মল্লিকা মঞ্জুরী

মল্লিকা মঞ্জুরী জীবনের সকল পদক্ষেপেই আলহামদুলিল্লাহ...🥰 আল্লাহ সকল পরিকল্পনার একমাত্র অধিকারী..🤍

07/11/2025

সালটি ছিলো ১৯৬০ এর আসে পাশে,
প্রত্যন্ত এক গ্রামীণ এলাকায় নব বিবাহিত এক দম্পত্তি অভাবের মাঝেও দিব্বি ভালো কাটাচ্ছিলেন নিজেদের সংসার। একে একে 2 জন ছেলে সন্তানেরও জন্ম দেন মহিলাটি।

বড় ছেলের যখন ৫ বছর এবং ছোট ছেলের
যখন ৩ বছর তখন তাদের বাবা ভাইরাসে মারা যান।

অল্প বয়সী মা দ্বিতীয় বিয়ের প্রস্তাব পেলেও তা নাকোজ করে নিজের ২ সন্তানের দেখাশোনার দায়িত্ব নেন।

অতঃপর ২ ছেলেকে বিয়েও করান।

অল্প বয়সে বিয়ে এবং বিধবা হওয়ায় সে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন যেটা বয়সের সাথে সাথে বাড়তেই থাকে। মহিলাটির অতি মাত্রায় কথা বলা সকলের কাছে বিরক্তি এনে দেয়৷ প্রথমে ছেলের বউয়েরা বিরক্তি দেখালেও পরবর্তীতে ছেলেরাও বিরক্তি দেখায়।

এরপর একদিন ২ ভাই মিলে সিদ্ধান্ত নেন মা-কে কোথাও রেখে আসবেন।

যেমন কথা তেমন কাজ, একদিন মা-কে নিয়ে তারা ঢাকা শহরে যায়, সেখানে এক চা-দোকানের সামনে মা-কে বসিয়ে রেখে তারা তাদের কাজের বাহানা দিয়ে গ্রামে চলে আসে।

গ্রামে আসার পর আসে পাশের মানুষজন মা-য়ের কথা জিজ্ঞেস করলে তারা তাদের এক আত্মীয়র বাসায় রেখে এসেছে এই বাহানা দেয়।

২দিন পরই তাদের মন খারাপ হতে লাগলো মায়ের জন্য। তাই দেরি না করে ঢাকা রওনা দেন৷ চায়ের দোকানে গিয়ে মায়ের বর্ণনা দেখিয়ে জিজ্ঞেস করলে দোকানদার বলেন, "পাগল মানুষদের খবর আমি কীভাবে জানবো? আমি দোকান সামলাতে ব্যাস্ত".

কোনো খোজ না পেয়ে তারা আশাহীন হয়ে গ্রামে ফিরে আসে।

তার কিছুদিন পর ২ ভাই তাদের টিনের চালের উপরে কারো মাটি ছোড়ার শব্দ পায়, এত মাত্রায় শব্দ যা সহ্য করাও দায়। রাত হলেই শব্দ শুরু হতো সারারাত শব্দ চলতো।

তার ২-৩ দিন পর বড় ভাই সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যায়, সেখান থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসে আর বলে " আগুন আগুন চারপাশে আগুন, কেউ পানি দাও"
কিন্তু কেউ সে আগুন দেখতে পারছিলো না৷ বড় ভাইকে স্বান্তনা দিতে ছোট ভাই পানি ছিটিয়ে দিয়েছিলো কিন্তু কোনো লাভ হয়নি।

তার ফলস্বরূপ, বড় ভাই সেখানেই আগুন আগুন করতে করতে মারা যায়।

এক শোক না কাটাতেই তার কিছুদিন পর ছোট ভাইও একইরকম ভাবে মারা যায়৷

তাদের মৃত্যু এত ভয়াবহ কেন হলো এই প্রশ্ন জিজ্ঞেস করাতেই তাদের বউয়েরা সব কিছু উন্মোচন করে। কিভাবে তারা তাদের মায়ের সাথে এমন অন্যায় করায় আল্লাহ দুনিয়াতেই তাদের জাহান্নাম দেখিয়ে দিলো।

যে মা নিজের সারাজীবন বলি দিয়েছে ২ সন্তানের জন্য সে মায়ের উপরই তারা এমন জুলুম করলো, এবং ফলস্বরূপ পৃথিবীতেই জাহান্নামের এক ঝলক দেখে মৃত্যু হলো।

⚠️⚠️⚠️গল্পটি সত্য ঘটনা ছিলো⚠️⚠️⚠️‼️

06/11/2025

হিজরতের রাতে রাসুল ﷺ-কে রক্ষা করতে গুহায় দাঁড়িয়ে সাপের কামড় সহ্য করলেন, শুধু যেন প্রিয় নবী ﷺ নিরাপদ থাকেন।

শিক্ষা: সত্যিকারের বন্ধুত্ব—ঈমানভিত্তিক এবং ত্যাগপূর্ণ।

06/11/2025

কঠিন শর্ত সত্ত্বেও শান্তির জন্য রাসুল ﷺ চুক্তি করলেন। পরে সেই চুক্তিই ইসলামের বিজয় বয়ে আনে।

