M Sabbir Ahmed

M Sabbir Ahmed Assalamu alaykum. I am M Sabbir Ahmed. I meet you on my page M Sabbir Ahmed. I make content for education and others.

01/01/2025

আমাদের এ মিছিল নিকট
অতীত থেকে অনন্ত কালের দিকে–

• লেখা : আল মাহমুদ
• আবৃত্তি : M Sabbir Ahmed


প্রদর্শনীর জন্য উন্মুক্ত হয়েছে এক্সপো জোনইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্টের সবচেয়ে আকর্ষণীয় এই অংশ দর্শকদের জন্য উন্মুক্ত হয়...
30/12/2024

প্রদর্শনীর জন্য উন্মুক্ত হয়েছে এক্সপো জোন

ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্টের সবচেয়ে আকর্ষণীয় এই অংশ দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে আজ বিকেল ৩ টায়। চলবে রাত ১০টা পর্যন্ত।

মিস করতে না চাইলে দ্রুত চলে আসুন সোহরাওয়ার্দী উদ্যানে।


আমাদের প্রিয় কিশোর শিল্পী আহনাফ খালিদ। মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর অসুস্থ! আল্লাহ তাকে দ্রুত শেফা দান করুন। আমিন।
30/12/2024

আমাদের প্রিয় কিশোর শিল্পী আহনাফ খালিদ। মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর অসুস্থ! আল্লাহ তাকে দ্রুত শেফা দান করুন। আমিন।

30/12/2024

আচ্ছা বলেন,
২০ হাজার টাকার কম্বল বিতরন করতে সরকারী তহবিল থেকে হেলিকপ্টার ভাড়া বাবদ খরচ ১০ লক্ষ টাকা ।
এটাই কি সংস্কার!?

জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪ বিজ্ঞানচর্চার প্রেরণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটা...
30/12/2024

জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪

বিজ্ঞানচর্চার প্রেরণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪’ সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর (রবিবার) সকাল ১০.১৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট প্রদর্শনী এবং সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব সন্ধ্যা ৬.০০ টায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।

দিনব্যাপী আয়োজনে প্রতিযোগীদের প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা এবং বিভিন্ন বিষয়ের বুথ প্রদর্শনীতে দর্শনার্থীদের ঢল নামে। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো অভিভূত করে বিচারক প্যানেলসহ উপস্থিত সবাইকে। বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি প্রজেক্ট উপস্থাপন করে দেখিয়েছে যে বিজ্ঞানচর্চার মাধ্যমে কীভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।

সায়েন্স ফেস্ট ২০২৪ এ জুনিয়র সায়েন্টিস্ট হান্ট - প্রজেক্ট শো-তে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ৬০,০০০ টাকা, রানার-আপ ৪০,০০০ টাকা, তৃতীয় স্থান ৩০,০০০ টাকা, চতুর্থ স্থান ২০,০০০ টাকা এবং পঞ্চম স্থান ১০,০০০ টাকা প্রদান করা হয় এবং রুবিক্স কিউব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার ১৫,০০০ টাকা, রানার-আপ ১০,০০০ টাকা এবং তৃতীয় স্থান ৫,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান হয়। এ ছাড়াও ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান হয়।

রুবিক্স কিউব প্রতিযোগিতার ১ম স্থান অর্জন করেন মুনতাজিম বিল্লাহ, যিনি ঢাকা থেকে অংশগ্রহণ করেছিলেন এবং তাঁর স্কোর ছিল ৭.৭১৬। ২য় স্থানে রয়েছেন অবিরুপ দাস, যিনি চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করেন এবং তাঁর স্কোর ৮.৬০৪। ৩য় স্থানে রয়েছেন ফারহান তানভীর ফাহিম, যিনি মিরপুর, ঢাকা থেকে অংশগ্রহণ করেন এবং তাঁর স্কোর ৮.৯১৬।

