09/02/2020
রঙ্গিন শহরের নাম না জানা এক রানী।
নাম জানতে চাইনি, আমি জানি এই শহরের এই রানী ।
তার অনেক চিন্তা ভাবনা এই শহরকে নিয়ে ,
এই শহরের রাজাকে নিয়ে ,রাজা এখনো ছোট আর তার জন্য লাগবে শিক্ষা ব্যবস্থা ।
রানী কাছ থেকে হঠাৎ একদিন হারিয়ে গেছে রাজস্ব যখন তার কাছে থেকে হারিয়ে গেছে তার বাবা, রানী তখন ছোট ছিল ।
এখন রানী একটু ভর হয়েছে, বুজতে শিখেছে ,ভাবছে কি করে আবার ফিরে পেতে পারে তার অতীত এর একটি নমুনা ।
আমার সাথে দেখা রানীর শহর থেকে একটু দুরে আরো একটি শহরে, তখন আমি বেস্তছিলাম ছবি তোলা নিয়ে ,আমার কাছে আবদার করে বললো আমার একটি ছবি তোলো, আমি তাকিয়ে ছিলাম আমি অভাগ হয়ে তাকিয়ে ছিলাম আর বললাম তুমি কোথায় যাবে, আমাকে বললো এইটাই আমার শহর ,আমি প্রশ্ন করতে চেয়েছিলাম তায় আগে শুরু করে দিল রানীর জীবনে ঘটে যাওয়া গল্পটা গল্পটার ভিতরে লুকিয়ে থাকা অনুভব গোলো , আমি জানতেও চেয়েছি অনেক বেশি পারিনি তার আগে নিজের মধ্যে কান্নার আওয়াজ এবং গোঙানি আমাকে বিভিন্ন প্রকার প্রশ্ন করতে শুরু করেছিল ।
আমার কাছে আবার এই গল্পের রাজার গল্পটা বলতে শুরু করেছিল ,রাজা এখনো ছোট তাকে আমি তাকে সেই রাজ্যের আবার ফিরে নিবো তার জন্য লাগবে শিক্ষা ব্যবস্থা ।
আমি জানতাম রানীর এখন কি প্রয়োজন, চাওয়ার আগেই আমি তাকে রাজ্যের রাজা শিক্ষার জন্য হাতে তুলে দিয়েছিলাম আমার কাছে থাকা অল্প কিছু মূদ্র ।
আমার সাথে থাকা বন্ধুদের চাইতে গিয়েছিলাম আর ঠিক তখনই দেখতে পেলাম মূদ্র আর তাদের চোখে যেন আমার দেখা সবচেয়ে বেশি কান্নাকাটি ।
আমাদের কাছে থাকা ছবি গুলো যেন অমূল্য হয়ে গেছে আর রানীর ছবিটা যেন আমাদের কাছে একটা রঙীন স্বপ্ন ।
এই রানীদের সবসময় দেখা মিলবে না, এদের দেখা মিলবে কোন এক শহরের মধ্যে এটাই এই রানীদের পার্থক্য ।
১/প্রশ্ন : রানীর সপ্ন কি ?
২/ প্রশ্ন : রাজা কে ?
৩/ প্রশ্ন : কি ছিল সেই কান্না আওয়াজ ?
৪/ প্রশ্ন : সব ছবি কেন অমূল্য হল ?
৫/ এই রানীদের কোথায় মিলে ?
লেখাটির ভিতরে যদি কোন ভুল থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ,,,,,,== ধন্যবাদ,,,,,==