Old Memories

Old Memories This channel (Old Memories) is about music videos. We upload band music for entertaining audiences. Thanks for visiting our channel.

13/10/2024

মানুষের মধ্যে 'ফ্রিজিং পয়েন্ট' বলে একটা ব্যাপার থাকে। যে পয়েন্টে গেলে মানুষ খায়-দায়, ঘুমায়, টিভি দেখে, ফেসবুকিং করে, ক্লাস করতে যায়, আড্ডা দেয়। কিন্তু সে ভিতরে জমে আছে, বরফের মতো।

মন খারাপ?
-না।
হতাশ?
-না।
কিছু চাইছো?
-না।
খারাপ লাগছে?
-না।
ভালো লাগে?
-তাও না।

অথচ সে পরীক্ষায় ফেল করেনি। তাকে কেউ ভালোবাসায় তীক্ষ্ম প্রত্যাখান করেনি। সে ক্ষুধার্ত হয়ে রাস্তায় চট বিছিয়ে শুয়ে নেই। সে শুধু জমে আছে, শুকিয়ে আছে ঝরা পাতার মতো।

যে প্রশ্নটা তখন সবচেয়ে বেশি কানে বাজে,'হোয়াট'স রং উইথ মি?' আমি চলছি, সুস্থ-স্বাভাবিক। কিন্তু এই প্রকৃতি, এই কোলাহল, এই শহর, এই মায়াজাল, এই একঘেয়ে আবেগ কোনোকিছুই আমাকে টানে না। আমাকে কিছু স্পর্শ করছে না। কিংবা আমিই হয়তো স্পর্শের বাইরে আছি। হয়তো!

13/10/2024

Ufff.... Fillings ta asholei onno rokom 😐🫣😊❤️

01/10/2024

Caption:-
Choro zururat nahi....🤭😜😜

30/09/2024

বুদ্ধ কি চাইলেও হিটলার কে আটকাতে পারে ??
যুদ্ধে কি আর নিজের ইচ্ছায় জয়ী হওয়া যায় ??
বিধ্বস্ত গ্রহে কিভাবে থাকা যায় ??
আয়নার সামনে কিভাবে দাঁড়ানো যায় ??
লাশের মোড়কে ঘুম কি কখনো শান্তির হয় ??

আমরা চাই,

হিটলার কে ছেড়ে দেয়া হোক,
যোদ্ধা জয়লাভ করুক,
চিরশত্রু বিধ্বস্ত গ্রহের সাথে ধ্বংস হয়ে যাক,
কেউ লাশের মোড়ক ভেঙ্গে ফেলুক,
মুক্তি দেয়া হোক তাকে, যেন সে আয়নার সামনে দাঁড়ানোর সাহস পুনরায় করতে পারে।

কিছু বিষাদ হোক ফুল, নগরীর নোনা ধরা দেয়ালে!🦋💔
24/09/2024

কিছু বিষাদ হোক ফুল, নগরীর নোনা ধরা দেয়ালে!🦋💔

12/09/2024

মনে আছে মুগ্ধ ভাই কে???
পানি লাগবে???
পানি লাগবে???

10/09/2024

একদল মানুষ স্ট্যাটাস দেয় না, কাউকে বলেও না, তখন চুপচাপ কোথাও একটু নিরিবিলি জায়গায় গিয়ে একা বসে থাকে! কিছুক্ষন পর ঠিক নিজেকে সামলে নেয়!🖤

04/09/2024

- আনম্যাচিউর মানুষটাই মুলত সুখী,
ম্যাচিউরিটি চলে এলে মানুষ
আনন্দ হারায়,
অভিনয় শিখে যায়!💔

31/08/2024

আমি ব্যর্থ,
সত্যিই আমি ব্যর্থ,
এত বছর পরেও নিজেকে বোঝাতে পারলাম না,
গল্পটা আমাদের হলে কি ক্ষতি ছিল?
মাঝে মাঝে মনে হয় কোন একটা সড়ক দুর্ঘটনা হোক যেখানে শুধুমাত্র আমিই মারা যায় 😐
অথবা,
কোথা থেকে কোন একটা বুলেট আমার সোজা এসে আমার মস্তিষ্কে লাগুক আর আমি মারা যাই।😶
কিছু স্মৃতি থাকে যা মানুষকে তিলে তিলে হত্যা করার জন্য যথেষ্ট।
আসলে আসলে এটা আমার প্রাপ্য,
I deserve it😶

27/08/2024

আপনি যদি বলেন ভালোবাসা সুন্দর তাহলে আপনি শুধু বৃষ্টিতেই ভিজেছেন। ঝড়ের কবলে এখনো পরেন নাই; জীবন একদম এলোমেলো হয়ে যাবে, কঠিন ভাবে নষ্ট হয়ে যাবেন !😅💔

26/08/2024

তারা কী পারবে এই প্রশ্নের উওর দিতে???

Sad but True
26/08/2024

Sad but True

25/08/2024

প্লিচ আমাকে ক্ষমা করে দাও প্লিচ.... 🤣

23/08/2024

এতদিন মনে হতো আমরা বাংলাদেশিরা পুরো বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাছে কাছে কিছুই না। 😐😐 আমাদের লেভেল একদম জিরোতে😐😐 We are nothing 😐😐

কিন্তু,

এখন মনে হচ্ছে

আমাদের লেভেল একবারেই জিরোতে না।

কারো সাপোর্ট ছাড়াও আমাদের হয়তোবা অল্প হলেও কিছু শক্তি আছে।

We are something✊✊ Not nothing.✊✊

আসলে আমরা বন্ধু চিনতে ভুল করেছিলাম, যাদেরকে এতদিন শত্রু ভেবে এসেছি তারাই ছিল আসল বন্ধু আর যাদের বন্ধু ভেবেছি তারাই ছিল শত্রু।

অনেকের কাছে হয়তোবা আমার এই কথাটা খারাপ লাগতে পারে, কোনরকম আগাম সতর্কবার্তা ছাড়াই রাতের অন্ধকারে বাঁধ খুলে দিয়ে সহস্র নিরীহ প্রাণ কেড়ে নেওয়া, সহস্র নিরীহ মানুষের জীবনকে ঝুকির মুখে ফেলাই প্রমাণ দেয় তারা বন্ধু না শত্রু।

তোমরা "লুৎফুজ্জামান বাবর" বন্ধুকে জানিয়ে দিও """ We find our "শত্রুজ" Now It's time to get ready for war """

সর্বশেষ এতোটুকু বলতে চাই

তুমি কে? আমি কে?

বাংলাদেশ 🇧🇩🇧🇩 বাংলাদেশ 🇧🇩🇧🇩

23/08/2024

এইরকম আগস্ট যেনো শত বছরেও না আসুক 😔

23/08/2024

ক্যাপশন মূল্যহীন💔😓

20/08/2024

একটি বিকেলের বিনিময়ে মৃত্যুদন্ড দিও
আমি সন্ধ্যায় সেচ্ছায় কারাবরণ করবো।

19/08/2024

তীব্র ভালোবাসা নিয়ে কাছে যেতে নেই।
তীব্র ভালোবাসা আর থাকে না।
কাছে যেতে হবে নিতান্ত শরীরের টানে;
জৈবিক চাহিদার জন্য।
দুজন দুজনের ভেতর মিশে একাকার হবে।
অতঃপর মিশে থাকবে হিসাব অথবা দায়বদ্ধতা বিহীন।।
যেখানে থাকবে না কোন প্রতিশ্রুতি;
অথবা ঘর বাধার আকুতি।

Address

Bheramara
7040

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Old Memories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies