার উপর যুলুম করবে না, তাকে অপদস্থ করবে না এবং হেয় করবে না , প্রত্যেক মুসলমানের উপর (প্রত্যেক) মুসলমানের জান-মাল ও ইজ্জত- সব কিছুই আমানত ।(মুসলিম ৬৩০৯, ইফা)

02/06/2020

-মরণ কে স্বরণ করো-
🙂
-অহংকার দূর হয়ে যাবে-

21/05/2020

ঐ স্ত্রী হলো উত্তম স্ত্রী👰যে স্ত্রী স্বামীকে বলে তোমার মা🤶 কে কখনো অবহেলা
করনা, কারণ সামনে আমিও মা হবো।
হযরত মুহাম্মদ (সা:)

19/05/2020

🤗পাঁচ ওয়াক্ত নামাজ আর আল্লাহর ওপর ভরসা 🤗 দুটোই করোনা রোগের আসল ভ্যাক্সিন🌿

15/05/2020

....

10/05/2020

যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না ।
সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।

08/05/2020

প্রতিটা মুসলিম ভাই ও বোনদের এই কথা গুলো একবার শুনা দরকার , যে আল্লাহ তায়ালা আমাদের কত ভালবাসেন। এবং আমরা সরবোধা আল্লাহর নাফরমানিতে লিফতো।হে আল্লাহ আমাদের রহম করুন, #আমিন।
সামাজিক ও ইসলামিক ধর্মীয় এবং সময় উপযোগী সকল প্রকার পোস্ট পেতে আমাদের পেইজে like দিয়ে সাথেই থাকুন। �

06/05/2020

হে আল্লাহ মৃত্যু যখন দিবাই!
ঈমানের সহিত দিও...আমিন....

নামাজে আমরা যা বলি , তার অর্থ জানলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবেনা !!নিয়ত করার পর, নামাজের মধ্যে আমরা কি পড়ি, বা বলছি.....
25/04/2020

নামাজে আমরা যা বলি , তার অর্থ জানলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবেনা !!নিয়ত করার পর, নামাজের মধ্যে আমরা কি পড়ি, বা বলছি...

১ ) নামাজে দাড়িয়েই প্রথমে আমরা বলি ”আল্লাহু আকবার’
অর্থ – আল্লাহ্ মহান!

২ ) তারপর পড়ি সানা ।
”সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
ওয়াতাবারাকাস্মুকা ওয়া তা’আলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”
অর্থঃ হে আল্লাহ ! তুমি পাক-পবিত্র , তোমারই জন্য সমস্ত প্রশংসা, তোমার নাম বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ , তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই ।

৩ ) তারপর আমরা শয়তানের প্রতারনা থেকে আশ্রয় চাই এবং বলি,
আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রাজিম ।
অর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।

৪ ) আল্লাহর পবিত্র নাম দিয়ে আল্লাহর দয়া করুণার গুন দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যাই। এবং বলি,
’বিসমিল্লাহির রাহমানির রাহিম’
অর্থঃ পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি ।

৫ ) এরপর আমরা সূরা ফাতেহা দিয়ে নামাজ শুরু করি ( ২ রাকাত / ৪ রাকাত , ফরয / সুন্নতের নিয়ম অনুযায়ী নামাজ পড়ি )

৬ ) আমরা রুকুতে আল্লাহ্ -র উদ্দেশ্যে শরীর অর্ধেক ঝুঁকিয়ে দিয়ে মাথা নুয়িয়ে দিয়ে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই,
তিনবার বলি , সুবাহানা রাব্বি-আল আজিম / সুবহানা রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিহি
অর্থ: আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি ।

৭ ) তারপর রুকু থেকে উঠে আমরা বলি -
> সামি আল্লাহু লিমান হামিদা
অর্থ : আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন, যে তার প্রশংসা করে ।
তারপর পরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি -
>আল্লাহুম্মা ‘রাব্বানা ওয়া লাকাল হামদ’
অর্থ : হে আল্লাহ! যাবতীয় প্রশংসা কেবল তোমারই ।

৮ ) তারপর আমরা সমস্ত শরীর নুয়িয়ে দিয়ে মাথাকে মাটিতে লুটিয়ে দিয়ে আল্লাহর নিকট সিজদা দেই।
বি: দ্র: ‘যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা করে, আল্লাহ তার জন্য একটি নেকী লেখেন ও তার একটি পাপ দূর করে দেন এবং তার মর্যাদার স্তর একটি বৃদ্ধি করে দেন।‘
তিনবার বলি ‘সুবহানা রাব্বিয়াল আ’লা’
অর্থ: আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি।

