Jnnatul ferdousi

Jnnatul ferdousi সবাইকে সত্যি জানানো হচ্ছে আমার কাজ,,যাতে সবাই তাদের কষ্টের উপার্জন খরচ করে প্রতারণার শিকার না হয়।

Fraud AlertJadukori-জাদুকরী পেজ একটা ফ্রড।এই পেজের ফতুয়াটি অর্ডার দিসিলাম।।  লালের ল টাও ছিলোনা। পরে বলে ম্যাজেন্ডা কালা...
02/10/2025

Fraud Alert
Jadukori-জাদুকরী পেজ একটা ফ্রড।

এই পেজের ফতুয়াটি অর্ডার দিসিলাম।। লালের ল টাও ছিলোনা। পরে বলে ম্যাজেন্ডা কালার। যেখানে একবারো কোথাও বলেনি ম্যাজেন্ডা কালার হবে। সাইজ ৪৮ দেয়া হইসে এক্সট্রা পে সহ। সেখানে। ৪৪ সাইজ আসছে। ফতুয়ার হাতা ছবির মতো হয়নি। ছোট এবিং চাপা হইসে। যেখানে ছবিতে হাতা বড় এবং ঢোলা ছিলো।

Copy

গতো কালকে এই কাপড় টা ম্যাডামের মা মানে আমার বোন নিয়ে আসছে তার নিজের জামা বানানোর জন্যে,,তো তার মেয়ে মানে আমাদের ম্যাডাম ...
02/10/2025

গতো কালকে এই কাপড় টা ম্যাডামের মা মানে আমার বোন নিয়ে আসছে তার নিজের জামা বানানোর জন্যে,,তো তার মেয়ে মানে আমাদের ম্যাডাম এই কাপড় দেখিয়া পাগল হইয়া গেছেন,,

বাংলা ভাষায় কথা না বলতে পারলেও তিনি এই কাপড় দিয়া জামা বানাইয়া দেয়ার জন্যে আমারে এক রকম হেনস্তা করলো তাহার চাইনিজ ভাষায়।
তিনি কাপড় নিয়া গলায় দেয়,বুকে দেয় কিন্তু জামা তো আর হয় না😆😆 কিভাবে যে বুঝলেন আমি ছাড়া এই কাজ আর কেই পারবেনা,,আল্লাহ মাবুদ জানেন।

আমার আম্মার অর্ধেক পায়জামা সেলাই শেষ,, কিন্তু তার জামা লাগবে,,,সেলাই মেশিনে বসে আমার কোলে এটা সেলাই করতে বসলো 😅😅😅ভাবছিলাম মিছিমিছি সেলাই এর অভিনয় কইরা তার একটা বুঝ দিয়া দিব 😆😆😆
কিন্তু ম্যাডাম এত চালাক মাশাল্লাহ,,, দুই মিনিট সেলাই করার পরে জামার গলা খুজে মাথা ঢুকানোর জন্য🤣🤣তারপর ২০ মিনিট ননস্টপ কান্না করে ঘুমাইছে😐

আমার ও মায়ের মন,,রাত ১২ টা অব্দি বসে জামা রেডি করে ঘুমাইছি,, আর ভাবছি মাইয়া আমার কি খুশি ই না হবে,,সকালে উঠে জামা দেখে।সকালে তার খুশি কে দেখে মাশাল্লাহ,, কিন্তু উনি আমাকে একটা ছবিও যে তুলিতে দিলোনা,,এই অন্যায় কি আমি মেনে নিবো🥹🥹🥹

এই মহিলার শাস্তি কি দেয়া উচিৎ বলেন?

