14/01/2025
গ্যাস্টিকের সমস্যা কি রুকইয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব?
-----------------------------------------------------------------------------------
আমাদের দেশে অনেকেরই এখন গ্যাস্টিক বা এসিডিটির সমস্যা রয়েছে। আসলে আমরা কি জানি এই এসিডিটি কেন হয়? ডাক্তারি ভাষায় বলে খালি পেটে থাকলে অর্থাৎ অতিরিক্ত ডায়েট কন্ট্রোল করে ওজন কমাতে গেলে পাকস্থলী খালি থাকে। পেটের ভেতর হাইড্রোক্লোরিক এসিড নিঃসরিত হয় যা কিনা আমাদের পরিপাকে কাজে লাগে। এই এসিডিটি পাকস্থলীর বডিতে গিয়ে আক্রান্ত করে এবং তাকেই খাবার মনে করে। সেখান থেকেই শুরু হয় গ্যাস তৈরি হওয়া। তাই অতিরিক্ত ডায়েট কন্ট্রোল করতে গিয়ে কখনোই পেট খালি রাখা যাবেনা।
গ্যাস্টিক হলে কি কি সমস্যা হতে পারে? যেমন ঃগ্যাস্টিক হলে খিদে কম পায়, পেটে গ্যাস হয় এবং বুক জালা করে,পেটে মাঝখানে চিনচিনে ব্যথা হতে পারে, এবং বারবার বমি হতে পারে ইত্যাদি.
এই টিপসটি দিয়ে আপনারা খুব সহজেই গ্যাস এসিডিটি সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী যে যাদেরকে এই টিপস টি দিয়েছি তাদের মধ্যে ১০০% এর মাধ্যে ৮০% ই লোক এসিডিটি সমস্যা থেকে নিরাময় পেয়েছে।এমনকি এই আমলের বরকতে অনেকেরই টিউমার থেকে উপকৃত হয়েছে।
যাইহোক সবকিছু আল্লাহ তায়ালারই ইচ্ছা যে,কে কখন সুস্থ হবে এবং কার মাধ্যমে কখন সুস্থ করাবেন আল্লাহ তায়ালাই ভালো যানেন। এইজন্য বেশি করে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করা। পাচ ওয়াক্ত নামাজ এবং কুরআন শরিফ তিলাওয়াত করা।
এখন জানব নিজের অবিজ্ঞতা থেকে:
---------------------------------------------------
আমি যখন গ্যাস্টিক রোগে আক্রান্ত ছিলাম। প্রায় ৮ - ১০ বছরের আগের ঘটনা। তখন অনেক ঔষধ খেতে হয়েছে। এমনকি এই এসিডিটির কারনে অনেক যন্ত্রনাও ভোগ করতে হয়েছে। এমনটাও হয়েছে যে, সকাল বেলা ঔষধের প্রয়োজন হয়েছে কিন্তু ঔষধ না পাওয়াতে ব্যাথার যন্ত্রনায় পাগলের মতো হয়ে ছিলাম। যাইহোক পরবর্তীতে ঔষধ খেয়ে কোন রকমের সুস্থ হয়ে বাড়িতে চলে গেলাম। তারপর বাড়িতে যাওয়ার পরে আমার নানুর সাথে দেখা, সে বলতেছিল নানু তুমি এই আমলটি করো। তার কথামতো সঠিকভাবেই আমল করেছি।সে যেভাবে বলেছিল ঠিক আমি সেভাবেই আমল করেছি।এর কিছুদিনের মধ্যে দেখলাম ব্যাথাটা সাভাবিক হয়েছে। তারপর নানু আবার বল্ল যে তুমি আমল করতে থাকো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।সাথে পাশাপাশি ডাক্তারি চিকিৎসাও করেছি।তারপর আমি জিজ্ঞাসা করলাম আপনি এই আমল কোথা থেকে শিখেছেন? তখন তিনি বল্লেন আমি যখন মাদ্রাসায় পড়েছি তখন আমারও গ্যাস্টিকের সমস্যা ছিল। তখন আমি আমার ওস্তাদের মাধ্যমে জানতে পারি।
তো এই আমল আমরা কিভাবে করব?
--------------------------------------------------
প্রতিদিন পাচ ওয়াক্ত নামাজের পরে নিম্নে দোয়াটি সাতবার পড়ে বুকে ফু দিবে এবং পুরো শরীর মাছেহ করবে গ্যাস্টিকের নিয়ত করে। যাদের বেশি সমস্যা তারা দুই সপ্তাহের মধ্যে সাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
যাদের কম তারা একসপ্তাহে মধ্যে ফায়দা বুঝতে পারবে ইনশাআল্লাহ।
বিশেষ করে এই আমল টি করবেন ফজর এবং মাগরিবের পরে। যাদের বেশি তারা পাচ ওয়াক্ত নামাজের পরে করাটাই ভালো।
সুরা তাওবা ১২৯ নাম্বার আয়াত.
সুরা বাকারা ১৫৬ নাম্বার আয়াত. ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) সাথে বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু মায়াছমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিচ্ছামা ই ওয়া হু ওয়াসসামিউল আলিম।
এখন আলহামদুলিল্লাহ কোন কিছুই বাছিনা যে এইটা খেলে গ্যাস্টিক হবে।
আল্লাহ তায়ালার মেহেরবানীতে গ্যাস্টিকের কোনো সমস্যাও নেই আর কোন কিছু বাছতেও হয়না আলহামদুলিল্লাহ।
☎️ Contact:
Whatsapp/imo: +8801758791157
Facebook: https://www.facebook.com/profile.php?id=61571055820854&mibextid=ZbWKwL
page:
https://www.facebook.com/RaqiAbdusSalamRuqyahandHijamah
YouTube link:
https://youtube.com/
#হিজামাবাকাপিংথেরাপি
#রুকইয়াহশরাঈয়া
#গেটেবাতঘাড়েব্যথাডায়াবেটিসহিজামা
#অবসবাপ্যারালাইসিসহিজামা
#ত্বকেরবর্জপরিষ্কারহিজামা
#দীর্ঘদিনেরমাথাব্যাথাযারকারনঅজানারুকইয়াহ
#কালোযাদুরুকইয়াহ
#চুলকানিখোসাওপাঁচড়াহিজামা
#জিনেরআসররুকইয়াহ
#ওয়াসওয়াসারুকইয়াহ
#জীনেরসমস্যারুকইয়াহ
#রাখিআব্দুসসালামরুকইয়াহওহিজামাসেন্টার
#রুকইয়াহওহিজামাচিকিৎসা
#রুকইয়াহওহিজামাথেরাপি
#হিজামাআয়ুর্বেদিকচিকিৎসা
#রুকইয়াহওহিজামাকাপিংথেরাপি
#রুকইয়াহওহিজামাট্রিটমেন্ট
#হিজামাব্লাডলেটিং
#রুকইয়াহওহিজামাসূন্নাহ
#রুকইয়াহওহিজামাসেন্টার