দাওয়াহ-Dawah

দাওয়াহ-Dawah Alhamdulillah for everything
(1)

20/09/2024

অনেক আগে একটা লেখা পড়ছিলাম,
"তোমার নামে তোমার বন্ধুর কাছে বদনাম করা লোকটির কোনো দোষ নেই কারণ তোমার বন্ধু তাকে বাঁধা না দিয়ে তোমার দোষগুলো দাঁড়িয়ে শুনছিল"

হযরত আলি রাঃ এটা নিয়ে খুব গভীর একটা কথা বলে গেছেন,
"মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু ”

20/09/2024
16/09/2024

মোট ১১ টা আমল দেয়া আছে। প্রথম ৪ টা কোনমতেই বাদ দিবেন না।

১,, (আশা করি এই লেভেল টা সবাই প্রতিদিন করবেন। )

১। আয়াতুল কুরসী – প্রতি ফরজ নামাযের পরই একবার করে পড়বেন
অবশ্যই অবশ্যই। আর রাতে ঘুমানোর আগে একবার।

২। সুরা বাক্বারার শেষ দুই আয়াত পড়া – রাতে ঘুমানোর আগে ১ বার (বিঃ দ্রঃ
অনেকে মুখস্ত করেন নি। দ্রুত করে নিবেন। লিখে দিচ্ছি, বাংলা
উচ্চারণে। আরবী ফন্ট অনেকের কাজ করেনা।

"আ-মানার-রাসুলু বিমা- উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মু’মিনুন। কুল্লুন আমানা
বিল্লাহি ওয়া মালা-ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, লা নুফার-রিকু বাইনা আহা’দিম-মির
রুসুলিহ। ওয়া 'ক্বলু সামি’না, ওয়া আতা’ না, গুফরা নাকা, রব্বানা ওয়া ইলাইকাল মাসির।
লা~ ইউ কাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস-আ’হা। লাহা মা কাসাবাত ওয়া আ’লাইহা মাক
তাসাবাত। রব্বানা লা~ তু আখিজনা- ইন্ নাসিনা- আও আখত্বা’না। রাব্বানা ওয়ালা তাহ’মিল
আ’লাইনা ইসরান কামা হা’মালতাহু আ’লাল্লাজিনা মিন ক্ববলিনা। রব্বানা ওয়ালা তুহা’ম্মিল
না মা-লা~ ত্ব কতালানা বিহ। ওয়া আ’ফু আ’ন্না, ওয়াগ ফিরলানা, ওয়ার হা’মনা। আনতা
মাওলানা, ফানসুরনা আ’লাল ক্বওমিল কা-ফিরিন"

(এটার ফযিলত তাহাজ্জুদ নামায পড়ার সমতুল্য!!! আর কি চাই বলুন! এত মর্যাদাপূর্ণ
ইবাদাত, না করতে পারলেও করার সমান সওয়াব হয়ে যাবে এটা পড়লেই!!
সুবহান আল্লাহ্। কতই না বরকতময় এই দুই আয়াত! )

৩। সুরা ইখলাস পাঠ করা – ১০ বার, না পারলে ৩ বার। ( প্রতি ৩ বার পড়লে
একবার কুরআন খতমের সওয়াব হয় ইন শা আল্লাহ)

৪। দশবার দরুদ
শুধু "সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" পড়লেও হয়ে যাবে। (একবার দরুদ
পড়লে দশবার আল্লাহর রহমত বর্ষিত হয়, রাসূল ﷺ খুশি হন; বিচার দিবসে তাঁর
শাফায়াত পাওয়া সহজ হবে ইন শা আল্লাহ)

সাথে রাসূল (স) এর ঘুমানোর দুয়া "আল্লাহুম্মা বিইসমিকা আমূতু ওয়া আহইয়া"
পড়ে নেয়া। ডান কাধ হয়ে শোয়া।

২,,
৫। ৩৩ বার সুবহান আল্লাহ, ৩৩ বার আলহা’মদুলিল্লাহ ,৩৪ বার আল্লাহু আকবার
পড়া

৬। দুই হাতের তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক সূরা নাস পড়ে
তাতে ফুঁ দিবেন: তারপর দুই হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব
মাসেহ করবেন। মাসেহ আরম্ভ করবে মাথা, মুখমণ্ডল ও দেহের
সামনের দিক থেকে। (এভাবে ৩ বার।)