৯ ) দুই সিজদার মাঝখানে আমরা বলি,
”আল্লাহুম্মাগ ফিরলি,ওয়ার হামনী, ওয়াহদীনি, ওয়া আফিনী, ওয়ার-ঝুকনী”
অর্থ: হে আল্লাহ! তুমি আমায় মাফ কর, আমাকে রহম কর, আমাকে হেদায়েত দান কর, আমাকে শান্তি দান কর এবং আমাকে রিজিক দাও ।

১০ ) এভাবে নামাজ শেষে , মধ্য ( ২ রাকাত , ৪ রাকাত ভিত্তিতে ) বৈঠক আর শেষ বৈঠকে তাশাহুদে, আল্লাহর প্রশংসা করি । রাসুল (সাঃ) এর প্রতি দুরুদ পেশ করে নিজেদের জন্য দুয়া করি । দুআ মাসুরা পড়ি ।
তাশাহুদ :
‘আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্ সালাওয়াতু, ওয়াত্ তাইয়িবাতু। আস্সালামু ‘আলাইকা আইয়্যুহান নাবীয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস্ সালিহীন। আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশ্হাদু আননা মুহাম্মাদান আদুহু ওয়া রাসুলুহু।
অর্থঃ “সকল তাযীম ও সম্মান আল্লাহর জন্য, সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভাল কথা ও কর্মও আল্লাহর জন্য। হে নবী! আপানার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও তাঁর
বরকত বর্ষিত হোক। আমাদের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল।”
দুরুদ :
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও
ওয়ালা আলি মুহাম্মাদিন
কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়ালা আলি
ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ,
অাল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিওঁ ওয়ালা আলি মুহাম্মাদিন
কামা বারাক্তা আলা ইব্রাহীমা ওয়ালা আলি ইব্রাহীমা
ইন্নাকা হামীদুম মাজীদ”।
অর্থ: “ হে আল্লাহ! আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ও উনার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপভাবে আপনি ইব্রাহীম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত সম্মানিত।”
দুআ মাসুরা :
আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি যুলমান কাছিরা, ওয়ালা ইয়াগ ফিরূজ যুনুবা ইল্লা আন্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ার হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম |
অর্থঃ হে আল্লাহ! আমি আমার উপর অত্যাধিক অন্যায় করেছি গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই । সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও । ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে | আমার প্রতি রহম কর । নিশ্চই তুমি ক্ষমাশীল দয়ালু ।

১১ ) ২ কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি ।

১২:- মুসলিম উম্মাহ এর জন্য আল্লাহর দরবারে দোয়া।

ব্যস্ততার কারনে হোক বা তাড়াহুড়োর কারনে হোক, বা যে কোন কারনেই হোক আমরা সব সময় নামাজে গভীর মনোযোগ দিতে ব্যার্থ হই।
কিন্তু সব সময় না পারি মাঝে মাঝে তো আমরা মনোযোগ দিতে পারি ।
তা-ই না ?
এই মনোযোগ বিষয়টা কাজ করবে, যখন আমরা বুঝব যে, নামাজে আমরা কি বলছি।
যখন আমরা নামাজে ব্যবহৃত শব্দ বাক্যগুলোর অর্থ বুঝব বা অনুভব করব তখন মনের মধ্যে স্বাভাবিকভাবে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে এবং আমাদের সাহায্য করবে নামাজ কে আরও বেশি সুন্দর ও খাটি করতে।
এর জন্য যে সম্পুর্ন অর্থ মুখস্ত করতে হবে তাও নয়।
যদি শুধুমাত্র জানা থাকে এই কিছু অর্থ তাহলেই তা কাজ করবে অসাধারণ ভাবে, ইনশা আল্লাহ্।

(ভালো লাগলে শেয়ার করবেন)

18/04/2020

সঠিক নিয়মে নামাজ শিক্ষার পদ্ধতি ...
যারা নামাজের সঠিক নিয়ম গুলো ভুলে গেছেন তাঁরা এক নজরে যেনে নেন এবং সঠিকভাবে নামাজ আদায় করুন।

হে আল্লাহ! আমি তোমার নিকট উপকারী বিদ্যা, গ্রহণযোগ্য আমল এবং পবিত্র জীবিকা প্রার্থনা করি। ইবনে মাজা : ৯১৫
07/04/2020

হে আল্লাহ! আমি তোমার নিকট উপকারী বিদ্যা, গ্রহণযোগ্য আমল এবং পবিত্র জীবিকা প্রার্থনা করি। ইবনে মাজা : ৯১৫

ইয়া আল্লাহ কাফনের কাপড় গায়ে জারানোর  আগে, জিবনের সব গুণা মাপ করে দিও মাবুদ, আমিন আমিন আমিন,,,
07/04/2020

