M M Jahirul Islam

M M Jahirul Islam আসুন সবাই মিলে গড়ি মানবতার এক নতুন সমাজ

04/12/2024

নতুন ডিজাইনে পরিবর্তন হচ্ছে ২০,১০০,৫০০ ও ১০০০ টাকার নোট, সব ঠিক থাকলে আগামী ৬ মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা!

04/12/2024

সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম!

04/12/2024

গান : যাদের হৃদয় আছে আল্লাহর ভয়...

দারুণ গেয়েছে ছোট্ট সোনামণি! 💖

23/11/2024
ছেলেটির দাবি, RAB নাকি জোরপূর্বক তার স্বীকারোক্তি নিয়েছে!প্রশ্ন আসে, এভাবে কতজনের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়া...
16/11/2024

ছেলেটির দাবি, RAB নাকি জোরপূর্বক তার স্বীকারোক্তি নিয়েছে!

প্রশ্ন আসে, এভাবে কতজনের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়া হয়েছিল। এভাবে আমাদের মাঝে কেনো সংবাদ মাধ্যমে উপস্থাপন করা হয়েছে?
তারা এই শোকাহত ছেলেটির ইজ্জত এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তি এবং তার আত্মমর্যাদা কি ফিরিয়ে দিতে পারবে?

15/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

14/11/2024

লোকদের হিসাব-নিকাশের সময় খুব কাছে এসে গেছে। অথচ তারা গাফিলতির মধ্যে পড়ে মুখ ফিরিয়ে রেখেছে।

😢

12/11/2024

ছেলের মা*মলা হা*মলায় বাড়িছাড়া এক বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন!
😢

12/11/2024

বন্যার আড়াই মাস পরও ফেনীতে হয়নি গৃহহীনদের পুনর্বাসন!

(বিস্তারিত কমেন্টে)

12/11/2024

তোমার রব এ নির্দেশ দিয়েছেন যে তাঁকে ছাড়া আর কারো ইবাদত করো না। আর মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করো।

12/11/2024

হে আল্লাহ, আমাকে এমন একটা হৃদয় দান করুন, যে হৃদয় কখনোই! আপনার ফায়সালায় অসন্তুষ্ট হবে না!
[আমীন]

12/11/2024

যেখানে বস্তাটি পাওয়া গিয়েছিলো তার কাছাকাছি জায়গা থেকে হাত এবং মা*থা উ*দ্ধার করা হয়েছে।
তারপর নিশ্চিত করা গিয়েছে লা* শটি স্থানীয় এক গার্মেন্টস কর্মীর! 😢

11/11/2024

বিকাশে ১ লক্ষ টাকা পাঠাতে খরচ ১৮৫০ টাকা, অথচ ব্যাংকে একই পরিমাণ টাকা পাঠাতে খরচ মাত্র ৫১ টাকা!

11/11/2024

🗣️
ড্যাফোডিল ইউনিভার্সিটি আশে পাশে যারা আছেন সবাই নিজেদের বান্ধবী , বোন বা পরিচিত কেউ মিসিং থাকলে দ্রুত খোজ নেন ।

ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে ১৮-২০ বছর বয়সের একজন মেয়ে হাত মা*থা বি*হীন লা* শ পাওয়া গিয়েছে!

fans

11/11/2024

উপদেষ্টা পরিষদে চলচিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর যুক্ত হওয়াকে কীভাবে দেখছেন??

10/11/2024

স্বৈরাচার পালাইছে ✊

ইশতেহার টিমের পরিবেশনা!

