07/11/2025
সালটি ছিলো ১৯৬০ এর আসে পাশে,
প্রত্যন্ত এক গ্রামীণ এলাকায় নব বিবাহিত এক দম্পত্তি অভাবের মাঝেও দিব্বি ভালো কাটাচ্ছিলেন নিজেদের সংসার। একে একে 2 জন ছেলে সন্তানেরও জন্ম দেন মহিলাটি।
বড় ছেলের যখন ৫ বছর এবং ছোট ছেলের
যখন ৩ বছর তখন তাদের বাবা ভাইরাসে মারা যান।
অল্প বয়সী মা দ্বিতীয় বিয়ের প্রস্তাব পেলেও তা নাকোজ করে নিজের ২ সন্তানের দেখাশোনার দায়িত্ব নেন।
অতঃপর ২ ছেলেকে বিয়েও করান।
অল্প বয়সে বিয়ে এবং বিধবা হওয়ায় সে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন যেটা বয়সের সাথে সাথে বাড়তেই থাকে। মহিলাটির অতি মাত্রায় কথা বলা সকলের কাছে বিরক্তি এনে দেয়৷ প্রথমে ছেলের বউয়েরা বিরক্তি দেখালেও পরবর্তীতে ছেলেরাও বিরক্তি দেখায়।
এরপর একদিন ২ ভাই মিলে সিদ্ধান্ত নেন মা-কে কোথাও রেখে আসবেন।
যেমন কথা তেমন কাজ, একদিন মা-কে নিয়ে তারা ঢাকা শহরে যায়, সেখানে এক চা-দোকানের সামনে মা-কে বসিয়ে রেখে তারা তাদের কাজের বাহানা দিয়ে গ্রামে চলে আসে।
গ্রামে আসার পর আসে পাশের মানুষজন মা-য়ের কথা জিজ্ঞেস করলে তারা তাদের এক আত্মীয়র বাসায় রেখে এসেছে এই বাহানা দেয়।
২দিন পরই তাদের মন খারাপ হতে লাগলো মায়ের জন্য। তাই দেরি না করে ঢাকা রওনা দেন৷ চায়ের দোকানে গিয়ে মায়ের বর্ণনা দেখিয়ে জিজ্ঞেস করলে দোকানদার বলেন, "পাগল মানুষদের খবর আমি কীভাবে জানবো? আমি দোকান সামলাতে ব্যাস্ত".
কোনো খোজ না পেয়ে তারা আশাহীন হয়ে গ্রামে ফিরে আসে।
তার কিছুদিন পর ২ ভাই তাদের টিনের চালের উপরে কারো মাটি ছোড়ার শব্দ পায়, এত মাত্রায় শব্দ যা সহ্য করাও দায়। রাত হলেই শব্দ শুরু হতো সারারাত শব্দ চলতো।
তার ২-৩ দিন পর বড় ভাই সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যায়, সেখান থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসে আর বলে " আগুন আগুন চারপাশে আগুন, কেউ পানি দাও"
কিন্তু কেউ সে আগুন দেখতে পারছিলো না৷ বড় ভাইকে স্বান্তনা দিতে ছোট ভাই পানি ছিটিয়ে দিয়েছিলো কিন্তু কোনো লাভ হয়নি।
তার ফলস্বরূপ, বড় ভাই সেখানেই আগুন আগুন করতে করতে মারা যায়।
এক শোক না কাটাতেই তার কিছুদিন পর ছোট ভাইও একইরকম ভাবে মারা যায়৷
তাদের মৃত্যু এত ভয়াবহ কেন হলো এই প্রশ্ন জিজ্ঞেস করাতেই তাদের বউয়েরা সব কিছু উন্মোচন করে। কিভাবে তারা তাদের মায়ের সাথে এমন অন্যায় করায় আল্লাহ দুনিয়াতেই তাদের জাহান্নাম দেখিয়ে দিলো।
যে মা নিজের সারাজীবন বলি দিয়েছে ২ সন্তানের জন্য সে মায়ের উপরই তারা এমন জুলুম করলো, এবং ফলস্বরূপ পৃথিবীতেই জাহান্নামের এক ঝলক দেখে মৃত্যু হলো।
⚠️⚠️⚠️গল্পটি সত্য ঘটনা ছিলো⚠️⚠️⚠️‼️