সখি ভালোবাসা কারে কয়!
বুঝিও না আর আমায়🤏
নদীর প্রেমের গল্প;
ঢেউয়ে লেখা, বাতাসে ফিসফিস করে।
Location : বিশখালী নদী,ঝালকাঠি।
Device’s : Vivo Y91c
আলোকিত সকালের, শেষ বিকেলের প্রতিচ্ছবি 💛
মন খারাপের সময়, সঙ্গীহীন এমন একটি জায়গাই মন ভলো করার জন্য যথেষ্ট🤍
লোকেশন: ঝালকাঠি,বরিশাল
বন্ধু তোরা হয়তো আমার থেকে দূরে চলে গিয়েছ; কিন্তু আমার মন থেকে নয়!
স্মৃতিতে বাঁধা পড়ে গেছে তোদের সাথে কাঁটানো সময় গুলো🤍
ALDC VALEDICTORY DAY 2K24🔥
🎥 Entertainment By Fatu
🌍 হান্ডি কড়াই রেস্টুরেন্ট, বরিশাল।
#ALDC #amrita_lal_dey_college
নিদ্রার চর ! একদিকে সাগর আর অন্যদিকে নদী, মাঝখানে বেড়ে ওঠা কেওড়া ও ঝাউবনের ঘেরা সবুজ এক দৃষ্টিনন্দন সৈকত নিদ্রা। আরেকটা নাম আছে ডিসি পয়েন্ট! এটাকে স্থানীয়ভাবে নিদ্রার চর বলে থাকে। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মিলনস্থান এটি।
স্থানটির বৈচিত্র্য বাড়িয়ে তুলেছে জোয়ার-ভাটা আর ঢেউয়ে সবুজ গালিচাময় বিস্তীর্ণ ঘাস আর শ্বাসমূল। চারপাশে ছোট ছোট গর্ত আর তারই মাঝে জোয়ার ভাটার পানি দেখে চোখ জুড়িয়ে যায়। নদী অববাহিকার নোনা পানিতে সৃষ্টি হয়েছে প্রায় দুই কিলোমিটার লম্বা বেলাভূমি। যা সবসময় সাগরের মুক্ত বাতাস এবং চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যে যে কাউকে আকর্ষণ করবে।
আগস্ট, ২০২৪ নিদ্রার চর || ডিসি পয়েন্ট || তালতলি, বরগুনা।
#নিদ্রার_চর #ডিসি_পয়েন্ট
তোমার হাতটা যখন ধরেছি, মনকে কথা দিয়েছি; ছাড়বো না হাত মরণ কালেও!
তোমার হাতটা যখন ধরেছি,
মনকে কথা দিয়েছি;
ছাড়বো না হাত মরণ কালেও!
🎥 Afroza Islam Pingki
🌍 তালতলি, বরগুনা।
মেঘলা দিনে বিশখালী নদীর ভয়ংকর সুন্দর দৃশ্য !
মন মস্তিষ্ক ঠান্ডা করতে চাইলে চলে যান🍂
📍কীর্তনখোলা নদী,বরিশাল
📱Redmi Note 13 Pro Plus
তোমার আকাশ ধরার শখ..!
নকরী পায়রা নদী ছোটবগী,তালতলী 📍
.
.
.
#tangurhaor #monsoon #Bangladesh #videography #shokher_photography #MonsoonSeason #RainyDays #MonsoonVibes #RainyWeather #NaturePhotography #WildlifePhotography #NatureLovers #ExploreNature #OutdoorAdventure #MonsoonMagic #MonsoonDiaries #RainySeason #MonsoonLove #entertainmentbyfatu #taltoli #nokri #RainyDayFeels #MonsoonShowers
বাংলার আকাশ আজও কাঁদে; মুগ্ধ ভাইয়ের সেই আত্ম চিৎকার!
মনে পড়ে আজও মুগ্ধ ভাইয়ের- পানি লাগবে, পানি!
