Nazmus Sakib

Nazmus Sakib Hi! At first take my salam/adab. I'm Omar. I will try Islami video for my fans.

25/10/2023

‘কারো জন্য কারো জীবন থেমে থাকে না’—এই কথাটা পুরোপুরি সত্য নয়। সময় যেহেতু বহমান স্রোতের মতো একটা বিষয় এবং সময়কে আটকে রাখা যেহেতু কোনোভাবে সম্ভব নয়, ফলে একজনের অনুপস্থিতিতে অন্যজনের জীবনের সময়গুলো ঠিকই কাটে বটে, কিন্তু সেই জীবনটাকে কতোটা ‘জীবন’ বলা যায় তা ব্যাখ্যাসাপেক্ষ।

বিষয়টাকে আরেকটু সহজ করা যেতে পারে।

ধরুন, আজ সকালে আপনার আম্মা মারা গেছেন। গতকাল সকালেও যিনি দিব্যি সুস্থ ছিলেন, আপনার সাথে ফোনে কথা বলেছেন অথবা অফিসে আসবার পথে আপনাকে ঘরের দোর পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন, সেই মমতাময়ী মা আজ হয়ে গেলেন সম্পূর্ণ ভিন্ন এক জগতের বাসিন্দা। বলুন তো—গতকালকের দিন আর আজকের দিন কি একই আপনার জীবনে?

আপনার আম্মা মারা যাওয়াতে আপনার জীবন কিন্তু থেমে থাকবে না। জীবন তার নির্দিষ্ট গতিতে চলবে। কিন্তু ‘মা সহ’ আর ‘মা ছাড়া’—এই দুই জীবন কি এক হবে কোনোদিন?

‘কারো জন্য কারো জীবন থেমে থাকে না’—এই কথাটা অবশ্যই সত্য, কিন্তু কারো কারো জন্যে জীবন মাঝে মাঝে হারাতে পারে তার স্বাভাবিক ছন্দ। কারো কারো অনুপস্থিতি জীবনে তৈরি করে দিয়ে যেতে পারে এক অনিঃশেষ শূন্যতা।

যার সাথে সংসার করবেন না বলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যার হাতে পৌঁছে গেছে আপনার ডিভোর্স-লেটার, হতে পারে সে চলে যাওয়ার পর জীবন আপনাকে এমন একটা বাস্তবতার সামনে এনে দাঁড় করাবে যেখানে দাঁড়িয়ে আপনি তাকে অসম্ভবরকম মিস করবেন। সবকিছুর বিনিময়ে তাকে ফিরে পেতে চাইবেন।

যে বন্ধুকে অনায়াসে দূরে ঠেলে দিয়েছেন, হতে পারে তার অনুপস্থিতি আপনার জীবনে এমন এক শূন্যতা তৈরি করবে যেটা আপনি হাজারো বন্ধু দিয়েও পূরণ করতে পারবেন না। দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও তাকে ফেরত চাইবেন।

কিন্তু, জীবন সর্বদা সবাইকে ‘দ্বিতীয় সুযোগ’ দেয় না।

কারো জন্য কারো জীবন থেমে থাকে না ঠিকই, কিন্তু কারো কারো জন্য জীবন মন্থর হয়ে পড়তে পারে। বদলে যেতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ। তাই, সম্পর্ক ভেঙে ফেলার আগে সেই সম্পর্কের অনুপস্থিতি আপনার জীবনে কীরকম প্রভাব ফেলতে পারে—সেটা ভাবতে ভুল করবেন না।

25/10/2023
একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
16/03/2023

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

তথ্য ইন্ডিয়া টাইমস।

💔🥺💔🥺
16/02/2023

💔🥺💔🥺

🥰🤲
14/02/2023

🥰🤲

-আহ্, এই যেন বহু দিনের  'আমরা তো আছি একে অন্যের পাশে সর্বদা'  বলতে না পারার আক্ষেপ! 🇧🇩🇹🇷
12/02/2023

-আহ্, এই যেন বহু দিনের 'আমরা তো আছি একে অন্যের পাশে সর্বদা' বলতে না পারার আক্ষেপ! 🇧🇩🇹🇷

Alhamdulillah 💚
10/02/2023

Alhamdulillah 💚

তুরস্ক 🥺💔সিরিয়া।
09/02/2023

তুরস্ক 🥺💔সিরিয়া।

একটু ভাবুন ভাই🥺🥺
31/12/2022

একটু ভাবুন ভাই🥺🥺

14/11/2022

একটু ভাবুন🥺🥺

তাদের ৫ জনকে হয়তো আর কখনো একসাথে ২২ গজে দেখা যাবেনা, তবে তারা থাকবে এদেশের ক্রিকেটের পরিচয় হয়ে, তারা থাকবে এদেশের ক্রিকে...
07/11/2022

তাদের ৫ জনকে হয়তো আর কখনো একসাথে ২২ গজে দেখা যাবেনা,
তবে তারা থাকবে এদেশের ক্রিকেটের পরিচয় হয়ে, তারা থাকবে এদেশের ক্রিকেট ইতিহাসের সোনালী সময় হয়ে...!

29/10/2022

আমি স্বপ্নে আমার প্রিয় নবীকে দেখেছি........

Banglawash T20I Tri-Series 🔥❤️
06/10/2022

Banglawash T20I Tri-Series 🔥❤️

23/02/2022

কাবিলার কাহিনি দেখেন কি হইছে শেষে,🤣🤣🤣

অদ্ভুত নাটক,, 😢😢😃😃😎

কাজল আরিপিন ওমি,❤️❤️

23/02/2022

👉tahmina_chowdhury_prity0

🤣 ১৪ ফেব্রুয়ারির আগে ও দিনে এবং পরে🤣🤣🤣পুরাই বিনোদন।

23/02/2022

শেষটার জন্য অপেক্ষা ছিলাম না 😃😃😃🤣🤣🤣🤣।

14/02/2022

😭😭😭😭😂😂😂😂

14/02/2022

😭😭😪😭😭😭

মাশরাফিরা ফুরিয়ে যায় না, ফিরে আসে বার বার।নড়াইল এক্সপ্রেস ক্যাপ্টেন মাশরাফী🔥
08/02/2022

মাশরাফিরা ফুরিয়ে যায় না, ফিরে আসে বার বার।
নড়াইল এক্সপ্রেস ক্যাপ্টেন মাশরাফী🔥

Address

Bhola

Telephone

+8801795551410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmus Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmus Sakib:

Videos

Share

Category