Freelancer Abir

Freelancer Abir Hello there this is Freelancer Abir. I am working on Digital Markwting with 2 years of expreience.

মানুষ চায় উপরের দিকে উঠতে ☺️আলহামদুলিল্লাহ তার প্রশাসনের লোক হয়েও ফ্রিল্যান্সিং করছে,,,💝কারোন তারা জানে বর্তমানে সবকিছু...
06/06/2024

মানুষ চায় উপরের দিকে উঠতে ☺️

আলহামদুলিল্লাহ তার প্রশাসনের লোক হয়েও ফ্রিল্যান্সিং করছে,,,💝
কারোন তারা জানে বর্তমানে সবকিছুই অনলাইনে ডাইভার্ট হচ্ছে,,। সবাই কারো অধীনে কাজ না করে ,, নিজেই নিজের অধীনে থাকতে চায়। আর আমরা এখনো বেকার বসে আছি। সুধু সুধু সোশ্যাল মিডিয়ার সময় দিতেছে। তো চলুন এই সোশ্যাল মিডিয়াটা কে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করি। 💝 দাত থাকতে দাতের মর্যাদা দিতে শিখেন,,,😔

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর শেষ করেই সাধারণত বিপুলসংখ্যক তরুণ চাকরির বাজারে ঢোকেন। একই প্রক্রিয়ায় চাকরির বা...
05/02/2024

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর শেষ করেই সাধারণত বিপুলসংখ্যক তরুণ চাকরির বাজারে ঢোকেন। একই প্রক্রিয়ায় চাকরির বাজারে প্রবেশ করেন প্রকৌশলী ও চিকিৎসকেরাও। চাকরির বাজার কিংবা সামাজিক পর্যায়ে উচ্চশিক্ষিতদের চাহিদা সবচেয়ে বেশি থাকে। কিন্তু বাংলাদেশে এ ধরনের উচ্চশিক্ষিতদের মধ্যেই বেকারের হার সবচেয়ে বেশি। উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর ১২ শতাংশই এখন বেকার।

গতকাল বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের শ্রমশক্তি জরিপের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। ওই প্রতিবেদনেই বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রিধারী উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের হার এখন ১২ শতাংশে পৌঁছেছে। সংখ্যার বিচারে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেকার বসে আছেন প্রায় আট লাখ নারী-পুরুষ।

বিশেষজ্ঞরা মনে করেন, বাস্তবে বেকারের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ, প্রতিবছর যেসব তরুণ-তরুণী স্নাতক ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হন, তাঁদের প্রায় অর্ধেক গড়ে দু-তিন বছর বেকার থাকেন। অর্থনীতিবিদেরা বলছেন, কোভিড মহামারি এবং অর্থনীতির চলমান সংকটের কারণেই দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে।

বেকারত্বের মূল কারণ-সঠিক সময়ে পরিশ্রম না করা, সঠিক সময়ে সিদ্ধান্ত না নিতে পারা, পরবর্তী সময়ের জন্য নিজেকে তৈরি করতে না প...
14/01/2024

বেকারত্বের মূল কারণ-
সঠিক সময়ে পরিশ্রম না করা, সঠিক সময়ে সিদ্ধান্ত না নিতে পারা, পরবর্তী সময়ের জন্য নিজেকে তৈরি করতে না পারা।

সঠিক সিদ্ধান্ত নিতে শিখেন, পরিশ্রমের বয়সে পরিশ্রম করে, নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন। বেকার থাকতে হবে না।


আলহামদুলিল্লাহ বড় ভাইর বাড্ডে Md Abdulla Al Mamun 💝 কলিজার ভাই
31/12/2023

আলহামদুলিল্লাহ বড় ভাইর বাড্ডে Md Abdulla Al Mamun 💝 কলিজার ভাই

New design 💝
26/12/2023

New design 💝

ফ্রিল্যান্সিং এর বিশেষ ৭ টি  সুবিধা...???? ১. সময়ের স্বাধীনতা।২. কাজের স্বাধীনতা।৩. নিজের বেতন নিজে ঠিক করা।৪. বিভিন্ন ...
21/12/2023

ফ্রিল্যান্সিং এর বিশেষ ৭ টি সুবিধা...????

