রমণীর রঙ

রমণীর রঙ আমাদের পেজের প্রতিটি প্রোডাক্ট কোয়ালিটি খুবই মানসম্মত।"নতুনত্ব ও মানে বিশ্বাসী"এই নীতিতে আমরা কাজ করি
(12)

বেডি মানুষ নিয়ে এতো অভিযোগের  পরেও ৪/টা বিয়ে কেন করতে চায় বেডা মানুষ,🤔🫤💁‍♀️🤷‍♀️
02/12/2024

বেডি মানুষ নিয়ে এতো অভিযোগের পরেও ৪/টা বিয়ে কেন করতে চায় বেডা মানুষ,🤔🫤💁‍♀️🤷‍♀️

আলহামদুলিল্লাহ
02/12/2024

আলহামদুলিল্লাহ

01/12/2024

যে পাখি ঘর বুঝেনা, উড়ে বেড়াই বন বাদাঁরে,
ভোলা মন মিছে কেন, মনের খাঁচায় রাখিস তারে!!

01/12/2024
30/11/2024

বিয়ের আগে যদি মানুষ চেনা যেতো তাহলে হয়তো সম্ভব ছিল কথাগুলো কাজে লাগতো কিন্তু বিয়ের পর সংসারের কথা ভেবে, সমাজের কথা ভেবে সবকিছু মেনে নেই মানুষ সেটা পুরুষ বা মহিলা যেই হোকনা কেন।
দুনিয়ার সকল পুরুষ ও খারাপ না আবার সবক মহিলাও খারাপ না।
জীবন মানেই চড়াই উৎরাই ভালোমন্দ সবকিছু মিলিয়ে
তবে কোনকিছু যদি সহ্যের বাহিরে চলে যায় তবে সেখান থেকে বের হয়ে যাওয়া সবচেয়ে উত্তম।

29/11/2024

কেউই একাকীত্ব পছন্দ করে না, তবে প্রিয় মানুষের কারনেই মাঝেমধ্যে একাকীত্বকে মেনে নিতে হয়..! 🖤🌸

জুম্মা মোবারক
29/11/2024

জুম্মা মোবারক

27/11/2024

একজন পুরুষের শখের নারী হওয়া ভাগ্যের ব্যাপার। আসলেই কথাটা সত্যি। মেয়েদের বিয়ের পরে স্বামীই সবকিছু।

ফেসবুকে ফলোয়ার বাড়ছে না,এ নিয়ে চিন্তার শেষ নাই! সোশ্যাল মিডিয়ায় 'রিচ' কমে গেলতা নিয়ে হতাশার অন্ত নাই!অথচ চলে যাওয়া দিনে–...
26/11/2024

ফেসবুকে ফলোয়ার বাড়ছে না,
এ নিয়ে চিন্তার শেষ নাই!
সোশ্যাল মিডিয়ায় 'রিচ' কমে গেল
তা নিয়ে হতাশার অন্ত নাই!

অথচ চলে যাওয়া দিনে–
কোনো নেকি যোগ হলো না আমলনামায়,
এসব ক্ষেত্রে নির্বিকার, কোন ফিকির নাই!

সোশ্যাল মিডিয়ায় চেক করা
ফলোয়ার সংখ্যার মতো–
প্রতিদিন যদি নিজের আমলনামায়ও
একটুখানি নজর দিতাম!

কমে যাওয়া ফলোয়ারে জন্য করা
আফসোস আর হাহুতাশ এর মতো–
জীবন থেকে কমতে থাকা হায়াত নিয়ে
যদি এর সিকিভাগও চিন্তা করতাম!

__অর্থহীন হাহুতাশ
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

25/11/2024

শীত কিন্তু একা আসেনি, কারোর জন্য পরীক্ষা নিয়ে আসছে কারোর বা বিয়ে তো আবার কারোর জন্য ভ্রমনের সুযোগ। আর আমার জন্য নিয়ে আসছে জর ঠান্ডা কাশি শ্বাসকষ্ট 🫤
আপনাদের কার কোনটার সাথে মিলে কমেন্টে জানাতে পারেন, আপনাদেরটা শুনি একটু😄

বিয়ের দাওয়াতে যাওয়ার সময় আমরা কি গিফট দিব সেটা নিয়ে অনেক ভাবনাতেই পড়ে যায় তাইনা?? তাহলে সমাধান পাবেন  নিচের এই দিকগুলো ব...
25/11/2024

বিয়ের দাওয়াতে যাওয়ার সময় আমরা কি গিফট দিব সেটা নিয়ে অনেক ভাবনাতেই পড়ে যায় তাইনা??
তাহলে সমাধান পাবেন নিচের এই দিকগুলো বিবেচনা করে যদি গিফট কিনতে চেষ্টা করেন।

24/11/2024

স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর রাখর জন্য দুজনকেই যথেষ্ট চেষ্টা করতে হয়। দুজন দু'জনের প্রতি সম্মানবোধ রাখতে হয়, দুজনের মধ্যে আন্তরিকতা, বুঝার ক্ষমতা, মিলেমিশে সব সিদ্ধান্ত নেয়ার মতো মানসিকতা রাখা তবেই অনেকটা সহজ হয়।যদিও কিছুক্ষেত্রে ভিন্ন দেখা যায়।

বেশি বেশি ইস্তেগফার করলে রবের সন্তুষ্টি পাওয়া যাবে বারবার
24/11/2024

বেশি বেশি ইস্তেগফার করলে রবের সন্তুষ্টি পাওয়া যাবে বারবার

"নিজেকে পরিবর্তন করা কঠিন"-তবে অসম্ভব কিছু নয়,! ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎...
23/11/2024

"নিজেকে পরিবর্তন করা কঠিন"-
তবে অসম্ভব কিছু নয়,! ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎
আবেগ যদি শেখায় অভিযোগ করতে,
তাহলে অভিজ্ঞতা শেখাবে চুপ থাকতে༎♥️ 🥀

Address

Bhairab Town
2350

Telephone

+8801715656612

Website

Alerts

Be the first to know and let us send you an email when রমণীর রঙ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রমণীর রঙ:

Videos

Share

Category


Other Video Creators in Bhairab Town

Show All