03/03/2023
আর কবে ফিরবে তোমার হুশ!!!!!! সময় থাকতে ফিরে আসো রবের দিকে। ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়ে ফিরে আসে আর এভাবে ৪ ঘণ্টা নড়াচড়া ছাড়া কস্ট সহ্য করে বিছানায় থাকতে হয় ।
কিডনী বিকল রোগীদের প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয় যার অর্থ মাসে ১২ বার এবং প্রতিবার ৪ ঘন্টা করে মোট ৪৮ ঘন্টা ।
আমরা যারা সুস্থ আছি, আমাদের কিডনি দিনে ৩৬ বার স্বয়ংক্রিয়ভাবে কোন প্রকার ব্যথা ছাড়াই আমাদের রক্ত পরিষ্কার করে যাচ্ছে ।
আল্লাহ তায়ালার কি পরিমান দয়ায় আমরা বেচে আছি একবারও কি উপলব্ধি করেছেন?
তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন ।
আলহামদুলিল্লাহ.. আলহামদুলিল্লাহ ❤️
©