৩,,
৬। ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
যে ব্যাক্তি সকালে ও সন্ধ্যায় ১০০ বার করে ‘সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী’
পড়বে।তার গোনাহ মাফ হইয়া যাইবে,যদিও তা সাগরের ফেনা থেকেও
বেশী হয়’। (বুখারী ও মুসলিম)

৭।
প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন (আশ্হাদু আন লা-~ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা~ শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া
রাসূলুহূ) ।
এতে জান্নাতের ৮টি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে
পারবেন। সহিহ মুসলিম, হাদিস নং- ২৩৪।

৪,,
৮। ঘুমাচ্ছেন, ঘুম যখন ভেঙ্গে যাবে---- তখন এইটা পড়ে নিবেন--
« ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮﻳﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ، ﻭَﻫُﻮَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ، ﺳُﺒْﺤَﺎﻥَ
ﺍﻟﻠَّﻪِ، ﻭَﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠَّﻪِ، ﻭَﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ، ﻭَﺍﻟﻠَّﻪُ ﺃَﻛﺒَﺮُ، ﻭَﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠَّﻪِ ﺍﻟْﻌَﻠِﻲِّ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ ‏» ‏« ﺭَﺏِّ
ﺍﻏْﻔﺮْ ﻟِﻲ ».
লা~ ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া
হুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর। সুবহা-নাল্লাহি, ওয়ালহামদুলিল্লাহি, ওয়া লা~ ইলা-হা
ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা-বিল্লা-হিল
‘আলিয়্যিল ‘আযীম, রাব্বিগফির লী
অর্থ- “একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো
শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর
ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্র। আল্লাহ ছাড়া
কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান
আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং
(সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা
করুন”।

