10/03/2023
*প্রেস রিলিস*
*আন্তঃ জেলা গরু চোর সিন্ডিকেটের গডফাদার মোঃ নিজাম উদ্দিন প্রকাশ নিজাম ডাকাতসহ চোর সিন্ডিকেটের ০৪জন আসামীকে গ্রেফতার এবং চোরাইকৃত ০২টি গরু, ০১টি পিকআপ ও ০২টি মোটরসাইকেল উদ্ধার।*
*সূত্রঃ- কোম্পানীগঞ্জ থানার মামলা নং-৩, তাং-০৩/০২/২০২২ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড।*
গত কিছুদিন ধরে কোম্পানীগঞ্জ থানা এলাকায় বেশ কিছু গরু চুরি হয়। উক্ত চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর সিন্ডিকেটকে সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশী তৎপরতা জোরদার করতঃ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০১, তাং-০১/১০/২০২২ইং, ধারা-৪৫৭/৩৮০/৪১১পেনাল কোড এর চুরি যাওয়া ০৪টি গরু উদ্ধারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া চরপার্বতী ইউপির কে.টি.এম.হাট হইতে আসামী আব্দুল মোতালেব লিটন (৩০), পিতা-আব্দুল আলী, সাং-চর সাহাবিকারী, ০৫নং ওয়ার্ড, রমজান আলীর বাড়ী, ০৫নং চরদরবেশ ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, এ/পিঃ- কেটিএম হাট (সাহাব উদ্দিন আর্মির বাড়ী/ওবায়দুল হকের মেয়ের জামাই) থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জনায় যে, তাহার সঙ্গীয় আসামী মোঃ নিজাম উদ্দিন (৪৫) পিতা-মৃত অজি উল্যাহ মাঝি, মাতা-মৃত বিয়াধনী বেগম, সাং-চরফকিরা, ০৬নং ওয়ার্ড,(আদর্শ নগর), থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী এবং আসামী মোঃ সেলিম (৪৩) পিতা-মৃত জুলফু মিয়া, সাং-বাটনাতলী, ০৯নং ওয়ার্ড, ইউসুফ ড্রাইভারের বাড়ী, থানা-মানিকছড়ি, জেলা-খাগড়াছড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই আল -আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সেকে নিয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহায়তায় আসামী মোঃ নিজাম উদ্দিন এবং মোঃ সেলিম'দ্বয়কে ধৃত করে এবং তাহাদের হেফাজতে থাকা ০১টি হলুদ রংয়ের পিক-আপ গাড়ী, একটি তালা কাটার যন্ত্র, ০২টি রাবার ম্যাট উদ্ধার করা হয়। মোঃ নিজাম উদ্দিন এবং মোঃ সেলিম'দ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহারা জানান যে, তাহার সূত্রোক্ত মামলার চোরাইকৃত ০৪টি গরুর মধ্যে ০২টি গরু ফেনী জেলার সোনাগাজী থানা এলাকায় মোঃ নূর আলম (৪৫) পিতা-মৃত মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা, সাং-আহাম্মদপুর ০৩নং ওয়ার্ড, (সামছু কোম্পানীর মুরগী খামারের পাশে) ০৮নং আমিরাবাদ ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী এর নিকট বিক্রি করে। উক্ত সংবাদের ভিত্তিতে সোনাগাজী থানা পুলিশের সহায়তায় এসআই আল-আমিন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সোনাগাজী থানা এলাকায় হইতে মোঃ নূর আলম'কে ০২টি চোরাইকৃত গরুসহ গ্রেফতার করা হয়।
ইতিপূর্বে সূত্রোক্ত মামলার ঘটনার সাথে জড়িত আসামী খোকন (৩৫), পিতা-সুলতান আহাম্মদ, সাং-চরএলাহী, ১নং ওয়ার্ড, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীকে ০১টি নীল রংয়ের পিকআপ গাড়ী, ০১টি তালা কাটার যন্ত্র, ০২টি মোটর সাইকেল, ০৩টি রাবার ম্যাট এবং চোরাইকৃত গরু বিক্রির নগদ ১,৪০,০০০/- টাকা উদ্ধার করা হয়। উক্ত আসামীদেরকে যথাযথ পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
*থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী আব্দুল মোতালেব লিটন এর বিরুদ্ধে নিম্নোক্ত মামলা সমূহ পাওয়া যায়ঃ*
১। ফেনী এর সোনাগাজী থানার এফআইআর নং-৫/২৩৩ তারিখ- ০৬ নভেম্বর, ২০১৯; সময়- ১৭:০৫ ঘটিকা ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে মামলায় তদন্তে সন্দিগ্ধ
২। ফেনী এর সোনাগাজী থানার এফআইআর নং-১৫/১৫, তারিখ- ২৫ জানুয়ারি, ২০১৯; সময়- রাত ২০:৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী
৩। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার এফআইআর নং-২০/২০, তারিখ- ৩১ জানুয়ারি, ২০২২; জি আর নং-জিআর-১৮৪/২২, তারিখ- ০১ ফেব্রুয়ারি, ২০২২; সময়- ১৮.০৫ ঘটিকা। ধারা- ৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে মামলায় তদন্তে সন্দিগ্ধ
৪। ফেনী এর সোনাগাজী থানার জি আর নং-জিডি ১১২৬/২২, তারিখ- ২৩ জানুয়ারি, ২০২২; জিডি নং-১১২৬/২২, তারিখ- ২৩ জানুয়ারি, ২০২২; সময়- ২১.৩০ ঘটিকা ধারা- , এই মামলায় সে সাধারণ ডায়েরীতে অভিযুক্ত
৫। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার এফআইআর নং-৪/০৪, তারিখ- ১১ জানুয়ারি, ২০২২; জি আর নং-৪৩/২২, তারিখ- ১১ জানুয়ারি, ২০২২; সময়- ০০.১৫ ঘটিকা ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে মামলায় তদন্তে সন্দিগ্ধ
৬। নোয়াখালী এর বেগমগঞ্জ থানার এফআইআর নং-১/৫১৫, তারিখ- ০১ নভেম্বর, ২০২০; জি আর নং-, তারিখ- ১৪ ফেব্রুয়ারি, ২০২৩; সময়- ০০.৩০ ঘটিকা ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে মামলায় তদন্তে সন্দিগ্ধ
৭। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার এফআইআর নং-১৭, তারিখ- ২০ অক্টোবর, ২০১৯; জি আর নং-২৫৭২/১৯, তারিখ- ২০ অক্টোবর, ২০১৯; সময়- ১৮.৪৫ ঘটিকা। ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে মামলায় তদন্তে সন্দিগ্ধ
৮। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার এফআইআর নং-২৮, তারিখ- ২৮ সেপ্টেম্বর, ২০১৯; সময়- ২১.৩০ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে মামলায় তদন্তে সন্দিগ্ধ
*আসামী মোঃ নিজাম উদ্দিন প্রকাশ নেজাম ডাকাত (৪৩) এর বিরুদ্ধে প্রাপ্ত মামলা সমূহ:*
১। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার এফআইআর নং-১, তারিখ- ০১ অক্টোবর, ২০২২; জি আর নং-১৩৭, তারিখ- ০১ অক্টোবর, ২০২২; সময়- ১৩.০৫ ঘটিকা। ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী
২। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার এফআইআর নং-৭, তারিখ- ১৩ নভেম্বর, ২০২০; জি আর নং-, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০২৩; সময়- ০০.১৫ ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী
৩। লক্ষীপুর এর রামগঞ্জ থানার এফআইআর নং-৬, তারিখ- ০৬ সেপ্টেম্বর, ২০১৬; জি আর নং-১৫৯/১৬, তারিখ- ০৬ সেপ্টেম্বর, ২০১৬; সময়- ৮.৩০ ঘটিকার সময় ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী
৪। নোয়াখালী এর কবিরহাট থানার এফআইআর নং-১০/৮৯, তারিখ- ২৫ আগস্ট, ২০২১; জি আর নং-, তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০২৩; সময়- ০৮.৩০ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী
৫। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার জিডি নং-১২০৩, তারিখ- ২৫ আগস্ট, ২০২১; সময়- ২০:০৫ ধারা- , এই মামলায় সে এজাহারে সন্দিগ্ধ
৬। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার জিডি নং-১২০৪, তারিখ- ২৪ আগস্ট, ২০২১; সময়- ২০:১০ ঘটিকা। ধারা- , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী
৭। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার এফআইআর নং-৩, তারিখ- ০৬ ফেব্রুয়ারি, ২০২০; জি আর নং-, তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০২৩; সময়- ১৮.১০ ঘটিকা। ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে মামলায় তদন্তে সন্দিগ্ধ
৮। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার এফআইআর নং-৭, তারিখ- ২০ জানুয়ারি, ২০২০; জি আর নং-, তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০২৩; সময়- ১২.৪৫ ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে মামলায় তদন্তে সন্দিগ্ধ
৯। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার এফআইআর নং-১, তারিখ- ০২ ডিসেম্বর, ২০১৯; সময়- ২২.১৫ ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে মামলায় তদন্তে সন্দিগ্ধ
১০। নোয়াখালী এর কবিরহাট থানার এফআইআর নং-৮/১৮২, তারিখ- ১০ নভেম্বর, ২০১৯; সময়- ১২.৫০ ঘটিকা ধারা- ৪৫৭/৩৮২/৩০২/৫১১/১০৯/৩৮০ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে মামলায় তদন্তে সন্দিগ্ধ - -
১১। নোয়াখালী এর কবিরহাট থানার এফআইআর নং-১১, তারিখ- ১৯ ফেব্রুয়ারি, ২০১৯; সময়- ০৮.২০ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী
১২। নোয়াখালী এর কবিরহাট থানার এফআইআর নং-১২, তারিখ- ১৯ ফেব্রুয়ারি, ২০১৯; সময়- ০৮.২৫ ঘটিকা ধারা- 19a ১৮৭৮ সালের অস্ত্র আইন; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী
১৩। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার এফআইআর নং-২০, তারিখ- ২০ আগস্ট, ২০১৮; সময়- ১৫.৩০ ঘটিকা। ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী
১৪। নোয়াখালী এর কবিরহাট থানার এফআইআর নং-২৪, তারিখ- ২৬ জুলাই, ২০১৮; সময়- ১৪.১০ ঘটিকা ধারা- ৪৫৭/৩৮০/৩২৮ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে মামলায় তদন্তে সন্দিগ্ধ
১৫। নোয়াখালী এর কোমন্পানীগঞ্জ থানার এফআইআর নং-৪, তারিখ- ০৬ এপ্রিল, ২০১৫; সময়- ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে সন্দিগ্ধ
*আসামী মোঃ সেলিম (৪৩) এর বিরুদ্ধে প্রাপ্ত মামলা সমূহ:*
১। খাগড়াছড়ী এর মানিকছড়ি থানার ,এফআইআর নং-৩/৪১, তারিখ- ২৮ সেপ্টেম্বর, ২০১৮; জি আর নং-৪১০, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০১৮; সময়- ১৪:৩০ ঘটিকা ধারা- ৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০; , অভিযোগ পত্রে অভিযুক্ত (তদন্তে প্রাপ্ত) -
২। লক্ষীপুর এর রামগঞ্জ থানার ,এফআইআর নং-৬, তারিখ- ০৬ সেপ্টেম্বর, ২০১৬; জি আর নং-১৫৯/১৬, তারিখ- ০৬ সেপ্টেম্বর, ২০১৬; সময়- ৮.৩০ ঘটিকার সময় ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০; , মামলায় তদন্তে সন্দিগ্ধ