Muhammad Imam Hossain Sohail

Muhammad Imam Hossain Sohail Business

পাহাড়িরা মনে করে আপনি সেটেলার। কখনো বান্দরবান গেলে ওখানকার সেনাবাহিনীর সাথে গল্প করে দেখিয়েন।  রাতে সেনাবাহিনীরা ডিউটি ক...
21/09/2024

পাহাড়িরা মনে করে আপনি সেটেলার। কখনো বান্দরবান গেলে ওখানকার সেনাবাহিনীর সাথে গল্প করে দেখিয়েন। রাতে সেনাবাহিনীরা ডিউটি করতে পারে না নির্দিষ্ট এলাকা ছাড়া। আপনি সেনা প্রটোকল ছাড়া অনেক জায়গায় যেতেও পারেন না বান্দরবানে। আপনি স্বাধীন দেশের নাগরিক আপনার অধিকার থাকার কথা আপনি স্বাধীন ভাবে যাওয়ার কথা ছিল। এখন যে বান্দরবানে যাই ট্যুর দেন প্রাকৃতিক সৌন্দর্য দেখে ঢেকুর তোলেন এসব কেন করতে পারেন জানেন? সেনাবাহিনীর জন্যই পারেন। এইত কিছু দিন আগেই বাঙালি বন্ধুকে মেরে টুকরো টুকরো করেছে, ওমর ফারুক ত্রিপুরা,প্রায় পর্যটকদের অপহরণ করা এসব ওদের নিত্য দিনের খেলা। আপনার দেশের অত রাজনৈতিক দল/ ধর্মীয় দলও নেই যত ওদের সশস্ত্র বাহিনী আছে। এবার চিন্তা করেন তো আপনার ধর্মের কয়টা সশস্ত্র বাহিনী আছে? ওদের এই বাহিনীর সদস্য দিন দিন বাড়তেছে ওইসব কোথা থেকে আসতেছে? উড়ে তো আসে না। পাহাড়িরাই তাদের সন্তান দিচ্ছে আমাদের দেশের সাথে যুদ্ধ করতে। এক বড় ভাইয়ের সাথে কথার ফাকে জানলাম ওনার বড় ভাইকে শান্তি বাহিনী তুলে নিয়ে গেছে অনেক বছর আগে। এখনো হদিস মেলেনি। স্কুল বন্ধু আকিবের ভাই পোলিং এজেন্ট হিসেবে গিয়েছিল পাহাড়ে তাকে উদ্দেশ্য করে গুলি ছুড়েছে ভাগ্য ভালো সেদিন গুলি লাগেনি। নাথান বম ঢাবি থেকে পড়া লেখা করে সোনালি ব্যাংক ডাকাতি করেছে। আমাদের দেওয়া সুবিধা কোটাতেই সে পড়েছে। সশস্ত্র মহড়া দিচ্ছে তারা আমাদের এই স্বাধীন দেশেই। সুশীল সাজতে গিয়ে দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলিয়েন না। পাহাড়ে সেনা দ্বিগুণ করা দরকার। সেনা দরকার পাহাড়ে। আপনি চট্টগ্রামের বাইরে বসে বড় বড় স্ট্যাটাস দিতে পারবেন সেনা হটাও কিন্তু কখনো পাহাড়ের বাঙালি ভাইদের কথা শুনে দেখেন কি অবস্থা। শান্তি চুক্তি তারা করবে আবার তারাই ভাঙবে। তারা আদিবাসী না তারা উপজাতি। আর এখানে বাংলাদেশী হয়েই থাকবে। পাহাড় গুলো আমাদের বাংলাদেশের। ফিলিস্তিনের সাথে কিভাবে মেলায় তারা? ওরা ফিলিস্তিন হইলে আমরা কি ইজরায়েল? এভাবে চলতে থাকলে বেশি দেরি নাই ইজরায়েলের মত প্রভু হয়ে বসবে দেশের উপর। তাই বিবেচনা করে পক্ষ নেওয়া উচিত।
➡️ফলো রাখুন

13/05/2024

বর্তমান সময়ে পরকিয়া সামাজিক ব্যাধির মতো বাংলাদেশের প্রতিটি সমাজে ছড়িয়ে গেছে!