উবাদা ইবনু সামিত (রা) বলেন, রাসূলুল্লাহ ( ﷺ ) বলেছে‘ন, “যদি কারো
রাত্রে ঘুম ভেঙ্গে যায় অতঃপর সে উপরের যিকিরের বাক্যগুলো পাঠ
করে এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার
দু‘আ করে বা কিছু চায় তবে তার দু‘আ কবুল করা হবে। আর যদি সে এরপর
উঠে ওযু করে (তাহাজ্জুদের) সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল
করা হবে।”
(সহীহ বুখারী, ১/৩৮৭, নং ১১০৩)
৯। প্রত্যেক সকাল ও সন্ধ্যায় সাইয়িদুল ইস্তিগফার পড়া। ক্ষমার শ্রেষ্ঠ দুয়া।
~~~~~
রাসূলুল্লাহ (সঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ
করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে
মারা গেলে, সে জান্নাতী হবে’।
ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺭَﺑِّﻰْ ﻵ ﺇِﻟﻪَ ﺇﻻَّ ﺃَﻧْﺖَ ﺧَﻠَﻘْﺘَﻨِﻰْ ﻭَﺃَﻧَﺎ ﻋَﺒْﺪُﻙَ ﻭَﺃَﻧَﺎ ﻋَﻠﻰ ﻋَﻬْﺪِﻙَ ﻭَﻭَﻋْﺪِﻙَ ﻣَﺎ ﺍﺳْﺘَﻄَﻌْﺖُ، ﺃَﻋُﻮْﺫُﺑِﻚَ
ﻣِﻦْ ﺷَﺮِّﻣَﺎ ﺻَﻨَﻌْﺖُ، ﺃﺑُﻮْﺀُ ﻟَﻚَ ﺑِﻨِﻌْﻤَﺘِﻚَ ﻋَﻠَﻰَّ ﻭَﺃَﺑُﻮْﺀُ ﺑِﺬَﻧْﺒِﻰْ ﻓَﺎﻏْﻔِﺮْﻟِﻰْ، ﻓَﺈِﻧَّﻪُ ﻻَﻳَﻐْﻔِﺮُ ﺍﻟﺬُّﻧُﻮْﺏَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ -
উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রববী লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানী, ওয়া
আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন
শাররি মা সানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বি যাম্বী ফাগফিরলী
ফা ইন্নাহূ লা~ ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।
১০। সূরা মুলক (কবরের আযাব থেকে রক্ষা করে)১১, তাহাজ্জুত সালাত। ( এসময় খুব বেশি দোয়া কবুল হয়)

আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে
সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং মন্দ কাজ করতে নিষেধ করবে। আর তারাই সফলকাম।

- (সুরা ইমরান ৩:১০৪ )

15/08/2024

একটা শরীর।

১৮/২০ জন পুরুষ।

১১৩ টা কামড়ের দাগ।

১৫০ গ্রাম বীর্য।

জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে?

এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।

চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, "আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।"

আহারে আহারে...💔

14/08/2024

জীবদ্দশায় জুলুম ও সীমালঙ্ঘনের পরিণতি দেখে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল বহু মানুষের।

মহান আল্লাহ যে এত তাড়াতাড়ি তা দেখাবেন, হয়তো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তাঁর প্রতি ঈমান আনয়ন করি।

এসব ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আমরা যেন কেবল মজা না নিয়ে শিক্ষাও গ্রহণ করি।

লিখা- প্রিয় শায়েখ আহমাদুল্লাহ

05/08/2024

'নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করবেন।' (মুসলিম, হাদিস : ২৬১৩)।

02/08/2024

দ্বীন মানেই অপরের কল্যাণকামিতা। প্রকৃত শুভাকাঙ্ক্ষীর অভিন্ন দুই কল্যাণ কামনা হলো— ন্যায়ের পক্ষে সমর্থন ও অন্যায়ে বাধা দান। আর অন্যায়ের প্রতিরোধই হলো কল্যাণকামিতার সর্বোচ্চ রূপ।

29/07/2024

যত বেশি প্রত্যাশা, তত বেশি হতাশা, চাহিদা যত কম, জীবন ততই সুন্দর!

{দাওয়াহ-Dawah}

25/07/2024

ইন্টারনেট না থাকাকালীন কে খোঁজ নিয়েছে কে নেয়নাই , কে আসল আপনজন কে নকল, বন্ধু চেনানোর হিসাব নিকাশে মান অভিমান ভরা পাল্টাপাল্টি স্ট্যাটাস চলছে!

অথচ নিজে গত ১ সপ্তাহে কার কি খোঁজ রেখেছে, খোঁজ রাখলে যে এসব চিন্তা মাথায় আসতোনা সেটা ভুলে গেছে।

মানুষ চিনতে এসব লাগে?

আগে এদের বোকা ভাবতাম। এই সিচুয়েশনে এদের এগুলো করতে দেখে মনে হচ্ছে এরা নিজের বেলায় ১৬ আনা , আপনা শেয়ানা , লাইফলেস ইম্যাচিউরের দল !

ছবির ছেলেটা আমার ভাই,আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই।আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলা-ই হবেনা,সু...
24/07/2024

ছবির ছেলেটা আমার ভাই,আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই।আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলা-ই হবেনা,সুযোগ কই?
যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায়,এসেই সে আমাদের দুই বোনের গায়ে স্ব-সম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়।আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম,ভালোবাসার ডাক আরকি।ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইলো,কিন্তু টুনা ই রয়ে গেলো আমাদের কাছে,সৈকত হইতে পারলোনা।কি রাগ তার!!! "আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবানা তো সেবন্তি আপু"।
১১ই সেপ্টেম্বর এ তার ২০ বছর হওয়ার কথা ছিলো।জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করতো ,"সেবন্তি আপু,কি কেক বানাবা তুমি?"
কত হাসিখুশি ছিলাম আমরা।এখন বুকে খালি হাহাকার,কি যেন নাই,নাই তো নাইইইইইইইই!!!!!!!!!!
আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে।আমার ফুলের মত ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে।বাবার কাধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে?
বিচার কাকে দিবো?
আমি জানিনা আমরা আর কক্ষনো মন খুলে হাসতে পারবো কিনা,ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা,কক্ষনো সত্যিকারের ভালো থাকবো কিনা।কিচ্ছু জানিনা।শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ,সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মত বন্ধুকে বাচাতে গিয়েছিলো,কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাওকে বিপদে দেখে সাহায্য করতে হয়।
কক্ষনো আর ভাইকে দেখতে পাবোনা,জড়িয়ে ধরতে পারবোনা,গালে-কপালে জোড় করে চুমু দিতে পারবোনা,আর কক্ষনো বলতে পারবোনা,"টুনা কয়েল ধরায়ে দে","টুনা পানি দে"।
আমার ভাই শহিদ,শুক্রবার দিন,দুপুর ৩:৩৭ এ আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে।
বিদ্র-সবাইকে জানাতে চাই আমার ভাই শহিদ,ও নিষ্পাপ।সবাইকে জানাতে চাই সে কক্ষনো কারোর ক্ষতি করেনি।

Sabrina Shabinti(নিহতের বোন)

24/07/2024

তারপর,
হয়ত সবাই সবার আগের জীবনে ফিরে যাবে।
শুধু হারায় যাওয়া মানুষ গুলো-ই আর কোন দিন ঘরে ফিরবে না।

হাবিবা আক্তার সৌরভি

24/07/2024

বাসায় কেউ মা-রা গেলে ম*রা বাড়িতে অট্টহাসি যেমন বেমানান, শোকাবহ সারাদেশে ইন্টারনেট ফিরে পেয়ে আপনার মশকারি গুলো ঐরকম ই লাগতেছে।
নিজেকে বিবেকহীন পরিচয় দিয়েন না!

23/07/2024

নিউজফিড:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কুইক রেসপন্স টিম ও মর্গের কর্মীরা জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবার ৩৭০টি মরদেহ আনা হয়।

এর বাইরেও আরো মরদেহ এসেছে। কিন্তু ওইগুলো হাসপাতালেে উপস্থিতি আইন শৃংখলা বাহিনীর লোকজন তালিকাবদ্ধ করতে দেয়নি।

বরং খাতা নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের পরিচালকের মাধ্যমে। ঢাকা মেডিকেলের মর্গে মঙ্গলবার বিকাল পর্যন্ত ৫০ মরদেহ ছিল। কিন্তু এই মরদেহগুলো শনাক্ত করতে কেউ আসেনি।

মিটোফোর্ড হাসপাতালে ৪৫০টি মৃতদেহ তালিকাবদ্ধ করা হয়েছিল। পরে সরকারি বাহিনীর লোকজন আর তালিকাবদ্ধ করতে দেয়নি। সেখানে থেকেও তালিকাবদ্ধ করার খাতা নিয়ে যাওয়া হয়েছে।

মিটফোর্ড হাসপাতালের মর্গে দায়িত্বরত একজন কর্মী দ্য মিরর এশিয়াকে জানিয়েছে, এত মরদেহ এসেছিল যে আমাদের এখানে রাখার জায়গা ছিল না। ফলে মরদেহগুলো স্তুপ করে রাখা হয়। এদের অধিকাংশের বয়স ১৫-৩০ এর মধ্যে।

উত্তরার কুয়েত মৈত্রি হাসপাতালে একদিনেই মৃতদেহ এসেছিল ৬০টি মত। এরপর ওই হাসপাতালের দায়িত্বরত আর হিসাব রাখতে পারেননি। যাত্রাবাড়ীর অনাবিল হাসপাতালে ৩৯টি মরদের এসেছে আইন শৃংখলাবাহিনীর হামলা চলাকালে।

মুগদা জেনারেল হাসাপাতলে মৃতদেহগুলোর কোনো তালিকাই করা হয়নি। ফলে গত কয়েকদিনে সরকারি বাহিনীর সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের হামলা কত মানুষ নিহত হয়েছে এর কোনো সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না।

বিভিন্ন হিসাবে ২০০ থেকে ৩০০ জন নিহত হওয়ার কথা বলা হলেও প্রকৃত নিহতের সংখ্যা কয়েকগুন বেশি বলে হাসাপতালে দায়িত্বরতরা আশংকা করছেন।

22/07/2024

আজ রাত ৯ টায় ইন্টারনেট চালু হতে পারে

Address

Bhairab Bazar
2350

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়াহ-Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bhairab Bazar

Show All