পল্লী মিডিয়া

পল্লী মিডিয়া (ইক্করা বিসমি রাব্বী কাল্লাজী খালাক)
পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
01811-30-90-70
(1)

আমি আমার মতো করে আশেপাশের সবকিছু এই পেইজ এ উপস্থাপন করার চেষ্টা করব । ফলো দিয়ে সাথে থাকবেন । ধন্যবাদ।

আমার জীবনটা খুবই ছোট, আর এই ছোট জীবনে আমি সেই মানুষদের জন্য বাঁচি, যারা আমাকে ভালোবাসে, আমার পাশে থাকে। যারা আমাকে ঘৃণা ...
05/01/2025

আমার জীবনটা খুবই ছোট, আর এই ছোট জীবনে আমি সেই মানুষদের জন্য বাঁচি, যারা আমাকে ভালোবাসে, আমার পাশে থাকে। যারা আমাকে ঘৃণা করে, আমার পিছনে কথা বলে, তাদের নিয়ে ভাবার সময় আমার নেই। আমি জানি, সবার মন জয় করা সম্ভব নয়, তাই আমি শুধু তাদের ভালোবাসা ধরে রাখার চেষ্টা করি, যারা আমাকে তাদের হৃদয়ে জায়গা দিয়েছে।
জীবনটা তাদের জন্য নয়, যারা সমালোচনা করে; জীবনটা তাদের জন্য, যারা অনুপ্রেরণা জোগায়। তাই আমি আমার সময়, আমার ভালোবাসা, আমার মন সেই মানুষদের জন্য দিই, যারা আমাকে সত্যিই আপন করে নিয়েছে।
ঘৃণার চেয়ে ভালোবাসা অনেক শক্তিশালী। যারা পাশে থেকে ভালোবাসা দিয়েছে, তাদের সাথেই আমার পথচলা। বাকিরা? তারা থাকুক তাদের নিজের দুনিয়ায়।
লেখক পরিচিতি/
#মোঃ_শহীদুল_ইসলাম_খান
ঝালকাঠি।

"সংসারে বোন না থাকলে কিছুই ভালো লাগে না"❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️জীবনে অনেক সম্পর্ক আসে, অনেক ভালোবাসা থাকে। তবে বোনে...
05/01/2025

"সংসারে বোন না থাকলে কিছুই ভালো লাগে না"
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
জীবনে অনেক সম্পর্ক আসে, অনেক ভালোবাসা থাকে। তবে বোনের মতো আপন কেউ হয় না। তার হাসিতে দিনটা সুন্দর হয়, তার অভিমানে মনটা ভারী হয়। যার ছোট্ট এক চিঠিতে হৃদয় ভরে যায়, যার সঙ্গে শৈশবের অগণিত স্মৃতি জড়িয়ে থাকে, সে হলো বোন।
আমার তো বোন নেই। কেউ নেই যে আমাকে বকাঝকা করে ভালোবাসা বোঝাবে, কেউ নেই যে আমার মনের কথা না বললেও বুঝে যাবে। সংসারটা যেন অপূর্ণ লাগে। বোনের সঙ্গে ঝগড়া, গল্প, শখের শাড়ি ভাগাভাগি করা—এসব অনুভূতি থেকে বঞ্চিত হওয়া সত্যিই কষ্টের।
যাদের বোন আছে, তারা জানে না কী অমূল্য সম্পদ তাদের জীবনে। আমি বোনহীন, তাই বুঝি কী অপার শূন্যতা। জীবনের প্রতিটি মুহূর্তে বোনের অভাব অনুভব করি। যদি সত্যিই কোনো দিন ফেরে সেই হারানো সম্পর্কের স্বাদ, তবেই হয়তো আমার সংসারটা পূর্ণ হবে।
"জীবনের প্রতিটি বন্ধনে কেউ নেই,
বোনহীন আমার দিনগুলো একাকীত্বের ছায়া।"