জুনিয়র সায়েন্টিস্ট হান্ট : প্রজেক্ট শো-তে ১ম স্থান অধিকার করেছেন সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থীদের টিম ‘প্লাজমা রাইডার’, দ্বিতীয় স্থান অধিকার করেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ পাবলিক কলেজ টিম ‘এরোনার্ড’, তৃতীয় স্থান অর্জন করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউশনের টিম ‘স্মার্ট এজ’, চতুর্থ স্থান অধিকার করেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের টিম ‘ আটলান্টিস এক্সপ্লোরার’ এবং ৫ম স্থান অধিকার করেছে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীদের টিম ’হাই ফ্লাইয়ারস’।

জুনিয়র সায়েন্টিস্ট হান্ট প্রোজেক্ট শোতে মোট ৩৪০টি টিম এবং রবিক্স কিউব প্রতিযোগিতায় প্রায় ৯০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলো।


30/12/2024

বিপ্লবীরা প্রস্তুত তো?
৩১ তারিখ নতুন বাংলাদেশের ঘোষণা আসছে!

29/12/2024

ঢাকাবাসী চাইলেই বন্ধ হবে,
থার্টি ফার্স্টে আতশবাজি ফুটি/য়ে পাখি মা/রার কালচার!

ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্টে বিজয়ী সকল টিমের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!💖
29/12/2024

ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্টে বিজয়ী সকল টিমের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!💖

29/12/2024

থার্টি-ফাস্টে আতশবাজি ফাটিয়ে সাময়িক কিছু আনন্দের জন্য আমরা, শিশু-বৃদ্ধ, অসুস্থ মানুষ এবং পশু-পাখিদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকি।

সাইন্স ফেস্টিভ্যাল। নতুন উদ্ভাবন নিয়ে থাকবে, বাংলাদেশের ক্রিয়েটিভ কিশোর-তরুণদের ৩৪০ টা টিম। যদি ঢাকায় অবস্থান করেও মিস ক...
28/12/2024

সাইন্স ফেস্টিভ্যাল। নতুন উদ্ভাবন নিয়ে থাকবে, বাংলাদেশের ক্রিয়েটিভ কিশোর-তরুণদের ৩৪০ টা টিম। যদি ঢাকায় অবস্থান করেও মিস করেন, তাহলে আসলেই আপনি অনেক বেশি মিস করবেন।
তো আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ।

সোহরাওয়ার্দী উদ্যান ২৯ ডিসেম্বর, সকাল ৯ থেকে বিকেল ৫ পর্যন্ত।

আলহামদুলিল্লাহ, আল আকসা মসজিদে গতকালের জুমআর সালাত!🤍
28/12/2024

আলহামদুলিল্লাহ, আল আকসা মসজিদে
গতকালের জুমআর সালাত!🤍

প্রতিটি সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে দূর্বলতা!
27/12/2024

প্রতিটি সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে দূর্বলতা!

27/12/2024

সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল গোলাম আজমপুত্র আজমীরের!

আলহামদুলিল্লাহ

বিগত দুই যুগেও দেশের অন্য সব পত্রিকা যা পারেনি, তা জাতির সামনে তুলে ধরছে 'আমার দেশ'। এক একটি অনুসন্ধানী রিপোর্ট খুলে দিচ...
27/12/2024

বিগত দুই যুগেও দেশের অন্য সব পত্রিকা যা পারেনি, তা জাতির সামনে তুলে ধরছে 'আমার দেশ'। এক একটি অনুসন্ধানী রিপোর্ট খুলে দিচ্ছে চেপে রাখা রহাস্যের কপাট। আশা করি তাদের এই ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

26/12/2024

‘‘দুনিয়ার মধ্যে এমনভাবে ডুবে যেও না, যার ফলে তোমার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়; আবার দুনিয়াকে এমনভাবে পরিত্যাগ করো না, যার ফলে তুমি মানুষের বোঝা হয়ে যাও।’’

- আবু সুলাইমান আদ-দারানি (রাহিমাহুল্লাহ)

Address

Dhaka
Bauphal
8623

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Sabbir Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Sabbir Ahmed:

Share

আসুন বদলে যাই

দুর্নীতির তরঙ্গায়িত উত্তাল সমুদ্রকে শান্ত রাখুন , আমরা আদর্শের ছোট ছোট দ্বীপ তৈরী করবো। - এম এম জহির