১. সময়ের স্বাধীনতা।
২. কাজের স্বাধীনতা।
৩. নিজের বেতন নিজে ঠিক করা।
৪. বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেগ কাজ করা সুযোগ।
৫. দলগত কাজের সুযোগ।
৬. পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ।
৭. নিজের মন মতো কাজের পরিবেশ।
এতো কিছুর পরে আপনি কি ভাবছেন...????

20/12/2023
আলহামদুলিল্লাহ আরো একটি চমৎকার ক্লাস উপহার দিলেন MD Nahid Hossain sir 🥰 ক্লাসটির বিষয় ছিলো Google Features, 💝 অনেক কিছু ...
06/12/2023

আলহামদুলিল্লাহ আরো একটি চমৎকার ক্লাস উপহার দিলেন MD Nahid Hossain sir 🥰 ক্লাসটির বিষয় ছিলো Google Features, 💝 অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, বুঝতে পারলাম, ☺️। ধন্যবাদ MD Nahid sir k, এতো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য 🙂

👉ছাত্রজীবনে (Freelancing) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার | ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিং হতে পারে প্রথম পদক্ষেপ। ছা...
04/10/2023

👉ছাত্রজীবনে (Freelancing) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার | ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিং হতে পারে প্রথম পদক্ষেপ। ছাত্রজীবন ক্যারিয়ার গঠনের একটি প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতির উপরই মূলত নির্ভর করে পরবর্তীতে ক্যারিয়ার কোন দিকে যাবে ।

সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং পরিকল্পনা নিয়ে সামনে আগাতে হয়। অনেকেই ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দ্বিধায় থাকেন কিংবা বুঝে উঠতে পারেন না যে, ছাত্রজীবনে ক্যারিয়ার পরিকল্পনায় প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত?

এমন হাজারো শিক্ষার্থী রয়েছে যারা ছাত্রজীবনে টিউশন করে আয় করে থাকে। টিউশন বা কোন কোচিং ভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়ানো যেমন সম্মানের তেমনি এটাকে ক্যারিয়ার গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে।

তবে যারা স্কিল ভিত্তিক দক্ষতা বাড়াতে চায় এবং ক্যারিয়ারে সফল হতে চায় তাদের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে সর্বোত্তম পদক্ষেপ। ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা একদিকে যেমন ছাত্রজীবনে আয়ের অন্যতম উৎস তেমনি স্কিল ভিত্তিক দক্ষতা বাড়ানোর প্রধান হাতিয়ার
👈

 Mahmud ভাই❤️
18/09/2023

Mahmud ভাই❤️

বিশ্বের নাম্বার ওয়ান ফ্রিল্যান্সার🫡
05/09/2023

বিশ্বের নাম্বার ওয়ান ফ্রিল্যান্সার🫡

ফাইভার আপডেটঃটপ রেটেড হওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ২০,০০০ ডলার থেকে কমিয়ে এখন মাত্র ১০,০০০ ডলার করা হয়েছে। সকলে দ্রুত ১০,...
09/08/2023

ফাইভার আপডেটঃ
টপ রেটেড হওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ২০,০০০ ডলার থেকে কমিয়ে এখন মাত্র ১০,০০০ ডলার করা হয়েছে। সকলে দ্রুত ১০,০০০ ডলার আয় করুন নিজে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে উঠুন।

ব্যর্থতা মানেই শেষ নয়...!স্টিভ জবস একবার বলেছিলেন, জীবন মাঝে মধ্যে তোমাকে ইট পাটকেল মারবে, বিশ্বাস হারিয়ে ফেলো না। স্ট...
07/08/2023

ব্যর্থতা মানেই শেষ নয়...!