লেখক পরিচিতি/
#মোঃ_শহীদুল_ইসলাম_খান Md Shahidul Islam

"ভাগ্য! তুমি কি এমন কোনো ক্ষমতার অধিকারী, যা মানুষের স্বপ্নকে মুহূর্তেই ছিন্নভিন্ন করে দিতে পারে?তোমার উপর ভরসা করতে গেল...
04/01/2025

"ভাগ্য! তুমি কি এমন কোনো ক্ষমতার অধিকারী, যা মানুষের স্বপ্নকে মুহূর্তেই ছিন্নভিন্ন করে দিতে পারে?
তোমার উপর ভরসা করতে গেলে ভয় পাই, আবার এড়িয়ে চলতেও পারি না।
জীবনের প্রতিটি মুহূর্তে তুমি আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো— আমি তোমার আপন, নাকি শত্রু?
তোমার কঠোর পরীক্ষায় আমি বারবার হেরে যাই, তবু ভেঙে পড়ি না।
কারণ জানি, তোমার অন্ধকারে কোথাও না কোথাও লুকিয়ে থাকে আলোর ঝলক।
তবু, ভয় পাই... যদি সেই আলো আর আমার জীবনে না আসে। 😢
তুমি যদি নির্দয় হও, তাহলে কীসের জন্য এত লড়াই?
ভাগ্য, আমাকে শক্তি দাও— তোমার কঠোরতাকেও জয় করার।"

লেখক পরিচিতি/
#মোঃ_শহীদুল_ইসলাম_খান


#মনেমনে_লড়াই #ভাগ্যের_খেলা #আবেগ #জীবন

04/01/2025
 #সত্যের পথে হাঁটতে গেলে পথ কঠিন হয়, কারণ সেখানে অনেকেই বাধা দেয়। কিন্তু মিথ্যার চাদরে মোড়ানো মানুষগুলো সহজেই গ্রহণযো...
04/01/2025

#সত্যের পথে হাঁটতে গেলে পথ কঠিন হয়, কারণ সেখানে অনেকেই বাধা দেয়। কিন্তু মিথ্যার চাদরে মোড়ানো মানুষগুলো সহজেই গ্রহণযোগ্য হয়ে যায়। আজকাল সঠিক কথা বলা বা ন্যায়ের পক্ষে দাঁড়ানো যেন এক অপরাধ। তেলবাজি আর চামচামির এই সমাজে সত্যিকারের মানসিকতার মানুষরা যেন একা পড়ে যায়।
চালাকির আড়ালে যারা অন্যদের বোকা বানানোর চেষ্টা করে, তারা ভুলে যায় যে, প্রতিটি চালাকি মানুষ বোঝে, শুধু মুখ খুলে বলে না। যে চালাকি করে, সে নিজেকে বড়ো বুদ্ধিমান ভাবে, কিন্তু বাস্তবতা হলো, তার অভিনয় সবার চোখে স্পষ্ট।
তাই জীবনে যতই কঠিন হোক, সঠিক পথে থাকুন। সময়ের সাথে সবার মুখোশ খুলে যাবে, আর সত্য আপন আলোয় উদ্ভাসিত হবে। মনে রাখবেন, সত্যের শক্তি কোনো তেলবাজির সামনে মাথা নত করে না।

লেখক পরিচিতি/
#মোঃ_শহীদুল_ইসলাম_খান

#তেলবাজ #চামচামি

২০২৫ সালের জানুয়ারির চারটি দিন কেমন যেন হাওয়ার মতো উড়ে গেল। কিছু মানুষের জন্য এই দিনগুলো ছিল নতুন স্বপ্নের শুরু, কারো জন...
04/01/2025

