BSL Daily Life

BSL Daily Life Stay with us to watch village cooking, village scenery, and village life-style videos.
(72)

02/02/2025

কাচা টমেটোর এই রেসিপি দিয়ে পুরো ভাত খাওয়া যাবে, মলেন্দা মাছ দিয়ে কাচা টমেটো খুব স্বাদের হয় ।

31/01/2025

বেয়াই বাড়ি আসলাম চুই পিঠা খাইতে, খেজুরের গুর নারিকেল নিয়ে আসছি এভাবে আত্মীয়ের বাড়ি যাবেন সম্পর্ক ভালো রাখবেন ।

30/01/2025

মানিক ভাইর কচি কুমড়া নদীর চিংড়ি দিয়ে ভাজি, ৩০০ টাকার কুমড়া ১৫০ টাকায় দিয়ে দিলো । মানিক ভাই মনের দিক থেকে খুবই ভালো মনের মানুষ ।

28/01/2025

নদীর ঘোড়াকাটা মাছ এই প্রথম খাইলাম, একদম ঘুইংসা মাছের মতো খেতে লাগছে ।

27/01/2025

বরিশাইল্লা দগরি মাছ ভুনা গরম ভাতে জম্মের মজা, যারা এই মাছ খায়না তারা যদি একবার এর স্বাদ পায় তাইলে চেটেপুটে খাবে ।

26/01/2025

হাশেম ভাইর এক কলস খেজুরের রস ৫০০ টাকায় কিনলাম ছোট নাইওরির জন্য, নাতিরা নানার কাছে রসের শিন্নি খাইতে চাইছে তাদের ইচ্ছাই পূরণ করলাম ।

25/01/2025

নাইওরিদের জন্য নদীর গুরা মাছ কিনলাম, বউমায় পাঠাইছে বড় মাছ আনতে আমি আনছি গুরা মাছ এদিকে নাতিরাও বাড়ি গিয়া আমারে বকা দিবে এই মাছ খাইয়া ।

23/01/2025

আইট্টা কলার থোর বাটা চিংড়ি মজার খাবার, দুপুরে ভাতের সাথে এরকম তরকারি থাকলে তৃপ্তি সহকারে খাওয়া যায় ।

21/01/2025

আজকে একটা পরিবারের ইচ্ছা পূরণ করলাম আমার সাধ্য অনুযায়ী ।

20/01/2025

৬৪ বছর বয়সেও শ্বশুর বাড়ির ব্যাসাত আনলাম, সাদা বেগুন দিয়ে নদীর টাটকা মাছ রান্না ।

16/01/2025

গ্রাম্য পদ্ধতিতে আলু ফুলকপি বেগুন টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না, বউমা আজকে স্বপ্নেও রুই মাছ দেখছে ।

15/01/2025

চ্যাং ছেইচ্চা ভুনা করলাম, আজকের দুপুরে ছ্যাচা মাছ ভুনা দিয়ে পেট ভরে ভাত খাইলাম ।

13/01/2025

কোরাল মাছ আর বকফুল উসসি রান্না দুপুর বেলা গরম ভাতে দারুন খেতে ।

11/01/2025

ক্যামেরার পিছনের লোকটার জন্য দোয়ার দরখাস্ত রইলো।

09/01/2025

বেয়াই বাড়ির ১১ কেজি ওজনের কদুর দুধ কদু করলাম, নিজেরাও খাইলাম আত্মীয়ের বাড়িও দিলাম ।

07/01/2025

বরিশাইল্লা বনভাত ছোট বেলার মধুর স্মৃতি, এখনকার ছেলে মেয়েরা এই জিনিস ভুইলা গেছে।

31/12/2024

তিনপদের শাক দিয়ে নদীর মাছ রান্না, বহুদিন পর বউমা সামনে আসলো নদীর টাটকা মাছ এতো স্বাদ যা বলার মতো না ।

28/12/2024

বড় মাছ দিয়ে বিখ্যাত আলু ঘাটি রান্না করলাম, উত্তরবঙ্গের বিখ্যাত খাবার এটা ।

Address

Barishal
2888

Alerts

Be the first to know and let us send you an email when BSL Daily Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BSL Daily Life:

Videos

Share

Category