Zayan Moni

Zayan Moni No limits just opportunities

পৃথিবীর সবথেকে দ্রুততম জিনিস হলো নামাজ, অন্তর থেকে জিহ্বায় আসার আগে এর গতি বুঝে নিন,প্রভুর কাছে পৌছিয়ে যায়।🥰
10/09/2024

পৃথিবীর সবথেকে দ্রুততম জিনিস হলো নামাজ, অন্তর থেকে জিহ্বায় আসার আগে এর গতি বুঝে নিন,প্রভুর কাছে পৌছিয়ে যায়।🥰

আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সৌভাগ্যের বিষয় গুলোর মধ্যে অন্যতম হলো আপনার শৈশব।🖤
08/09/2024

আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সৌভাগ্যের বিষয় গুলোর মধ্যে অন্যতম হলো আপনার শৈশব।🖤

পৃথিবী ঘুরার উপায় না থাকলে বই পড়া তোমার জন্য বাধ্যতামূলক।
07/09/2024

পৃথিবী ঘুরার উপায় না থাকলে বই পড়া তোমার জন্য বাধ্যতামূলক।

07/09/2024

নৈতিকতা হলো সেই মুক্তা যার কোনো দাম নেই কিন্তু তা দিয়ে সব কিছু কেনা যায়।🍁

মাঝে মাঝে এই পৃথিবীটাকে কালো জায়গা মনে হয়,এমন একটা জায়গা যেখানে স্বপ্ন বাস্তবের সাথে চূর্ণ  হয়ে যায়, আর যেখানে আশা একটি ...
07/09/2024

মাঝে মাঝে এই পৃথিবীটাকে কালো জায়গা মনে হয়,এমন একটা জায়গা যেখানে স্বপ্ন বাস্তবের সাথে চূর্ণ হয়ে যায়, আর যেখানে আশা একটি বিভ্রম,আমরা সেই আশাকে আকঁড়ে দরে বেঁচে থাকতে চায়।🖤

নিরবতা যখন আত্নায় প্রবেশ করে তখন কম্পনের প্রয়োজন পড়ে না।🍁
07/09/2024

নিরবতা যখন আত্নায় প্রবেশ করে তখন কম্পনের প্রয়োজন পড়ে না।🍁

জীবনে যদি সমস্যার সম্মুখীন না হতাম জীবন কি তাহলে জানতাম কিভাবে 🙂   ゚
06/09/2024

জীবনে যদি সমস্যার সম্মুখীন না হতাম জীবন কি তাহলে জানতাম কিভাবে 🙂

06/09/2024

কেউ একজন আছে যে তোমার উপর বিরক্ত হয় না,সে জানে তুমি তাকে তোমার উদ্দেশে ডাকছো তবু তোমার সব কথা মন দিয়ে শুনে,তোমার চাওয়া গুলো কবুল করে তিনি একমাএ আল্লাহ ❤️

মানুষ যতই ধনী হোক না কেন, কষ্ট বিক্রি করতে পারে না, শান্তিও কিনতে পারে না🍁
05/09/2024

মানুষ যতই ধনী হোক না কেন, কষ্ট বিক্রি করতে পারে না, শান্তিও কিনতে পারে না🍁

05/09/2024

খারাপ সময় নিয়ে চিন্তা না করে কৃতজ্ঞ হও কারণ খারাপ সময় অনেক ভালো মুখ চিনিয়ে দেয়।🙂

05/09/2024

আমরা বাবা মাকে ভয় পাওয়ার শেষ প্রজন্ম আর সন্তানকে ভয় পাওয়ার প্রথম প্রজন্ম 🙂

অন্যের কাছে নিজের মূল্য আশা করো না,যদি তোমার বিবেক তোমার প্রশংসা করে,তাহলে তোমার মর্যাদা অনেক বেশি।🥀😊
05/09/2024

অন্যের কাছে নিজের মূল্য আশা করো না,যদি তোমার বিবেক তোমার প্রশংসা করে,তাহলে তোমার মর্যাদা অনেক বেশি।🥀😊

রাতের গভীর নিরবতা ভেঙে মিষ্টি  আহবান ঘুমের চেয়ে নামাজ উওম। 🌼
05/09/2024

রাতের গভীর নিরবতা ভেঙে মিষ্টি আহবান
ঘুমের চেয়ে নামাজ উওম। 🌼

04/09/2024

প্রকৃত ভালোবাসা তো তার যে তোমাকে নয় মাস ভালোবেসেছে।
পেটে দরেছে
না হলে মানুষ তো নয় দিনে চলে যায়।🖤

কেউ কাওকে বুঝতে পারেনা,মানুষের মন হলো সাগরের মতোসাগরের চেয়েও গভীর আর রহস্যময়।
04/09/2024

কেউ কাওকে বুঝতে পারেনা,
মানুষের মন হলো সাগরের মতো
সাগরের চেয়েও গভীর আর রহস্যময়।

নির্জনতায় শান্তি আছে সমাবেশ মন ভাঙ্গে। 🙂🍀
04/09/2024

নির্জনতায় শান্তি আছে সমাবেশ মন ভাঙ্গে। 🙂🍀

প্রেমিক সত্য হোক বা মিথ্যা হোক আমার ফুল বিক্রি হয়ে যায়।🙂🌼
04/09/2024

প্রেমিক সত্য হোক বা মিথ্যা হোক আমার ফুল বিক্রি হয়ে যায়।🙂🌼

বন্ধ খাঁচায় থাকা পাখিদের চোখে যে দুঃখ থাকে আমরা প্রায়ই আমাদের আত্নার মধ্যে অনুভব করি-🙂
03/09/2024

বন্ধ খাঁচায় থাকা পাখিদের চোখে যে দুঃখ থাকে আমরা প্রায়ই আমাদের আত্নার মধ্যে অনুভব করি-🙂

Address

Bhairab Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zayan Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bhairab Bazar

Show All