ভিডিও ফেসবুকে ভাইরাল...
ফেনীতে পর*কিয়া প্রে*মিকাসহ বউয়ের কাছে হাতে*নাতে ধ*রা খেলো দুই স*ন্তানের বাবা।গতকাল বারাহীপুর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।






#

10/05/2024

আম পাড়ার পদ্ধতি

মাশাআল্লাহ!!অটোপাশ লোকজনে ভরে গেছে দেশটা😃Facebook Facebook 360 Facebook for Creators
08/05/2024

মাশাআল্লাহ!!
অটোপাশ লোকজনে ভরে গেছে দেশটা😃

Facebook
Facebook 360
Facebook for Creators

07/05/2024

আল কোরআনুল কারিম থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ

সংক্ষিপ্ত আলোচনাঃ
১.
আমি (আল্লাহ) এই কল্যানময় কোরআন নাজিল করেছি। কোরআন অনুসরন করো এবং সৎকর্ম করো। তাহলেই তোমরা আমার অনুগ্রহ লাভ করবে। (আনআম: ১৫৫)

২. যখন কোরান পাঠ করা হয়, তখন মৌন থাকো ও মনোযোগ দিয়ে শোনো। তাহলেই তোমরা রহমত পাবে। (আরাফ: ২০৪)

৩.নিশ্চয়ই তোমাদের জন্যে আল্লাহর রসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। (আহযাব: ২১)

৪.যে রাসূলের অনুগত্য করে সে আল্লাহরই অনুগত্য করে। (নিসা: ৮০)

৫.হে বিশ্বাসীগণ। তোমরা আল্লাহর আনুগত্য করো, রসূলের আনুগত্য করো ও তোমাদের মধ্যে প্রাজ্ঞ নেতার আনুগত্য করো; এরপর কোন বিষয়ে মতপার্থক্য হলে আল্লাহ ও রসূলের নিকট ফিরে যাও। (নিসা: ৫৯)

৬.নামাজ নির্ধারিত সময়ে আদায় করা বিশ্বাসীদের কর্তব্য। (নিসা: ১০৩)

৭.নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে রক্ষা করে। নিশ্চয়ই আল্লাহর স্বরণ (জিকির) সবচেয়ে ভাল কাজ। (আনকাবুত: ৪৫)

৮.নামাজ শেষ করে পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান কর। বেশি বেশি আল্লাহর জিকির করো। তাহলেই তোমরা সফল হবে। (জুমআ: ১০)

৯.হে বিশ্বাসীগণ! তোমরা পুরোপুরি সমর্পিত হও এবং শয়তানের পদাংক অনুসরন করো না। (বাকারা: ২০৮)

১০.আল্লাহই একমাত্র রিজিকদাতা। (জুমআ: ১১)

১১.যে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। (তালাক: ৩)

১২.ধনীর সম্পদে অভাবী ও বঞ্চিতের অধিকার রয়েছে। (যারিয়াত: ১৯)

১৩.তোমরা উত্তম কাজের মাধ্যমে অন্যায়ের জবাব দাও। (মুমিনুন: ৯৬)

১৪.ক্ষমাশীল হও! সৎ কাজের আদেশ করো! আহাম্মকদের থেকে দুরে থাকো! (আরাফ: ১৯৯)

১৫.তোমরা বিচারে কারচুপি করো না। ওজনে কম দিও না। (আর রহমান: ৯)

১৬.চালচলনে মধ্যম পন্থা অবলম্বন করো! মোলায়েম কণ্ঠে কথা বল। কণ্ঠস্বরকে গাধার মতো কর্কশ করো না! (লোকমান: ১৯)

শেষ কথাঃ
হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করো ও আগুনের শাস্তি হতে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক! আমাদেরকে জ্ঞান দান করো।আমিন।

♻️♻️ Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania...
06/05/2024

♻️♻️ Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

বিভিন্ন প্রকারের রাসায়নিক সারের কাজ।আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি। কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ ক...
05/05/2024

