Suka's Dairy

Suka's Dairy Keep It Simple �

20/12/2024

জীবন নিয়ে আমরা যতোই স্বপ্ন দেখিনা- কেনো -
আসলে
ভাগ্যে যা লেখা থাকে, বাস্তবে সেটাই ঘটে।

16/12/2024

আসসালামু আলাইকুম
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা🇧🇩

14/12/2024

যে আপনার সুখে আনন্দ পায়,
যে আপনার কষ্টে দুঃখ পায়
যে আপনার নিরবতার কারণ খোঁজে,
সত্যিকার অর্থে সে আপনার প্রকৃত বন্ধু।

13/12/2024

আপনার গায়ের রঙ
শুধু আপনার নিজের সৌন্দর্য
তুলে ধরবে।
আর আপনার ব্যাবহার আপনার পরিবারের সৌন্দর্য তুলে ধরবে।

12/12/2024

আসসালামু আলাইকুম
প্রতি সেকেন্ডে তাঁকে স্মরণ করুন,
যিনি প্রতি সেকেন্ডে নিশ্বাস চালু রেখেছেন।
আলহামদুলিল্লাহ

11/12/2024

বিশ্বাস আর নিশ্বাস দুটোই খুব দামী,
যা একবার হারিয়ে গেলে,
আর ফিরে পাওয়া যায় না।

10/12/2024

মন্দ মানুষের সাথে যার চলাফেরা,
সে কখনো কল্যানের মুখ দেখবেনা।

09/12/2024

দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় সর্তক থাকবেন।
কারণ
আপনি জানেননা দেয়ালের ওপারে কান পেতে কে দাঁড়িয়ে আছে।

08/12/2024

তোর পোস্ট দেখে রিয়েক্ট দিতে মন চায়,
কিন্তু
যখনি দেখি তুই আমার পোস্টে রিয়েক্ট দেসনা -
তখনি রিয়েক্টশন 🤣🤣

07/12/2024

আপনি যতো দূরেই যান না- কেনো,
নিজের থেকে দূরে যেতে পারবেনা।

পৃথিবীর সেরা ওয়াশিং পাউডার হচ্ছে টাকা,চরিত্রে যতোই দাগ লাগুক না কেনো -দিন শেষে ঠিকই ধুয়ে  দিবে।
06/12/2024

পৃথিবীর সেরা ওয়াশিং পাউডার হচ্ছে টাকা,
চরিত্রে যতোই দাগ লাগুক না কেনো -
দিন শেষে ঠিকই ধুয়ে দিবে।

05/12/2024

বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে।
অতি বড় ঘরনী, না পায় ঘর।
অতি বড় সুন্দরী, না পায় বর।
যেমন যোগ্য লোক অনেক সময় উপযুক্ত মর্যাদা বা স্থান পায় না।

~~মূর্খের বড় সমস্যা হলো, টাকা হলেই নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে, সর্বজায়গায়, যোগ্য মনে করে ~।
04/12/2024

~~মূর্খের বড় সমস্যা হলো,
টাকা হলেই নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে, সর্বজায়গায়, যোগ্য মনে করে ~।

~~চিন্তা কাজের চেয়ে বেশি মানুষকে  হত্যা করে ~~
03/12/2024

~~চিন্তা কাজের চেয়ে বেশি মানুষকে হত্যা করে ~~

নিজের মুল্য বুঝাতে চুপ থাকুন, মনে রাখবেনখুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়,কিন্তু  বেশি টাকার নোটে কোন শব্দ থাকে না,,।
02/12/2024

নিজের মুল্য বুঝাতে চুপ থাকুন,
মনে রাখবেন
খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়,
কিন্তু
বেশি টাকার নোটে কোন শব্দ থাকে না,,।

উপকার করলে গায়ের চামড়া থাকেনা, অর্জন গাছ তার বড় প্রমান,,,,,।
01/12/2024

উপকার করলে গায়ের চামড়া থাকেনা,
অর্জন গাছ তার বড় প্রমান,,,,,।

পথ কখনো হারিয়ে যায না, হারিয়ে যায় একসাথে হাঁটা মানুষগুলো।
30/11/2024

পথ কখনো হারিয়ে যায না,
হারিয়ে যায় একসাথে হাঁটা মানুষগুলো।

কারো কাছ থেকে শোনা কথাএকটু চিন্তাভাবনা করে বিশ্বাস করা উচিত। কারণ মানুষ আপনাকে গল্পটির সেই অংশ, কখনোই বলবে না যেখানে তার...
29/11/2024

কারো কাছ থেকে শোনা কথা
একটু চিন্তাভাবনা করে বিশ্বাস করা উচিত।
কারণ
মানুষ আপনাকে গল্পটির সেই অংশ,
কখনোই বলবে না যেখানে তার ভুল ছিলো ~!!!

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suka's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share