স্টিভ জবস একবার বলেছিলেন, জীবন মাঝে মধ্যে তোমাকে ইট পাটকেল মারবে, বিশ্বাস হারিয়ে ফেলো না। স্টিভ জবস জীবনের প্রতিটি পথে নিষ্ঠুরতার শিকার হয়ে সাফল্যের চূড়ায় আরোহন করেছেন। নিজের হাতে গড়ে তোলা অ্যাপেল কোম্পানি থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। তবুও কিন্তু তিনি থেমে থাকেননি। তার এই অদম্য মানসিকতাই তাকে করে তুলেছিল সবার থেকে আলাদা। স্টিভ জবস নিজের জীবনকে উপলব্ধি করেছিলেন।

স্টিভ জবস তার এক বক্তৃতায় বলেছেন “অ্যাপল থেকে চাকুরীচ্যুত হওয়ার ঘটনা ছিল আমার জীবনে ঘটে যাওয়া শ্রেষ্ঠ ঘটনা। আমার জীবনের সেরা একটি সময়ে প্রবেশের পথ করে দিয়েছিল এই ঘটনাটি।”

সত্যিই কি ফ্রিল্যান্সিং করে লাখ টাকা আয় করা সম্ভব⁉️জ্বি হ্যাঁ! অবশ্যই সম্ভব, এর জন্য প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবস্য...
03/08/2023

সত্যিই কি ফ্রিল্যান্সিং করে লাখ টাকা আয় করা সম্ভব⁉️

জ্বি হ্যাঁ! অবশ্যই সম্ভব, এর জন্য প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবস্যায়। কিন্তু বাস্তব সত্য হলো ইচ্ছা নামক এই অফুরন্ত শক্তি আমাদের প্রত্যেকের মাঝে লুকায়িত থাকলেও এর সঠিক ব্যবহার আমরা করতে পারিনা! ইচ্ছাশক্তিকে ব্যবহার করে জীবন পরিচালনার উপায় তথা কাজের সাফল্যে পৌঁছার কোনো তৎপরতা অনেকের মাঝেই অনুপস্থিত থাকে।

কিন্তু এই ইচ্ছাশক্তির প্রবলেই অনেক প্রতিবন্ধকতা পাড়িয়ে অনেকেই সাফল্য ছিনিয়ে এনেছেন। এর হাজারো উদাহরণ হয়েছে আমাদের চারপাশে।
একটি প্রসিদ্ধ প্রবাদ বাক্য আছে, Where there’s a will, there’s a way অর্থ- ইচ্ছে থাকলেই উপায় হয়।

তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে আজই নিজের লক্ষ্যকে স্থির করা। এবং নিজ লক্ষ্যের ওপর একনিষ্ঠ থাকা।

আর সেই সপ্ন যদি হয় ঘরে বসে ফ্রিল্যান্সিং করে লাখ টাকা আয় করার! তবে তা বাস্তবায়নের লক্ষ্যে ও আপনাদের প্রস্তুত করতে আমরা আছি আপনাদের পাশে!


"তোমার মনের উপর তোমার নিয়ন্ত্রণ রয়েছে।  একমাত্র তুমিই পারো তোমার মনকে এক নিমিষে ভালো করে তুলে সফলতার দ্বারে পৌঁছে যেতে! ...
31/07/2023

"তোমার মনের উপর তোমার নিয়ন্ত্রণ রয়েছে। একমাত্র তুমিই পারো তোমার মনকে এক নিমিষে ভালো করে তুলে সফলতার দ্বারে পৌঁছে যেতে! বাইরের কোনো কিছুই তোমাকে জাগাতে পারবে না যদি তুমি নিজে থেকে না জাগো। তাই সকল বাধা উপেক্ষা করে নিজের উপর প্রথমে নিয়ন্ত্রণ নিয়ে আসো- সফলতা তোমার থেকে খুব বেশি দূরে নয়।"

আমাদের সকলের প্রিয়  #মেহেজাবিন আপু  #ফ্রিল্যান্সার নাদিয়া নাটকে এত সুন্দর করে সব কিছু উপস্থাপন করেছেন অনেক ভালো লেগেছে ।...
27/07/2023

আমাদের সকলের প্রিয় #মেহেজাবিন আপু #ফ্রিল্যান্সার নাদিয়া নাটকে এত সুন্দর করে সব কিছু উপস্থাপন করেছেন অনেক ভালো লেগেছে । স্বামীর টাকায় যখন সংসার চলছে না তখন এক বান্ধবীর মাধ্যমে তথ্য পেলেন ফ্রিল্যান্সিং এর তারপর সংসারের সকল কাজের পাশাপাশি শুরু করলেন ফ্রিল্যান্সিং।
আর আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এখনো ভাবছেন ফ্রিল্যান্সিং শুরু করবেন নাকি করবেন না।

