Ahmed Alamin

Ahmed Alamin ইসলামী সংস্কৃতি বিকাশে ফেইজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন।

15/09/2023

আপনার পছন্দের বক্তার নাম কী???

আলহামদুলিল্লাহ।
15/09/2023

আলহামদুলিল্লাহ।

03/07/2023

সালাত অর্থ কী ?

18/02/2023

খানকায়ে বশিরিয়া বাহারুন নূর হাফিজিয়া মাদ্রাসার।❤️
হাফেজ ছাত্রদের সনদ প্রধান ও ছবক
অনুষ্ঠান।🥀🥀

#অনুষ্ঠান #হাফেজ #ছবক

আলহামদুলিল্লাহ
11/02/2023

আলহামদুলিল্লাহ

দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর থিয়েটার বিভাগের মনোমুগ্ধকর অভিনয় প্রোগ্রাম সম্পন্ন হলো।👉ছিলাম ভোলা জেলার সুনামধন্য প্রতিষ্ঠান চ...
31/01/2023

দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর থিয়েটার বিভাগের মনোমুগ্ধকর অভিনয় প্রোগ্রাম সম্পন্ন হলো।

👉ছিলাম ভোলা জেলার সুনামধন্য প্রতিষ্ঠান চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার শিক্ষা সফর ২০২৩ এর সাংস্কৃতিক অনুষ্ঠানে।

স্থানঃ-বাংলাবাজার ইকু পার্ক,ভোলা। #অভিনয় #নাটক #ইসলামিকপোস্ট

__তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করিতে। তাহাদের একজন ...
23/01/2023

__তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করিতে। তাহাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদেরকে উফ্' বলিও না এবং তাহাদেরকে ধমক দিও না ; তাহাদের সঙ্গে সম্মান সূচক কথা বলিও।

وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا

মমতা বশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও এবং বলিও, হে আমার প্রতিপালক! তাহাদের প্রতি দয়া কর যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন।'

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ

সূরা বানী ইসরাইল [১৭:২৩-২৪]

__তুমি একদিন বাপ হবে তখোন তোমার সাথে এই গটনা গুলো গটবে' তখন বুঝবে" তখন কাঁন্না করে কোন লাভ হবেনা, তখোন হয়'তো তুমি তোমার ভুল বুঝতে পারবে" তখোন অনেক দেরী হয়ে যাবে।

_আল্লাহ কিছু মাণুষ কে দুনিয়া শাস্তি দুনিয়াতে দিয়ে দেয়,
আর আখেরাতে তো তাঁর ডব্বল শাস্তি দিবে।

এ সময় তারা সেবাযত্নের মুখাপেক্ষী হোন। তাই প্রত্যেক সন্তানের জন্য মা-বাবার সেবা করা উচিত। আল্লাহতায়ালা কোরআনে পিতা-মাতা বার্ধক্যে উপনীত হলে তাদের সঙ্গে সুন্দর আচরণের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, 'তাদের একজন বা দুজনে বুড়ো হলে তাদেরকে 'উহ্' শব্দটিও বল না, তাদেরকে ধমক দিও না, তাদেরকে সম্মান দিয়ে কথা বল।

আল্লাহ সবাই সঠিক বুঝদান করোক।
রাসূল (সাঃ) বলেন,
আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে।
অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
[আবু দাউদঃ ৫১৫]
ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন
#ইসলাম #ইসলামিকপোস্ট #আল্লাহ

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল,সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল।উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপ...
22/01/2023

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল,সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল।
উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে।
ছেলে যখন বয়স্ক হল ছেলেকে সব ব্যাবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন।
ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন।
তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন।
ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।
ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!
খাবার খেয়ে বাবা বাহিরে হাটতে চলে গেল।
কিছু পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল।
খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।
কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন ---"আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "।
পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন "বাবা! আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন??
ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি!
আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি! কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।
*মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন*
*কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।
________সংগৃহিত
#ইসলামিক #ইসলাম #আল্লাহ #ইসলামিকপোস্ট

শীত সকালে খেজুর রসটা মজা ছিল ভারী,ভাড়ে নিয়ে ঘুরত কত রসে ভরা হাড়ি। প্রতি গ্লাস পঁচিশ পয়সা আছে সবার জানা,যে যত খেতে পারত ক...
17/01/2023

