Quran-Hadis কুরআন-হাদিস

Quran-Hadis কুরআন-হাদিস Let's get those prayers in time. I pray in society and in the state. In the light of the Quran Had

17/11/2024

মামলা নিয়ে বলা কথাগূলো একবার শুনুন! আপনি তাকে ভালোবাসতে বাধ্য হবেন! নেতা তো এমনই হওয়া উচিত ❤️

#জামায়াত #আমীর #বাংলাদেশজামায়াতেইসলাম

11/06/2024
প্রশ্ন: মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি করা কি বৈধ?উত্তর:মৃত ব্যক্তি যদি কুরবানি করার ওসিয়ত করে যায় তাহলে তার পরিত্যক্ত...
11/06/2024

প্রশ্ন: মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি করা কি বৈধ?
উত্তর:
মৃত ব্যক্তি যদি কুরবানি করার ওসিয়ত করে যায় তাহলে তার পরিত্যক্ত সম্পদ থেকে তার উত্তরাধীগণ ওসিয়ত পালনার্থে তার পক্ষ স্বতন্ত্রভাবে থেকে কুরবানি করবে। অন্যথায় মৃত ব্যক্তির উদ্দেশ্যে আলাদাভাবে কুরবানি করা অধিকাংশ আলেমের মতে ঠিক নয়। কেননা এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীদের পক্ষ থেকে কোন নির্দেশনা ও আমল পাওয়া যায় না।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় তাঁর প্রাণ প্রিয় স্ত্রী খাদিজা রা., প্রিয় চাচা হামযা বিন আব্দুল মুত্তালিব রা., তিন ছেলে ও তিন মেয়ে দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করেছিলেন কিন্তু তিনি তাদের পক্ষ থেকে কখনও স্বতন্ত্রভাবে কুরবানি করেন নি। কোনও সাহাবী এমনটি করেছেন বলেও প্রমাণ পাওয়া যায় না।

তবে কুরবানি করার সময় যদি পরিবারের জীবিত ও মৃত সকলকে নিয়তে শরিক করা হয় তাহলে আল্লাহ তাআলা সকলকে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। যেমন: হাদিসে বর্ণিত হয়েছে:

أبو سعيد رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم أتى يوم النحر بكبشين أملحين فذبح أحدهما فقال هذا عن محمد وأهل بيته وذبح الآخر فقال هذا عمن لم يضح من أمتي

আবু সাঈদ খুদরি রা. হতে বর্ণিত। তিনি বলেন, কুরবানির দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট সাদা-কালো রঙ বিশিষ্ট দুটি দুম্বা আনা হল। তিনি দুটির মধ্যে একটি জবেহ করে বললেন, এটি মুহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে এবং আরেকটি জবেহ করে বললেন, এটি আমার উম্মতের যারা কুরবানি করে নি তাদের পক্ষ থেকে।" [মুসনাদ আহমদ]

'পরিবার' এর মধ্যে জীবিত ও মৃত সকলেই অন্তর্ভুক্ত।

🔸◈ মৃত ব্যক্তির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে কুরবানি করার ব্যাপারে পূর্বসূরি আলেমদের অভিমত:

♦ ইমাম মালিক মৃত বাবা-মা'র পক্ষ থেকে কুরবানি করাকে অপছন্দ করতেন। যেমন:
روي محمد عن مالك قال: لا يعجبني أن يضحي عن أبويه الميتين، قال في الشرح: لكون الأضحية من أحكام الحي اهـ
মুহাম্মদ বর্ণনা করেন ইমাম মালিক থেকে। তিনি বলেন, "মৃত বাবা-মার পক্ষ থেকে কুরবানি করাকে আমি পছন্দ করি না।"

ব্যাখ্যাকার বলেন, তা এই কারণে যে, "কুরবানি করা জীবিত ব্যক্তিদের আহকামের অন্তর্ভুক্ত।" [আল মুন্তাকা শারহুল মুআত্তা]

♦শাফেয়ী মাজহাবের ফিকাহর কিতাবে এ কথা বহু স্থানে উল্লেখিত হয়েছে যে,
لا يصل إلى الميت ثواب الأضحية ولا القراءة وحج التطوع
"কুরবানি, কুরআন তিলাওয়াত এবং নফল হজ্জের সওয়াব মৃত ব্যক্তি পর্যন্ত পৌঁছে না।"

আরও উল্লেখিত হয়েছে:
وكره فعلها، أي الأضحية عن ميت كالعتيرة
"আর তিনি (ইমাম শাফেয়ী রহঃ) মৃত ব্যক্তির উদ্দেশ্যে কুরবানি করাকে আতীরা (عتيرة) তথা জাহেলী যুগে মৃতদের উদ্দেশ্যে ছাগল জবেহ করার মতই অপছন্দ করতেন।" [মাওয়াহিবুল জালীল শরহু মুখতাসার খালীল খণ্ড ৯, পৃষ্ঠা ৩৬৮]

