11/08/2023
#কন্টেন্ট কি?
** কন্টেন্ট হলো সহজ ও মার্জিত ভাষায় কোন একটি বিষয় নিয়ে সুন্দর উপস্থাপন । সহজভাবে বুঝতে গেলে বলতে হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যখন আপনার বিভিন্ন বিষয় নিয়ে লিখেন ,সাথে ছবি দেন,ভিডিও দেন যার মাধ্যমে আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সকলে একটি ধারনা পায় তাই হলো কন্টেন্ট ।
অনলাইন সেক্টরে বর্তমানে বড় বড় পেশা গুলোর মধ্যে কন্টেন্ট রাইটিং ও সামনের সারির । বর্তমানে যেকোন বিষয় বুঝতে গেলে সবার আগে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নেই ।জানতে চাই,বুঝতে চাই যেকোন বিষয়ে । তাই বিভিন্ন আলাদা আলাদা বিষয়ে এই কন্টেন্ট রাইটিং আপনাকে পরিচয় করিয়ে দিতে পারে সকলের কাছে । এবং আপনি হতে পারেন কারো সঠিক পথপ্রদর্শক ।
#কন্টেন্ট এর প্রকারভেদ-
** আমাদের 4G ,5G অনলাইন মিডিয়ার যুগে কন্টেন্ট নিয়ে অনেক আলোচনা শোনা যায় । সাথে অনেক প্রকারভেদও । কিন্তু এর মাঝে উল্লেখযোগ্য কয়েকটি প্রকার হলো -
১/ ছবি কন্টেন্ট ,
২/ লিখিত কন্টেন্ট,
৩/ ভিডিও কন্টেন্ট,
৪/ অডিও কন্টেন্ট ।
পরিশেষে কন্টেন্ট রাইটিং নিয়ে বলবো অনলাইনের যুগে অন্যের সাথে নিজেকে তাল মিলিয়ে চলার জন্য এখনই সময় নিজের দক্ষতা ও জ্ঞানকে খুঁজে বের করা এবং তা সবার মাঝে ছড়িয়ে দেয়া কন্টেন্ট এর মাধ্যমে ।
তবে এর আগে নিজে জানুন,শিখুন,তারপর বিলিয়ে দিন । সফলতা আপনাকে স্পর্শ করবেই ।
Rani Dey