বিভিন্ন প্রকারের রাসায়নিক সারের কাজ।

আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি। কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে তা আমরা অনেকে জানি আবার জানি না, এমনকি জানার চেষ্টাও করিনা। কিন্তু ভাল ফসল উৎপাদনের জন্য এটা জানা খুবই জরুরী। নিচে কোন প্রকার রাসায়নিক সারের কি কাজ তা সংক্ষেপে তুলে ধরলাম।

#ইউরিয়া:

ইউরিয়া সার গাছের ডালপালা, কান্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে। এই সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে। এর নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদনে সহায়তা করে।

#টিএসপি:

টিএসপি, ডিএপি বা ফসফেট জাতীয় সারের ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। এছাড়া উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শিকড়ের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া সময় মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে।

#পটাশ:

এমপি সার বা পটাশ সারের পটাশিয়াম পাতার ক্লোরফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ যা শর্করা প্রস্তুতিতে সহায়তা এবং সেগুলির দেহাভ্যন্তরে চলাচলের পথ সুগম করে। এই সার নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক এবং পোকামাকড় ও রোগবালাই থেকে গাছকে রক্ষা করে। এই সার গাছের খরা সহিঞ্চুতা বাড়ায়, গাছকে মজবুত করে।

#জিপসাম:

জিপসাম সারের মধ্যে থাকা সালফার নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে। এই সার প্রোটিন প্রস্তুতিতে অংশ গ্রহণ করে, তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং সালফার ভিটামিন ও কো-এনজাইমের উপাদান তৈরিতে ব্যবহৃত হয়।

#জিংক_সালফেট:

জিংক সালফেটের জিংক প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে এবং হরমোনের কার্যকারিতার জন্য সহায়তা করে।

#বোরাক্স:

বোরাক্সের বোরন ফলের বিকৃতি রোধ করে এবং ফুল ফল ধারণে সাহায্য করে।

নাজমুল আকন্দ
উপ-সহকারী কৃষি অফিসার
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম ।
সবাইকে ধন্যবাদ ।


ভুল চিকিৎসায় মা ও-নবজাতকের মৃত্যু, হাসপাতালে স্বজনদের হামলা-ভাঙচুর। নোয়াখালীর জেলা শহরে ভুল চিকিৎসায় মা-নবজাতকের মৃত্যুর...
05/05/2024

ভুল চিকিৎসায় মা ও-নবজাতকের মৃত্যু, হাসপাতালে স্বজনদের হামলা-ভাঙচুর।

নোয়াখালীর জেলা শহরে ভুল চিকিৎসায় মা-নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) সন্ধ্যা ৭ টায় মাইজদী আধুনিক হসপিটালে রোগীর স্বজনরা এ ঘটনা ঘটায়।

প্রসূতি শারমিন আক্তার শিমা (২১) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের জহির উদ্দিনের স্ত্রী ও নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মো. হারুনের মেয়ে।

জানা যায়, প্রসূতি শারমিন আক্তারের ডা. আশেকা কবিরের তত্ত্বাবধানে সিজার করানো হয়। সিজারের সময় প্রচুর রক্তক্ষরণ হয়। নবজাতকের অবস্থা ভালো না বলে আইসিউ হাসপাতালে রেফার করেন এবং প্রসূতির রক্ত বন্ধ হচ্ছেনা বলে আইসিউ হাসপাতালে রেফার করেন। চট্রগ্রামের মা ও শিশু হাসপাতালে নবজাতক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মারা যায়। স্বজনরা শনিবার (৪ মে) সন্ধ্যা ৭ টায় ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ভাংচুর করে। এতে হাসপাতালের হুইল চেয়ার, গ্লাস, রোগীর বেড সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিক সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা চলে আসে। তারপর জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করে।

