SM BAYEJID

SM BAYEJID AssalamuAlaikum.Guyes This is my New Official Page FromS.M.Bayejid Hosen Pls Like & follow this page

বয়স'টা আজও বেশি হয়নি অথচ শরীর 'মন' দুটোই ক্লান্ত,!
20/11/2024

বয়স'টা আজও বেশি হয়নি
অথচ শরীর 'মন' দুটোই ক্লান্ত,!

14/11/2024

যতো বড় হবে ততো বুঝবে - পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেও আপন হয় নাহ..!

12/11/2024

সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়!😔

Sometimes I like to take pictures, so whenever I want I click pictures from mobile. I don't know how anyone will like it...
11/11/2024

Sometimes I like to take pictures, so whenever I want I click pictures from mobile. I don't know how anyone will like it, comment if you like it. I will try to give pictures of such beautiful natural environment of Graram if I get inspiration. Inshallah♥️

Location: Jhalkathi Sadar. New Road Vaukathi

11/11/2024

খুঁজে দেখো না পাবে না কেউ আমার মতো।

কোরবানীর আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়*কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয...
12/06/2024

কোরবানীর আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়*কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল। এবার নতুন করে আরো চাঙ্গা হবে।

যেকোন আগ্রা*সনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম বি*দ্বেষী ও জা*লিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য ব*র্জন কতোটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আই*সিউতে।

ব*র্জন এবং জনসচেতনতা চলবে একইসাথে। শুধু পণ্যই নয়, ইস*লাম বি*দ্বেষী সবকিছুকেই ব*র্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইস*লাম বি*দ্বেষী পণ্যমুক্ত।

লেখা - মিজানুর রহমান আজহারী 🤍

10/06/2024
বিড়াল আমার পছন্দের একটা প্রাণী।আমাদের প্রিয় নবি হজরত মোহাম্মদ (সাঃ) এর একজন সাহাবি যার নাম ছিল আব্দুর রহমান (রাঃ)। তিনি...
06/06/2024

বিড়াল আমার পছন্দের একটা প্রাণী।
আমাদের প্রিয় নবি হজরত মোহাম্মদ (সাঃ) এর একজন সাহাবি যার নাম ছিল আব্দুর রহমান (রাঃ)। তিনি অনেক বিড়াল পালন করতেন, মহানবী (সাঃ) তাকে ইয়া আবু হুরাইরা বলে সম্বোধন করেছিলেন। হুরাইরা মানেই হল বিড়াল অর্থাৎ বিড়ালের পিতা বলে সম্বোধন করেছিলেন বিধায় পরবর্তীতে আব্দির রহমান নিজের নাম পরিবরতন করে আবু হুরায়রা রেখেছিলেন। সুনহানাল্লাহ।

04/06/2024

সমস্যার সমাধান কি..?

লোকেশনঃ নতুন রাস্তা হিমানন্দকাঠী নবগ্রাম ঝালকাঠি।
04/06/2024

লোকেশনঃ নতুন রাস্তা হিমানন্দকাঠী নবগ্রাম ঝালকাঠি।

আলহামদুলিল্লাহ৫০০ মানুষের ভালোবাসা আমাদের ইউটিউব চ্যানেলটিতে যুক্ত হয়েছে যারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্র...
17/03/2024

আলহামদুলিল্লাহ
৫০০ মানুষের ভালোবাসা আমাদের ইউটিউব চ্যানেলটিতে যুক্ত হয়েছে যারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের জন্য কমেন্টের লিংক দেওয়া রইল সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হওয়ার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি।

11/03/2024

🌙 রমাদান মুবারাক।

আজকে বিকেলে ঘোরাঘুরির সময় মোবাইল দিয়ে একটু ফটোগ্রাফি করার চেষ্টা করলাম তার কিছু নমুনা ছবি পোস্ট করলাম উৎসাহ পেলে আরো ভ...
06/03/2024

আজকে বিকেলে ঘোরাঘুরির সময় মোবাইল দিয়ে একটু ফটোগ্রাফি করার চেষ্টা করলাম তার কিছু নমুনা ছবি পোস্ট করলাম উৎসাহ পেলে আরো ভালোভাবে মোবাইল দিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

06/03/2024

অনেক দিন পরে নৌভ্রমণ ছাত্রদের নিয়ে।

আসসালামুয়ালাইকুমআমি বর্তমানে আছি শরিয়তপুর, ডামুড্যা উপজেলায়।এখানে অনেক পরিমানে সরিষার চাষ হয় আর আমার অনেক পরিচিত জন ...
05/03/2024

আসসালামুয়ালাইকুম
আমি বর্তমানে আছি শরিয়তপুর, ডামুড্যা উপজেলায়।
এখানে অনেক পরিমানে সরিষার চাষ হয় আর আমার অনেক পরিচিত জন খাঁটি সরিষার তেল খাবার জন্য ও ব্যাবহারের আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু বিশ্বস্ত ও পরিচিত কোন মাধ্যম কিংবা কোন ব্যক্তি না থাকায় আপনাদের বহুল আকাঙ্ক্ষিত খাঁটি সরিষার তেল আপনারা সংগ্রহ করতে পারছেন না তাদের জন্য আমার তরফ থেকে সুখবর দিচ্ছি আপনারা যারা খাঁটি সরিষার তেল নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের শতভাগ খাঁটি সরিষার তেল আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ।
১ লিটার থেকে শুরু করে আপনার যত লিটার প্রয়োজন সবই দেওয়া যাবে ইনশাল্লাহ।

✅ বিস্তারিত জানতে যোগাযোগ করুন +8801787138688 এই নাম্বারে।

বিশেষ দ্রষ্টব্য: যারা নীতি আগ্রহীনন অযথা এসএমএস না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

Address

Jhalokathi Sador, Jhalokathi
Barishal
8400

Alerts

Be the first to know and let us send you an email when SM BAYEJID posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM BAYEJID:

Videos

Share