ঘাতকদের বয়ানে ফুটফুটে মুনতাহাকে হ-ত্যার রোমহর্ষক বর্ণনাসিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তারের (৬) নিখোঁজের এক সপ্তাহ পর...
10/11/2024

ঘাতকদের বয়ানে ফুটফুটে মুনতাহাকে হ-ত্যার রোমহর্ষক বর্ণনা

সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তারের (৬) নিখোঁজের এক সপ্তাহ পর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) ভোরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের শামীম আহমদের মেয়ে।

মুনতাহার লাশ উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিন নারী হলেন বীরদল গ্রামের মার্জিয়া আক্তার, তার মা আলিফজান ও নানি কুতুবজান।
শিশুটির লাশ মূলত ডোবায় কাদার মধ্যে পুঁতে রাখা ছিল। সন্দেহভাজন এক তরুণী আটক হওয়ার পর তার মা ঘটনাকে অন্য রূপ দিতে লাশ ডোবা থেকে তুলে রোববার ভোরে শিশুটির বাড়ির পাশে একটি পুকুরে ফেলে আসতে যান। তবে পথে স্থানীয় লোকজনের হাতে আটক হন ওই নারী।
লাশ উদ্ধারের সময় শিশু মুনতাহার শরীরে কাদা লেগে ছিল। গলায় রশিজাতীয় কিছু প্যাঁচানো ছিল। এতে সন্দেহ করা হচ্ছে, গলায় রশিজাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
শিশুটির লাশ উদ্ধারের পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন আলিফজানের বাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেন। পরে এসে পুলিশ তাদের নিবৃত্ত করে।

জানা গেছে, গত ৩ নভেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিল মুনতাহা। বিভিন্নভাবে খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না তাকে। সর্বশেষ শিশুটিকে উদ্ধারের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। এর মধ্যে পুলিশ শনিবার রাতে প্রতিবেশী মার্জিয়া আক্তার নামের এক তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়। মুনতাহাকে প্রাইভেটও পড়াতেন মার্জিয়া। মার্জিয়াদের বাড়িতে তার মা আলিফজান ও বৃদ্ধ নানি থাকেন।
কানাইঘাটের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী বলেন, স্থানীয় একটি অনলাইন পত্রিকার প্রতিনিধিরা নিখোঁজ মুনতাহার সন্ধানে তাদের বাড়িতে গিয়ে লাইভ করে। তখন বাড়ির সবাইকে মুনতাহার ব্যাপারে জিজ্ঞেস করে। এ সময় পাশের ঘরের মার্জিয়া নামে এক নারী একেকবার একেক রকম কথা বলতে থাকেন। মার্জিয়া মুনতাহাকে পড়াতেন। দিনের একটা বড় সময় মার্জিয়া তার সঙ্গেই থাকতেন। উল্টাপাল্টা কথা শুনে সন্দেহ হলে সন্ধ্যায় কানাইঘাট থানার পুলিশ মার্জিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

সিলেটের সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক কান্তি শর্মা গণমাধ্যমকে বলেন, মুনতাহা নিখোঁজের ঘটনায় শনিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী মার্জিয়াকে থানায় নিয়ে যায় পুলিশ। মেয়েকে আটকের পর মার্জিয়ার মা মনে করেছিলেন, পুলিশ সবকিছু জেনে গেছে। এ জন্য রাতেই ডোবায় পুঁতে রাখা মুনতাহার লাশ তুলে পুকুরে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুকুরে লাশ ফেলে দেয়ার আগেই তাকে আটক করে। এ সময় শিশুটিকে নিজের কোল থেকে মাটিতে ফেলে দিয়েছিলেন আলিফজান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও আলিফজানকে আটক করে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় আটক আলিফজান ও মার্জিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা বলেছেন, মুনতাহার বাবার সঙ্গে তাদের বিরোধ আছে। তবে কী নিয়ে বিরোধ, তা জানা যায়নি। নিহত শিশু মুনতাহার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Address

Dhaka
Bauphal
8623

Website

Alerts

Be the first to know and let us send you an email when M M Jahirul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M M Jahirul Islam:

Share

আসুন বদলে যাই

দুর্নীতির তরঙ্গায়িত উত্তাল সমুদ্রকে শান্ত রাখুন , আমরা আদর্শের ছোট ছোট দ্বীপ তৈরী করবো। - এম এম জহির


Other Digital creator in Bauphal

Show All