#ফ্রিল্যান্সার_নাদিয়া_নাটকের জন্য মেহেজাবিন বাংলাদেশের আইসিটি মন্রী জুনায়েদ আহমেদ পলক স্যারের কাছ থেকে সম্মাননা পেলেন।

তাই আর নয় ছুটাছুটি । এবার আসুন ক্যারিয়ার গড়ি।
ফ্রিল্যান্সিং করে একটি সুন্দর ও স্মার্ট ক্যারিয়ার তৈরি করুন।


চেষ্টা আর ইচ্ছা শক্তি  মানুষ কে অনেক দূরে নিয়ে যেতে পারে।
22/07/2023

চেষ্টা আর ইচ্ছা শক্তি মানুষ কে অনেক দূরে নিয়ে যেতে পারে।


💢যারা বেকার তারা বেকার না বসে থেকে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।👉সম্পূর্ণ ফ্রি এই লাইভ ক্লাসটি করলে আপনি জানতে  পারবেন।...
20/07/2023

💢যারা বেকার তারা বেকার না বসে থেকে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।
👉সম্পূর্ণ ফ্রি এই লাইভ ক্লাসটি করলে আপনি জানতে পারবেন। 🌿
💢ফ্রিল্যান্সিং কি?
💢ফ্রিল্যান্সিং কি ভাবে শুরু করব?
💢ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি প্রয়োজন হবে?
💢আসুন আজই জয়েন করি।

বিস্তারিত জানতে inbox করেন।
আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার জন্য! 💖
!

🔰আজকে যদি তোমার চাকরিটা চলে যায়। আজকে যদি তোমার ফ্যামিলির মেইন ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায়। তোমার কি হবে? তোমার ফ্যামিলির...
18/07/2023

🔰আজকে যদি তোমার চাকরিটা চলে যায়। আজকে যদি তোমার ফ্যামিলির মেইন ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায়। তোমার কি হবে? তোমার ফ্যামিলির কি হবে? যতটুকু সেভিংস আছে সেটা দিয়ে কতদিন চলবে?
🔰শুনো, চাকরি হচ্ছে লং টার্ম সমস্যার শর্ট টার্ম সল্যুশন। আজকে চাকরি নাই তো আজকে থেকে বেতন নাই। কিন্তু আজকে চাকরি থাকুক বা না থাকুক, আজকের খাওয়া দাওয়া, বাসা ভাড়া, সংসারের খরচ, পকেট খরচ, কেউ অসুস্থ হয়ে গেলে ডাক্তারের খরচ ঠিকই আছে। এইসব খরচ সারা জীবনের প্রতিটা মাসের খরচ, প্রতিটা দিনের খরচ। চাকরি থাকুক বা না থাকুক এইসব খরচ থাকবেই। তাই শুধুমাত্র চাকরির উপর নির্ভর না থেকে, অল্টারনেটিভ ইনকাম বাড়াও। কষ্ট হলেও অল্টারনেটিভ কিছু করো, সেভিংস বাড়াও, সম্পদ বাড়াও। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করে অল্টারনেটিভ ইনকাম করতে পারেন ।
* আপনি যদি ফ্রীল্যান্সিং করতে বা শিখতে চান, তাহলে ইনবক্স করুন ।

আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে ফাস্ট ইনকাম 💝
13/07/2023

আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে ফাস্ট ইনকাম 💝

⚠️প্রশ্ন: মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যাবে ⁉️অথবা, অনেকেরই প্রশ্ন স্মার্ট ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা ?👉 ...
13/07/2023

⚠️প্রশ্ন: মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যাবে ⁉️
অথবা, অনেকেরই প্রশ্ন স্মার্ট ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা ?

👉 উত্তর : স্মার্ট ফোন দিয়ে ফ্রিল্যান্সি করা যাবে।

👉 ........ বুঝিয়ে বলছি।........
👉 ০১. ফাইভার Apps দিয়ে ফাইভার একাউন্ট ম্যানেজম্যান্ট
👉 ০২. ক্লাইন্ট/বায়ারের সাথে ফাইভারে চ্যাটিং ও
👉 ০৩. কাজ পাওয়া এবং কাজ. জমা দেয়া
👉 ০৪. পেমেন্ট ট্রান্সফার করা।
👉 ০৫. মোবাইল দিয়ে কাজ শিখা যাবে (অনলাইন+ অফলাইন)

👉 কি কি অসুবিধা থাকতে পারে?