২০২৫ সালের জানুয়ারির চারটি দিন কেমন যেন হাওয়ার মতো উড়ে গেল। কিছু মানুষের জন্য এই দিনগুলো ছিল নতুন স্বপ্নের শুরু, কারো জন্য ছিল পুরনো স্বপ্ন ভাঙার গল্প। কেউ নতুন পথে পা রেখেছেন, কেউ আবার হারানোর বেদনায় কাতর হয়েছেন।
যারা পেয়েছেন, তারা হয়তো মনে মনে একটি "ধন্যবাদ" বলে ফেলেছেন জীবনের প্রতি। যারা হারিয়েছেন, তারা হয়তো ভেবেছেন, "নতুন শুরুর অপেক্ষা করি।" এই চার দিনে কেউ ভালোবাসার মানুষকে আরও কাছে পেয়েছেন, কেউ বা দূরত্বে হারিয়ে ফেলেছেন।
প্রাপ্তির গল্পগুলো আলাদা, কিন্তু অনুভূতিগুলো সবার কাছে এক। নতুন বছর এসেছে নিজস্ব রঙে, নিজস্ব ছন্দে। আশা আর হতাশার মিশ্রণে আমরা সবাই চলেছি অজানা এক গন্তব্যের দিকে।
যদি এই চারদিনে কিছু না-ও পাই, তবুও তো জীবন থেমে থাকে না। হয়তো সামনের দিনগুলো নিয়ে আরও কিছু গল্প বুনে নেওয়া বাকি। ২০২৫ সালের প্রথম চার দিন, তুমি যেমনই হও না কেন, আমাদের হৃদয়ে তোমার ছাপ রেখে গেছো।

লেখক পরিচিতি/
#মোঃ_শহীদুল_ইসলাম_খান

২০২৫ সাল কেমন হবে, তা কেউ জানে না। কারো জন্য এই বছরটা হবে আনন্দের, সাফল্যের গল্পে ভরা; আবার কারো জীবনে হয়তো নিয়ে আসবে দু...
02/01/2025

২০২৫ সাল কেমন হবে, তা কেউ জানে না। কারো জন্য এই বছরটা হবে আনন্দের, সাফল্যের গল্পে ভরা; আবার কারো জীবনে হয়তো নিয়ে আসবে দুঃখের অন্ধকার। সময়ের এই অনিশ্চিত স্রোতে দাঁড়িয়ে আমি শুধু ভাবি, আমার জন্য ২০২৫ কী নিয়ে আসবে?
হয়তো হাসির উজ্জ্বল রোদ, হয়তো চোখের জল মুছে ফেলার কাঁধ। জীবনের প্রতিটি বছরই তো এমন—কখনো সুখের, কখনো বেদনার। তবুও আমি আশায় বুক বাঁধি, বিশ্বাস রাখি সময়ের ওপর। কারণ, ভালো বা খারাপ যা-ই হোক, আমি জানি, প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে জীবনের নতুন এক পাঠ।
তাই ২০২৫, তুমি যেমনই হও, আমি প্রস্তুত তোমাকে আলিঙ্গন করার জন্য। কারণ, প্রতিটি দিনই তো বাঁচার নতুন উপলক্ষ।

লেখক পরিচিতি/
মোঃ শহীদুল ইসলাম খান।
________________________
#মোঃ_শহীদুল_ইসলাম_খান

ঢাকা শহরের থার্টিফার্স্ট নাইট মানেই একটা মিশ্র অনুভূতির দিন। প্রতি বছর শুনি, "এ বছর আতশবাজি নিষিদ্ধ, অশ্লীলতা বন্ধ, শৃঙ্...
01/01/2025

