24/10/2025
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোয় এবং বরিশাল সার্কিট হাউসে ২০তম গ্রেডের ৭টি ক্যাটাগরির ৮৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি।
◑ পদের নাম ও পদসংখ্যা
১. অফিস সহায়ক: ৩৩ জন
২. নিরাপত্তা প্রহরী: ২৬ জন
৩. পরিচ্ছন্নতা কর্মী: ১৬ জন
৪. মালি: ০১ জন
৫. বেয়ারার (সার্কিট হাউস): ০৩ জন
৬. বাবুর্চি (সার্কিট হাউস): ০১ জন
৭. নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউস): ০৩ জন
◑ বয়সসীমা: ১৮–৩২ বছর।
◑ বেতনস্কেল ও গ্রেড (সকল পদের ক্ষেত্রে): ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
◑ আবেদন ফি
আবেদন ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
◑ আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৩০ অক্টোবর ২০২৫, সকাল ১০টা।
আবেদন শেষ: ২৯ নভেম্বর ২০২৫, বিকাল ৫টা।
◑ অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
◑ বিস্তারিত জানতে জেলা প্রশাসন বরিশাল এর ওয়েবসাইট ভিজিট করুন। ওয়েবসাইট লিঙ্ক কমেন্টে।