-ইঞ্জেকশান নিতাম। মা সি ক হয় না,তাই বন্ধ করে দিছি।-পিল খাবা।-ওড্যা সহ্য হয় না ম্যাডাম।-তাইলে কাঠি পরো।মেয়েটা হাসতে হাসতে...
01/10/2025

-ইঞ্জেকশান নিতাম। মা সি ক হয় না,তাই বন্ধ করে দিছি।
-পিল খাবা।
-ওড্যা সহ্য হয় না ম্যাডাম।
-তাইলে কাঠি পরো।

মেয়েটা হাসতে হাসতে জিজ্ঞেস করলো,
-ম্যাডাম, হাতে কাঠি পরার পর স্বামীরা মারলে কাঠি নাকি ভাঙ্গে ভিতরে ঢুকে যায়?

অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
-কেন, মারে নাকি???

হাসতে হাসতেই একদম নিরুত্তাপভাবে উত্তর দিল,
-হ্যাঁ। মারে তো!

ছোটখাট অপুষ্টিতে ভোগা মেয়েটার বয়স বিশ। পাঁচ বছরের একটা বাচ্চা আছে। স্বামী জন্মনিয়ন্ত্রণের কোন দায়ভার নেয় না।

সবাই তো সরল মনে প্রশ্ন করে! আমার জটিল মনের প্রশ্ন, #এদেশের_মেয়েদের_বিয়ে_কেন_হয়?

👉দিন-রাত গায়ে-গতরে খাটার বিনিময়ে পেটে-ভাতে কোনরকমে বেঁচে থাকার জন্য?
👉কথায়-কাজে একটু উনিশবিশ হলেই উত্তমমধ্যম খাওয়ার জন্য?
👉কোন দায়িত্ব ছাড়াই নিশ্চিন্তে পুরুষের পৌরুষ উপভোগ করানোর জন্য?
👉বছরে বছরে বাপের টাকা খরচ করে নিজে বাচ্চা জন্ম দিয়ে পরের বংশ বৃদ্ধির জন্য?

কেউ একজন আমাকে উত্তর দিয়ে যান প্লিজ। কেন???

মেয়েটা হাসছে। বুঝে হাসছে, নাকি না বুঝে হাসছে, কে জানে! বয়স বিশ হলে কি হবে, চোখমুখ জুড়ে চল্লিশোর্ধ সংসারী মানুষের ছাপ।

আমি ওর হাসির দিকে তাকিয়ে কান্না আটকানোর চেষ্টা করছি।

'আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়াও করিতে পারিনা চিৎকার.....!'

ফাহমিদা নীলা

01/10/2025

২ বছর আগের ভিডিও😐😐😐

ভৈরবে অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি,,কিন্তু রিভিউ করার মতো তেমন কিছুই পাই নাই।But this dumplings,,, omg🥹🥹🥹অনেক দিন...
27/09/2025

ভৈরবে অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি,,কিন্তু রিভিউ করার মতো তেমন কিছুই পাই নাই।

But this dumplings,,, omg🥹🥹🥹

অনেক দিন পরে এতো ভালো টেস্ট এর খাবার ট্রাই করার সুযোগ হয়েছে❤️❤️❤️

এদের সস এর কোয়ান্টিটি ও বেশি আর টেস্ট ১০ এ ১০০❤️❤️

Tong

ব্যবসা চা'ঙ্গে তুলতে, এমন একটা মডারেটর ই যথেষ্ট 🙂💔
22/09/2025

ব্যবসা চা'ঙ্গে তুলতে, এমন একটা মডারেটর ই যথেষ্ট 🙂💔

দাম জিগ্যেস করাতে কোন প্রফেশনাল  ব্যবসায়ীরা এমন করতে পারে?
21/09/2025

দাম জিগ্যেস করাতে কোন প্রফেশনাল ব্যবসায়ীরা এমন করতে পারে?

এহ ভাই না প্লিজ,,,,,
19/09/2025

এহ ভাই না প্লিজ,,,,,

Address

Bhairab Bazar
Bhairab Bazar
2350

Telephone

+8801880985764

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jnnatul ferdousi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jnnatul ferdousi:

Share

Category