♦ হানাফি মাজহাবের ফিকাহর গ্রন্থ بدائع الصنائع আল বাদায়েউস সানায়ে গ্রন্থে বলা হয়েছে:
إذ الأضحية عن الميت لا تجوز
"মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ নেই।" [খণ্ড ৫, পৃষ্ঠা ৭২]

♦ ইমাম আহমদ বিন হাম্বল রহ. থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির ব্যাপারে অনুমতি বা নিষেধাজ্ঞা কোনাটাই পাওয়া যায় না। যদিও হাম্বলি মাজহাবের কতিপয় আলেম মৃত ব্যক্তির পক্ষ থেকে দানের উপর কিয়াস করে কুরবানি করাকে বৈধ বলেন।

♦ ইমাম তিরমিযি রহ. জামে তিরমিযিতে বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন,
أحب إلي أن يتصدق عنه ولا يضحى عنه وإن ضحى فلا يأكل منها شيئا ويتصدق بها كلها
"মৃত ব্যক্তির পক্ষ থেকে দান-সদকা করা আমার কাছে অধিক পছন্দনীয়। কিন্তু কুরবানি করা যাবে না। তবে যদি কেউ কুরবানি করে তবে যেন তার মাংস না খায় বরং সবটুকু গরীবদের মাঝে বিলি-বণ্টন করে দেওয়া হয়।” [তিরমিযি, মৃতের পক্ষ থেকে কুরবানি করা অধ্যায়]।

➰ অবশ্য একদল আলেম বলেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে যেহেতু দান করা সহীহ হাদিস দ্বারা সাব্যস্ত সেহেতু কেউ যদি কুরবানি করে তা গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দেয় তাহলে তা জায়েজ আছে। এ ক্ষেত্রে সেখান থেকে কুরবানি দাতা বা তার পরিবার কোন কিছুই গ্রহণ করতে পারবে না। বরং পুরোটাই গরিব-দুঃখীদের মাঝে বিতরণ করে দিতে হবে।

কিন্তু মৃত ব্যক্তিদের পক্ষ থেকে বিশেষভাবে কুরবানি করার পক্ষ থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবীদের পক্ষ থেকে কোনও দলিল পাওয়া যায় না। এমনকি মাজহাবের ইমামগণও বৈধ বলেন নি-যেমনটি আমরা ইতোপূর্বে আলোচনা করেছি।

সুতরাং ১ম মতটি অধিক বিশুদ্ধ। মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি করার কারণে তারা যদি কবরে লাভবান হত তাহলে সাহাবায়ে কেরাম এ ক্ষেত্রে সবার অগ্রে থাকতেন। কিন্তু তারা তা করেন নি। অত:এব তাদের আগ বাড়িয়ে কিছু করা আমাদের জন্য সমীচীন হতে পারে না।
আল্লাহু আলাম।
▬▬▬ ◈◉◈▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদি আরব

11/06/2024

হায়াতের কদর করুন! জিন্দেগী নষ্ট করবেন না!
করা, মেয়েটা কখনোই! ভালো মেয়ে হতে পারেনা!

26/05/2024

এ পৃথিবীতে সবচেয়ে বড় আপন মা বাবা ❤️

বাবাকে পাশে রেখে, ছেলে ওয়াজ করলেন মা বাবার বিষয়ে!

15/05/2024

৪ শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না।
🎙️শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ

14/05/2024

মুরব্বি রে কেউ থামা 🤣 মুরব্বি মুরব্বি 🐸

09/05/2024

কি ভাবে আল্লাহকে ভুলে যাও বাপ?
🎙️ আনিসুর রহমান আশরাফী

#সলাত #নামাজ #সালাত #আল্লাহ

07/05/2024

আমরা মসজিদের ভিতর ইসলাম মানি, বাইরে আসলে আর মানিনা

27/04/2024

ভালো বন্ধু ও মন্ধ বন্ধুর উদাহরণ, আতর ওয়ালা আর কামারের মতো
কেমন বন্ধু নির্বাচন করবেন?

23/04/2024

ব্রাদার রাহুল ভাইর! কিভাবে হেদায়েত আসে শুনুন

কেনো উনি আলেমদের পিছনে লাগেন! তার প্রকৃত ইতিহাস শুনুন।

Quran-Hadis কুরআন-হাদিস ⚖️ Br. Rahul Hossain - Ruhul Amin

পোস্টটি পুরোটা পড়ুন আর ছড়িয়ে দিন বেশি বেশি করে।⚠️ প্রিয় বোন, আপনি কি জানেন বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে নিয়ে উ•গ্র হি'...
23/04/2024

পোস্টটি পুরোটা পড়ুন আর ছড়িয়ে দিন বেশি বেশি করে।

⚠️ প্রিয় বোন, আপনি কি জানেন বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে নিয়ে উ•গ্র হি'ন্দু'ত্ব'বা'দী'রা কি কি নোং•ড়া ষ'ড়'য'ন্ত্র করছে❓

তারা কিন্তু দেখবে না আপনি ধার্মিক নাকি স্যা'কু'লা'র, কনজারভেটিভ নাকি আধুনিক, প্র্যাকটিসিং নাকি নন প্র্যাকটিসিং, পর্দা করেন নাকি করেন না। এসবের কিছুই তারা দেখছে না। আপনি মুসলিম মানেই আপনি তাদের টা'র্গে'ট!