নিহত প্রসূতিদ চাচা আব্দুল আজিজ বলেন, গতকাল শুক্রবার ১১ টায় আমার ভাতিজির সিজার হয়। তারপর বলে নবজাতকের অবস্থা ভালো না। আইসিউতে রাখতে হবে। চট্রগ্রামের মা ও শিশু হাসপাতালে আমরা নিয়ে যাই। রাত আট টায় তারা বলে নবজাতকের মায়ের অবস্থা ভালো না আইসিউতে রাখতে হবে। তারা বলেছে অনেক রক্তক্ষরণ হয়েছে। আপনারা ঢাকায় নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করালে ৩ ঘন্টার মাথায় প্রসূতি মারা যায়। সকালে নবজাতক মারা যায়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উদ্দিন রয়েল বলেন, রোগীটা আমাদের হাসপাতালের চিকিৎসক তানজিনা সুলতানার আন্ডারে ছিল৷ তার বাচ্চার হাটবিট কম ছিল। তারা বহির্বিভাগে অক্সিজেন দিয়ে বাসায় নিয়ে যায়। শুক্রবার সকালে রোগীকে আমাদের হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর হাসপাতাল হামলা-ভাঙচুর দুপুরে আশেকা কবির তার সিজার করান। তারপর নবজাতকের সংকটাপন্ন অবস্থা হওয়ায় আমরা আইসিউর জন্য ঢাকায় রেফার করি। তারা চট্রগ্রামে নিয়ে যায়। আজ চট্রগ্রামে নবজাতক ও ঢাকায় প্রসূতি মারা যায়। সন্ধ্যায় নিহতের স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ভাংচুর করে। এতে হাসপাতালের হুইল চেয়ার, গ্লাস, রোগীর বেড সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

হাসপাতালের চেয়ারম্যান ও নোয়াখালী পৌরসভার মেয়র ১ নং ওয়ার্ডের মো. রফিকুল বারী বলেন, প্রসূতি নারী ও নবজাতক কেউই আমাদের হাসপাতালে মারা যায়নি। আমাদের হাসপাতাল থেকে যাওয়ার সময় প্রসূতি আমার সাথে কথা বলে গেছে। তারপরও স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে হামলা ও ভাংচুর করে। এতে হাসপাতালের প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মালামাল ও জিনিসপত্রের ক্ষতি হয়।

নোয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন বলেন, মৌখিক অভিযোগ পেয়ে আমরা হাসপাতালে যাই এবং কর্তপক্ষের সাথে কথা বলি। এসময় ডা. আশেকা কবিরসহ অপারেশনের সাথে সংশ্লিষ্ট কাউকে পাইনি। আগামীকাল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিভিল সার্জন অফিসে আসতে বলা হয়েছে। যদিও আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

১টি বড় গাছ ৪-জন মানুষের অক্সিজেন সাপ্লাই দিতে পারে।ভারতে ১-জন মানুষের জন্যে প্রায় ২৮টি গাছ আছে, যুক্তরাজ্যে মাথাপিছু গাছ...
04/05/2024

১টি বড় গাছ ৪-জন মানুষের অক্সিজেন সাপ্লাই দিতে পারে।

ভারতে ১-জন মানুষের জন্যে প্রায় ২৮টি গাছ আছে, যুক্তরাজ্যে মাথাপিছু গাছের সংখ্যা ৪৩টি, চীনে ১৩০টি, ইথিওপিয়ায় ১৪৩টি, স্কটল্যান্ডে ৪০০টি, আমেরিকায় ৬৯৯টি, অস্ট্রেলিয়ায় ১২৬৯টি, ব্রাজিলে ১৪৯৪টি, কানাডায় ১০,১৬৩টি, আর রাশিয়ায় প্রত্যেক নাগরিকের জন্যে আছে ৬,৬১৪টি গাছ !
বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্যে মাথাপিছু কয়টি গাছ আছে তা বাংলাদেশের কেউ জানে না । কারণ যাদের জানানোর কথা তারাও জানে না ! কেউ বাংলাদেশে কতটি গাছ আছে জানেন কি? তবে বাংলাদেশে প্রতি বছর ৬,০০,০০০ গাছ কেটে ফেলা হয়, এই ভয়ংকর তথ্যটি ইন্টারনেট থেকে জানা গেলেও- আমার মনে হয় এই সংখ্যা আরো বহুগুণ বেশি !

