19/06/2024
বর্তমান যুগটাই কিন্তু নিঃসন্দেহে প্রশংসনীয় ফিতনার যুগ। কেনো বললাম!
পর্দাহীনতা,জিনা,ব্যভিচার কি নেই?
তো আজ কথা বলব এই তিন বিষয় নিয়ে। প্রিয় বোন আমার, আপনি মাশাল্লাহ অনেক সুন্দর। আপনার হাসি নিখুঁত। তবে কেনো সেই মূল্যবান সবকিছু পরপুরুষ দেখবে।বের্পদার সাথে জিনার সম্পর্ক আছে।এখন বলবেন পর্দা করা বোরখা পরা মেয়েটিও জিনা করে!
না!
আসলে সে লোক দেখানো পর্দা করছে।যা রিলেশান নামক গন্ডিতে গিয়ে সরে যায়।বিয়ের পরের ইসলামী নীতিমালা না জানার কারণে জিনা, ব্যভিচার বাড়ছে।
এমন ভাবে পর্দা করো বোন আমার।তোমাকে যেনো চেনা না যায়,বোঝা না যায় যুবতী না বয়স্কা।তাতে লাভ কী?
মহান রবের সন্তুষ্টি আর একবার তাতে মজা পেলে তোমার চেহারা কেনো একটাও পশম কেউ দেখলে তুমি কাঁদতে কাঁদতে বিচার দিবে রবকে!
সেখানে জিনা তো সম্ভবই না।
তাই বলছি প্রিয় বোন নামাজ আর পর্দা ছেড়ে দিবে না। এই দুটো সঠিক পথের ধূলো!
আল্লাহ সবাইকে দ্বীনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দিন, আমিন।