MAs arha

MAs arha I want to earn money from Facebook so make beautiful videos to tell people so that people can learn something good��

নিজের আগমন🖤
09/01/2026

নিজের আগমন🖤



কাজের মেয়ে ফাতেমাকে নিজের বোনের স্বীকৃতি দিলেন তারেক রহমান যা এক অন্যন্য ইতিহাস হয়ে রইল!তারকে রহমান বলেন আমাদের বাসার কা...
08/01/2026

কাজের মেয়ে ফাতেমাকে নিজের বোনের স্বীকৃতি দিলেন তারেক রহমান যা এক অন্যন্য ইতিহাস হয়ে রইল!

তারকে রহমান বলেন আমাদের বাসার কাজের মেয়ে ফাতেমা আমাদের পরিবারের দূঃসময়ে ছায়ার মত পাশে ছিল। যখন আমি স্বপরিবারে লন্ডনে অবস্হান করছিলাম তখন বাসায় মা একা থাকতেন তার সাথে শুধু কাজের মেয়ে ফাতেমা বেগম ছিলেন। সে মায়ের সবকিছু দেখাশুনা করতেন নিজের মেয়ের মত।

এমনকি ২০১৮ সালে যখন আমার মায়ের জেল হয়, তখন মার সেবা যত্ন করার কেউ ছিলনা। এটা ভেবেই ফতেমা আদালতে আবেদন করে যে, স্যার আমি স্বেচ্ছায় ম্যাডাম জিয়ার সঙ্গে জেলে যেতে চাই তার সেবা সুশ্রষা করার জন্য।
তখন আদালত তার কথায় হতবাক হয়েছিলেন এবং আদালত সেই ব্যাবস্হায় করে দিয়েছিলেন যেন ফাতেমা মায়ের সঙ্গে জেলখানাতেই থাকতে পারে। সে আমার মার সঙ্গে ৭৭৮ দিন জেল খেটেছে। আজ আমার মা নেই, এই ১৮ বছরে ফাতেমা মায়ের ছায়া সঙ্গী হবার কারনে, ফাতেমার শরীর থেকে আমার এখনো মায়ের গন্ধ খুঁজে পাই।
তাই আইনি ভাবে তাকে এডপ্ট করে তাকে আমি আমার বোনের স্বীকৃতি দিচ্ছি। আজ থেকে ফাতেমা আমাদের কাজের মেয়ে নন - সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর একমাত্র মেয়ে এবং সে আমরা দুই ভাই -তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো এর একমাত্র বোন।
আমার বাবা মার সব সম্পত্তি থেকে আইনি ভাবে ফাতেমা যা পাবেন, তাকে তাই দেওয়া হবে, সেই সাথে জিয়া পরিবারের একমাত্র মেয়ে হিসেবে মর্যাদা পূর্ন আসনে অধিষ্টিত করা হইল তাকে।

তাই দেশবাসী এবং আমার বাবা মার রেখে যাওয়া বি এন পি দলের সকল মানুষের প্রতি অনুরোধ, আমার বোনকে - আপনাদের নিজের বোনের সন্মানের চোখে দেখবেন।
আমার বোন ফাতেমার জন্য দোয়া এবং শুভ কামনা রইল -
ইতি- তারেক রহমান ❤️

এমন মহৎ কাজার জন্য তারকে রহমান আপনার প্রতি দেশবাসীর সম্মান আরো বেরে গেল। ❤️
সংগৃহিত
#তারেকরহমান

MTouch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.
08/01/2026

MTouch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.

07/01/2026

she�
#�
#�

মায়ের মৃ/ত্যু/র পর পরিবারের সি/দ্ধা/ন্তে অ'বুঝ শিশুটিকে মা'দ্রাসায় ভর্তি করা হয়।  ছু'টির দিনে বাড়ি ফিরে সে দেখে, তার চাচ...
05/01/2026

মায়ের মৃ/ত্যু/র পর পরিবারের সি/দ্ধা/ন্তে অ'বুঝ শিশুটিকে মা'দ্রাসায় ভর্তি করা হয়। ছু'টির দিনে বাড়ি ফিরে সে দেখে, তার চাচাতো ভাই মায়ের কো'লে বসে আছে। দৃ'শ্য'টি দেখে শিশুটির চো'খে পানি এসে যায়। কা/ন্না/য় ভে/ঙে পড়ে সে দৌ'ড়ে যায় মায়ের ক/ব'রে'র পাশে।

ক/ব/রের ওপর বসে বারবার ডা'কতে থাকে, “মা, তুমি আমাকে আ'দ'র করো না কেন? আমাকে কো'লে নাও।

মায়ের ক/ব/র আঁ'ক'ড়ে ধরে কা/ন্নায় ভে/ঙে পড়ে শিশুটি। এই হৃ'দ'য়'বি'দা'র'ক দৃ'শ্য সবাইকে নী'রব করে দেয়। আল্লাহ যেন এই অবুঝ সন্তানের মা'কে জা'ন্নাতের সর্বোচ্চ ম'র্যা'দা দান করেন।

#অসহায়শিশু
#মানবিক

দাজ্জালের আগমন যেকোনও সময় ঘটে যেতে পারে! দাজ্জাল এসেই মৃতকে জীবিত করার অভিনয় করবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, ক্ষুধার্তকে ...
02/01/2026