জীবন্ত গাছ বাচিয়ে রাখা আমাদের সকলেরই দরকার।
সংগৃহীত

07/12/2023

ইসলামে ইমামের মর্যাদা ও অবস্থান

ইমাম শব্দের অর্থ পথপ্রদর্শক, নেতা ও পরিচালক। রাসুলুল্লাহ (সা.) ছিলেন ইসলামের প্রথম ইমাম। তাঁর পরে খোলাফায়ে রাশেদিন ইমামতির গুরু দায়িত্ব পালন করেছেন। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায়ের ক্ষেত্রে ইমামকে পূর্ণ এখতিয়ার দিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাঁর জন্য বিশেষ অবস্থান নির্ধারণ করা হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘ইমাম হলেন (সালাতের সার্বিক) জিম্মাদার। আর মুয়াজ্জিন হলেন আমানতদার। হে আল্লাহ, ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন এবং মুয়াজ্জিনদের ক্ষমা করুন।’(তিরমিজি, হাদিস : ২০৭)

আজকের ঘটনা ০৩/১২/২০২৩…………………………………আজীবন দেখলাম মৃত মানুষকে শেষ গোসল করানোর জন্য লাশ আল মারকাজুলে নিয়ে আসে। আজ দেখলাম ব্য...
03/12/2023

আজকের ঘটনা ০৩/১২/২০২৩
…………………………………

আজীবন দেখলাম মৃত মানুষকে শেষ গোসল করানোর জন্য লাশ আল মারকাজুলে নিয়ে আসে। আজ দেখলাম ব্যাতিক্রমী ঘটনা। একজন জীবিত মানুষকে গোসল করাতে নিয়ে এসেছে!

'জীবিত লাশটা' এখনো আল মারকাজুলের সামনে আছে। মহিলা ডেঙ্গু আক্রান্ত। বয়স চল্লিশের মত। আইসিউ, লাইফ সাপোর্ট সব পার করে ফেলেছেন। ওনার কোন অর্গান কাজ করছে না। ডাক্তার আশা ছেড়ে দিয়েছে। ডাক্তার বলেছে লাইফ সাপোর্টের মেশিন খুলে ফেললে ১ ঘন্টার মত বাঁচবে আনুমানিক। রোগীর স্বজনরা হাসপাতাল থেকে বাসায় না নিয়ে সরাসরি আল মারকাজুলে নিয়ে এসেছে। উদ্দেশ্য- এখন যেহেতু মারাই যাবে তাই গোসল করিয়ে একেবারে দাফনের ব্যবস্থা করবে। তাই মহিলাকে এম্বুলেন্সে করে মৃত্যুর অপেক্ষায় পরিবারের লোকজন বসে আছে। কখন মারা যাবে আর মারা গেলে গোসল করাবে।

জীবনের শেষ সময়ে (যদিও জানি না ওনার হায়াত আর আছে কিনা) আমি শুধু আমার মাকে দেখেছিলাম। এখন এই মহিলাকে দেখছি। শুধু বুকটা ওঠানামা করছে, শ্বাস কস্টের ধরপড়ানি।

এ ধরনের ঘটনা জীবনে দেখব কল্পনা করিনি, চিন্তাও করিনি এ ধরনের ঘটনা ঘটতে পারে।

আল্লাহ্‌ আমাদের সবাইকে 'শান্তির মৃত্যু' দান করুন। শান্তিতে মরাও যে কারো কারো কামনা হতে পারে তা চোখের সামনে দেখলাম।

আপডেট- লোকজন এই ঘটনা দেখে ভীড় করায় ও সমালোচনার মুখে তারা এম্বুলেন্স নিয়ে অন্য জায়গায় চলে গেছে।

আপডেট 6.50 PM -২- এম্বুলেন্সটি বাবর রোডের একটা গলিতে এতক্ষণ ছিল। কিছুক্ষণ আগে মহিলাটি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল মারকাজুলে ওনার শেষ গোসল শেষে ওনাকে নিয়ে যাওয়া হয়। ওনার বাড়ি নোয়াখালী।

Courtesy: Shafayet Monir

মৃত্যু নামক যন্ত্রটি কখন যে কার সম্মুখে এসে কড়ানাড়ে কেউতা বলতে পারে না।

28/05/2023

ফিরিশতার দোয়া লাগবে?