ঢাকা শহরের থার্টিফার্স্ট নাইট মানেই একটা মিশ্র অনুভূতির দিন। প্রতি বছর শুনি, "এ বছর আতশবাজি নিষিদ্ধ, অশ্লীলতা বন্ধ, শৃঙ্খলা বজায় রাখতে হবে।" অথচ রাত বারোটা বাজতেই আকাশ ফাটানো আতশবাজি, কর্ণফাটানো শব্দ, আর নানা ধরনের বিশৃঙ্খলা শুরু হয়। ঘুমাতে চাইলেও পারা যায় না।
ফেসবুকে ঢুঁ মারলে দেখা যায়, একদল মেয়ে আধা উলঙ্গ ছবি পোস্ট করে “New Year, New Me” টাইপের ক্যাপশনে মাতোয়ারা। আরেকদিকে “বোতল পার্টি” চলে জমজমাট। বোতল খাওয়া মানেই শুধু পানীয় নয়, যেন ঢাকা শহরের নতুন ট্রেন্ড। কিন্তু এইসব কর্মকাণ্ডে কেউ কিছু বলতে গেলে সবাই মানবাধিকারের বুলি আওড়ায়।
সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এসব বন্ধ না করতে পারলেও শহরের প্রায় সব রাস্তাই বন্ধ করে দেয়া হয়। অথচ যারা এইসব নাইট পার্টি করে, তারাই আবার রাস্তা ব্লক পেরিয়ে গন্তব্যে চলে যায়। অন্যদিকে সাধারণ মানুষ, যারা এক চিলতে শান্তি চায়, তারা রাস্তায় আটকে কষ্ট পায়। এই দ্বিচারিতার দুনিয়ায়, নিষেধাজ্ঞা যেন শুধু সাধারণ মানুষের জন্য, আর সুযোগ-সুবিধা ভোগের অধিকার বিশেষ একশ্রেণীর।
একটা শহর শুধু নিয়ম-কানুনে সুন্দর হয় না, মনোভাবের পরিবর্তন ছাড়া সত্যিকারের পরিবর্তন আসে না। থার্টিফার্স্ট নাইট যেন শুধুই বেপরোয়া আনন্দ নয়, বরং সব মানুষের জন্য উদযাপনের দিন হয়—এটাই কি বেশি কাম্য নয়?

লেখক পরিচিতি/
মোঃ শহীদুল ইসলাম খান।

#মোঃ_শহীদুল_ইসলাম_খান
Md Shahidul Islam

২০২৪ সাল বিদায় নিল, আর ২৫ সাল শুরু হলো, সবাই আনন্দে মেতে উঠেছে। কিন্তু আমার মনে এক অদ্ভুত শূন্যতা, যেন আরও একটি বছর জীবন...
31/12/2024

২০২৪ সাল বিদায় নিল, আর ২৫ সাল শুরু হলো, সবাই আনন্দে মেতে উঠেছে। কিন্তু আমার মনে এক অদ্ভুত শূন্যতা, যেন আরও একটি বছর জীবনের খাতা থেকে হারিয়ে গেল। চারপাশে মানুষের হাসি, উদযাপন, তবে আমার চোখে শুধু কান্নার ছাপ। এই সময়ের মাঝে কত কিছুই না ঘটে গেছে, কত কষ্ট, কত সংগ্রাম, অথচ প্রাপ্তির খাতায় কিছুই যোগ হয়নি। আমরা মাঝে মাঝে ভুলে যাই, সময় শুধু যায়, কখনো তা ফিরে আসে না। নতুন বছরের শুরুতে, একটাই চাওয়া—এবার যেন কিছুটা স্বস্তি, কিছুটা শান্তি, কিছুটা সফলতা খুঁজে পাই। জীবনের এই জার্নি আরও একটা বছরের অভিজ্ঞতা নিয়ে চলবে, তবে এবারের প্রাপ্তির খাতায় কিছু একটা রেখে যাবো—এটাই তো আসল লক্ষ্য।

লেখক পরিচিতি/
মোঃ শহীদুল ইসলাম খান।
Md Shahidul Islam
#মোঃ_শহীদুল_ইসলাম_খান

বন্ধুত্ব—এটা একটা এমন সম্পর্ক, যা রক্তের সম্পর্কের চেয়েও গভীর হতে পারে। বন্ধুত্ব করা সহজ, কিন্তু সেই বন্ধুত্বকে সময়, সম্...
31/12/2024