দাজ্জালের আগমন যেকোনও সময় ঘটে যেতে পারে! দাজ্জাল এসেই মৃতকে জীবিত করার অভিনয় করবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, ক্ষুধার্তকে খাবার দেবে, আর তখনো অধিকাংশ মানুষ তাকে চিনতে পারবেনা- সে কে?
ইসলাম বলে—সে-ই দাজ্জাল!
দাজ্জাল কোনো কল্পকাহিনি নয়, কোনো রূপক চরিত্রও নয়— সে হলো কিয়ামতের আগে মানুষের জন্য সবচেয়ে ভয়ানক পরীক্ষা! সে এমন এক ফিতনা যার তুলনা আর কোনো ফিতনার সাথে হয় না।
নবী মুহাম্মদ ﷺ বলেছেন—
“আদম (আ.) থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি।”
(সহিহ মুসলিম)

দাজ্জালের সংক্ষিপ্ত পরিচয়:
ইসলামী আকিদা অনুযায়ী দাজ্জাল দেখতে মানুষ আকৃতির কিন্তু সাধারণ মানুষ নয়।
তার এক চোখ অন্ধ, অপর চোখ হবে ভয়ংকরভাবে বিকৃত। তার কপালে লেখা থাকবে ‘কাফির’ (ك ف ر)—যা শুধু মুমিনরা পড়তে পারবে।
সে নিজেকে খোদা বলে দাবি করবে, আর তার সাথে থাকবে এমন সব ক্ষমতা ও ভ্রম, যা দেখে দুর্বল ঈমানের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে।
তার সাথে থাকবে—
এক মিথ্যা জান্নাত
এক মিথ্যা জাহান্নাম
আর ভয়ংকর সত্য হলো—
তার জান্নাত আসলে জাহান্নাম, আর জাহান্নামই আসলে জান্নাত।

দাজ্জাল এখন কোথায় এবং কোথা থেকে তার আগমন ঘটবে? - সহিহ মুসলিমে বর্ণিত তামীম দারী (রা.)-এর হাদিসে জানা যায়—দাজ্জাল বর্তমানে আল্লাহর হুকুমে কোথাও বন্দী, শিকলবন্দি অবস্থায়।
নির্দিষ্ট জায়গার নাম বলা হয়নি, তবে হাদিসের ইঙ্গিত অনুযায়ী— তার আগমন ঘটবে পূর্ব দিক থেকে।
নবী ﷺ বলেন—
“দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে।”
(তিরমিজি)
অনেক আলেমের মতে, সে প্রথমে মানুষকে তার দলে আহ্বান করবে, তারপর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়বে—
কিন্তু সে কখনোই মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না।

ভিন্ন ধর্মে দাজ্জালের ইঙ্গিত:
✝️ খ্রিস্টধর্মে
দাজ্জালকে বলা হয়েছে Antichrist—
একজন মিথ্যা খ্রিস্ট, যে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবে এবং মানুষকে বিভ্রান্ত করবে।
শেষ সময়ে যীশু খ্রিস্ট ফিরে এসে তাকে পরাজিত করবেন—এ বিশ্বাস খ্রিস্টানদের মধ্যেও রয়েছে।
✡️ ইহুদি ধর্মে
এখানে দাজ্জালের নাম নেই, তবে আছে False Messiah—
এক ভণ্ড মুক্তিদাতা, যে নিজেকে প্রকৃত মসিহ বলে দাবি করবে।
🕉️ হিন্দু ধর্মে
দাজ্জালের মতো নির্দিষ্ট চরিত্র নেই, তবে কলিযুগে অধর্ম, ভণ্ড গুরু ও মিথ্যার আধিপত্যর কথা বলা হয়েছে,
যার শেষে কল্কি অবতারের আগমন ঘটবে।

দাজ্জালের আগমনের আলামত (লক্ষণসমূহ)
হাদিস অনুযায়ী দাজ্জালের আগমনের আগে—
১/ দীনের জ্ঞ

রাতে মে'য়ে ভ'য় পাবে দেখে, বাবা মেয়ের ক'ব'রে'র পাশে শুয়ে রইলেন.😢 vairal
28/12/2025

রাতে মে'য়ে ভ'য় পাবে দেখে, বাবা মেয়ের ক'ব'রে'র পাশে শুয়ে রইলেন.😢

vairal

25/12/2025

hadi Vai�

সময়
23/12/2025

সময়


20/12/2025

Big shout out to my new rising fans! Atiar Atiar

একটু ঘুমাতে নিয়েছিলাম, কিন্তু মশারা অনবরত অভিযোগ করছে ওদের সাথে জেগে থাকতে হবে।  #,vairal
19/12/2025

একটু ঘুমাতে নিয়েছিলাম, কিন্তু মশারা অনবরত অভিযোগ করছে ওদের সাথে জেগে থাকতে হবে।

#,vairal

পুরুষ মানুষ ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর!'❤️     ゚viralシfypシ゚viralシalシ
28/07/2025

পুরুষ মানুষ ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর!'❤️




゚viralシfypシ゚viralシalシ

Address

Barishal
BARISAL

Alerts

Be the first to know and let us send you an email when MAs arha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share