আমরা মা-বাবার কাছে দোয়া চাই। পীর-বুযুর্গ-শায়খের কাছে দোয়া চাই। ময়মুরুব্বি, ওস্তাদের কাছে দোয়া চাই। আমি চাইলে ফিরিশতাগনেরও দোয়া লাভ করতে পারি অত্যন্ত সহজেই। আট সময়ে ফিরিশতাগন আমার জন্য দোয়া করতে থাকেন,

১: আমি যখন প্রথম কাতারে নামাজে দাঁড়াই। যতক্ষণ এই কাতারে থাকব, ততক্ষণ ফিরিশতাগনের দুর্লভ দোয়া পেতে থাকব
(সহীহ তারগীব তারহীব ৪৯১)।

২. আমি যখন সলাতের অপেক্ষায় মসজিদে বা জায়নামাজে বসে থাকি। আমি যখন ফরজ নামাজের পর মসজিদে বসে থাকি। যতক্ষণ বসে থাকব, ততক্ষণ ফিরিশতাগন আমার জন্য দোয়া করতে থাকবেন । (মুসলিম ৬৪৯)।

৩. অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে। ঘর থেকে বের হওয়ার পর থেকে, অসুস্থ্যকে দেখে ঘরে ফেরা পর্যন্ত নিষ্পাপ ফিরিশতাগন আমার জন্য দোয়া করতে থাকবেন । (সিলসিলা সহীহাহ ৩৪৭৬)।

৪. শুধু আল্লাহর জন্য, আল্লাহকে রাজিখুশি করার জন্য, কোনও মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাত করতে গেলে। বাড়ি ছেড়ে বের হওয়া থেকে শুরু করে, বাড়ি ফেরা পর্যন্ত আমি ফিরিশতাগনের বরকতময় দোয়ায় শামিল থাকব (মুসলিম ২৫৬৭)।

৫. মুসলিম ভাইয়ের জন্য তার অনুপুস্থিতিতে দোয়া করার সময় ফিরিশতাগন আমার জন্য দোয়া করতে বসে যান। বিশ্ব মুসলিমের জন্য, নিজের ভাই-বেরাদরের জন্য দোয়া করার সময় খেয়াল রাখব, আমি যত বেশি সময় তাদের জন্য দোয়ায় মশগুল থাকব, তত বেশি সময় আমি ফিরিশতাগনের দোয়ার চাদরে মোড়ানো থাকব (মুসলিম ২৭৩২)।

৬. মানুষকে কল্যাণের শিক্ষা দেয়া সময়। সেটা হতে পারে একটি ভাল কথা, একটি ভাল কাজ, একটি উপকারী তথ্য, একটি দরকারি টিপস। সুযোগ পেলেই ফিরিশতাগনের দোয়া নেয়ার চেষ্টা করতে ত্রুটি করব না (জামে সগীর ৫৮৪১)।

৭. ওজু বা পবিত্র অবস্থায় ঘুমুলে। ঘুমের আগে ওজু করতে অলসতা লাগে? উপকারটা একটু চিন্তা করে দেখি? সামান্য কষ্ট করে ওজু করলে, একটানা চার-পাঁচ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে ফিরিশতাগন আমার জন্য দোয়া করেই যাবেন। দোয়া করেই যাবে। কী অসাধারণ সুযোগ (তারগীব তারহীব ৫৯৯)।

৮. সাহরী খাওয়ার সময়। ফিরিশতাগনের দোয়ার আশায় হলেও সাহরী খাওয়ার সময়টা যথাসম্ভব দীর্ঘ করব। দীর্ঘ করার প্রক্রিয়াটা এভাবেও হতে পারে, সাহরির মূল খাবার গ্রহনের বেশ আগে, সাহরির নিয়তে একঢোঁক পানি পান করে নিলাম।

তারপর মূল খাবার খেলাম। তারপর একেবারে শেষ সময়ে একটা খেজুর খেলাম। তাহলে দীর্ঘ সময় দোয়া। পাবো
(জামে সগীর ১৮১০)।

রাব্বে কারীম বেশি বেশি ফিরিশতাগনের অমূল্য দোয়া হাসিল করার তাওফিক দান করুন। আমীন।

--শায়েখ আতিক উল্লাহ

20/05/2023
হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডি...
20/05/2023

