Life Is Totally Fack Drama

Life Is Totally Fack Drama আমি খুব বেশি ভালো ও না খারাপ ও না আমি আমার মতই !!!!!

৫ সন্তানের পিতা  'নওয়াব সিরাজ-উদ-দৌলা' ফিল্মে বাংলার শেষ স্বাধীন নওয়াবের স্বার্থক অভিনেতা আনোয়ার হোসেন!এক ছেলে থাকেন সুই...
17/12/2023

৫ সন্তানের পিতা 'নওয়াব সিরাজ-উদ-দৌলা' ফিল্মে বাংলার শেষ স্বাধীন নওয়াবের স্বার্থক অভিনেতা আনোয়ার হোসেন!

এক ছেলে থাকেন সুইডেন। বাকী তিন ছেলে ও এক মেয়ে থাকেন আমেরিকায়। জীবনের সব আয় খরচ করেছেন সন্তানদের প্রতিষ্ঠিত করার পেছনে। পেটের তাগিদে জীবনের শেষ বয়স পর্যন্ত তাকে করতে হয়েছে চাকর-বাকরের অভিনয়।

কিন্তু তার মৃত্যুর সময় সেই উচ্চ শিক্ষিত একটি ছেলে-মেয়েও দেশে আসেননি, বাবাকে শেষ দেখাটাও দেখেননি!!

বর্তমানে অনেক উচ্চ শিক্ষিত, শিল্পপতি, ধর্নাঢ্য ব্যাবসায়ী, উচ্চ পদস্থ কর্মকর্তা, সচিব, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার'দের মা-বাবা'রাও বৃদ্ধাশ্রমে!

সর্বোপরি বলা যায় যে, শুধু উচ্চ ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না, ভালো মানুষ হওয়া যায়না; ভালো সন্তান হওয়া যায়না। একজন আদর্শ মানুষ হতে হলে প্রয়োজন নিজের বিবেককে সুশিক্ষায় শিক্ষিত করা!

কোথায় চলেছে আমাদের মানবিকতা, সামাজিক মুল্যবোধ ও পারিবারিক বন্ধন??

(রিপোস্ট)
Rtn Golan Mostafa
Director - Unique Hotel and Resorts LTD-Westin Dhaka & Dhaka Sheraton
(প্রোফাইল থেকে নেয়া)

আমি ক্ষুদ্র মানুষ হিসেবে
আমরা মতামত হলঃ ছেলেমেয়েদের কিছু সময়ের জন্য হলেও মানুষের সেবায় নিয়োজিত করতে হবে।
সমাজ বলতে শুধু আমি এবং আমার পরিবার না সমাজ বলতে আমাদের চারপাশের মানুষ, আমাদের প্রজন্ম। সমাজের জন্য কিছু করা তার এটা দায়িত্বের ভিতরে পরে এটা বুঝতে পারলেই আমরা সার্থক।
তা নাহলে শেষ বয়সে এসে আমাদের ও ঠাঁই হতে পারে কোন এক বৃদ্ধাশ্রমে অথবা রাস্তায়।

02/06/2023

Address

Patharghata
Barishal
8720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Is Totally Fack Drama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share