বন্ধুত্ব—এটা একটা এমন সম্পর্ক, যা রক্তের সম্পর্কের চেয়েও গভীর হতে পারে। বন্ধুত্ব করা সহজ, কিন্তু সেই বন্ধুত্বকে সময়, সম্মান এবং বিশ্বাস দিয়ে ধরে রাখা সহজ নয়। সত্যিকারের বন্ধুত্বে শুধু হাসি আর আনন্দ নয়, থাকে দুঃখ ভাগাভাগির জায়গা।
যে বন্ধুত্ব রক্ষা করতে পারে না, সে হয়তো কখনো বন্ধুত্বের মানেই বুঝতে পারেনি। বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা, প্রয়োজনের সময় হাত বাড়িয়ে দেওয়া। বন্ধুত্ব মানে শুধু কথা বলা নয়, কথা শুনতেও শেখা।
আজকাল অনেকেই বন্ধুত্বকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করে। কিন্তু বন্ধুত্ব স্বার্থপরতার জন্য নয়, সেটা ভালোবাসার জন্য। যারা সত্যিকারের বন্ধুত্ব বোঝে, তারা জানে বন্ধুর জন্য সব কিছু ত্যাগ করা যায়।
বন্ধু হতে অনেক সাহস লাগে, কিন্তু সেই বন্ধুত্ব রক্ষা করতে আরও বেশি! তাই বন্ধুত্ব করতে আগে ভাবুন, আপনি কি সেই সম্পর্ক রক্ষা করতে পারবেন? বন্ধুত্ব শুধু একটি শব্দ নয়, এটি একটি অনুভূতি, একটি প্রতিশ্রুতি, যা জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখতে হয়।

২০২৪ সাল... এই সালটা যেন এক অন্যরকম অধ্যায় হয়ে রইল আমার জীবনের স্মৃতির পাতায়। একটা বছর, যেখানে সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা...
31/12/2024

২০২৪ সাল... এই সালটা যেন এক অন্যরকম অধ্যায় হয়ে রইল আমার জীবনের স্মৃতির পাতায়। একটা বছর, যেখানে সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা, ভয়-উৎকণ্ঠা সবকিছু একসাথে মিশে ছিল। কিন্তু জুলাই এবং আগস্ট মাসের ঘটনাগুলো... সেগুলো আমি কখনোই ভুলতে পারব না। আমি নিজ চোখে যা দেখেছি, যা অনুভব করেছি, তা বর্ণনার জন্য শব্দ খুঁজে পাই না।
ভ/য়ং/ক/র সেই সময়গুলো আমাকে শিখিয়েছে, জীবন কতটা অনিশ্চিত হতে পারে। আমাদের আশপাশে থাকা মানুষগুলোর প্রতি, আমাদের দেশের প্রতি আমাদের কতটা দায়বদ্ধতা থাকা উচিত, সেটাও যেন নতুন করে উপলব্ধি করেছি।
তবে এই সালটা শুধু দুঃখের নয়, এর মাঝে সাফল্যের গল্পও ছিল। বাংলাদেশের জন্য কিছু উল্লেখযোগ্য অর্জনও হয়েছে। তবুও, ব্যক্তিগতভাবে এই সালটা আমার কাছে একটা কঠিন পরীক্ষার সময় হিসেবে থেকে যাবে।
এখন ২০২৫-এর অপেক্ষায় আছি। নতুন সূর্যোদয়ের আশা নিয়ে, নতুন স্বপ্ন বুনে এগিয়ে যেতে চাই। প্রার্থনা করি, ২০২৫ যেন সবার জন্য সুখ-শান্তি আর সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। সেই ভয়ংকর দিনগুলোর স্মৃতি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যেন আমরা পাই।
আশা করি, নতুন বছরটি হবে ভালোবাসায় ভরা, শান্তিতে ঘেরা, আর নতুন সম্ভাবনায় উজ্জ্বল। আমাদের সবার জীবন সুন্দর হোক।

