02/10/2025
গতো কালকে এই কাপড় টা ম্যাডামের মা মানে আমার বোন নিয়ে আসছে তার নিজের জামা বানানোর জন্যে,,তো তার মেয়ে মানে আমাদের ম্যাডাম এই কাপড় দেখিয়া পাগল হইয়া গেছেন,,
বাংলা ভাষায় কথা না বলতে পারলেও তিনি এই কাপড় দিয়া জামা বানাইয়া দেয়ার জন্যে আমারে এক রকম হেনস্তা করলো তাহার চাইনিজ ভাষায়।
তিনি কাপড় নিয়া গলায় দেয়,বুকে দেয় কিন্তু জামা তো আর হয় না😆😆 কিভাবে যে বুঝলেন আমি ছাড়া এই কাজ আর কেই পারবেনা,,আল্লাহ মাবুদ জানেন।
আমার আম্মার অর্ধেক পায়জামা সেলাই শেষ,, কিন্তু তার জামা লাগবে,,,সেলাই মেশিনে বসে আমার কোলে এটা সেলাই করতে বসলো 😅😅😅ভাবছিলাম মিছিমিছি সেলাই এর অভিনয় কইরা তার একটা বুঝ দিয়া দিব 😆😆😆
কিন্তু ম্যাডাম এত চালাক মাশাল্লাহ,,, দুই মিনিট সেলাই করার পরে জামার গলা খুজে মাথা ঢুকানোর জন্য🤣🤣তারপর ২০ মিনিট ননস্টপ কান্না করে ঘুমাইছে😐
আমার ও মায়ের মন,,রাত ১২ টা অব্দি বসে জামা রেডি করে ঘুমাইছি,, আর ভাবছি মাইয়া আমার কি খুশি ই না হবে,,সকালে উঠে জামা দেখে।সকালে তার খুশি কে দেখে মাশাল্লাহ,, কিন্তু উনি আমাকে একটা ছবিও যে তুলিতে দিলোনা,,এই অন্যায় কি আমি মেনে নিবো🥹🥹🥹
এই মহিলার শাস্তি কি দেয়া উচিৎ বলেন?