🔥 প্রফেশনাল কাজগুলো মোবাইল দিয়ে করাটা খুবই অসুবিধাজনক । যে কাজ কম্পিউটার দিয়ে ১ঘন্টায় করে ফেলতে পারা যায় সেই কাজ মোবাইল দিয়ে করতে সময় বেশি লাগবে ।

👉 আমার তো কম্পিউটার নেই আমি ফ্রিল্যান্সি করব না :

🔥 আপনি স্মার্ট ফোন দিয়ে (অফলাইন+অনলাইনে) শিক্ষকের দেখানো
ক্লাসের কাজগুলো মোবাইল দিয়ে, কাজ শিখতে থাকুন ।

🔥 কিছু কাজ শিখার পর যখন আপনার কনফিডেন্স আসবে যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন তখন একটি পুরাতন ল্যাপটপ বা ডেক্সটপ কিনে ফেলুন ।

🔥 কম টাকার ভিতরে পুরাতন ল্যাপটপ/ ডেক্সটপ পাওয়া যায় । যে কনভিগারেশন হোক না কেন সচল থাকলে সেটা দিয়ে আপনি খুব ভালভাবে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন ।

🔥 খুবই মনযোগ দিয়ে প্রফেশনালভাবে কাজ করতে হবে । ধোর্য -বিশ্বাস থাকলে আপনি ইনশাল্লাহ ১ বা ২ মাসের ইনকাম দিয়ে ঝকঝকে ব্রান্ড নিউ ল্যাপটপ কিনতে পারবেন ।
🔥আরো জানুন কমেন্টে 👇

শুভকামনায়.
মোঃ আশানূর
সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
Work:Upwork Marketplace.

 #জীবনমুখী_টিপস  আপনি যা কিছু শিখতে চান তা সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরের ২০ মিনিট এবং ঘুমাতে যাওয়ার ঠিক ২০ মিনিট আগে অনু...
12/07/2023

#জীবনমুখী_টিপস

আপনি যা কিছু শিখতে চান তা সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরের ২০ মিনিট এবং ঘুমাতে যাওয়ার ঠিক ২০ মিনিট আগে অনুশীলন করবেন।

ঘুম থেকে ওঠার ঠিক পরের সময়টাই আমাদের মস্তিষ্ক সবথেকে সক্রিয় থাকে এবং ঘুম থেকে উঠেই ২০ মিনিট কোনোকিছু শিখতে ব্যয় করলে, মস্তিষ্ক দ্রুত পাঠটি স্মৃতিতে গেঁথে ফেলতে পারে।

আর এর যাদুকরী দিকটা হচ্ছে এখানে। আপনি রাতে যে ২০ মিনিট অনুশীলন করবেন তা আরও গুরুত্বপূর্ণ, কেননা ঘুমের সময় আমাদের মস্তিষ্ক—আপনি সারাদিনে যা শিখলেন তার সমস্ত কিছুই এূকত্রিত করে।

মস্তিষ্কের কোষগুলিতে নতুন সংযোগ তৈরি হয় যা আপনার শেখার জন্য দারুণ সহায়তা করে।

তারপর আপনি যখন ঘুম থেকে উঠে আবার অনুশীলনের পুনরাবৃত্তি করেন তখন মস্তিষ্কে সেটি আরও দৃঢ়ভাবে গেঁথে যায়।

একবার পরখ করে দেখতেই পারেন।

11/07/2023

অহংকার পতনের মূল, 😔😔

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে প...
10/07/2023

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।

টাকা কামানো কোনো সহজ কাজ নয়!💯
09/07/2023

টাকা কামানো কোনো সহজ কাজ নয়!💯

07/07/2023

অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পিছনে পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না।

আলহামদুলিল্লাহ নিজের হাতে লোগো তৈরি
24/06/2023

আলহামদুলিল্লাহ নিজের হাতে লোগো তৈরি

Address

Bhola

Telephone

+8801604390076

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Abir:

Videos

Share

Nearby media companies