ইয়া আল্লাহ কাফনের কাপড়
গায়ে জারানোর আগে, জিবনের সব গুণা মাপ করে দিও মাবুদ, আমিন আমিন আমিন,,,

01/04/2020

যারা করনার ভয়ে ঘড় থেকে বের হয়না,মাস্ক পরে মসজিদে যায়, এবং কেউ হাত মুসাফা করতে চাইলে না বলে ,বুজতে হবে তাহার ইমান দুরবল।

28/03/2020

আল্লাহ ই আমাদের জন্য যথেষ্ট তিনিই উত্তম কার্য নির্বাহক এবং তার উপরই আমাদের ভরসা

28/03/2020

হে আল্লাহ এবায়ুকে রহমত বানিয়ে দিন একে আযাবের কারন বানাবেন না আয় আল্লাহ এবায়ুকে রহমতের ওসীলা বানান ধবংসের বায়ু বানাবেন না

27/03/2020

আমরা এক আল্লাহ কে ভয় করি, করনা কে নয়। আল্লাহ ই আমাদের রব তিনি ই আমাদের সব

27/03/2020

হে আল্লাহ করনা থেকে আমাদের সবাইকে রক্ষা করুন িন

25/03/2020

প্রধানমন্ত্রী কাকে বলে দেখিয়ে দিয়েছে।জাস্টিন ট্রুডু

মহানবী  হযরত মুহাম্মদ ( স:) এর পাগড়ি মোবারক সুবহানআল্লাহ ।
25/03/2020

মহানবী হযরত মুহাম্মদ ( স:) এর পাগড়ি মোবারক সুবহানআল্লাহ ।

25/03/2020
তওবা করে ফিরে আসলে মহান আল্লাহ তায়ালা পূর্বের গুনাহ গুলো নেকী দ্বারা পরিপূর্ণ করে দিবেন 💚💚💚_____(সুবহানাল্লাহ)_____💞💞(সূ...
22/03/2020

তওবা করে ফিরে আসলে মহান আল্লাহ তায়ালা পূর্বের গুনাহ গুলো নেকী দ্বারা পরিপূর্ণ করে দিবেন 💚💚💚
_____(সুবহানাল্লাহ)_____
💞💞(সূরা-আল-ফুরকান-৭০)💞💞

🌄 #সতর্ক_বার্তাঃ✅রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হুট করে একজন অনেক গুলো মাস্ক নিয়ে এসে বললো , আমরা অমুক সামাজিক সংস্থা থেকে এ...
22/03/2020

🌄 #সতর্ক_বার্তাঃ✅
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হুট করে একজন অনেক গুলো মাস্ক নিয়ে এসে বললো , আমরা অমুক সামাজিক সংস্থা থেকে এসেছি ফ্রি মাস্ক বিতরণ করতে। আপনিও মনের আনন্দে মাস্কটি মুখে নিয়ে হাঁটা শুরু করলেন এবং এরপর যে কি হলো তা আর আপনার মনে নাই।

যখন সবকিছু মনে পরলো তখন আপনি হয়তো কোন হাসপাতালের বিছানায়। আপনার মোবাইল, মানিব্যাগ সব লাপাত্তা কারন ওই ফ্রি মাস্কের মিশানো ছিলো চেতনানাশক ওষুধ।

সবাই সাবধানে থাকবেন। কিছু অসাধু মানুষ আছে যারা দেশের বর্তমান অবস্থাকে পুঁজি করে এই রকম খারাপ কাজ করলেও করতে পারে।

বিশেষ করে আমাদের দেশে এইরকম ঘটনা ঘটা খুব অস্বাভাবিক কিছু না। তাই, মাস্ক কিংবা ফ্রি কিছু নিতে গেলে বুঝে শুনে নিবেন।

নামাজ কে বলনা কাজ আছে😍কাজকে বল আমার নামাজ আছে😍
17/03/2020

নামাজ কে বলনা কাজ আছে😍
কাজকে বল আমার নামাজ আছে😍

পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে আল কোরআন, সুবহানাল্লাহ।
16/03/2020

পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে আল কোরআন, সুবহানাল্লাহ।

15/03/2020

আপনাদের সন্তানকে এসব কাটোন দেখান জাতে আপনার সন্ততান নামাজ শিখতে পারে।

🌼নবীজির কন্ঠে কুরআন শরীফ🌿🍃এতোই মধুর ছিলোআবু জাহেলও লুকিয়ে শুনতো😍🌺সুবাহানআল্লাহ💖
15/03/2020

🌼নবীজির কন্ঠে কুরআন শরীফ🌿
🍃এতোই মধুর ছিলো
আবু জাহেলও লুকিয়ে শুনতো😍

🌺সুবাহানআল্লাহ💖

Address

Bhola Doulotkhan
Bhola

Telephone

+8801626325947

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Hasnain S-p posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies