Tanim Ahmad

Tanim Ahmad tanim

miss u dost 🥺🥺
09/09/2022

miss u dost 🥺🥺

woman🐯🐯🐯
28/08/2022

woman🐯🐯🐯

17/08/2022
31/07/2022

অনেকেই জানতে চেয়েছেন, বান মারা এটা কি ও কেমন...

দেখুন ভালো করে ....

একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয় একটি পুতুল!! এটিকে একজন বিশেষ মানুষের জামা,চুল,নখ প্রভৃতি দিয়ে একদমই একজন মানুষের মত করে দাফন করে দেয়া হয় একটি কবরের উপরে যাকে কালো যাদুর বান বলে।
যার ফলে যার নামে বান মারা হয়েছে ওই জীবন্ত মানুষটি এর প্রভাবে আস্তে আস্তে শেষ হয়ে মারা যাবে। #নাউজুবিল্লাহ

নবীজি (স) বলেছেন:- যারা অন্যের ক্ষতির জন্য এমন কাজ করে, তারা ঈমান নিয়ে মরতে পারবেনা।

কিভাবে যাচাই করবেন আসলেই আপনি যাদুগ্রস্থ কিনা তাদের জন্য এই পোস্ট উপকারী হবে, নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে কতগুলো লক্ষণ মিলেঃ

১। চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা।

২। কোন কারণ ছাড়াই শরীর গরম থাকা।

৩। ব্যাকপেইন। বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা।

৪। (মহিলাদের ক্ষেত্রে) অনিয়মিত মাসিক (পুরুষদের ক্ষেত্রে) প্রস্রাবে ইনফেকশন এর সমস্যা।

৫। প্রায়সময় পেট ব্যথা থাকা।

৬। দীর্ঘদিন চিকিৎসা করেও কোন রোগ ভালো না হওয়া।

৭। তীব্র মাথা ব্যথা, ঔষধ খেয়েও তেমন লাভ হয়না।

৮। হঠাৎ করে কারো প্রতি তীব্র ঘৃণা বা তীব্র ভালোলাগা অনুভব হওয়া।

৯। পরিবার, বাসা, সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা।

১০। বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভুগা অথবা মেজাজ খারাপ থাকা।

১১। কোন কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া।

১২। শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা হওয়া।

১৩। ঠিকমত ঘুমাতে না পারা। ঘুমালেও ভয়ংকর স্বপ্ন দেখা।

১৪। স্বপ্নে কোনো গাড়ি বা প্রাণিকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা (যেমনঃ কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ)।

১৫। স্বপ্নে কোন ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা।

১৬। স্বপ্নে বিভিন্ন যায়গায় পানি দেখা (যেমন সাগর, নদী, পুকুর, ইত্যাদি)।

১৭। স্বপ্নে ঘনঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা।

১৮। স্বপ্নে নিজেকে উড়তে দেখা বা কোন পাখি অথবা বড়বড় গাছ দেখা।
এসব লক্ষণ যদি মিলে যায় তাহলে ভেবে নিবেন আপনি যাদুগ্রস্ত।

হাত 🤲এমন ভাবে করে- শুরা ইখলাস,সূরা নাস,সূরা ফালাক এইভাবে এক সাথে ৩ বার পরে হাতে ফু দিয়ে সারা শরীরে মুছে দিলে সমস্ত প্রকার জাদু,বান,জ্বীনের দৃষ্টি থেকে আল্লাহ বাচিয়ে রাখবেন- ইনশা আল্লাহ❤

যখন হযরত মুহাম্মাদ (স) কে বান মারা হয়েছিল তখন এই ৩ টি সূরা নাজিল হয় এবং এইভাবে পড়ার ফলে তিনি বা

24/07/2022

বাবা যতই খারাপ থাকোক না কেনো,,
জীবনেও তার সন্তান কে খারাপ হতে আদেশ করে।
এটাই বাবা,,,,, ❤️❤️❤️

22/07/2022

জ্ঞানহীন লোক ‌‌‌‌‍: মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত,,

দ্বীনি ভাই: ঠিক বলছেন,কবরস্থান ও গোসলখানা ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় মসজিদ। (মিশকাত ৭৩৭)
তাই মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই।
😎😎😎

আপনার মনে হতে পারে, তেলাপোকার কী দরকার ছিল? এরকম একটা কুৎসিত প্রাণী না বানালে হতো না?প্রফেসর শ্রীনি, ইউনিভার্সিটি অফ টেক...
19/07/2022

আপনার মনে হতে পারে, তেলাপোকার কী দরকার ছিল? এরকম একটা কুৎসিত প্রাণী না বানালে হতো না?
প্রফেসর শ্রীনি, ইউনিভার্সিটি অফ টেক্সাসের বায়োলজি বিভাগের চেয়ারম্যান, একজন বিশ্বখ্যাত তেলাপোকা বিশেষজ্ঞ (হ্যাঁ, এধরনের বিশেষজ্ঞও আছে পৃথিবীতে), তিনি বের করেছেন যে, বেশিরভাগ তেলাপোকা পচন ধরা জিনিসপত্র খায়, যা নাইট্রোজেন আটকিয়ে রাখে।
যদি তেলাপোকা এগুলো না খেয়ে তাদের মলের সাথে মাটিতে নাইট্রোজেন ছেড়ে না দিত, তাহলে পৃথিবীর নাইট্রোজেন চক্রে বিপুল পরিমাণ নাইট্রোজেনের প্রবাহ ব্যাহত হতো, যা বনের গাছপালার জন্য বিরাট ক্ষতির কারণ হতো।
তেলাপোকা আছে দেখেই আজকে বন-জঙ্গলে এত গাছপালা বেঁচে আছে, আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি। আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন দরকার, সেরকম নাইট্রোজেনও দরকার, কারণ নাইট্রোজেন প্রোটিন তৈরির জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান।
প্রোটিন না হলে কোনো প্রাণ বেঁচে থাকতে পারবে না। শুধু তাই না, তেলাপোকা এমন কিছু নেই যা খায় না — আঠা, চর্বি, সাবান, চামড়া, চুল ইত্যাদি।
আল্লাহ তায়ালা আমাদেরকে ২০০ মিলিয়ন বছর আগে থেকে, সেই ডাইনোসরদের আমল থেকে, তেলাপোকার মতো একটি অত্যন্ত টেকসই প্রাণী দিয়ে রেখেছেন, প্রতিদিন প্রকৃতি থেকে বিপুল পরিমাণে ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য, প্রকৃতিতে প্রাণের জন্য অত্যাবশ্যকীয় নাইট্রোজেন চক্র ঠিক রাখার জন্য, গাছপালা টিকে থাকার জন্য।
“আসমান-জমিন এবং এ দুইটির মাঝে যা কিছু আছে সে সব আমি তামাশা করে সৃষ্টি করিনি।” [সূরাহ আম্বিয়া, আয়াত : ১৬]
"নিশ্চয়ই আল্লাহ মাছি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে, নিশ্চয় তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরী করেছে তারা বলে, আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কী চেয়েছেন? তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হিদায়াত দেন। আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন।" [সূরাহ আল বাকারাহ, আয়াত : 26]

17/07/2022

কোনো এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন জিজ্ঞেস করেছিলন.....!!
কারা নামাজ পরে না....??
প্রথম ছাত্র উত্তর দিলঃ মৃত ব্যক্তি,যে ব্যাক্তি মারা গেছে সেই ব্যাক্তি নামাজ পরে না।

দ্বিতীয় ছাত্র উত্তর দিলঃ যে ব্যাক্তি নামাজ পরতে পারে না,অর্থাৎ, পাগল অথবা প্রতিবন্ধী।

তৃতীয় ছাত্র অনেক সুন্দর করে উত্তর দিল, ছাত্রের উত্তর শুনে শিক্ষকের চিন্তা ভাবনা পাল্টে গেল।
তৃতীয় ছাত্রের উত্তর ছিলঃ যে ব্যাক্তি অমুসলিম সেই ব্যাক্তি নামাজ পরে না।
এবার শিক্ষক চিন্তায় পড়ে গেলেন।
এই তিনটি উত্তরের মাঝে আমি কোনটায় আছি?
আমি কী মারা গিয়েছি?
আমি কী পাগল,প্রতিবন্ধী, আমি কী নামাজ পরতে পারি না?
আমি কী অমুসলিম?
একজন মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্য হলো (নামাজ)।

আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবী করি কিন্তু নামাজ পরি না,চলুন একটু ভেবে দেখি আমরা আজও কী প্রকৃত মুসলিম হতে পারছি?

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, হেদায়েত দান করুক।
সকলকে নামাজ পরার তৌফিক দান করুক।
আমিন।

17/07/2022

সুখী জীবনের জন্য ২৩ টি টিপসঃ
১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন৷
২. নির্জন কোন স্থানে একাকী অন্তত ১০
মিনিট কাটান ও নিজেকে নিয়ে ভাবুন৷
৩. ঘুম থেকে উঠেই প্রকৃতির নির্মল পরিবেশে
থাকার চেষ্টা করুন। সারা দিনের করণীয় গুলো সম্পর্কে মনস্থির করুন।
৪. নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদানে ঘরে
তৈরি খাবার বেশি খাবেন আর প্রক্রিয়াজাত
খাবার কম খাবেন।
৫. সবুজ চা এবং পর্যাপ্ত পানি পান করুন।
৬. প্রতিদিন অন্তত ৩ জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন।
৭. গালগপ্প, অতীতের স্মৃতি, বাজে চিন্তা
করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয়
করবেন না। ভাল কাজে সময় ও শক্তি ব্যয়
করুন।
৮. সকালের নাস্তা রাজার মত, দুপুরের খাবার প্রজার মত এবং রাতের খাবার খাবেন
ভিক্ষুকের মত।
৯. জীবন সব সময় সমান যায় না, তবুও ভাল
কিছুর অপেক্ষা করতে শিখুন।
১০. অন্যকে ঘৃনা করে সময় নষ্ট করার জন্য
জীবন খুব ছোট, সকলকে ক্ষমা করে দিন সব কিছুর জন্য।
১১. কঠিন করে কোন বিষয় ভাববেন না। সকল
বিষয়ের সহজ সমাধান চিন্তা করুন।
১২. সব তর্কে জিততে হবে এমন নয়, তবে
মতামত হিসাবে মেনে নিতে পারেন আবার
নাও মেনে নিতে পারেন। ১৩. আপনার অতীতকে শান্তভাবে চিন্তা করুন,
ভূলগুলো শুধরে নিন। অতীতের জন্য বর্তমানকে
নষ্ট করবেন না।
১৪. অন্যের জীবনের সাথে নিজের জীবন
তুলনা করবেন না।
১৫. কেউ আপনার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই। আপনার কাজই আপনাকে সুখ এনে দেবে।
১৬. প্রতি ৫ বছরমেয়াদী পরিকল্পনা করুন
এবং ওই সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করুন।
১৭. গরীবকে সাহায্য করুন। দাতা হোন,
গ্রহীতা নয়।
১৮. অন্য লোকে আপনাকে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই বরং অাপনি
অাপনাকে কি ভাবছেন সেটা মুল্যায়ন করুন ও
সঠিক কাজটি করুন।
১৯. কষ্ট পুষে রাখবেন না। কারণ সময়ের
স্রোতে সব কষ্ট ভেসে যায় তাই কষ্টের
ব্যাপারে খোলামেলা অালাপ করুন ও ঘনিষ্টদের সাথে শেয়ার করুন।
২০. মনে রাখবেন সময় যতই ভাল বা খারাপ
হোক তা বদলাবেই।
২১. অসুস্থ হলে আপনার ব্যবসা বা চাকুরী অন্য
কেউ দেখভাল করবে না। করবে বন্ধু কিংবা
নিকটাত্মীয়রা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন।২২. ফেইসবুক অনেক সময় নষ্ট করে।
পোষ্টটি পড়তে পড়তেই অনেক খানি সময় নষ্ট
করেছেন। ফেইসবুকে আপনার সময় নির্দিষ্ট
করুন।কতক্ষণ সময় থাকবেন এখানে।
২৩. প্রতি রাত ঘুমানোর আগে আপনার জীবনের
জন্য বাবা মাকে মনে মনে ধন্যবাদ দিন।

সবাইকে ধন্যবাদ
আসসালামু আলাইকুম

16/07/2022

আমাকে একটা দ্বীনদার মা দাও
আমি সুন্দর একটা পৃথিবী উপহার দিবো

এদেশের  তৌহিদী জনতার প্রাণস্পন্দন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহ. পাসপোর্টে ব্যবহৃত দূর্লভ ছবি। রাহিমাহুল্লাহ! ©
14/07/2022

এদেশের তৌহিদী জনতার প্রাণস্পন্দন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহ. পাসপোর্টে ব্যবহৃত দূর্লভ ছবি।
রাহিমাহুল্লাহ!
©

13/07/2022
13/07/2022
একদিন আমিও নবির দেশে যাবো, আমিও বলবো লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক ❤️❤️আল্লাহ আমাদের সবাইকে হজ্ব করার তাওফিক দেন। আমিন
07/07/2022

একদিন আমিও
নবির দেশে যাবো, আমিও বলবো
লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক ❤️❤️

আল্লাহ আমাদের সবাইকে হজ্ব করার তাওফিক দেন। আমিন

labbaik allahummah labbaik ❤️❤️❤️❤️
07/07/2022

labbaik allahummah labbaik ❤️❤️❤️❤️

দীর্ঘ  বছর পরে এবারের হজ্জ্ব শুক্রবার পড়েছে।যা হজ্জ্বে আকবর,আলহামদুলিল্লাহ্।Labbaik Allahumma Labbaik 🥀🕋
07/07/2022

দীর্ঘ বছর পরে এবারের হজ্জ্ব শুক্রবার পড়েছে।
যা হজ্জ্বে আকবর,

আলহামদুলিল্লাহ্।

Labbaik Allahumma Labbaik 🥀🕋

07/07/2022
06/07/2022

উচিৎ ছিল ছোটবেলায় যাকাতের অংক শেখানো,
কিন্তু শেখানো হয়েছে সুদের অংক !
তাই আমরা সুদের হিসাব বুঝি, কিন্তু যাকাতের হিসাব বুঝিনা !

আমরা বাঙ্গালী জাতি এমন এই ফরজ কাজকে প্রাদাণ্য দেয় না,, হারাম কাজকেই বেশি প্রাদাণ্য দিয়ে থাকি

04/07/2022

ধর্মী পাঠ্য পুস্তক যতই সরাতে চাইবে তাতে কোনো লাভ হবে না। সরকার ব্যর্থ হয়বে।কেনো ব্যার্থ হবে? ব্যর্থ হবে তার জন্যেই যে, ভালো কাজ থেকে মানুষ কে সরাতে চাইলে, মানুষ তা আরো বেশি করে। আমি আরো সহজ করে বলি তাহলে হয়তো বা বুঝতে সমস্যা হবে না, যারা ইন্টারমেডিয়েট এ বিজ্ঞান বিভাগে পড়ে তাদের কিন্তু ধর্মীয় পাঠ্যপুস্তক নায়,, তো তারা আমাদেরকে ধর্মীয় জ্ঞান থেকে সরাতে চাই,আমাদেরকে নাস্তিক বানাতে চাই।তাতে কোনো লাভ নেই, কারণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই দ্বীনের ওপর বেশি চলে এবং ধর্মীয় এলেম শিক্ষা করে তবে প্রতিষ্ঠানে নয়, আলেমদের সহবতে গিয়ে। হে অন্য বিভাগের শিক্ষার্থীরাও ধর্মীয় এলেম শিক্ষা করে তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই বেশি করে, আমি এটা প্রকৃত ভাবে দেখেছি। যেমন আমরা যদি নটর ডম কলেজের দিকে থাকায় তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, নবির অপমানে তারা যেভাবে আন্দোলনে জাপিয়ে পরেছে তাতে বুঝা যায় যে, ইসলাম থেকে আমাদেরকে সরানো অনেক কঠিন,জীবন দিতে রাজি,তবুও ইমান দিবো না।

আলহামদুলিল্লাহ তারা আমাদের কে যতই ইসলাম থেকে সরাতে চাই আমরা ততই দ্বীনের ওপর অটুট থাকবে ইনশাআল্লাহ।

04/07/2022
04/07/2022
নিস্তব্ধ বিকেল
04/07/2022

নিস্তব্ধ বিকেল

2018 সালের পিক, স্কুল লাইফের সেই স্মৃতিগুলো এখনো মানে পরে যায়।স্কুল লাইফটা সকলের জন্য বেষ্ট লাইফ।
04/07/2022

2018 সালের পিক, স্কুল লাইফের সেই স্মৃতিগুলো এখনো মানে পরে যায়।স্কুল লাইফটা সকলের জন্য বেষ্ট লাইফ।

ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেনদুই দিনের মধ্যে মাওলানা মামুনুল হক সহ রাজবন্দী আলেমদেরকে জামিন না দিলে দশ হাজার লোক নিয়ে  হাইকো...
03/07/2022

ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন
দুই দিনের মধ্যে মাওলানা মামুনুল হক সহ রাজবন্দী আলেমদেরকে জামিন না দিলে দশ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করা হবে, প্রয়োজনে মুক্তি ছাড়া হাইকোর্ট প্রাঙ্গণে ঈদের জামাত হতে দেওয়া হবেনা, ইনশাআল্লাহ। (কপি)

 #নেক_সুরতে_ধোঁকা। কোরআন তেলাওয়াত এবং গজল প্রতিযোগিতার নামে আমরা দাইউস হয়ে যাচ্ছি না তো?🤔প্রাপ্ত বয়স্ক মেয়ে বা প্রাপ্ত...
03/07/2022

#নেক_সুরতে_ধোঁকা।

কোরআন তেলাওয়াত এবং গজল প্রতিযোগিতার নামে আমরা দাইউস হয়ে যাচ্ছি না তো?🤔

প্রাপ্ত বয়স্ক মেয়ে বা প্রাপ্ত বয়স্ক হবার নিকটবর্তী মেয়েদের পরপরুষের সামনে কুরআন তেলাওয়াত, গজল ইত্যাদি বলা যেমন জায়েয নেই,
তেমনি গায়রে মাহরাম কারো জন্য এসব মেয়েদের তেলাওয়াত,গজল শোনাও জায়েজ নয়।

নারীর প্রতি শরীয়তের নির্দেশনা হল,
সে যেন প্রয়োজন ছাড়া এত জোরে কথা না বলে যে, তার আওয়াজ গাইরে মাহরাম পর্যন্ত পৌঁছে যায়।

এ জন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও তা লক্ষ রাখা হয়েছে। যেমন, আযান দেয়ার দায়িত্ব নারীদের দেয়া হয়নি। কারণ আযান উচুঁ শব্দে দিতে হয়। নারীগণকে সকল নামাযের কেরাত নিম্নস্বরে পড়তে হয়। হজ্বের তালবিয়া পুরুষগণ উচ্চ আওয়াজে পড়বে কিন্তু মহিলারা পড়বে নিম্ন আওয়াজে ইত্যাদি।অতএব মহিলাগণ সাধারণ অবস্থায় তাদের কথাবার্তা এমনভাবে বলার চেষ্টা করবে যেন তা নিজেদের পরিসর পর্যন্ত সীমাবদ্ধ থাকে।
যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন:
إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
তোমরা যদি আল্লাহকে ভয় পাও তবে আকর্ষণধর্মী ভঙ্গিতে কথা বলনা, যাতে যাদের মাঝে যৌনলিপ্সা আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বল। এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে, জাহেলী যুগের মেয়েদের মত নিজেদের প্রকাশ করো না। {সূরা আহযাব-৩২}

"গায়রে মাহরাম মহিলার গান গজল সঙ্গীত নাসিদ শ্রবণ করার হুকুমের ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য:
ইমাম ইবনুল জাওযি (রহ:) বলেন,ইমাম শাফেয়ী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে গায়িকার মালিক গজল, সংগীত ইত্যাদি শোনানোর জন্য লোকদের একত্রিত করে সে অজ্ঞ তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তিনি আরো কঠোর ভাষায় বলেন, সে দাইউস। (তালবিসে ইবলিসঃ ২৭৭)।

ইমাম ইবনুল কাইয়্যুম রহমাতুল্লাহি আলাইহি বলেন:

" وأما سماعه – يعني الغناء عموما - من المرأة الأجنبية فمن أعظم المحرمات ، وأشدها فسادا للدين "
অর্থাৎ আজনবী মহিলার গান- গজল শ্রবণ করা সর্বাপেক্ষা হারাম কাজ এবং দ্বীনের সবচেয়ে দূষিত বিষয়৷ ( ইগাসাতুল লুহফান, ১/২৩০)

আলবাহরুর রায়েক ১/২৭০;
ফাতাওয়া শামী ১/৪০৬)

আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজ করুক, আমিন

02/07/2022

কাউকে সারাজীবন কাছে পেতে চাও। তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। কারন প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না- ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে, স্বপ্ন তৈরী হয়, কল্পনা থেকে অনুভব তৈরী হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরী হয় মনের গভীর থেকে..💘💘💘

02/07/2022

জাতির পিতা ইব্রাহিম (আ) ওনার কলিজার টুকরা ছেলেকে কুরবানি করতে চাই ছিলো।

আর আমরা আমাদের নিয়তকেই কুরবানি করতে পারি না৷

কেমন পাসান আমরা আমরা কুরবানি করি ঠিকই কিন্তু নিয়ত থাকে দুনিয়া পাওয়ার জন্য।

আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আমিন।

দেওয়ালের ও কান আছে👻👻👻
29/06/2022

দেওয়ালের ও কান আছে👻👻👻

29/06/2022

আল্লাহ যেনোআপনাদের খেদমত কে কবুল করে নেয়।
আমিন

29/06/2022
29/06/2022

Address

Kamalpur
Bhairab Bazar
2339

Telephone

+8801730913808

Website

https://m.me/tanim.ahmad.589https://secure.jaalifestyle.com/ref/akram660

Alerts

Be the first to know and let us send you an email when Tanim Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanim Ahmad:

Videos

Share

Category

Nearby media companies



You may also like