18/06/2022
সূরা আল-ফাতিহাঃ-১ম খন্ড ( নামাজ )
-----------------------------------------------------------------
এই সূরাটির একাধিক নাম হাদিসে এসেছে।।
প্রসিদ্ধ সহী হাদিসের বর্ণনা থেকে মাত্র ৫ টি নাম নিছে দেয়া হলো।।
(১) সূরা আল-ফাতিহা (২) সূরাতুল হামদ্ (৩) উম্মুল কুরআন (৪) সূরাতুস্ সালাত (৫) সূরাতুশ্ শিফা।।
সূরা আল-ফাতিহার আয়াত - শব্দ - অক্ষরঃ-
আয়াতঃ- ৭ টি
শব্দঃ- ২৫ টি
অক্ষরঃ- ১১৩ টি
সহী হাদিসে এসেছে,,
নামাজে সূরা আল-ফাতিহা পড়া ওয়াজিব।।
সূূরা ফাতিহা ছাড়া নামাজ সম্পূর্ণ হবে না।।
এমন কি নামাজের প্রত্যেক রাকাতের শুরুতে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না।।
সুতরাং সূরা ফাতিহা খুবই গুরুত্বপূর্ণ সূরা।।
রাসুল (সাঃ) বলেনঃ- পূর্বের কোন কিতাবে সূরা আল - ফাতিহার মত এত বড় নেয়ামত পূর্ণ সূরা নাজিল হয়নি।।
শুধু মাত্র কুরআনুল কারীমের অন্যতম বিশেষ মোজেজা হলো সূরা ফাতিহা।।
যা আল্লাহ এবং তার বান্দাদের মধ্যে সরাসরি কথোপকথন।।
সূরা ফাতিহার আয়াত গুলো ভাগ করা।।
কিছু আয়াত আল্লাহর জন্য এবং কিছু আয়াত বান্দার জন্য।।
নামাজে দাড়িয়ে সূরা ফাতিহা পড়ার সময় ধিরস্হির হতে হবে।।
এবং অনুধাবন করতে হবে যে,, মহান আল্লাহ আমার কথা শুনছেন এবং তার উত্তর দিচ্ছেন।।
দেখুন,, নামাজে দাড়িয়ে আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলছি,,
আমরা বলি,,মহান আল্লাহ তার জবাব দেন
এবং মহান আল্লাহ প্রশ্ন করেন -- আমরা সেই প্রশ্নের উত্তর দেই।। সুবহানাল্লাহ
এজন্য নামাজ হলো আল্লাহ এবং তার বান্দার মধ্যে মহা-মিলন বা দিদার।।
বান্দা যখন নামাজে দাড়িয়ে বলেঃ-
আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন
( সকল প্রসংশা একমাত্র মহান রাব্বিল আলামিনের)
তখন,, আল্লাহ বলেন,,আমার বান্দা আমার প্রসংশা করলো।।
এবং বান্দার প্রসংশার উত্তরে বান্দাকে মহান আল্লাহ জিজ্ঞেস করেন--- তুমি কার প্রসংশা করলা??
রাব্বুল আলামিন কে??
তখন বান্দা উত্তর দেয়ঃ-
আররাহ মানির রাহিম
(তিনি হলেন পরম করুনাময় এবং অতি দয়ালু মেহেরবান)
তখন মহান আল্লাহ বলেনঃ- নাআম,,তুমি সত্য বলছো।।
আমিই একমাত্র করুনাময় এবং সবচেয়ে দয়ালু।।
আচ্ছা,, রাব্বুল আলামিনের আরো একটা গুন বলতো??
তখন বান্দা বলেঃ-
মালিকি উয়াওমিদ্দিন
( তিনি বিচার দিবসের মালিক)
তখন মহান আল্লাহ বলেন,, নাআম-- তুমি সঠিক বলছো।।
মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাকে নামাজের মধ্যে প্রশ্ন করেনঃ-
আচ্ছা তুমি কি সেই মহান রবের মুখাপেক্ষী??
তখন বান্দা উত্তরে বলেনঃ-
ইয়্যাকানা'আ বুধু ওইয়্যাকা নাসতাইন
(আমরা একমাত্র তারই ইবাদত করি এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করি)
তখন মহান আল্লাহ বলেন,,তা বুজলাম।৷
এখন কি সাহায্য প্রার্থনা করো বলো?
আজ তোমার সকল প্রার্থনা মঞ্জুর করবো।।
তখন বান্দা নামাজে দাড়িয়ে বলেঃ-
ইহ্ দিনাস সিরাতল মুস্তাকিম
(আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান)
তখন মহান আল্লাহ বলেনঃ-
কোন ধরনের সহজ সরল সঠিক পথ চাও,,বলো ??
তখন বান্দা ব্যাখ্যা দেয়ঃ-
চিরাতল্লাজিনা আন আমতা আলাইহিম
(তাদের পথে আমাদেরকে রাখো,,যাদের পথ তোমার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত,,যারা সুসংবাদ প্রাপ্ত)
গায়রিল মাগদুবি আলাইহিম,, ওলাদ্দলিন
( তাদের পথে আমাদেরকে রেখো না,,, যারা পথভ্রষ্ট,, অভিশপ্ত,, গযবপ্রাপ্ত))
আমিন
( হে মহান রব,,আমার এই চাওয়াকে তুমি কবুল ও মঞ্জুর করো)
সংগ্রহ এবং লেখকঃ- শিহাব ফরাজি
সৌদি আরব - পবিত্র মাদীনা মনোয়ারা থেকে।।