Bauphal upazila - বাউফল ,পটুয়াখালী

Bauphal upazila - বাউফল ,পটুয়াখালী বাউফল উপজেলা

বাউফলে অজ্ঞাত ব্যক্তির ম+র+দেহ উদ্ধার।পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের খালে একটি অজ্ঞাত ব্...
16/01/2025

বাউফলে অজ্ঞাত ব্যক্তির ম+র+দেহ উদ্ধার।
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের খালে একটি অজ্ঞাত ব্যক্তির ম+র+দেহ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ম+র+দেহটি উদ্ধার করেছে পুলিশ।

14/01/2025

বাউফলের দাশপাড়া ইউপির নয়ন (২০) নামে এক মা'দ'ক কারবারিকে মা'দ'ক'সহ আটক করেছে বাউফল থানা পুলিশ।

একটি শোক সংবাদ।                                          বাউফল পৌরসভার৯ নং ওয়ার্ড নিবাসী কেশবপুর ফজলুল হক সিনিয়র মাদ্র...
14/01/2025

একটি শোক সংবাদ। বাউফল পৌরসভার৯ নং ওয়ার্ড নিবাসী কেশবপুর ফজলুল হক সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস মিয়া ঢাকার একটি হাসপাতালে সকাল ৫ ৩০ মি সময় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

14/01/2025

বাউফলের ধূলিয়া ইউনিয়নের মটবাড়িয়া, তেঁতুলিয়া নদীতে অজ্ঞাতনামা একটি লা*শ পাওয়া গিয়েছে।।

13/01/2025

বাউফলে টমটমের সাথে টমটম সংঘর্ষ নিহত ১

বাউফলের গোসিংগা গ্রামের ভুবনশাহ এলাকার বাসিন্দা আবদুল জলিল। থাকেন ঢাকার মীরহাজীরবাগে। পেশায় রিকশাচালক। সম্প্রতি রাস্তায় ...
12/01/2025

বাউফলের গোসিংগা গ্রামের ভুবনশাহ এলাকার বাসিন্দা আবদুল জলিল। থাকেন ঢাকার মীরহাজীরবাগে। পেশায় রিকশাচালক। সম্প্রতি রাস্তায় রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে পিকআপ এসে তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আগামীকাল তার অপারেশন হওয়ার কথা রয়েছে। আজ রবিবার তাকে দেখতে গিয়েছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি তার খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা করেন।

Spread Humanity  এর উদ্যোগে গতকাল, বাউফলের সুবিধা বঞ্চিত এলাকা, চন্দ্রদীপ ইউনিয়নে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজ...
12/01/2025

Spread Humanity এর উদ্যোগে গতকাল, বাউফলের সুবিধা বঞ্চিত এলাকা, চন্দ্রদীপ ইউনিয়নে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

স্প্রেইড হিউম্যানিটি একটি সামাজিক সংগঠন যেটির মাধ্যমে অসহায় সুবিধা বঞ্চিত ও গরিব দুঃখী মানুষের সহযোগিতা করে থাকে।

বিগত দিনে বন্যার্তদের সহযোগিতায় প্রায় দেড় লক্ষ টাকা, এক মায়ের অপারেশনের জন্য ২৫ হাজার টাকা, টিভি রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করানো এবং এক মাসের খাবারের ব্যবস্থা করা ও একজন অচেতন ব্যক্তির পুনর্বাসনের চেষ্টা করা থেকে শুরু করে অনেকগুলো কাজ স্প্রেইড হিউম্যানিটির মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।

সর্বশেষ -আপনাদের স্প্রেইড হিউম্যানিটি যে কাজটি করেছে - প্রায় ৫৫০জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেছে। যেটি ছিল স্প্রেইড হিউম্যানিটির পক্ষে সব থেকে বড় আয়োজন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেই বড় আয়োজনটিও খুব সুন্দর ভাবে শেষ করেছে।

বিপিএলে লিটন দাসের ঝড়ো সেঞ্চুরি💯🔥🏏 লিটন বুঝিয়ে দিলেন সে স্কোয়াডে না মুল একাদশে থাকার যোগ্যতা রাখে!🤫
12/01/2025

বিপিএলে লিটন দাসের ঝড়ো সেঞ্চুরি💯🔥🏏

লিটন বুঝিয়ে দিলেন সে স্কোয়াডে না মুল একাদশে থাকার যোগ্যতা রাখে!🤫

12/01/2025

lআজ আপনার শক্তি এবং ক্ষমতা আছে বলে জুলুম করছেন। মনে রাখবেন একদিন এর পরিণতি ভোগ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।

06/01/2025

শিবু বণিক অপহরণ, পুলিশের জিজ্ঞাসাবাদে
আটক ৬ জনের মধ্যে ৫ জনই অপরাধ স্বীকার করেছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার। নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি কামাল হোসেন।
06/01/2025

অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার। নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি কামাল হোসেন।

04/01/2025

শিবু বণিক নিখোজেঁর ১২ ঘন্টা পরেও কোনো খোজঁ মেলেনি !!

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করছেন কালাইয়ার ব্যবসায়ীরা।

03/01/2025

Exclusive Vidoe

|| কালাইয়ার ব্যবসায়ীকে যেভাবে অপহরন করেছে ||

#ডাকাতি

03/01/2025

সেদিন যারা গুজব বলে সব উড়িয়ে দিয়েছিলেন তারা আজকে কি বলবেন??

03/01/2025

ট্রলারে এসে ডাকাতি করে আবার ট্রলারে করেই কালাইয়ার শিবু বণিক কে অপহরণ করেছে ডা*কা* ত দল।

কালাইয়া ফারির স্পিডবোর্ড কোথায়? সঠিক সময়ে কাজে না লাগাতে পারলে এগুলো দিয়ে হবেটা কি ???

দ্রুত ব্যবস্থা নিন।

কালাইয়া লঞ্চ ঘাটেও স্পিড বোর্ডের অভাব নেই।।

03/01/2025

কালাইয়া বন্দর মার্চেন্ট পট্টির ব্যবসায়ী শিবু বণিক অপহরনের শিকার।
দোকানের কর্মচারীদের বেধে রেখে তাকে তুলে নিয়ে যায়।
কালাইয়া বাসীকে সতর্ক থাকার অনুরোধ রইলো

©সাংবাদিক অতুল চন্দ্র

26/12/2024

বাউফল উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া, ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন।

উপজেলার হাটবাজার, টেম্পু স্ট্যান্ড,বাস স্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে লক্ষ-লক্ষ টাকার যে চাঁদাবাজি হচ্ছে সেদিকে চোখঁ নাই।ঔদ...
26/12/2024

উপজেলার হাটবাজার, টেম্পু স্ট্যান্ড,বাস স্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে লক্ষ-লক্ষ টাকার যে চাঁদাবাজি হচ্ছে সেদিকে চোখঁ নাই।

ঔদিকে এক ব্যক্তি এত্ত বড় একটা প্রানীকে ঠিক ঠাক মত বাচিঁয়ে রাখার জন্য সবার থেকে চেয়ে ০৫/১০ টাকা নিচ্ছে সেটাই কিছু-কিছু ব্যক্তির কাছে চাঁদাবাজি মনে হচ্ছে।

Address

Bauphal
8620

Alerts

Be the first to know and let us send you an email when Bauphal upazila - বাউফল ,পটুয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share