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডিতরা নির্দেশ জারি করেছিল, 'যারা বাংলা ভাষা বলবে ও শুনবে তারা রৌরব নামক নরকে যাবে।' ওই সময় তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নির্যাতিত বাঙালিদের মুক্ত করতে এগিয়ে আসেন এবং ১২০৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৮ জন ঘোড়সওয়ারি নিয়ে সেন রাজাকে পরাজিত করে বাংলাকে স্বাধীন করেন। বক্তারা বলেন, ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যম সেই দিন শুধু ভূমির বিজয় হয়নি, সঙ্গে মুক্ত হয়েছিল বাঙ্গালিদের মুখের ভাষা ‘বাংলা’।

ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন বলেন, 'মুসলমান সম্রাটরা বর্তমান বঙ্গ-সাহিত্যের জন্মদাতা বললে অত্যুক্তি হয় না। বঙ্গ-সাহিত্য মুসলমানদেরই সৃষ্ট, বঙ্গ-ভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা।' অধ্যাপক ও গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 'যদি বাংলায় মুসলিম বিজয় ত্বরান্বিত না হতো এবং এ দেশে আরও কয়েক শতকের জন্য পূ্র্বের শাসন অব্যাহত থাকত, তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত এবং অবহেলিত ও বিস্মৃত-প্রায় হয়ে অতীতের গর্ভে নিমজ্জিত হতো।'

মধ্যযুগে মুসলিম শাসকদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার যে সাহিত্যচর্চা শুরু হয়, তার মাধ্যমে বাংলা ভাষা একটি পরিপূর্ণ ভাষা হিসেবে আত্মপ্রকাশের যোগ্যতা অর্জন করে।

বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা যুগে যুগে আরও হয়। ১৮শ’ সনে ব্রিটিশরা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বাংলা ভাষার আরবি ও ফারসি শব্দ বাদ দিয়ে সংস্কৃত শব্দ প্রবেশের উদ্দেশ্যে সাহিত্যচর্চা শুরু করে। তারা দেখাতে চায়—বাংলা ভাষার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই।

মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে প্রচার করা হয়, বাংলা ভাষায় প্রথম কুরআন মাজিদ অনুবাদ নাকি গিরিশ চন্দ্র সেন করেছেন। অথচ ১৮৮৬ খ্রিষ্টাব্দে গিরিশ চন্দ্র সেনের অনুবাদের বহু আগে ১৮০৮ খ্রিষ্টাব্দে বাংলা ভাষায় কুরআন মাজিদের আংশিক অনুবাদ করেন মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া। এরপর ১৮৩৬ খ্রিষ্টাব্দে মৌলবি নাঈমুদ্দিন পূরো কুরআনের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। অথচ এ ইতিহাস প্রচার করা হয় না।

সংগৃহিত।

সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক
20/04/2023

সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ মোবারক

03/02/2023

মুছাপুর ক্লোজার এখন ধুধু মরুভূমি।
চলছে জবরদখলের প্রতিযোগিতা।

ইন্নালিল্লাহ😭😭😭মায়ের চিকিৎসা করাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে শরীয়তপুরের জাজিরায় অ্যাম্বুলেন্সের ও ট্রাক এর সংঘর্ষে মা-ম...
18/01/2023

ইন্নালিল্লাহ😭😭😭
মায়ের চিকিৎসা করাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে শরীয়তপুরের জাজিরায় অ্যাম্বুলেন্সের ও ট্রাক এর সংঘর্ষে মা-মেয়ে সহ ছয়জন নিহত।😪
আল্লাহ পাক শোকসন্তপ্ত পরিবারটির প্রতি রহম করুক।

আনাস (রাযি.) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃতোমাদের কেউ প্রকৃত মু‘মিন হতে পারবে না, যতক্ষণ না সে ত...
18/01/2023

আনাস (রাযি.) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
তোমাদের কেউ প্রকৃত মু‘মিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে।

সহীহ বুখারী - ১৩

Address

Basurhat

Opening Hours

09:00 - 17:00

Telephone

1837817339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Imam Hossain Sohail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category