শীত সকালে খেজুর রসটা মজা ছিল ভারী,
ভাড়ে নিয়ে ঘুরত কত রসে ভরা হাড়ি।

প্রতি গ্লাস পঁচিশ পয়সা আছে সবার জানা,
যে যত খেতে পারত কেউ করত না মানা।

গ্রাম গঞ্জে রাস্তার ধারে খেজুর গাছের সারি,
দুই চারটা দেখা যেত প্রতি বাড়ি বাড়ি।

গাছ কাটত গেদু চাচা বাঁধত গাছে হাড়ি,
চুরি করে রস খেয়েছি গাছের উপর চড়ি।

গুলতি মেরে হাড়ির তলা দিতাম ফুটো করে,
গেদু চাচার কাণ্ড দেখে হাসতাম প্রাণটা ভরে।

চুরি করে রস খেয়েছি দিয়েছি জলে ভরে,
নিজে সাধু সেজে দোষটা দিয়েছি অন্যের ঘারে।

ছোট্ট বেলার বাদরামিটা মনে পড়ে ভাই,
সবার যেন মনে পড়ে একটু লিখলাম তাই।

স্মৃতিগুলো মনে আছে খজুর গাছতো নাই,
শীত সকালে রসের হাড়ি খুজেও পাই না তাই।

আবার যদি পেতাম ফিরে আগের দিনের মত,
চুরি করে রস খেতাম না কিনেই খেতাম শত।
#খেজুর #মাহমুদজাফরেরসন্ধানচাই #আল্লাহ #খেজুরের #রস #শিশির #শিতেরপিঠা #খেজুরেররসেরফিন্নি #ইসলাম #সাল্লাল্লাহুআলাইসাল্লাম

মাহমুদ জা'ফর। বাংলাবাজার আর সারা দেশের বইপ্রেমী পাঠকের কাছে পরিচিত মোল্লা জা'ফর নামে! বই বিক্রি করে জীবিকা নির্বাহ করেন৷...
15/01/2023

মাহমুদ জা'ফর। বাংলাবাজার আর সারা দেশের বইপ্রেমী পাঠকের কাছে পরিচিত মোল্লা জা'ফর নামে! বই বিক্রি করে জীবিকা নির্বাহ করেন৷ নিরীহ ও সাধারণ একজন মানুষ। বই ভালোবাসেন, বিক্রি করেন; এটিই তার পেশা ও নেশা! তার শপের নাম মোল্লার বই.কম।
১০ জানুয়ারি মঙ্গলবার রাতে, যাত্রাবাড়ী তার নিজের দোকান থেকে শনির আখড়া বই ডেলিভারি দিতে যান। সে রাতে আর ফিরে আসেননি তিনি। সেই থেকে এখন পর্যন্ত নিখোঁজ সবার প্রিয় মোল্লা জাফর।
ফুটফুটে দুটি কন্যাসন্তান, স্ত্রী, পরিবার-পরিজন, বন্ধুমহল—সবাই পথ চেয়ে বসে আছেন প্রিয় জাফরের!
প্রশাসনের অনেক সুহৃদ ভাইয়েরা আছেন, যারা বই পড়েন, ভালোবাসেন। আপনারা কি আমাদের জানাতে পারেন, মোল্লা জা'ফর কোথায় আছে! একটা মানুষ এভাবে পথে নেমে হারিয়ে যাবে—কেউ জানবে না, এটা কি হতে পারে!
আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, এই ব্যাপারে কেউ এগিয়ে আসুন! তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক! আমাদের প্রিয় এই ভাই আবার আমাদের কাছে নিরাপদে ফিরে আসুক!
আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

#মাহমুদজাফরেরসন্ধানচাই

@রাহনুমা প্রকাশনী

আলহামদুলিল্লাহ!!  সম্পন্ন হলো দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর ২০২৩ সেশনের প্রতিনিধি নির্বাচন। 🔹পরিচালকঃ- Ahmed Jakaria🔹সহকারী প...
13/01/2023

আলহামদুলিল্লাহ!! সম্পন্ন হলো দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর ২০২৩ সেশনের প্রতিনিধি নির্বাচন।

🔹পরিচালকঃ- Ahmed Jakaria
🔹সহকারী পরিচালকঃ- MB Eyamin
🔹অর্থ সম্পাদকঃ- মুজাহিদুল ইসলাম
🔹অফিস ও কিশোর সম্পাদকঃআল-আমিন
🔹আইটি সম্পাদকঃ Md Kawsar
🔹সংগীত পরিচালকঃইউছুফ হোসেন
🔹তেলাওয়াত পরিচালকঃহাফেজ ফয়সাল।
#আল্লাহ সকল দায়িত্বশীল ভাইদের কাজকে সহজ করে দিন।

সাপ্তাহিক ক্লাস শেষে দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর এক ঝাঁক শিশু শিল্পী
07/01/2023

সাপ্তাহিক ক্লাস শেষে দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর
এক ঝাঁক শিশু শিল্পী

19/12/2022

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

হায়রে আমার গায়ের বাড়ি সারি সারি গরুর গাড়ি।
07/05/2022

হায়রে আমার গায়ের বাড়ি সারি সারি গরুর গাড়ি।

🥀🥀🥀🥀ঈদ 🥀🥀🥀🥀🙋‍♂️🙋‍♂️🙋‍♂️মোবারক🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
04/05/2022

🥀🥀🥀🥀ঈদ 🥀🥀🥀🥀
🙋‍♂️🙋‍♂️🙋‍♂️মোবারক🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

26/07/2021

Address

Bhola
8321

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Alamin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Alamin:

Videos

Share

Nearby media companies



You may also like