Happiness that you deserve

Happiness that you deserve Gaming

30/03/2024

প্লেয়ার রিভিঊ :- মার্কোস রাশফোর্ড (Blue Lock Animation) 📌
এইটা পেইজের প্রথম পোস্ট তাই রিচ আসবে এই আশায় লেখতেসি না, তবে প্লেয়ারটা যেহেতু পেস এর ইতিহাসের এক আবেগের নাম তাই পেইজের প্রথম পোস্টটা তাকে নিয়ে লেখতে মন্দ না।
পেস এর সাথে আছি সেই ১৭ সাল থেকে কিন্তু এতদিনে এসে পেইজ খুললাম কাজটা হয়ত আরো আগে শুরু করা দরকার ছিল!

যাইহোক কাজের কথায় আসি, যারা পেস আগে থেকে খেলে তারা জানে রাশফোর্ড এক আবেগের নাম, ভালবাসার নাম। সময় ব্যবধানে সে যুবক থেকে পরিণিত হয়েছে, সিলভার থেকে গোল্ড আবার গোল্ড থেকে আইকন হিসাবেও পেস এ খ্যাতি লাভ করেছে কিন্তু বরাবরই সে পেসারদের নিকট এক স্পেসাল প্লেয়ার। এর ভিতর সবচেয়ে ভয়াবহ ভার্সন ছিল পেস ২১ এর লাল রাশফোর্ড এর যখন আইকন এর যুগ গেল তখন থেকে রাশফোর্ড এর হাইপও কমে গেল কিন্তু বিলিভ মি ব্লু লক ক্যাম্পেন এর কার্ডটা অনেক স্পেসাল, যেটার হালকা প্রমান নিচের ভিডিওতে পাবেন 👇
আমি কখনোই অটো ট্রেইনে প্লেয়ার মাঠে নামায় না সবসময় নিজের স্পেসাল ট্রেইন এ খেলি তাই এই কার্ড এর ক্ষেত্রেও সেইম আর কথাগুলা আমার ট্রেইনের ঊপর ভিত্তি করে খেলানোর পর বলা। আগে ভাল দিকগুলা একসাথে শুরু করা যাক-

* এই কার্ড এর সবচেয়ে বড় স্পেসালিটি হল ডাবল টাচ + শুটিং, মনে আছে আগে রাশফোর্ড দিয়ে ডাবল টাচ মারার পর শুট নিলেই জালের কোণ দিয়ে বল ডুকে যেত? এই কার্ডটা আপনাকে একেবারে সেইম ফিল দিবে। ডাবল টাচটা একেবারে আগের মত স্মুথ + শুটিং ত এক কথায় তুলনাহীন( শুধু এই কার্ড এর) । ডাবল টাচ দেওয়ার পর শুট বাটনে ক্লিক করবেন তাতেই ইনাফ ডিস্টেন্স তেমন প্রবলেম না বক্সের বাইরে থেকে বা আশে পাশে থেকেই দিবেন গোলের দেখা পাবেন, দুর থেকে হলে স্টানিং দিলে ফিলটা বেশি পাবেন মনে হবে আইকন রাশফোর্ড দিয়ে খেলতেছেন। এই কার্ড এর শুটিং নিয়ে সারা রাত লেখলেও শেষ হবে না, আমি বলব আপনি জাস্ট ডা টাচ দিয়ে এরপর একটা স্টানিং দেন বাকিটা সে দেখে নিবে 💫

*এই কার্ড এর আরেকটা স্পেসালিটি হল বডি মুভমেন্ট, বল পায়ে আসার পর যখন বডি ফেইন্ট দিবেন বা বল নিয়ে পুরো টার্ন করবেন তখন লো সেন্ট্রাল গ্রেভিটি+ফিজিকাল এভিলিটির কারনে এতটা স্মুথ লাগে যা অন্য সিএফদের দিয়ে তেমন পাওয়া যায় না।
*আর রাশফোর্ড এর এই কার্ডটাকে বাকি সব কার্ড এর থেকে স্পেসাল লাগার সবচেয়ে বড় কারন এক্সেলারেশন আর ব্যালেন্স,আমি একেবারে স্টাটস হাতে ধরে রিভিউ দিচ্ছি না তবে আমি এক্সেকলি যেরকম অনুভব করেছি সেটাই বলতেসি। বল নিয়ে দৌড়ানোোর সময় মনে হয় বল পায়ের সাথে মিশে গেছে।

* রাশফোর্ড এর স্পিড নিয়ে যে কেও জানে এসব নিয়ে লেখার কিছু নাই তাও বলে দেওয়া ভাল আমি আমার ট্রেইনে স্পিড কিছু কম দিয়েছিলাম কিন্তু সেটা গেইম এ তেমন ইফেক্ট করে না মনে হয় যেন ৯৯ স্পিড, বল পায়ে না থাকলে বেশি বুজা যায়!
*শেষ যে জিনিসটা আর আমাকে যেটা সবচেয়ে অবাক করেছে তা হল রাশফোর্ড এর পজিশনিং সেন্স, এত নিখুত পজিশনিং আপনাকে অদ্ভুদ করতে বাধ্য, এক একসময় ডিফেন্স এর পিছন দিয়ে রান নিবে আবার বিল্ড আপেও হেল্প করবে ✔️

এবার খারাপ দিকে আসা যাক -
কার্ড এর আমি তেমন কোনো খারাপ দিক দেখি নি তবে হেডিং টা একটু বাজে লেগেছে তাও প্রয়োজন মত কাজে লেগে যাবে। ড্রিবল টা মাঝে মাঝে কম মনে হয় তবে সেটা ৭০ মিনিট এর পর। আর আরেকটা বিষয় হল ডাবল টাচ বা স্কিল না করে শুট নিলে মাঝে মাঝে বল বাহিরে চলে যায় তাই একটু প্যারা লাগবে। তবে আপনি পাসগুলা নিয়ে পেইন এ থাকবেন যদি ২ সিএফ নিয়ে খেলেন কারন এই কার্ড এর পাসিং বাজে।

বি:দ্র: লেখাগুলা আমার ট্রেইনিং এর ঊপর নির্ভর করে খেলার পর বলেছি আর আমি গেইমে রাশফোর্ড এর বাকি সব কার্ড দিয়েও খেলছি কিন্তু এটার ধারে কাছেও নাই সেগুলা (শুধু বিগ টাইম বাদে)। ট্রেনিং সসটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে 🫶

Address

Bhairab Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happiness that you deserve posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Happiness that you deserve:

Videos

Share


Other Gaming Video Creators in Bhairab Bazar

Show All