বাংলার আকাশে-বাতাসে আজও যেন সেই ধ্বনি ভেসে বেড়াচ্ছে।
আহা! কোন এক ভোরের সুন্দর নিরিবিলি পরিবেশ,প্রকৃতি আর মেঘ🌳🌿☘
📍৩০ গোডাউন,বরিশাল
একটি স্বাধীন শহরের হৃদস্পন্দন আবিষ্কার করা, যেখানে শহুরে ল্যান্ডস্কেপগুলি অজানা স্বাধীনতার সাথে মিলিত হয়।
ডিভাইস: Vivo Y91C
স্থান: উত্তরা ঢাকা।
• অতঃপর শেষ বারের মত বন্ধ হলো হাজিরা খাতাটা-
- এভাবেই শেষ হয়ে যায় আমাদের স্কুল জীবন.!🙂🖤🥀
ক্লিপ: কাউখালি মহাবিদ্যালয়।
ক্লিক: Urme Subaha
#কাউখালি
তারপর? তারপর আর কী! আর কখনও স্মৃতি তৈরি হয়নি..!
তারপর?
তারপর আর কী!
আর কখনও স্মৃতি তৈরি হয়নি..!
মানুষ! তো দু'দিনের জন্য পরিচিত হয় এবং বন্ধুত্বের নামে ভালোমানুষি দেখায়, তারপরে! ধীরে ধীরে হারিয়ে যায়। দিয়ে যায় শুধু অজুহাত এবং করে যায় অপরাধ বিহীন দোষী।
-কিসের জাত পাত; সবাই তো ভাই ভাই 🫶
-গতকালের আমার দেখা সেরা মুহূর্ত 🤍
📌চেরাগী পাহাড়,চট্টগ্রাম।
#ধর্ম #জাত_পাত
রাতের বেলায় বরিশাল শহরে ক্ষনিকের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া🫠🏞
#barishalcity #Barishal
#bangabandhuudyan #belspark #blz #barishalcity #videography #shokher_photography #entertainmentbyfatu #Bangladesh #Barishal #naturelovers
নিঃসন্দেহে বরিশাল ভয়ংকর সুন্দর..! 🤍🌻
প্রকৃতি সদা শুভ চেতনার রঙে রঙিন..!🖤
রাতের সৌন্দর্য বরিশালের পথ-ঘাট || Vivo Y91C
#BoycottBangladeshPrimeMinister
#stepDownHasina
#SaveBangladeshistudents
#ALjazerra
#Bbcnews #CNN #BMW #TheWashingtonPost
#TheNewYorkTimes #TheGuardian
#BBC #AlJazeeraEnglish #TheWallStreetJournal
#CNBC #DhruvRathee #videography #UnitedNations #shokher_photography #NewYorkTimesOpinion
#ABCNews #NewYorkPost #ProjectNightfall
#AbhiandNiyu #QuotaReformProtest #DhakaUniversityUnderAttack
#DUUnderAttack
#QuotaReformMovement
#savebangladeshalluniversitystudents
#Barishal #Bangladesh #barishalcity
#zillaschool #oxfordmission
We can't sleep!
We will never forget the JULY 💔
ভুলে যান নি তো, জুলাই এর সেই দিন গুলো। ভুলে যান নি তো শহীদ হওয়া ভাইদের আর্তনাদ!🥲
মনে পড়ে আজও মুগ্ধ ভাইয়ের- পানি লাগবে, পানি!
বাংলার আকাশে-বাতাসে আজও যেন সেই ধ্বনি ভেসে বেড়াচ্ছে।
#মুগ্ধ #শহীদ #স্বাধীন #বাংলা
তবুও বীর বারেবারে ফিরে আসুক
আমাদের স্মৃতির জগতে..!
📍ব্লেজ পার্ক,বরিশাল।
শহীদের রক্তে ধুয়ে-মুছে যাক আমার শহরের সকল আবর্জনা..!
📸Vivo Y91C
🏛️নথুল্লাবাদ,বরিশাল
#বরিশাল #নথুল্লাবাদ