ℹ️ উ•গ্র হি'ন্দু'ত্ব'বা'দী'রা যেভাবে আমাদের বোনদেরকে ফাঁ•দে ফে'ল'ছে:

#এক - সাইকোলজিক্যাল ও[য়া]র

👉🏽 আমি তোমার জন্য মুসলিম হতে চাই!

তারা কোনো মুসলিম বন্ধুর কাছে ইসলাম শিখতে চায় না। কোনো আলেমের কাছ থেকেও ইসলাম শিখতে চায় না। শুধু মুসলিম মেয়েদের কাছ থেকেই ইসলাম শিখতে চায়।
তারা ভা'র্জি'ন না হলে বি'য়ে করতে চায় না। ভা[র্জি'নি]টি চে'কে'র আ'ড়া'লে, বা ভালোবাসার প্র'মা'ণ পেতে বিয়ের আগে ই[ন্টি'মে]ট করতে চায়, এবং সেই ভি'ডি'ও গো[প]নে ধা[র]ণ করতে চায়। অতঃপর ব্ল্যা[ক'মে]ই'ল করে ভা'র'তে পা•চা•র করে নি[ষি]দ্ধ জা'য়'গা'য় বি•ক্রি করে দিতে চায়, নয়তো হি•ন্দু হবার জন্য চা•প দেয়।

#দুই - ফরগিভন্যাস ও[য়া]র

👉🏽 তাদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শা'রী'রি'ক স[ম্প]র্ক করলে:-
• পাপ মোচন হবে।
• সাত মন্দির বানানোর মতো পূণ্য হবে।
• বা[ব]রি মসজিদ ভা[ঙা]র মতো পূণ্য হবে।

#তিন - স্লিপিং পি•ল ও[য়া]র

👉🏽 মুসলিম না'রী'দে'র খাবারের সা'থে কৌ(শলে) স্লিপিং পি•ল মি'শি'য়ে ধ[র্ষ]ণ করে, সেটি গো[প]ন ক্যা[মে]রা'য় রে[ক]র্ড করে হি•ন্দু হবার জন্য ব্ল্যাক[মেইল] করা তাদের পুরনো কৌ(শল)। এক্ষেত্রে মুসলিম মে'য়ে'টি হি•ন্দু না হলে ভি[ডি]ও অ'ন'লা'ই'নে ছ[ড়ি]য়ে দেবার হু[ম]কি দেওয়া হয়।

#চার - ব্ল্যা'ক ম্যা[জি'ক] ও[য়া]র

👉🏽 ভা'র'ত ও বাংলাদেশের অসংখ্য মুসলিম মে'য়ে'রা যে হি•ন্দু হচ্ছে তার অন্যতম কারণ এই ব্ল্যা'ক ম্যা[জি'ক]। মুসলিম মে'য়ে'কে ব্ল্যা'ক ম্যা[জি'কে]র মাধ্যমে ধ[র্মা'ন্ত]রি'ত করা, পা•চা•র করা এবং পরে নি[ষি]দ্ধ জা'য়'গা'য় বি•ক্রি করে দেওয়ার অসংখ্য প্র'মা'ণ পেয়েছি আমরা।

#পাঁচ - মুসলিম প'রি'চ'য়ে স'ম্প'র্ক/বি'য়ে

👉🏽 যখন উপরে উল্লেখিত কোনো উপায়ই তারা কাজে লাগাতে পারে না, তখন নিজেকে তারা মুসলিম হি'সে'বে প'রি'চ'য় দিয়ে মুসলিম মে'য়ে'দে'র সাথে স'ম্প'র্ক/বি'য়ে করে।

Quran-Hadis কুরআন-হাদিস ⚖️

15/04/2024

এদেশের ৯০% মানুষ সালাত ধরবে, ইমামের বুকের পাটা লাগবে তিনি চাইলেই সমাজ পরিবর্তন হবে।
বেনামাজের জানাজা নেই গান-বাজনা বিয়ে বাড়ি অনুষ্ঠানে বিবাহ পরাতে যাবে না! কোরআন এবং সহি হাদিসের হকপন্থী ইমাম লাগবে তাহলেই সম্ভব।

#ইমাম #সমাজ #বেনামাজি #নামাজ #ইসলাম

 #হাদিস    #ইসলাম
13/04/2024

#হাদিস #ইসলাম

13/04/2024

মাযহাব গোড়ামী লোকেরা এই বক্তব্য টা শোনা উচিত!

Address

Bangla Bazar, Noakhali
Begumganj
3822

Telephone

+8801647473356

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quran-Hadis কুরআন-হাদিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quran-Hadis কুরআন-হাদিস:

Videos

Share

Category