লেখক পরিচিতি/
মোঃ শহীদুল ইসলাম খান।
Md Shahidul Islam Md Shahidul Islam

সময়ের স্রোতে আরও একটি বছর ফুরিয়ে যাচ্ছে। ২০২৪ সালকে বিদায় জানিয়ে আমরা একসাথে পা রাখব নতুন এক অধ্যায়ে—২০২৫ সাল। বিগত...
30/12/2024

সময়ের স্রোতে আরও একটি বছর ফুরিয়ে যাচ্ছে। ২০২৪ সালকে বিদায় জানিয়ে আমরা একসাথে পা রাখব নতুন এক অধ্যায়ে—২০২৫ সাল। বিগত বছরের প্রতিটি মুহূর্ত, সুখ-দুঃখ, ভুল-ত্রুটি আমাদের জীবনের অংশ।
আমি জানি, ইচ্ছায় বা অনিচ্ছায় আমার কারণে কারও মনে কষ্ট দিয়ে থাকলে, আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। নতুন বছরের এই প্রারম্ভে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ—আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
২০২৫ আমাদের জীবনে নতুন আশা, ভালোবাসা আর প্রেরণা নিয়ে আসুক। সবাইকে ভালোবাসা, শান্তি আর সমৃদ্ধির শুভকামনা জানাই। নতুন বছর আমাদের জন্য হোক ইতিবাচক পরিবর্তনের সূচনা।

শুভ নববর্ষ!

লেখক পরিচিতি/
#মোঃ_শহীদুল_ইসলাম_খান
Md Shahidul Islam
Md Shahidul Islam

30/12/2024

আমার সেরা স্টার প্রেরককে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সহায়তা করার জন্য অনেক ধন্যবাদ!

MD Khalil, Riyaj Khan

আমার ছেলে জুনায়েদ ইসলাম খান ❤️
30/12/2024

আমার ছেলে জুনায়েদ ইসলাম খান ❤️

30/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

30/12/2024

আমি এই ভিডিওটা করেছি, একটা মাদ্রাসার মাঠে ছোট ছোট কোরআনের পাখিরা খেলা করতে ছিল, আমি বললাম তুমি একটা কোরআন তেলাওয়াত শুনতে পারবে, তখন সে আমাকে সূরা রহমানের কিছু অংশ শুনালেন, কি অসাধারণ মাশাল্লাহ

যে মানুষগুলো আমার মাকে অসম্মান করেছে, তাদের প্রতি আমার হৃদয়ে কোনো মায়া নেই। যদি তারা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেও আমার সা...
30/12/2024

যে মানুষগুলো আমার মাকে অসম্মান করেছে, তাদের প্রতি আমার হৃদয়ে কোনো মায়া নেই। যদি তারা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেও আমার সামনে পড়ে, তবুও আমার হৃদয় কোনো সাড়া দেবে না। কারণ একজন সন্তানের কাছে তার মায়ের মর্যাদা সবচেয়ে পবিত্র, সবচেয়ে অমূল্য। আমার মাকে যারা কষ্ট দিয়েছে, তারা আমার চোখে কখনোই ক্ষমার যোগ্য নয়। তাই তাদের প্রতি আমার অনুভূতি শূন্য—শুধু শূন্যতা আর তুচ্ছতার এক অসীম শূন্য গহ্বর। ক্লিয়ার কাট কথা। বুঝলে আলহামদুলিল্লাহ না বুঝলেও আলহামদুলিল্লাহ।

লেখক পরিচিতি/
#মোঃ_শহীদুল_ইসলাম_খান
Md Shahidul Islam
Md Shahidul Islam

Address

Vill-Iswher Kati, Post-Protap. P/s NalCity. Dist-Jhalokati
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when পল্লী মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পল্লী মিডিয়া:

Videos

Share