শিক্ষা: ধৈর্য ও মীমাংসা অনেক সময় যুদ্ধের চেয়ে শক্তিশালী।

06/11/2025

ইউসুফ আঃ ভাইদের ষড়যন্ত্র, কূপে নিক্ষেপ, দাসত্ব, কারাগার—কিন্তু তিনি পবিত্রতা রক্ষা করলেন। শেষে রাজ্যের মন্ত্রী হলেন।

শিক্ষা: পরীক্ষা পথ—সাফল্য অন্তে। চরিত্রই আসল সম্পদ।

06/11/2025

ফিরআউনের সৈন্য সামনে, পেছনে সমুদ্র। মুসা (আ.) বললেন: “আমার রব আমার সাথে আছেন।” লাঠি মারতেই সমুদ্র ফেটে রাস্তা।

শিক্ষা: অসাধ্য বলে কিছু নেই—আল্লাহ চাইলে উপায় দেন।

05/11/2025

ইব্রাহিম (আ.) স্বপ্নে দেখলেন ছেলেকে কুরবানি করছেন। ইসমাইল (আ.) বললেন: “বাবা, আপনি আদেশ অনুযায়ী করুন।” অবশেষে আল্লাহ কুরবানির বদলে জান্নাতি দুম্বা দিলেন।

শিক্ষা: আদেশ মানলে আল্লাহ কষ্টকে রহমতে বদলে দেন।

05/11/2025

ইব্রাহিম (আ.)-কে আগুনে নিক্ষেপ করা হল। চারদিকের মানুষ দেখছে। তখনও তিনি বললেন: “আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক।” আগুন হতে হলো ঠান্ডা ও শান্ত।

শিক্ষা: দুনিয়ার ভরসা ভঙ্গুর—আল্লাহর ভরসা অটুট।

05/11/2025

রাসুল ﷺ ইসলামের দাওয়াত পৌঁছাতে তায়েফে গেলেন। মানুষ তাকে অপমান করল, অপদস্ত করল, পাথর ছুঁড়ে রক্তাক্ত করল। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তিনি চাইলে এই জাতিকে ধ্বংস করা হবে। কিন্তু তিনি বললেন, “হয়তো তাদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে।”

শিক্ষা: কষ্টে ধৈর্য, প্রতিশোধ নয়— এটাই দয়া।

05/11/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

30/10/2025

# একটি সত্য ঘটনা..............

একটি বাসায় স্বামী এবং স্ত্রী দুজনই থাকেন কিন্তু একদিন স্ত্রী বাপের বাড়িতে গিয়েছিলেন। বাসায় শুধু স্বামী ছিলেন, সেদিন বাড়িতে অসাবধানতাবসত গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লেগে যায়। স্বামী গুরুতরভাবে আহত হন। স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিন দিন আইসিইউ তে থাকার পর ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইন্তেকালের পর আশে পাশের মানুষজন দুর্নাম ছড়াচ্ছিলেন সিলিন্ডারটি ব্লাস্ট করার পূর্বে স্বামী এবং স্ত্রীর ফোনালাপ হয় এবং সেখানে স্ত্রী নাকি বলেছিলেন (খবরদার আমার সকল পোষাক জামা-কাপড় নিয়েই বের হবে নয়তো ভালো হবেনা)
মানুষজন এসব বলছিলেন আর স্ত্রীর নামে ছিঃ ছিঃ করছিলেন।

তো এই কাহিনী এক ভদ্র মহিলা শুনার পর গুজব রটানো এক মহিলাকে জিজ্ঞেস করলেন "সেখানে কি ওই মুহুর্তে আপনারা কেউ ছিলেন?" তিনি উত্তরে জানালেন "আগুনের সময় আমরা গিয়ে কি করবো?"
অতঃপর ভদ্র মহিলা পুনঃরায় জিজ্ঞেসগ করলেন "যেহেতু আপনারা ছিলেন না এবং কোনো মহিলাই নিজের নামে বদনামি করতে যাবেনা নিজের দোষের কথা প্রকাশ্যে কাউকে বলবে না আর স্বামী আইসিইউ তে ছিলেন উনার পক্ষেও সম্ভব নয় একথা কাউকে বলতে, তাহলে আপনারা জানলেন কীভাবে এসব?"

গুজব রটানো মহিলা বলে উঠলেন "আমি কি জানি? আশে পাশের মানুষদের থেকে শুনেছি"

এটি শুধু একটি ঘটনা এমন কত ঘটনা চারাপাশে ঘটে চলেছে তার কোনো হিসেব নেই৷
আমরা তিল কে তাল বানাতে সময় নিই না। গুজবে কান দিয়ে ইমান নষ্ট করছি।
আল্লাহ হেদায়াত দান করুক৷ নিজের চোখে দেখেই বিশ্বাস করা উচিৎ। এ দুনিয়া মায়ার দুনিয়া। একটু অসচেতনতা ইমান ভঙ্গ করার জন্যেই যথেষ্ট।
আল্লাহ রক্ষা করুক (আমিন)

Address

Bhatara

Website

Alerts

Be the first to know and let us send you an email when মল্লিকা মঞ্জুরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share